মাধ্যম নিউজ ডেস্ক: যাদের মোবাইল ফোনের অনেক শখ বা যারা এর মধ্যেই নতুন মোবাইল ফোন কিনতে চলেছেন তাঁদের জন্য সুখবর। কারণ এবারের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম। আর সবচেয়ে খুশীর বিষয় হল মোবাইলের দাম অনলাইন ও অফলাইন, উভয় জায়গা তেই কমতে চলেছে, বাজারের বিশ্লেষকেরা এমনটাই বলছেন। কারণ, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং তার জেরে স্মার্টফোনের চাহিদা কমে গিয়েছে যার জন্যে প্রতিটি ফোন তৈরি করার কোম্পানিরই ফোনের স্টক বেড়ে গিয়েছে। তাই সেই স্টক ফাঁকা করার জন্যই মোবাইল ফোনের দাম কমতে চলেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
আরও পড়ুন: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?
এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ২০২২-এর উৎসবের মরশুমে ভারতীয় বাজারে মোবাইল ফোনের জন্য ধামাকাদার ছাড় আসতে চলেছে। এমনকি অনলাইনে ডিসকাউন্টের পরিমাণও বৃদ্ধি করা হবে।
একটি তথ্যে জানা যায়, ভারতের দ্বিতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Samsung-এরই প্রায় ৫০ বিলিয়ন স্মার্টফোন স্টকে রয়েছে। যদিও সংস্থার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। চলতি বছরের প্রথমের দিকে মুদ্রাস্ফীতি-সহ আর্থিক অবনতির কারণে মোবাইল ফোনের তেমন বিক্রি হয়নি । এবার সেই ঘাটতিই পূরণের চেষ্টা করে চলেছে মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাগুলি। ডিসকাউন্টের সঙ্গে সঙ্গে অনলাইন ও অফলাইনে ইএমআই-এ স্মার্চফোন কেনার সুযোগ করেছে কোম্পানীগুলো।
আরও পড়ুন: সাধের ফোনটিকে দুর্বৃত্তদের হাত থেকে সুরক্ষিত রাখবেন কীভাবে? এই রইল উপায়
এক বিশেষজ্ঞ জানান, চাইনিজ ফোনেরও তেমন বিক্রি হয়নি এখনও পর্যন্ত। ফলে তারও স্টক আছে। অনুমান করা হচ্ছে যে, প্রায় ৫০ থেকে ৮০ মিলিয়ন হ্যান্ডসেট অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে চাইনিজ ফোনের একটা বড় স্টক ভারতের বাজারে আসতে পারে। তবে এটাও ঠিক, ভারতীয় বাজারে অবিক্রিত স্মার্টফোনের পুরোটাই বিক্রি হবে না। যদিও আর্থিক পরিস্থিতির কারণে চলতি বছরের প্রথমার্ধে তেমন বিক্রি হয়নি। তবে আশা করা হচ্ছে যে, বিভিন্ন ডিসকাউন্টের জন্য এই বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনের চাহিদা ও বিক্রি দুইই বৃদ্ধি পেতে পারে।
Leave a Reply