Miss Universe 2022: বিশ্ব সুন্দরীর মঞ্চে পরাজয় ভারতের দিভিতা রাই- এর, মুকুট মার্কিন সুন্দরীর মাথায়

Miss_Universe

মাধ্যম নিউজ ডেস্ক: মিস ইউনিভার্স ২০২২ -এর খেতাব জিতে নিলেন মার্কিন সুন্দরী আর বনি গ্যাব্রিয়েল। তাঁর মাথায় বিশ্ব সুন্দরীর ক্রাউন পরিয়ে দেন ২০২১ সালে মিস ইউনিভার্স খেতাব জয়ী হরনাজ সান্ধু। এ বছরের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার প্রথম তিন জন হলেন আমেরিকা, ভেনিজুয়েলা, এবং ডমিনিকান রিপাবলিক। শেষ দুইয়ে পৌঁছয় আমেরিকা ও ভেনিজুয়েলা। শেষ হাসিটি হাসেন মিস আমেরিকা (Miss Universe 2022)। জিতে নেন বিশ্ব সুন্দরীর মুকুট।

 


 

এ বছর ভারতের হয়ে এই বিউটি পেজেন্টে (Miss Universe 2022) প্রতিনিধিত্ব করেন কর্নাটকের মেয়ে দিভিতা রাই। ম্যাঙ্গালুরুর বাসিন্দা, দিভিতা জাতীয় পোশাকের রাউন্ডে সোনার পাখি সেজে সবার নজর কেড়েছিলেন। ভারতের সংস্কৃতি এবং আধ্যাত্মের রূপক হিসেবে ওই পোশাককে তুলে ধরা হয়েছিল। তবে তাঁর বিশ্ব সুন্দরী হওয়ার স্বপ্ন থেকে গেল অধরাই। তিনি টপ ১৬ -এ ওঠার পর প্রতিযোগিতা থেকে ছিটকে যান। এবং বিশ্বসেরার খেতাব জিতে নেন মার্কিন সুন্দরী। 

আরও পড়ুন: দিল্লিতে ধৃত দুই জঙ্গির যোগ পাক সন্ত্রাসীদের সঙ্গে? পাঠানো হয়েছিল মৃতদেহের ভিডিও

কে এই আর বনি? 

১৯৯৪ সালের ২০ মার্চ টেক্সাসের হিউস্টনে জন্ম (Miss Universe 2022) হয় আর বনিত। নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আমার বাবা ফিলিপিনসের বাসিন্দা ছিলেন। কলেজে স্কলারশিপ পেয়ে আমেরিকায় এসেছিলেন। তখন তাঁর পকেটে মাত্র ২০ ডলার (মার্কিন) ছিল।” তিনি আরও বলেন, “উনি নিজের জীবন গড়েছিলেন। আমার মায়ের সঙ্গে টেক্সাসে আলাপ হয়েছিল বাবার। তিনি বিউমন্টের বাসিন্দা ছিলেন। আমি গর্বিত ফিলিপিনা টেক্সান।” হুলা হুপ ভালোবাসেন এই সুন্দরী। মাঝেমধ্যে ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। অবসর সময়ে বই পড়েন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share