মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসেই বাজারে চলে এল দেশে তৈরি করোনার নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVACC)। এদিন আনুষ্ঠানিকভাবে ওই ভ্য়াকসিন বাজারে ছাড়লেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়। নভেম্বরে ওই ভ্যাকসিনের অনুমতি মেলে বিশেষ ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ও বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য।
ইনকোভ্যাক-এর দাম
গত ডিসেম্বরেই সংস্থার তরফে ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজের দাম জানানো হয়েছিল। ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী, কোভিড-১৯-এর প্রথম ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVACC)-এর প্রতিটি ডোজ সরকারের কাছে ৩২৫ টাকা এবং বেসরকারি টিকা কেন্দ্রে ৮০০ টাকায় বিক্রি করা হবে। তিন পর্যায়ে ট্রায়াল শেষ করা পর এটিকে অনুমোদন দেয় কেন্দ্র। এরপর এটির উৎপাদন শুরু করা হয়। প্রথম ডোজ হিসেবে ভ্য়াকসিনটি কতটা কার্যকারী তা প্রথমে দেখা হয়েছিল। যারা আগেও কোভ্যাকসিন ও কোভিশিল্ড নিয়েছেন তাদের বুস্টার ডোজ হিসেবেও একটি পরীক্ষা করে দেখা হয়েছে।
আরও পড়ুন: আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক! দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
কেন্দ্রের সক্রিয়তা
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVAC) -কে শর্তসাপেক্ষে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, এখন দেশে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই ভ্যাকসিন নিতে পারবেন। জানা যাচ্ছে, যাঁরা করোনার দুটি টিকা নিয়েছেন, কিন্তু তৃতীয় বুস্টার ডোজ নেননি, তাঁরা এটাকে বুস্টার ডোজ হিসাবে নিতে পারবেন। প্রসঙ্গত, সারা বিশ্ব যখন করোনায় (Corona) জর্জরিত ছিল, তখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন বাজারে নিয়ে আসে ভারত বায়োটেক। দু-বছরের মধ্যে ফের কোভিড প্রতিষেধক নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine) বাজারে নিয়ে এল এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তবে শুধু কোভিড ভ্যাকসিন নয়। আরও অন্যান্য রোগেরও ভ্যাকসিন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক (Bharat Biotech)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours