Karnataka Hijab Row: হিজাব-বিতর্ক বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ! সুপ্রিম কোর্টে কী বলল কর্নাটক সরকার?

karnataka-hijab-row

মাধ্যম নিউজ ডেস্ক: হিজাব (Hijab) কখনও বাধ্যতামূলক নয়। কোরানে উল্লেখ থাকলেই যে সেই প্রথা জরুরি হবে এমন নয়। ইসলামিক দেশগুলিতেই হিজাব পরা নিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন মেয়েরা। ইরানের (Iran) রাজপথে হিজাব না পরার পক্ষে সওয়াল করেছেন সেখানকার স্বাধীনচেতা মেয়েরা। সুপ্রিম কোর্টে (Supreme Court) কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) রায়ের পক্ষে সওয়াল করে একথাই জানালেন আইনজীবী তুষার মেহতা। ভারতের সলিসিটর জেনারেল তথা কর্নাটক সরকারের আইনজীবী তুষার মেহতা জানিয়েছেন, দেশে হিজাব-বিতর্ক তৈরি করা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-এর চক্রান্ত।

আরও পড়ুন: খাদ্যশস্য সংগ্রহের কাজে লাগানো হবে বেসরকারি সংস্থাকেও, কেন জানেন?

তুষার মেহতা দাবি করেন, কর্নাটকে সরকারি প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছে যে ছাত্রছাত্রীরা তাঁরা চরমপন্থী সংগঠন পিএফআই দ্বারা প্রভাবিত। এটা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ। হিজাব পরা বাধ্যতামূলক করার জন্য এই চক্রান্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টে  বিচারপতি হেমন্ত গুপ্ত এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মঙ্গলবার সওয়াল করেন তুষার। তিনি  বলেছেন যে ২৯ মার্চ, ২০১৩ উদুপিতে সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় গার্লস কলেজ একটি রেজোলিউশন পাস করেছিল যে একটি নির্দিষ্ট ইউনিফর্ম পরা হবে। ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত ছিল না এবং প্রত্যেক শিক্ষার্থী ইউনিফর্মই পড়ত। যারা ২০২১ সালে পিইউ কলেজে ভর্তি হয়েছিল, তারা প্রাথমিকভাবে ইউনিফর্মের নিয়ম মেনে নিয়েছিল। 

আরও পড়ুন :কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার মন্তব্যে মমতাকে মোক্ষম জবাব মালব্যর

মেহতা বলেন, হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্ট যে রায় দিয়েছে, তা ধর্মনিরপেক্ষ। গেরুয়া উত্তরীয় হোক বা হিজাব -কোনওটাই স্কুলে পরে আসার অনুমতি ছিল না। তিনি  দাবি করেন, যে পড়ুয়ারা পিটিশন দাখিল করেছেন, তাঁরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে রাজ্যে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট আগে জানিয়েছিল, জরুরি ধর্মীয় প্রথার বিষয়ে যাওয়া উচিত হয়নি কর্নাটক হাইকোর্টের। এর বিপক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটার জেনারেল জানান, ‘এটা আমার কাছে একেবারেই ধর্মীয় বিষয় নয়, বরং এটা পড়ুয়াদের ইউনিফর্মের বিষয়।’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share