Dog Funeral: অতুলনীয় ভালোবাসা! চোখের জলে ‘রাজকীয়’ বিদায় প্রিয় পোষ্য কুকুর অঞ্জলির, ভিডিও ভাইরাল

download-166007007610293711025-x618

মাধ্যম নিউজ ডেস্ক : পোষ্যের প্রতি এক অপার ভালোবাসার সাক্ষী থাকল গোটা দেশবাসী। পোষ্যদের মধ্যে কুকুরকেই সবচেয়ে বেশি বিশ্বাসী বলে মনে করা হয়। কুকুরের সঙ্গে মানুষের নানান ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে এবারের ভাইরাল ভিডিওটিতে মানুষের সঙ্গে কুকুরের স্বার্থহীন ভালোবাসাকে দেখা গিয়েছে। যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। তবে কী এমন আছে এই ভিডিওতে? দেখা গিয়েছে, এক পরিবারের পোষ্য কুকুরের হঠাৎ মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে সেই পরিবার। তাই সেই মৃত কুকুরের অন্তিম যাত্রায় কোনও খামতি না রেখে ধুমধাম করে ফুল দিয়ে সাজিয়ে, ড্রাম, বাজনা বাজিয়ে, আতসবাজি ফাটিয়ে তার শেষকৃত্য পালন করেছে। আর এই ভিডিও সামনে আসতেই ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[tw]


[/tw]

ঘটনাটি ওড়িশার (Odisha) পারলেখমুন্ডি(Paralakhemundi)। পোষ্য কুকুরটির নাম অঞ্জলি। প্রায় ১৭ বছর ধরে পরিবারের সঙ্গে থেকে অঞ্জলি হয়ে উঠেছিল বাড়িরই সদস্য। এমন অবস্থায় কুকুরটির হঠাৎ মৃত্যু হলে টুন্নু গৌদা নামের ব্যক্তির পরিবারে শোকের ছায়া নেমে পড়ে। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। অঞ্জলিকে শুধুমাত্র পরিবারের সদস্যই মনে করত না, তাকে Lucky-Charm বলে মনে করত। কারণ তার মালিক টুন্নু গৌদা বলেছেন “সে গত ১৬ বছর ধরে আমার সাথে ছিল। অঞ্জলি আমার বাড়িতে আসার আগে আমি বেশ কিছু সমস্যায় ভুগছিলাম। তাকে আনার পরে, সবকিছু বদলে গেছে, এবং আমি কখনই কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হইনি।“

পোষ্যের মৃত্যু সকলের কাছেই হৃদয়বিদারক ঘটনা। তাই তো টুন্নু গৌদা মানুষের মতই অঞ্জলির মৃতদেহকেও ফুল দিয়ে সাজিয়ে গাড়িতে করে নিয়ে যায় ও আতসবাজি ফাটিয়ে, বাজনা বাজিয়ে শোভাযাত্রার আয়োজন করেন। শুধু তাই নয়, সনাতন হিন্দু রীতি অনুযায়ী তার শেষকৃত্যও সম্পন্ন করেছে এই পরিবার। গৌদা পরিবারের এদিন সকলকেই কান্না ভেজা চোখে বিদায় জানাতে দেখা গিয়েছে। অন্য পশুপ্রেমীদেরও এদিন এই শেষযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। মানুষ ও পোষ্যের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে সকলে আবেগে ভেসেছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share