Mirabai Chanu: হারালেন অলিম্পিক সোনাজয়ীকে! কব্জির চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো চানুর

MirabaiChanu_071222_pti_1200

মাধ্যম নিউজ ডেস্ক: মীরাবাঈ চানুর (Meerabai Chanu) মুকুটে আরও একটি পালক। কব্জির চোট সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন দেশের অন্যতম এই মহিলা ভারোত্তোলোক। চলতি বছরে কলম্বিয়ার বোগোতায় বসেছিল ২০২২ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের আসর। এখানে স্ন্যাচ (৮৭ কেজি) এবং ক্লিন অ্যান্ড জার্ক (১১৩ কেজি) মিলিয়ে মোট ২০০ কেজি ভারোত্তোলন করেন চানু। অন্যদিকে চিনা প্রতিযোগী হউ জিহুই যিনি অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯৮ কেজি ভার বহন করে জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক। আর সোনার পদক জেতেন চিনের জিয়াং হুইহুয়া। স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি ওজন তুলে স্বর্ণপদক জিতে নেন তিনি।

চোট নিয়েই বাজিমাত

কব্জিতে চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে নামেন চানু। তবে নিরাশ করেননি মণিপুরের মেয়ে। বড় আসরে নামার সময় যে মানসিকতা বদলে ফেলেন চানু,তার প্রমাণ মিলল বিশ্ব মিটেও। ২০১৭ সালে বিশ্ব মিটে সোনা জিতেছিলেন চানু। এ বারও সেই লক্ষ্যই ছিল তাঁর। সামনে এশিয়ান গেমস। ২ বছর পর প্যারিস অলিম্পিক। ধারাবাহিক ভাবে সাফল্যের মধ্যে থাকতে চেয়েছিলেন ভারতীয় ভারোত্তোলক। কিন্তু সেপ্টেম্বর মাসে ট্রেনিংয়ের সময় কবজিতে চোট পান। জাতীয় গেমসে চোট নিয়েই ইভেন্টে নেমেছিলেন চানু। বিশ্ব মিটে চানুদের ইভেন্টে সেরা ১১জন লিফ্টার নেমেছিলেন। 

আরও পড়ুন: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

বিশ্ব মিটে রুপো পাওয়া চানুকে নিয়ে টিমের হেড কোচ বিজয় শর্মা বলেছেন, ‘এই মিটের জন্য আমরা কোনও বাড়তি চাপ নিতে চাইনি। নিয়মিত ও যে ওজন তুলছিল, সেটাই তুলেছে এখানে। এ বার ট্রেনিংয়ে ওর ওজন বাড়ানো হবে। ধীরে ধীরে ও উন্নতি করবে। চোট থাকা সত্ত্বেও বিশ্ব মিটে নেমেছে চানু। কারণ, ও এই টুর্নামেন্টটা মিস করতে চায়নি। এ বার ওকে কবজির পুরনো চোটটা সারিয়ে তুলতে হবে। পরের ইভেন্টের আগে ও অনেকখানি সময়ও পেয়ে যাবে সেটা করার।’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share