Modi Mother Birthday: সযত্নে ধুয়ে দিলেন পা, চাইলেন আশীর্বাদ, মায়ের ৯৯তম জন্মদিন পালন মোদির

Modi_Mother

মাধ্যম নিউজ ডেস্ক: মায়ের ৯৯তম জন্মদিনে পা ধুইয়ে দিলেন প্রধানমন্ত্রী ছেলে। হিরাবেন মোদি (Hiraben Modi) ১০০-য় পদার্পণ করলেন। সেই উপলক্ষেই মায়ের সঙ্গে দেখা করতে গুজরাট (Gujarat) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। গান্ধীনগরে (Gandhinagar) ছোট ভাইয়ের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করে সযত্নে মায়ের পা ধুইয়ে দিলেন তিনি।

ট্যুইটারে এদিন মোদি লেখেন, “মা শুধুই একটা সাধারণ শব্দ নয়। এটা একটা আবেগ। আজকের দিনেই আমার মা ১০০ বছরে পা দিলেন। আনন্দে এবং কৃতজ্ঞতায় আজকের দিনে আমি কয়েক লাইন লিখেছি।” 

[tw]


[/tw]

একটি চিঠিতে মোদি লেখেন,”আজ আমি খুব খুশি। আমার মা হিরাবেন মোদি আজ ১০০ বছরে পদার্পণ করলেন। এই বছরটি তাঁর জন্ম শতবর্ষ। ২০২২ বছরটি আমার কাছে গুরুত্বপূর্ণ। আজ বাবা বেঁচে থাকলে তিনি শতবর্ষ পার করতেন। গত সপ্তাহে তিনি তাঁর শতবর্ষ পালন করতেন।” 

আরও পড়ুন: পওয়াগড় কালী মন্দিরে মোদি, জানেন এখানকার ইতিহাস 

ধুমধাম করে হিরাবেনের শতবর্ষ উদ্‍যাপন করছে মোদি পরিবার। গান্ধীনগরের বাড়িতে জড়ো হয়েছেন পরিবারের সদস্যরা। নিজে হাতে মায়ের জন্য নৈবেদ্য সাজিয়েছেন মোদি। ধুইয়ে দিয়েছেন মায়ের পা। আশীর্বাদ নিয়েছেন মায়ের থেকে। মা ও ছেলের আবেগঘন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

[tw]


[/tw]

১৯২৩ সালের ১৮ জুন জন্ম হিরাবেন মোদির। এই বছর ১০০ বছরে পা দিলেন তিনি। গান্ধীনগরে ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হিরাবেন, সেখানেই মায়ের সঙ্গে দেখা করেন মোদি। এদিন আমেদাবাদের জগন্নাথ মন্দিরে একটি ‘ভাণ্ডারো’ বা গণআহারের অনুষ্ঠানের আয়োজন করেছে মোদির পরিবার।

পাশাপাশি আজ হটকেশ্বর মহাদেব মন্দিরে হিরাবেনের দীর্ঘায়ু কামনায় সারাদিন ধরে চলছে পুজো ও যজ্ঞ। ভজন সঙ্গীতের অনুষ্ঠানের পাশাপাশি হবে শিব আরাধনাও। এর আগে গত ১১ মার্চ দুদিনের সফরে গুজরাট গিয়ে মায়ে সঙ্গে দেখা করেছিলেন মোদি। এবার ২ দিনের সফরে ভদোদরায় ২১ হাজার কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। সর্দার এস্টেটের কাছে কুষ্ঠ হাসপাতালে একটি জনসভা করবেন।  এদিন পওয়াগড় কালী মন্দিরও দর্শন করেন মোদি। 

আরও পড়ুন: শতবর্ষে পদার্পণ হিরাবেনের, মায়ের সঙ্গে দেখা করবেন মোদি

হিরাবেনের জন্মদিন উপলক্ষে গান্ধীনগরে রায়সান পেট্রোল পাম্প থেকে ৬০ মিটার পর্যন্ত একটি রাস্তার নাম ‘পূজ্য হীরাবা মার্গ’ রাখার সিদ্ধান্ত নিয়েছে গান্ধীনগর প্রশাসন। আজই সেই রাস্তার নামকরণের দিন ধার্য হলেও কিছু সরকারি কাজ বাকি থাকায়, পিছিয়ে যায় নামকরণ।          

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share