Indian Students in US: চিনকেও ছাড়িয়ে গেল আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের সংখ্যা

students

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ভারতীয় পড়ুয়ারা (Indian Students in US)। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতীয়দের প্রথম পছন্দ আমেরিকা। গত দশ বছরে আমেরিকায় ভারত থেকে আসা ছাত্রছাত্রীদের সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ১১.৮ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হয়েছে। সোমবার সমীক্ষক সংস্থা ‘ওপেন ডোরস’-এর প্রকাশিত একটি রিপোর্ট থেকেই পাওয়া গিয়েছে এই পরিসংখ্যান। 

এর আগের পরিসংখ্যানে দেখা গিয়েছে সব থেকে বেশি আমেরিকায় পড়াশোনা করতে যেতেন চিনের পড়ুয়ারা। কিন্তু গত দশ বছরে চিনকেও ছাপিয়ে গিয়েছে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এক অধিবেশনে আমেরিকার এক প্রতিনিধি জানান, ২০২১-’২২ সালে ভারতীয় পড়ুয়াদের জন্য মোট ৬২ হাজার স্টুডেন্ট ভিসা দেওয়া হয়েছিল। চলতি বছরে স্টুডেন্ট ভিসার সংখ্যা বেড়ে ৮২ হাজারে পৌঁছেছে। 

আরও পড়ুন: ধর্ম পরিবর্তনে রাজি না হওয়াতেই কি খুন শ্রদ্ধা? দিল্লির নৃশংস হত্যাকাণ্ডে নয়া মোড় 

সেই অধিবেশনে আরও এক আধিকারিক জানিয়েছেন, ভারত থেকে আসা বেশির ভাগ ছাত্রছাত্রী অঙ্ক, কম্পিউটার সায়েন্স, প্রযুক্তিবিদ্যা এবং বাণিজ্য এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রে। শুধু আমেরিকাতেই নয়, চলতি বছরে ব্রিটেনেও ভারত থেকে আসা পড়ুয়াদের সংখ্যা বেড়েছে। 

প্রসঙ্গ ভিসা 

সম্প্রতি মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) সঙ্গে এক বৈঠকে ভিসা প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।  যেখানে পাকিস্তান বা চিন ১-২ দিনেই মার্কিন ভিসা (US Visa) পেয়ে যাচ্ছে, সেখানে ভারতীয়দের ৮০০- রও বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে কেন? এই প্রশ্ন করেন জয়শঙ্কর। এর উত্তরে মার্কিন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে আশ্বস্ত করে বলেন এই সমস্যার দ্রুত সমাধান পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। আর তারপরেই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত সামনে এল। 

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ছাত্র ভিসার ইন্টারভিউ শুরু করতে চলেছে মার্কিন প্রশাসন। এছাড়াও এবছরই যুক্তরাষ্ট্র সরকার ১০০০০০ ভিসা স্লটও খুলেছে। মূলত যারা প্রথমবার ভিসার আবেদন করবেন এই ভিসাগুলি তাদের জন্য। মার্কিন প্রশাসন জানিয়েছে, যারা কোভিডের সময় থেকে এই দেশে পড়ে রয়েছেন নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তাদের প্রতি সহানুভূতি দেখেই এই সিদ্ধান্ত।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share