Modi SCO Summit: “১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে”, এসসিও সম্মেলনে বললেন মোদি

Narendra_Modi

মাধ্যম নিউজ ডেস্ক: উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনে (Shanghai Cooperation Organization) অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার সম্মেলনে অংশ নিয়ে মোদি বলেন, ভারতকে এক বিরাট উৎপাদন হাবে পরিণত করতে চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমরা মানব-কেন্দ্রিক উন্নয়ন মডেলের উপর নজর দিচ্ছি। প্রত্যেক সেক্টরে উদ্ভাবনের উপর জোর দিচ্ছি। ১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে।”  

 

আরও পড়ুন: সন্ত্রাসবাদ থেকে জলবায়ু, আজ এসসিও বৈঠকে আলোচ্য সূচি কোন কোন বিষয়?

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চিনের রাষ্ট্রপতির সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকেই ইরান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক সারবেন। 

 

আরও পড়ুন: আজাদকে প্রাণনাশের হুমকি জঙ্গিগোষ্ঠীর, ‘রাজনৈতিক গিরগিটি’ বলে কটাক্ষ 

নরেন্দ্র মোদি কী বললেন সম্মেলনে? 

  • কোভিড-১৯ অতিমারির ধাক্কা কাটিয়ে উঠছে বিশ্ব। কোভিড এবং ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বের সরবরাহ শৃঙ্খল ব্যহত হয়েছে। আমরা চাই ভারতকে উৎপাদন হাবে পরিণত করতে। সব সেক্টরে উদ্ভাবনীকে আমরা সাহায্য করি।  
  • আজ আমাদের দেশে ৭০ হাজারের বেশি স্টার্ট আপ এবং ১০০ ইউনিকর্ন রয়েছে। আমরা জনকেন্দ্রিক উন্নয়ন মডেলে জোর দিয়েছি।
  • এ বছর ভারতের অর্থনীতির বার্ষিক বৃদ্ধির হার হতে পারে ৭.৫ শতাংশ। পৃথিবীর বৃহৎ অর্থনীতিদের মধ্য়ে ভারতের অর্থনীতি সবথেকে দ্রুত বাড়ছে। এতে আমি গর্বিত।
  • মেডিক্যাল এবং ওয়েলনেস পর্যটনের জন্য ভারত বিশ্বের মধ্যে সবথেকে লাভজনক দেশ। ট্রাডিশনাল মেডিসিনের জন্য এসসিও দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার।
  • সমরখন্দের এসসিও সম্মেলন কোভিড পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত কোভিড পরবর্তী সময়ে অর্থনীতির পুনরুদ্ধার এবং সরবরাহ শৃঙ্খলকে জোরদার করতে সাহায্য করবে। আমরা আশা করি এসসিও দেশগুলি একে অপরের প্রতি বিশ্বস্ততা বজায় রাখবে। এবং একে অপরকে সাহায্য করবে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share