National Voters Day: জাতীয় ভোটার দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান

1671708480_modi

মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় ভোটার দিবসে (National Voters Day) দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই বছরের থিম “নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর সিউর”-থেকে অনুপ্রাণিত হয়ে, আমরা যেন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণকে আরও জোরদার করতে পারি এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে পারি।

প্রসঙ্গত, প্রতি বছর ২৫ জানুয়ারি এ দেশে জাতীয় ভোটার দিবস (National Voters Day) পালন করা হয়। ২০১১ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচনী আয়োগের ৬১ তম প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সংগতি রেখে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এই দিবসের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতীয় ভোটার দিবস (National Voters Day) উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি টুইট করে লিখেছেন, ভোটার দিবস সাংবিধানিক মূল্যবোধ উদযাপনের দিন। দিনটি একটি শক্তিশালী জাতি গঠনের জন্য নাগরিকদের তাদের ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে নির্দেশ করে। শাহ বলেন, তিনি দেশের তরুণদের ভোট দেওয়ার বিষয়ে মানুষকে সচেতন করতে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন: ফের পৃথক রাজ্যের দাবিতে উত্তপ্ত হতে চলেছে পাহাড়! এবার ভূমিকায় ভারতীয় গোর্খাল্যান্ড সংঘর্ষ সমিতি

এদিন (National Voters Day) এক বিশেষ ঘোষণাও করে নির্বাচন কমিশন। আর ১৮ নয়, এ বার ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আবেদন করা যাবে। বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালনের অনুষ্ঠানে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, নতুন ভোটারদের জন্য প্রি রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে। ১৭ বছর বয়স হলেই করা যাবে রেজিস্ট্রেশন। অর্থাৎ, ভোটার হওয়ার জন্য আগাম আবেদনের ব্যবস্থা শুরু করল কমিশন। এর ফলে ১৮ বছর হলেই আগাম আবেদনকারীরা ভোটার হয়ে যাবেন। নতুন ভোটারদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে ভোটার কার্ড।

এদিন প্রায় গোটা রাজ্যেই পালন করা হয়েছে জাতীয় ভোটার দিবস (National Voters Day)। বালুরঘাট, কুমারগঞ্জ, ইসলামপুর, মালবাজারে এই কর্মসূচি পালন করা হয়। বালুরঘাটে বাইক র‍্যালি বেরোয় এই দিন উপলক্ষে। পালন করা হয় মালদা জেলাতেও।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share