New Year 2023: বিশ্বের কোন কোন দেশ করল বর্ষবরণ?

New_Year_Eve

মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই নতুন বছর। বর্ষবরণের (New Year 2023) রাতে মেতে উঠেছে গোটা দেশ। ভারতে আগামী কাল নতুন বছর শুরু হলেও অনেক দেশই আজই বর্ষবরণ করে নিয়েছে। তাদের শুরু হয়ে গিয়েছে নতুন বছর। অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে নতুন বছরের উদযাপন। ট্যুইটার ব্যবহারকারী জেসন ডেসি টুইটারে সিডনিতে নববর্ষের আগের আতশবাজির একটি ভিডিও শেয়ার করেছেন। সিডনিতে নববর্ষের প্রাক্কালে আতশবাজির শ্বাসরুদ্ধকর ছবি এবং ভিডিও লোকেরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

 

বিশ্বের বড় শহর হিসেবে সবার আগে ২০২৩ (New Year 2023) সালকে বরণ করে নিলো নিউজিল্যান্ডের অকল্যান্ড। এবারও শহরের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎসবে মেতেছে সে দেশের মানুষ।  
 
বিশ্বের বড় শহরগুলির মধ্যে সবার আগে ২০২৩ (New Year 2023) সালকে বরণ করে নিলো নিউ জিল্যান্ডের অকল্যান্ড। এবারও শহরের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সে দেশের মানুষ। নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে উচ্ছসিত জনতা। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির মেলা।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে (New Year 2023) আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর একটি নিউ জিল্যান্ড। তবে গোটা বিশ্বে সবার আগে বর্ষবরণ করে সামোয়াত। দেশটি নিউ জিল্যান্ডের কাছাকাছি অবস্থিত। এক ঘণ্টা আগে সেখানে নতুন বছরের সূচনা হয়।

এছাড়াও সিঙ্গাপুররেও আতশবাজির মাধ্যমে বর্ষবরণ করে নেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু পর্যন্ত সারা বিশ্বের মানুষকে উদযাপনে মেতে উঠতে দেখা যায়। আতশবাজি বিশ্বের অনেক দেশে প্রচণ্ডভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে সিডনি, লন্ডন, সিঙ্গাপুর এবং দুবাইতে নববর্ষের আগের দিন আতশবাজি দেখার মতো। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share