Blog

  • Shahrukh Khan: “একদিন ছুটি নিয়ে জন্মদিন উপভোগ করুন”, শুভেচ্ছা জানিয়ে মোদিকে অনুরোধ শাহরুখের 

    Shahrukh Khan: “একদিন ছুটি নিয়ে জন্মদিন উপভোগ করুন”, শুভেচ্ছা জানিয়ে মোদিকে অনুরোধ শাহরুখের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। গোটা বিশ্ব থেকে শুভেচ্ছা পেয়েছেন তিনি। বাদ যাননি বলিউড তারকারাও। শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার বাদশা।  

    শনিবার সুপারস্টার শাহরুখ খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Shahrukh Khan wishes Narendra Modi) সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটে বাদশা খান লেখেন, “আমাদের দেশ এবং এর জনগণের কল্যাণে আপনার উত্সর্গ অত্যন্ত প্রশংসিত। আপনার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য আপনার শক্তি এবং স্বাস্থ্যের কামনা করি। একদিন ছুটি নিন এবং আপনার জন্মদিন উপভোগ করুন, স্যার। শুভ জন্মদিন নরেন্দ্র মোদি।”  

    আরও পড়ুন: তেজস্বীর জামিন খারিজের আবেদন নিয়ে আদালতে সিবিআই 

    আরও অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। অক্ষয় কুমার তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আপনার দৃষ্টিকোণ, আপনার উষ্ণতা, এবং আপনার কাজ করার ক্ষমতা… অনেক কিছু যা আমাকে গভীরভাবে অনুপ্রেরণা দেয়। শুভ জন্মদিন নরেন্দ্র মোদিজি। আগামীতে আপনার স্বাস্থ্য, সুখ এবং একটি গৌরবময় বছর কামনা করছি।”

    আরও পড়ুন: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SCO Summit: এসসিও সম্মেলনে মোদি-শরিফ উত্তপ্ত বাক্য বিনিময়, জানুন কে কি বললেন

    SCO Summit: এসসিও সম্মেলনে মোদি-শরিফ উত্তপ্ত বাক্য বিনিময়, জানুন কে কি বললেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আঞ্চলিক শক্তিগুলির যোগাযোগ আরও মজবুত হবে যদি এক দেশ থেকে অন্য দেশে পূর্ণ পরিবহণের অধিকার (Transit Trade Access) থাকে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের, সংক্ষেপে এসসিও (SCO) সম্মেলনে যোগ দিয়ে একথা বললেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। পাকিস্তান (Pakistan) ভারতকে স্থলপথে পরিবহণ করতে বাধা দিচ্ছে। তার জেরে ভারত স্থলপথে আফগানিস্তান ও সেন্ট্রাল এশিয়ায় ব্যবসা করতে পারছে না বলেও অভিযোগ করেন মোদি।

    এদিন ভাষণ দিতে গিয়ে মোদি ইউরেশিয়ান অঞ্চলে বিভিন্ন দেশগুলির মধ্যে আরও সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বে যে জ্বালানি এবং খাদ্যসংকট দেখা দিয়েছে এদিন তাও জানান ভারতের প্রধানমন্ত্রী। আগামী বছরের মাঝামাঝি সময় ভারতে হবে এসসিও সম্মেলন। তার আগেই উৎপাদনের ওপর ভারত যে জোর দিচ্ছে, তারও উল্লেখ করেন মোদি। ভারত যে একটা ম্যানুফ্যাকচারিং হাব এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, এদিন বিশ্বনেতাদের সেটাও জানিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী। এর পরেই মোদি বলেন, সদস্য দেশগুলির মধ্যে বিশ্বাস গড়ে তুলতে এবং প্রাণবন্ত, বৈচিত্রপূর্ণ সাপ্লাই চেন সচল রাখতে এসসিওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, এজন্য পারস্পরিক সংযোগ রক্ষা জরুরি। সেজন্য আমাদের প্রত্যেককে দিতে হবে পরিবহণের পূর্ণ অধিকার।

    আরও পড়ুন : ‘‘এটা যুদ্ধের সময় নয়, বন্ধু…’’, পুতিনকে যখন এই কথা বললেন মোদি

    এদিন সম্মেলনের বাইরে মোদির সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কোনও বাক্য বিনিময় হয়নি। যদিও মোদি দাঁড়িয়েছিলেন শি জিনপিংয়ের ঠিক পাশেই।এসসিও সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে প্রথমেই ভারতেক ধন্যবাদ জানান চিনা প্রেসিডেন্ট। আগামী বছর যেহেতু ভারত হবে আয়োজক দেশ, তাই ভারতের প্রতি চিনের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও দেন শি জিনপিং। এদিন বক্তৃতা দিয়ে গিয়ে জিনপিং এবং শরিফ দুজনেই সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়ান। সন্ত্রাসবাদ দমনে যে যৌথভাবে লড়াই করতে হবে, তাও জানিয়ে দেন দুই দেশের রাষ্ট্রপ্রধানই। ভাষণে শরিফ মোদির পরিবহণের পূর্ণ অধিকার প্রসঙ্গ টেনে বলেন, যদি আঞ্চলিক শক্তিগুলির সংযোগ থাকে, তাহলে পরিবহণের পূর্ণ অধিকার চলে আসবে আপনা থেকেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • BJP: নবান্ন অভিযানে আহত নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী বললেন তাঁরা?

    BJP: নবান্ন অভিযানে আহত নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী বললেন তাঁরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নবান্ন অভিযানে (nabanna abhiyan) আহত নেতা কর্মীদের বাড়ি গেলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতারা। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা দুই নেতা মঙ্গল পাণ্ডে এবং আশা লকড়া ঘুরে বেরাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। রবিবার দমদম বিমানবন্দর থেকে বিধাননগর ও রাজারহাট নিউটাউন এলাকায় গিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন আশা লকড়া। পাশাপাশি অপর কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে খড়দহ,পানিহাটি,উত্তর দমদম ও দমদম এলাকায় বিজেপির দলীয় কর্মীদের দেখতে যান। এ দিন আহত কর্মীদের সঙ্গে দেখা করে বিজেপির সহ-পর্যবেক্ষক আশা বলেন, ” রটানো হচ্ছে, বিজেপি কর্মীরা পুলিশকে আক্রমণ করেছে, গাড়ি জ্বালিয়েছে। আসলে, তৃণমূলের গুন্ডারাই কোনও না কোনও ভাবে এই কাজ করে বিজেপির নামে মিথ্যা প্রচার করছে। বিজেপি এই ধরনের ঘৃণ্য কাজ করে না। আইন হাতে নেয় না।”

    আরও পড়ুন: নবান্ন অভিযানে গিয়ে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি

    প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা ও হাওড়ার বিভিন্ন অঞ্চল। রাজ্যে শাসকদলের প্ররোচনায় বিজেপি কর্মীদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ অভিযোগ বিজেপির। আহত হন বিজেপি-কাউন্সিলর-সহ কয়েকজন নেতা-কর্মী। ঘটনা খতিয়ে দেখতে দলের কেন্দ্রীয় নেতাদের পাঁচজনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রাজ্যে আসে। ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, সাংসদ ও প্রাক্তন আইএএস অপরাজিতা ষড়ঙ্গী, প্রাক্তন সাংসদ সুনীল জাখর ও বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ওঁরাও। গতকাল তাঁরা প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। এরপর নবান্ন অভিযানে আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের বাড়িতে যায় বিজেপির কেন্দ্রীয় দল। এরপর হেয়ার স্ট্রিট থানায় যায় বিজেপির এই দল। দলের কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট দেওয়ার কথা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।

    আরও পড়ুন :নবান্ন অভিযানের পুলিশি অত্যাচারের তদন্তে বিশেষ কমিটি গঠন বিজেপির

    কলকাতায় এসে নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনসলও। এদিন প্রথমে কলেজ স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতা। হাত ভাঙা বিজেপি কর্মীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। পরে বেলেঘাটায় আহত বিজেপি কর্মী রীতা রজকের বাড়িতেও যান তিনি। এরপর যান শ্যামবাজারে এক কর্মীর বাড়িতেও। এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • World Bank Fears Recession: আগামী বছরই আর্থিক মন্দার গ্রাসে গোটা বিশ্ব, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের

    World Bank Fears Recession: আগামী বছরই আর্থিক মন্দার গ্রাসে গোটা বিশ্ব, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কার কালো মেঘ অনেক আগেই ঘনীভূত হয়েছে। সেই সম্ভাবনা আরও বেশি করে উস্কে দিল বিশ্ব ব্যাঙ্ক (World Bank)। সংস্থাটি জানিয়েছে, আগামী বছরেই আর্থিক মন্দা গ্রাস করতে পারে গোটা বিশ্বকে।

    কেন এমন আশঙ্কা? বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্রুত গতিতে সুদের হার বাড়াচ্ছে। আর তাতে অর্থের জোগান ক্রমশ কমছে বাজারে। মুদ্রাস্ফীতির দর নিম্নমুখী হচ্ছে ঠিকই, তবে তার বিরূপ প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে অর্থনীতিতে। চড়া সুদের হার থেকে বাঁচতে যে কোনও সংস্থা নতুন করে আর বিনিয়োগের পথে হাঁটতে চাইবে না। অনেক সংস্থা ব্যয় সংকোচের পথ বেছে নিতে বাধ্য হবে। তার জেরে বাণিজ্য ও আর্থিক বিকাশের পথ সঙ্কুচিত হয়ে আসে। তখনই গ্রাস করবে আর্থিক মন্দা (Global Recession)। হাজার হাজার মানুষ চাকরি হারাবেন। কমবে কর্মসংস্থান।

    আরও পড়ুন: মোদির জন্মদিনে পুজো বা কেক কাটা নয় আজ থেকে সেবাপক্ষ শুরু বিজেপির

    বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস (David Malpass) রিপোর্ট পেশ করার সময় বলেন, ‘এভাবে সুদের হার বাড়তে থাকলে আথির্ক মন্দা ঠেকানো যাবে না। এর পরিণতি খুব খারাপ হতে পারে। নতুন নতুন যে সব বাণিজ্যক্ষেত্র খুলেছে, সেগুলি দ্রুত বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে উন্নয়শীল দেশগুলি।’

    সুদ বৃদ্ধির ক্ষেত্রে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে আমেরিকা। পিছিয়ে নেই ইউরোপের দেশগুলি। সেই তুলনায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ধীরে চলো নীতি নিয়েছে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য, ভারতীয় অর্থনীতিকে বিদেশি নির্ভরতা কমিয়ে আরও চাঙ্গা করা। সুদ বৃদ্ধি সেই প্রয়াসে বড় বাধা হতে পারে। কিন্তু বিশ্বজুড়ে আর্থিক মন্দা শুরু হলে ভারতও যে রেহাই পাবে না, বলাই বাহুল্য। তবে সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে এটা স্পষ্ট, অন্য দেশগুলির তুলনায় ভারতীয় অর্থনীতি অনেকটাই মজবুত। বিশেষজ্ঞদের মতে, যা মূলত ‘মেক ইন ইন্ডিয়া’র সুফল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Supreme Court: ১৩ দিনে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি ৫ হাজারেরও বেশি মামলার!

    Supreme Court: ১৩ দিনে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি ৫ হাজারেরও বেশি মামলার!

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর কার্যকালের বয়স মাত্র ১৩ দিন। সপ্তাহ দুয়েকেরও কম সময়ের মধ্যে গতি এসেছে সুপ্রিম কোর্টের (Supreme Court) কাজে। এনভি রমানার (NV Ramana) অবসরের পরে দেশের প্রধান বিচারপতি (CJI) হিসেবে দায়িত্ব নিয়েছেন বিচারপতি ইউইউ ললিত (UU Lalit)। তার পরেই কার্যত কাজের জোয়ার এসেছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালকে উদ্ধৃত করে দেশের শীর্ষ আদালতের (Apex Court) প্রধান বিচারপতি ললিত জানান গত ১৩ দিনে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে ৫ হাজার ২০০ মামলার। এই সময় সীমার মধ্যে তালিকাভুক্ত হয়েছে ১ হাজার ১৩৫টি নতুন মামলা।

    কিছু দিন আগেই দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ললিত। তাঁর তিন প্রজন্মই রয়েছেন আইনি পেশায়। অবসর গ্রহণের আগে প্রধান বিচারপতি পদে ললিতের নাম প্রস্তাব করেন তৎকালীন প্রধান বিচারপতি এনভি রামানা। রামানার প্রস্তাবে সিলমোহর দেয় কেন্দ্র। প্রধান বিচারপতি পদে শপথ নেন ললিত। তিন মাসেরও কম সময়ের জন্য ওই পদে থাকবেন তিনি। কারণ, নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টে অবসরের বয়স ৬৫ বছর। এই সময়ের মধ্যেই যে তাঁর লক্ষ্য যত বেশি সম্ভব মামলার নিষ্পত্তি করা, শপথ গ্রহণের দিনই তা জানিয়ে দিয়েছিলেন ললিত। তিনি দায়িত্ব নেওয়ার পরে সুপ্রিম কোর্টের কাজে যে জোয়ার এসেছে, তা স্পষ্ট তাঁর দেওয়া পরিসংখ্যানেই।

    আরও পড়ুন : ইউনিফর্ম চালুর ক্ষমতা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির, হিজাব বিতর্কে ‘সুপ্রিম’ পর্যবেক্ষণ

    সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজন করা হয় সংবর্ধনা সভার। সভার আয়োজন করা হয়েছিল সুপ্রিম কোর্ট চত্বরেই। যোগ দিয়ছিলেন দেশের প্রধান বিচারপতি। বলেন, সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি এবং আইনজীবীদের সমবেত প্রচেষ্টা ছাড়া এ কাজ (এত মামলার নিষ্পত্তি) সম্ভব হত না। প্রধান বিচারপতি জানান, অনেক বিষয় ফলপ্রসূ হয়েছে এবং প্রচুর মামলার নিষ্পত্তি হয়েছে। কিছু মামলা শেষ মুহূর্তে তালিকাভুক্ত হয়েছে। সেগুলি আমার বিচারপতি ভাইয়েরা দক্ষ হাতে সামলেছেন। নয়া ব্যবস্থায় বিচারপতিদের একাংশ খুশি নন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিন সে প্রসঙ্গ টেনে ললিত বলেন, বিচারপতিরা অখুশি, এটা ঠিক নয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Money Laundering Case: ৮-ঘণ্টা জিজ্ঞাসাবাদ জ্যাকলিনকে, এবার দিল্লি পুলিশের জেরার মুখে নোরা

    Money Laundering Case: ৮-ঘণ্টা জিজ্ঞাসাবাদ জ্যাকলিনকে, এবার দিল্লি পুলিশের জেরার মুখে নোরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) ২০০ কোটি টাকা তছরুপের মামলায় টানা আট ঘণ্টা জেরা করার পর এবার অভিনেত্রী তথা জনপ্রিয় মডেল নোরা ফাতেহিকে (Nora Fatehi) সমন (summon) করেছে দিল্লি পুলিশ। এর আগেই তছরুপ (Money Laundering) মামলার চার্জশিটে ইডি জানায় যে, অভিযুক্ত অভিনেত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। নোরাকে সমন করার পর ইতিমধ্যেই তিনি হাজির হয়েছেন দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং-এ।

    বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) শাখার আধিকারিকরা৷ এর আগেও সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় (Sukhesh ChandraShekhar Extortion Case) নোরা ফাতেহিকে ২ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ৷ তখন নোরা জানিয়েছিলেন যে, এই মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। নোরার পাশাপাশি এদিন ফের পিঙ্কি ইরানিকে দেখা যায়। তাঁকেও আজ জিজ্ঞাসাবাদ করা হবে জানা গিয়েছে। পিঙ্কি ইরানিই নোরা ফাতেহি ও জ্যাকলিনকে চন্দ্রশেখরের সঙ্গে দেখা করিয়েছিলেন বলে খবর শোনা যাচ্ছে। ফলে ইনিও এতে জড়িত রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

    আরও পড়ুন: সব জানতেন অভিনেত্রী! চার্জশিটে দাবি ইডি-র, তছরুপকাণ্ডে আরও অস্বস্তিতে জ্যাকলিন

    প্রসঙ্গত, গতকালও পিঙ্কি ইরানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এছাড়াও জ্যাকলিনকে প্রায় ৮ ঘণ্টা জেরা করা হয় ও প্রায় ১০০ টির মত প্রশ্ন করা হয়। জানা গিয়েছে, তিনি গতকাল সকাল ১১ টা ৩০ মিনিটে দিল্লির তদন্ত সংস্থার মন্দির মার্গ অফিসে পৌঁছেছিলেন এবং রাত ৮ টার আগে চলে যান। তদন্তকারীদের দাবি,  শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, নোরা ফাতেহিও সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত৷ নোরা ফাতেহিও, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Howrah Fire Incident: হাওড়া ময়দানে ব্যাগের দোকানে বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক, বড় ক্ষতির আশঙ্কা

    Howrah Fire Incident: হাওড়া ময়দানে ব্যাগের দোকানে বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক, বড় ক্ষতির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। সোমবার বেলা ১২টার পর হঠাৎই হাওড়া ময়দান চত্বরের একটি ব্যাগের দোকানে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। হাওড়া শহরের মত ঘিঞ্জি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। স্থানীয়রাও দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সাহায্য করতে এগিয়ে আসেন।

    সামনেই পুজো। আর এরই মাঝে এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের মাথায় হাত। সবেমাত্র করোনার আবহ কাটিয়ে ব্যবসা আবার আগের মত শুরু করেছিল। পুজোর সময়েও ব্যবসা ভালো হবে ভেবেই কিছুটা আশার আলোও দেখেছিল। কিন্তু তার আগেই এই ভয়াবহ দুর্ঘটনায় কপালে চিন্তার ভাঁজ হাওড়ার ময়দান চত্বরের ব্যবসায়ীদের।

    আরও পড়ুন: হায়দ্রাবাদে শো-রুমে বিধ্বংসী আগুন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৮, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

    জানা গিয়েছে, হাওড়া ময়দানের কাছে একটি চামড়ার ব্যাগের দোকান আছে। আর সেখানেই হঠাৎ ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে চারপাশেও ছড়িয়ে পড়ে। দোতলার একাংশেও ছড়িয়ে পড়েছে আগুন। ওই বহুতলে পোশাকের দোকান, রেস্তোরাঁ রয়েছে। তবে কোথায় কীভাবে আগুন লাগল, তা  জানা যায়নি। প্রথমে চারটি দমকল পৌঁছলে পরে আরও চারটি দমকল পাঠানো হয়েছে। হাওড়া ময়দান চত্বরে পুজোর সময়ে স্বাভাবিকভাবেই প্রচন্ড ভিড়। আর তারই মধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

    দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেই কাজে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জিটি রোডে যান চলাচল। সূত্রের খবর অনুযায়ী, এই ব্যাগের দোকানে পাশে আরও দোকান রয়েছে, এবং সেই দোকানগুলোতেও আগুন ছড়িয়ে যাওয়ার পড়ার আশঙ্কা রয়েছে। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে যাতে পরিস্থিতি আরও বিপজ্জনক না হয়ে ওঠে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র‘ (Brahmastra)। প্রথম থেকেই এই ছবি নিয়ে ভীষণ উৎসাহিত ছিল ভারতীয় দর্শকরা। বিশেষ করে রণবীর ও আলিয়ার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে বয়কটের (Boycott)  ট্রেন্ড থাকা সত্ত্বেও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি। একের পর এক ভেঙে চলেছে রেকর্ড। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই, বিশেষ করে গতকাল, শনিবার বক্স অফিস কালেকশন একলাফে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গতকাল এই ছবি ১৫.২৫-১৬.২৫ কোটির ব্যবসা করেছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, আলিয়া ও রণবীরের কেমিস্ট্রির পাশাপাশি নজরকাড়া ভিএফএক্স দর্শকদের ভীষণ পছন্দ হচ্ছে।

    জানা গিয়েছে, গতকালে প্রায় ১৬ কোটির মত ব্যবসা করায় এই ছবির মোট আয় দাঁড়াল প্রায় ১৯৭.২৫ কোটি। করোনা আবহে আয় করার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে ছিল ছবি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। আর এই ছবির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে অয়ন মুখার্জী পরিচালিত ছবি। সূর্যবংশী মোট ১৯৬ কোটির আয় করেছিল। ফলে এর থেকে বোঝা যাচ্ছে, আজ ছুটির দিন, রবিরারে অনায়াসেই আয় ২০০ কোটির গন্ডি পার করে যাবে ‘ব্রহ্মাস্ত্র’।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    সূত্র অনুযায়ী ছবি মুক্তির ১০ দিনের মাথায় এই ছবি প্রায় ২১৫ কোটির আয় করবে বলে জানা গিয়েছে। ফলে খুব শীঘ্রই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছে। করোনা আবহের মধ্যে বলিউডের ছবি দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা করেছিল।

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। হিন্দি ভাষাতে ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে ও দক্ষিণ ভারতে প্রায় ২০.২৫ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার থেকেই হঠাৎ বক্স অফিসে এর আয় বাড়তে শুরু করেছে। দ্বিতীয় শুক্রবার ১০.৩০ কোটি, দ্বিতীয় শনিবারের আয় প্রায় ১৫.২৫ কোটি টাকা।

    ফলে এর থেকে এটাই নিশ্চিত যে, দ্বিতীয় সপ্তাহের পরেও যদি এরকমই চলতে থাকে, তবে খুব শীঘ্রই ২৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ও কাশ্মীর ফাইলসের সব রেকর্ডও ভেঙে দেবে। তবে এটাই এখন দেখার যে, ‘তানহাজি’ ছবির কতটা কাছাকাছি আসতে পারে। কারণ এই ছবি ২০২০ সালের জানুয়ারি থেকে বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ছিল। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ রণবীর কাপুরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।

  • WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বব্যাপী যে কটি অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অন্যতম। প্রতিদিন কয়েক কোটি মানুষ এ অ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ জনপ্রিয় হওয়ার পেছনে যে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে অন্যতম হল গ্রুপ চ্যাটিং। আর এবার এই গ্রুপ চ্যাটিং অপশনের জন্যই আরও চমকপ্রদ কিছু ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের গ্রুপের সদস্যরা এবার পোল সিস্টেমের ফিচার খুব শীঘ্রই ব্যবহার করতে পারবে। কারণ হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, তারা এই পোল সিস্টেমের ফিচারটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে। আপনারা সাধারণত এই পোল ফিচার ইন্সটাগ্রাম, ফেসবুকে দেখেছেন। এবার এরকমই সুবিধা পেতে চলেছেন হোয়াটসঅ্যাপেও।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    তবে জানেন কী, এই ফিচারের ফলে কী সুবিধা পেতে চলেছেন আপনারা? হোয়াটসঅ্যাপের গ্রুপে এই ফিচার আসলে গ্রুপের সদস্যদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কোনও অফিসিয়াল কাজের জন্য বা অন্য কোনও প্রয়োজনীয় কাজের জন্য এই পোল ফিচার উপকারী হবে। কোনও কিছু মতামত জানার জন্য এই পোল ফিচারটি ব্যবহার করা যাবে। কারণ যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য, সেখানে সবার থেকে একে একে কোনও বিষয়ে মতামত জানা মুশকিল হয়ে পড়ে, ফলে এই পোল সিস্টেম থাকলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যাবে ও খুব তাড়াতাড়িই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

    WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গেছে, এখনও পর্যন্ত এই পোল ফিচারে ১২ টি অপশন রাখা হয়েছে, এবং পুরোপুরি আপডেট হওয়ার আগেও এর পরিবর্তন হতে পারে। যদি এই ফিচারটি এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে এটি এখনও বিটা পরীক্ষকদের জন্যও উপলব্ধ নয়। এছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়নি যে, এই ফিচারটি কবে আসতে চলেছে।   

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • IIT Kharagpur Student: কাটা পড়তে পারে পা! মারাত্মক দুর্ঘটনার কবলে গুগলে ২ কোটি বেতনের চাকরি পাওয়া যুবক

    IIT Kharagpur Student: কাটা পড়তে পারে পা! মারাত্মক দুর্ঘটনার কবলে গুগলে ২ কোটি বেতনের চাকরি পাওয়া যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছু মুহূর্তের অসতর্কতায় মারাত্মক বিপদের সম্মুখীন হতে হল পশ্চিম মেদিনীপুরের এক মেধাবী ছাত্রকে। কয়েকদিন আগেই, তিনি গুগলে একটি নজরকাড়া বেতনের চাকরি পেয়েছেন যার বার্ষিক বেতন প্রায় পৌনে ২ কোটি টাকা। কিন্তু অসাবধানতার কারণে অত্যন্ত জটিল শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। অপেক্ষা না করেই চলন্ত ট্রেন থেকে নেমে পড়লেন এই যুবক। আর তাতেই ঘটে গেল মারাত্মক ঘটনা। পায়ে গুরুতরভাবে আঘাত পেয়েছেন তিনি। এমনকি তার এক পা হারাতেও বসেছেন তিনি। এই ঘটনার পর তাঁকে দ্রুত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে।

    জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে গতকাল দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর অনুযায়ী, খড়গপুর আইআইটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র অরিত্র সেন। তিনি গতকাল চলন্ত হাওড়া-ঘাটশিলা ট্রেন থেকে নামার সময় খড়্গপুর স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগামী ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে ও পায়ের গোঁড়ালিতে প্রচন্ড জোরে ধাক্কা খায় অরিত্র। এরপরেই প্ল্যাটফর্মে পড়ে গিয়ে যন্ত্রায় কাতরাতে থাকে ও দুর্ঘটনাটি নজরে আসতেই খড়্গপুর স্টেশনে কর্তব্যরত জিআরপি ঘটনাস্থলে ছুটে যায়।

    আরও পড়ুন: এবার কি সুকন্যা? শুক্রবার সকালে বোলপুরে অনুব্রতের বাড়িতে সিবিআই

    এরপরেই আহত ছাত্রকে রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে আইআইটি কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার জন্য আইআইটি বিসি রায় হাসপাতালে নিয়ে যায়, পরে তাঁর চিকিৎসা করা হয়। তবে তাঁর পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, অরিত্রর পা কেটে ফেলতে হতে পারে। ফলে পরে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়।

    দুর্ঘটনার কথা জানিয়ে খড়্গপুর আইআইটি রেজিস্ট্রার তমাল নাথ জানান, খড়্গপুর স্টেশনে আইআইটির এক ছাত্র দুর্ঘটনার সম্মুখীন হয় ও দুর্ঘটনায় তাঁর পায়ে আঘাত লাগে। প্রথমে আইআইটি হাসপাতালে চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    জানা গিয়েছে, খড়্গপুর আইআইটির ছাত্র অরিত্র সেন কিছুদিন আগেই ক্যাম্পাসিংয়ে গুগলে বছরে ১ কোটি ৭২ লক্ষ টাকার চাকরি পেয়েছেন। আর কয়েকদিন পরেই তাঁর চাকরীতে জয়েন করারও কথা ছিল। কিন্তু তাঁর এই গাফিলতি ও ক্ষণিকের ভুলের জন্যে এই পরিণতি ভোগ করতে হচ্ছে।

    আরও পড়ুন: এক বছরে রাজ্যের এক জেলাতেই আত্মঘাতী ১২২ কৃষক! বলছে আরটিআই রিপোর্ট

LinkedIn
Share