মাধ্যম নিউজ ডেস্ক: মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্ক। ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানটির জরুরি অবতরণ করানো হয় গুজরাটের জামনগরে। জানা গিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে প্রথমে এই বিমানে বোমা রাখার ফোন আসে। তারপরেই বিমানটিকে গুজরাটের জামনগরে জরুরি অবতরণ করানো হয়। ইতিমধ্যেই এনএসজি-র দুটি দল চার্টার্ড বিমানটিতে তল্লাশি চালায়। চিরুনি তল্লাশি চালিয়েও কোন বোমের সন্ধান পাওয়া যায়নি বলে খবর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানটির গোয়া যাওয়ার কথা ঠিক থাকলেও, দুপুর ১টার দিকে এটি গোয়ার উদ্দেশে রওনা দিয়েছে।
#WATCH | Visuals from Jamnagar Aiport where Moscow-Goa chartered flight passengers were deboarded after Goa ATC received a bomb threat.
— ANI (@ANI) January 10, 2023
As per airport director, Nothing suspicious found. The flight is expected to leave for Goa probably b/w 10:30 am-11 am today.#Gujarat pic.twitter.com/dRBAEucYjy
ঠিক কী ঘটেছিল?
গত কয়েকদিন ধরে একাধিক বিমানের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। মঙ্গলবার ফের বিমানের কাণ্ড খবরের শিরোনামে। মস্কো-গোয়া বিমানে হঠাৎ করে বোমা রাখার খবর পান এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধিকারীকরা। এতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি বিমানটিকে গুজরাটের জামনগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে অবতরণ করানো হয়। বিমানটিতে ২৩৬ জন যাত্রী ও ৮ জন কেবিন ক্রু ছিলেন। প্রত্যেক যাত্রীকে নামিয়ে তাঁদের জিনিসপত্র তন্নতন্ন করে পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা। নামে এনএসজিও। বিমানটিও ভালভাবে পরীক্ষা করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও কিছুই মেলেনি বলে খবর নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বিজেপির গঙ্গাপুজোয় ‘না’ পুলিশের, ‘কর্মসূচি হবেই’, জানালেন সুকান্ত
জামনগর জেলা কালেক্টরের বক্তব্য
জামনগরের জেলাশাসক সৌরভ পারঘি সংবাদমাধ্যমে বলেছেন, “রাত ৯ টা ৫০ মিনিট (সোমবার) থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি চালিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রীদের বিবরণও যাচাই করেছে। যাত্রীদের রুটিন স্ক্যানিংয়ের মাধ্যমে চেক করা হয়। নয় ঘণ্টা ধরে এই কাজ চলেছে। লাগেজ চেক করা হয়েছে এবং বিস্তারিত যাচাই করা হয়েছে।”
জামনগর বিমানবন্দর ডিরেক্টরের বক্তব্য
জামনগর বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, “আমরা খুব ভালভাবে ব্যাগ এবং বিমানের লাগেজ বক্স পরীক্ষা করেছি। এনএসজি সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে ১১টার মধ্যে বিমানটি গোয়ার উদ্দেশে উড়ে যাবে।”
বিমানে থাকা সকল যাত্রীই নিরাপদ
গতকাল রাশিয়ান দূতাবাস বিবৃতি জারি করে জানিয়েছে যে, মস্কো থেকে গোয়া যাওয়ার আজুর এয়ারের বিমানে বোমাতঙ্কের খবর পেয়ে ভারতীয় বিমান কর্তৃপক্ষ রাশিয়ান দূতাবাসকে সতর্ক করেছিল। এর পর বিমানটির জরুরি অবতরণ করতে হয়েছে। এর পর বিমানে থাকা যাত্রীরাই যে নিরাপদে রয়েছেন ও বিমানের তল্লাশি চালানো হয়েছে। এসবই জানানো হয়েছে। সূত্রের খবর, জামনগর বিমানবন্দরটি নিরাপত্তা বাহিনীর তরফ থেকে ৯ ঘন্টা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। তবে সন্দেহজনক কিছু না মেলায় আপাতত স্বস্তিতে বিমান যাত্রীরা। আজ ১১ টার দিকে রওনা দেওয়ার কথা থাকলেও বিমানটি দুপুর ১ টার দিকে গোয়ার উদ্দেশে ফের রওনা দিয়েছে।
+ There are no comments
Add yours