Siachen Glacier: সিয়াচেনে ভারতীয় সেনার জন্য স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা চালু

INTERNET

মাধ্যম নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের সর্বোচ্চ ও সবচেয়ে দুর্গম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহেও সুবিধা থাকবে ইন্টারনেটের। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ফায়ার অ্যান্ড ফিউরি কোর (Fire and Fury Corps) তরফে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইট নির্ভর। ফায়ার অ্যান্ড ফিউরি কোরের তরফে জানানো হয়েছে, স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট পরিষেবাটি ‘সিয়াচেন সিগন্যালার’-দের (Siachen Signallers) দ্বারা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহের ১৯,০৬১ ফুট উচ্চতায় চালু করা হয়েছে। ট্যুইটারে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে সেনার তরফে।

উল্লেখ্য, সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে প্রায় ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এর আগে রবিবার, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর প্যাংগং এবং নুব্রা মহকুমা পরিদর্শন করেছিলেন। এ সময় তিনি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। সিয়াচেনে সামরিক যোগাযোগ নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ উন্নত করতে মোবাইল টাওয়ার স্থাপন ও  গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের অনুরোধ দীর্ঘদিন ধরেই করে আসছিল ভারতীয় সেনা। এর জন্য, বন্দুক, ক্ষেপণাস্ত্র, ড্রোন, কাউন্টার-ড্রোন, লয়টার অ্যামুনেশন, যোগাযোগ ও অপটিক্যাল সিস্টেম, বিশেষজ্ঞ যানবাহনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ৩৮ বছর আগে নিখোঁজ! সিয়াচেনে বরফের নীচ থেকে উদ্ধার শহিদ জওয়ানের দেহ

In keeping with its commitment to fight the future wars with Indigenous Solutions, #IndianArmy invites Indian Defence Industry to offer critical defence equipment for Emergency Procurement. #IndianArmy #InStrideWithTheFuture pic.twitter.com/eAHYEM3cp7

— ADG PI – INDIAN ARMY (@adgpi) September 18, 2022

এরপরেই ইন্টারনেট সুবিধাার এই ব্যবস্থা করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য। বিশ্বের সর্বোচ্চ ও দুর্গম যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ইন্টারনেটের কোনও সুবিধা না থাকায় জওয়ানদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট চালু করার ফলে আর কোনও সমস্যা হবে না বলে মনে করা হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share