Nokia: ভারতে লঞ্চ করা হল ‘নোকিয়া’-র Nokia 5710 ফোন, যাতে রয়েছে ইনবিল্ট ওয়্যারলেস ইয়ারবাড

Untitled-design-2022-09-13T135331424

মাধ্যম নিউজ ডেস্ক: নোকিয়া (Nokia) সংস্থার তরফে এক নতুন চমক আনা হয়েছে। গতকাল লঞ্চ করা হল Nokia 5710 XpressAudio ফোন। আর এর আকর্ষণ হল এতে রয়েছে ইনবিল্ট ওয়্যারলেস ইয়ারবাড (in-built wireless earbuds)। ফলে এই ফোন ভারতে লঞ্চ করার ফলে অনেকেই বেশ আগ্রহ দেখিয়েছে ফোনটি কেনার জন্য। জানা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর থেকেই এই ফিচার সহ ফোনটি অফলাইন ও অনলাইন উভয় জায়গাতেই পাওয়া যাবে। তবে এই এয়ারপডসের ফিচার সহ ফোনটি বর্তমানে নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে।

Nokia 5710 XpressAudio  এই ফিচারটি Nokia Classics পোর্টফোলিওর নতুন সংযোজন। HMD Global-India and MENA- এর ভাইস প্রেসিডেন্ট সনমিত সিং কোচার এক বিবৃতিতে বলেন, “Nokia 5710 XpressAudio সঙ্গীতপ্রেমীদের জন্য ডিজাইন করা হয়েছে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ লোকের জন্য, যারা প্রতিদিনের যোগাযোগের জন্য ফিচার ফোনের উপর নির্ভর করে এবং তারা নোকিয়াতে ৪জি-এর অভিজ্ঞতা লাভ করতে চলেছে।”

আরও পড়ুন: আইফোন ১৪ ছাড়া কী কী লঞ্চ হল অ্যাপেল ইভেন্টে, জানেন?

নোকিয়া এই ফিচার ফোনটিতে রয়েছে ২.৪-ইঞ্চি QVGA ডিসপ্লে। এর সঙ্গে একটি Unisoc T107​ চিপসেট পাবেন। এই ফোনের স্ক্রিনের দুই পাশেই মিউজিক কন্ট্রোলের বোতাম রয়েছে। হ্যান্ডসেটটিতে ডিসপ্লের নিচে একটি T9 কীবোর্ড রয়েছে। স্মার্টফোনটির পিছনে আছে একটি ০.৩-মেগাপিক্সেল ক্যামেরা। এতে ১৪৫০mAh ব্যাটারি প্যাক রয়েছে, যা আপনি খুলতেও পারবেন। আপনি যদি এই ফোনটি এখনই কিনতে চান, তবে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন।

ভারতে নতুন লঞ্চ হওয়া Nokia 5710 XpressAudio-এর দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। বর্তমানে এটি কোম্পানির ওয়েবসাইটে ৪৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি সাদা ও লাল এবং কালো ও লাল রঙ মিলিয়ে পাওয়া যাচ্ছে। এই ফোনের অন্যতম আকর্ষণ হল এটি ৪৮MB পর্যন্ত RAM এর সাথে ১২৮MB ইনবিল্ড স্টোরেজ দিয়ে তৈরি করা।

আরও পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই ফোন কল! অ্যান্ড্রয়েট ১৪-এ গুগল নিয়ে আসতে চলেছে স্যাটেলাইট কানেক্টিভিটি

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share