Blog

  • Fake Caste Certificate: ভুয়ো শংসাপত্র দিয়েও হয়েছে শিক্ষক নিয়োগ! হাইকোর্টে স্বীকার মহকুমা শাসকদের

    Fake Caste Certificate: ভুয়ো শংসাপত্র দিয়েও হয়েছে শিক্ষক নিয়োগ! হাইকোর্টে স্বীকার মহকুমা শাসকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। এরই মাঝে সামনে এল আরও এক অভিযোগ। এর আগেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ‘ভুয়ো’ জাতিগত শংসাপত্র (Fake Caste Certificate) ব্যবহার করার অভিযোগ উঠেছিল। এবার হাইকোর্টে উঠল সেই মামলা। হাইকোর্টে সেই অভিযোগ স্বীকারও করে নিলেন বেশ কয়েকজন মহকুমা শাসক। স্বত্বর ভুয়ো শংসাপত্র বাতিলের আশ্বাস দিয়েছেন তাঁরা।

    কী অভিযোগ? 

    ভুয়ো শংসাপত্র (Fake Caste Certificate) দেখিয়ে চাকরি হয়েছে এমন অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন হেমাবতী মাণ্ডি-সহ ৩ জন চাকরিপ্রার্থী। মামলাকারীদের অভিযোগ ছিল, মুসলিম সম্প্রদায়ের এক প্রার্থীকে বেদিয়া উপজাতি দেখিয়ে তফশিলি জনজাতির শংসাপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে বীরভূম সদরের মহকুমাশাসক আদালতে বিচারপতি বিশ্বজিৎ বসুকে জানান, বেদিয়া উপজাতির ওই প্রার্থী তফশিলি জনজাতির মধ্যেই পড়েন। কিন্তু মুসলমানরা যে তফশিলি জনজাতিভুক্ত নন। বিষয়টিতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। 

    ৫৫ জন ভুয়ো শংসাপত্রধারী (Fake Caste Certificate) প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করে আদালতের সামনে তুলে ধরেন মামলাকারীরা। ইতিমধ্যেই তালিকার ৩৩ জনের রিপোর্ট জমা পড়েছে আদালতে। এরই মধ্যে এদিন আদালতে অভিযোগ স্বীকার করে নিয়ে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক জানান, মণ্ডল পদবি তফশিলি জনজাতিভুক্ত নয়। তিনি আরও জানান, জাতি শংসাপত্রটি ভুল করে দেওয়া হয়েছে। দ্রুত সেটি বাতিল করা হবে। পাশাপাশি ভুল স্বীকার করে নেন মালদহের মহকুমাশাসকও। অনেক মহকুমাশাসক এও দাবি করেছেন যে, আবেদনকারীরাই ভুল তথ্য দিয়ে শংসাপত্র নিয়েছেন।

    আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর রোড শোতে ড্রেনে পড়ে মৃত্যু ৮ জনের   

    সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন কর্মশিক্ষা বিষয়ে মোট ১৯৭৭ জনের মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ। তাঁদের মধ্যে ৫৫ জনের নাম ভুয়ো শংসাপত্রের (Fake Caste Certificate) তালিকায় উঠে এসেছে। গত ১৫ ডিসেম্বর কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলির মহকুমাশাসকদের রিপোর্ট জমা দিয়ে জানাতে হবে। এরপরই আদালতে ভুল স্বীকার করে নেন মহকুমাশাসকরা। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছর জানুয়ারি মাসে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chandrababu Naidu’s Roadshow: চন্দ্রবাবু নাইডুর রোড শোতে ড্রেনে পড়ে মৃত্যু ৮ জনের

    Chandrababu Naidu’s Roadshow: চন্দ্রবাবু নাইডুর রোড শোতে ড্রেনে পড়ে মৃত্যু ৮ জনের

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর রোড শোয়ে (Chandrababu Naidu’s Roadshow) পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত আট জনের। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। আহত দশজনেরও বেশি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মৃতের সংখ‌্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

    বুধবার অন্ধ্রপ্রদেশের নেল্লোরের কান্দুকুরে রোড শো ছিল সেই রাজ্যের প্রাক্তন মুখ‌্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu’s Roadshow)। বেশ কিছুদিন ধরেই এই রোড শো ঘিরে রাজ্যজুড়ে ছিল প্রবল উন্মাদনা। সকাল থেকেই প্রিয় নেতাকে দেখতে সমর্থকরা ভিড় করা শুরু করেছিলেন। অনুমান করা হচ্ছে, কর্মী-সমর্থকদের ধাক্কাধাক্কিতেই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কর্মসূচি পূর্বনির্ধারিতই ছিল। অন্ধ্রপ্রদেশের নেলোরে চন্দ্রবাবু নাইডুর রোড শোর অনুমতি দিয়েছিল পুলিশ। প্রত‌্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোডশোটি যাওয়ার সময় ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তার জেরেই বহু মানুষ একটি ড্রেনে পড়ে যান। নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে তেলেগু দেশম পার্টি। চন্দ্রবাবু নাইডু কথা দিয়েছেন, যে সকল কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে তাঁদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে টিডিবি।    

    মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাজ্য জুড়ে রোড শো (Chandrababu Naidu’s Roadshow) করছেন বিরোধী দলনেতা। শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে টিডিপির কর্মীদের সংঘর্ষও হয়েছে বিভিন্ন এলাকায়। এমনকী গত ১৭ ডিসেম্বরে টিডিপি এবং ওয়াইএসার কংগ্রেস কর্মী-সমর্থকদের একটি সংঘর্ষে দুই দলের বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছিলেন। এবার চন্দ্রবাবু নাইডুর রোড শো- এ দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দলীয় সমর্থকদের অতি উৎসাহকে দায়ী করেছে জগন্মোহন সরকার।

    কীভাবে দুর্ঘটনা? 

    এদিন সন্ধ্যায় যখন সভাস্থলে পৌঁছন টিডিপি সুপ্রিমো, ততক্ষণে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। পুলিশ সূত্রে খবর, যতটা ভিড় হবে ভাবা হয়েছিল, তার থেকে মানুষের জমায়েত ছিল অনেক বেশি। ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। ততক্ষণে হুডখোলা জিপে উঠে পড়েছেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu’s Roadshow)। আচমকাই তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়! পদপিষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হয় অন্তত ৮ জনের। হাসপাতালে এখনও পর্যন্ত মৃত বলে ঘোষণা করা হয়েছে ৩ জনকে। হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকজন রীতিমতো আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁদের।

    আরও পড়ুন: শহরে আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় হাওড়া স্টেশনে একাধিক ট্রেনের প্ল্যাটফর্ম বদল 

    প্রসঙ্গত, এর আগেও তেলেগু দেশম পার্টির সমর্থকদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। কোভিড লকডাউনের মধ্যেও নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তবে এবারের নিয়মভঙ্গের পরিণতি (Chandrababu Naidu’s Roadshow) হল মর্মান্তিক। শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের অভিযোগ, এই ঘটনায় তেলেগু দেশম পার্টি ও তাদের নেতা চন্দ্রবাবু নাইডুর দায়িত্বজ্ঞানহীনতাই প্রমাণিত হয়েছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • CRPF Recruitment: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    CRPF Recruitment: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সিআরপিএফ। ১৪৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (CRPF Recruitment)। ৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। জানা গিয়েছে, মাসিক বেতন হতে পারে ৯০ হাজার টাকা অবধি। সিআরপিএফ- এ অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো) এবং হেড কনস্টেবল (মন্ত্রক)- এই দুই পদের জন্য নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২৩। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে এই পদগুলিতে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সিআরপিএফ- এর অফিসিয়াল ওয়েবসাইট crpf.gov.in– এ যেতে হবে।  

    এই বিষয়ে জেনে নিন কিছু বিশেষ তথ্য 

    কবে থেকে শুরু হচ্ছে আবেদন?

    আবেদন শুরু হচ্ছে ৪ জানুয়ারি, ২০২৩

    আবেদনের শেষ দিন

    ২৫ জানুয়ারি, ২০২৩- এর মধ্যে আবেদন করতে হবে। 

    শূন্যপদ

    মোট শূন্যপদ ১৪৫৮।  অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (স্টেনো) জন্য ১৪৩টি পদ রয়েছে। অন্যদিকে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- এর ক্ষেত্রে ১৩১৫টি পদ খালি রয়েছে। 

    আবেদন পদ্ধতি

    অনলাইনে গিয়ে আবেদন করতে হবে

    ওয়েবসাইট

    crpf.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 

    বেতন

    বেতন হতে পারে ৯০ হাজার টাকা অবধি।

    আরও পড়ুন: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

    বয়সসীমা

    ২৫ জানুয়ারি ২০২৩- এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫- এর মধ্যে।

    শিক্ষাগত যোগ্যতা

    প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। প্রার্থীদের ১ মিনিটে ৩০ শব্দের হিন্দি টাইপিং স্পিড টেস্ট পাস করতে হবে। ১ মিনীটে যারা ৩৫ শব্দ লিখতে পারবেন তারা হেড কনেস্টেবল পদে আবেদন করতে পারবেন।   

    নিয়োগ প্রক্রিয়া

    • প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করতে হবে।
    • তারপর নেওয়া হবে লিখিত পরীক্ষা। 
    • স্টেনো পদের জন্যে নেওয়া হবে স্কিল টেস্ট। 
    • এরপর ডক্যুমেন্ট ভেরিফিকেশন এবং সব শেষে মেডিক্যাল টেস্ট। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ জয়ের পরে লিওনেল মেসির (Lionel Messi) সই করা আর্জেন্টিনার জার্সি পেয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আর এবার সেই আর্জেন্টিনার মহাতারকা ফুটবলারের সই করা জার্সি পাঠানো হল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে। তবে তাঁর জন্য নয়, মেয়ে জিভার জন্য নিজের সই করা জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। সাত বছরের জিভা সিং ধোনির কাছে এটি সবচেয়ে বড় উপহার। স্বভাবতই আনন্দে আত্মহারা মহেন্দ্র সিং ধোনির কন্যা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ধোনির কন্যা জিভা। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল।

    মেসির সই করা জার্সি ধোনি কন্যা জিভার জন্য

    বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের (Lionel Messi) থেকে বড়দিনের এই বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত একরত্তি মেয়ে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সই করা জার্সির ছবি দিয়েছে জিভা। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছে সে। তার হাসিতে ভরা মিষ্টি মুখ দেখেই মনে হচ্ছে সে কতটা খুশি। ছবি পোস্ট করে ক্যাপশনে সাত বছরের জিভা লিখেছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’ অর্থাৎ সে এটাও বুঝিয়ে দিল যে, বাবা ধোনিও এক বড় মেসিভক্ত। ছবিতে দেখা যাচ্ছে, অটোগ্রাফের পাশাপাশি লেখা, ‘পারা জিভা’। যার অর্থ জিভার জন্য। ধোনিকন্যার মুখের মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের। এই ছবিতে বর্তমানে লাইক রয়েছে ৩ লক্ষেরও বেশি।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    [insta]https://www.instagram.com/p/CmrNmvUIzr2/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, এর আগে মেসির (Lionel Messi) সই করা জার্সি উপহার পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কাতার বিশ্বকাপ থেকে তাঁর জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও রয়েছে অগণিত মেসি ভক্ত। আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের একাংশের আবেগের কথা জানেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই মুহূর্তে দেশের অনেকেরই কৌতূহল যে, মেসির সই করা জার্সি কী করে ধোনির কাছে পৌঁছালো। তবে অনুমান করা হচ্ছে, ঘনিষ্ঠ কোনও সূত্র থেকেই মেসির কাছে পৌঁছেছিল জিভার অনুরোধ এবং এর পরেই উপহার দিলেন মেসি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Salman Khurshid: রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা সলমন খুরশিদের, কড়া জবাব দিল বিজেপি

    Salman Khurshid: রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা সলমন খুরশিদের, কড়া জবাব দিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের রাজনীতির বিতর্কে ফের নাম জড়াল রামের। এবারে রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ (Salman Khurshid)। এতে ফের দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। শুধু রাম নয়, ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে তিনি রাহুলকে অতিমানব, ধ্যানমগ্ন সন্ন্যাসী, যোগীর সঙ্গেও তুলনা করেছেন। এছাড়াও কংগ্রেসকে ‘ভরত’-এর সঙ্গে এবং চলমান ‘ভারত জোড়ো যাত্রা’কে মহাকাব্য রামায়ণের সঙ্গে তুলনা করেছেন। আর খুরশিদের এই সব মন্তব্যকেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি করে বিজেপির তরফে জানানো হয়, এই তো আসল পরিবার ভক্তির নমুনা! পাশাপাশি খুরশিদকে ক্ষমা চেয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে বিজেপি।

    ঠিক কী বলেছিলেন খুরশিদ?

    উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) চলছে কিন্তু অনুপস্থিত রাহুল গান্ধী। সে রাজ্যে এই কর্মসূচির কো অর্ডিনেটর সলমন খুরশিদ (Salman Khurshid)। রাহুলের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুরশিদ বলেন, “রামচন্দ্র সর্বত্র পৌঁছতে পারেননি কিন্তু তাঁর পাদুকা বহন করেছিলেন তাঁর ভাই ভরত। রামচন্দ্রের পাদুকা উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে। এবার রামও আসবেন, এটা আমাদের বিশ্বাস।” তিনি আরও বলেন, “রাহুল গান্ধী অতিমানব। আমরা যখন ঠান্ডায় জমে আছি এবং জ্যাকেট পরছি, তখন তিনি টি-শার্ট পরে বের হচ্ছেন। তিনি একজন যোগীর মত তাঁর ‘তপস্যা’ করছেন।”

    বিজেপির প্রতিক্রিয়া

    সলমন খুরশিদের (Salman Khurshid) এই মন্তব্যের পরেই বিজেপি তাঁকে তীব্র কটাক্ষ করছে। রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করায় কংগ্রেস নেতাকে তিরস্কার করেছে বিজেপি।

    আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    গৌরব ভাটিয়া কী বললেন?

    বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, ভোট পাওয়ার জন্য কংগ্রেস যেকোনও ধরণের রাজনীতি করতে পারে। গৌরব ভাটিয়া বলেছেন, “এটা কংগ্রেস দলের ডিএনএ-তে আছে। তারা যদি ভোট চায়, তারা যে কোনো ধরণের রাজনীতি করতে পারে এবং সলমন খুরশিদ আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামকে এমন এক অপরাধীর সঙ্গে তুলনা করেছেন যিনি জামিন পেয়ে মুক্তি পেয়েছেন। ভারতের জনগণ তাঁকে উত্তর দেবে। নির্বাচন এলে তিনি ভন্ড হিন্দু হয়ে যান।”

    বিজেপি সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতমের প্রতিক্রিয়া

    বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম বলেন, “রাহুল যদি রাম হন তবে কেন তাঁর সেনাবাহিনী পোশাক ছাড়া ঘোরাফেরা করে না? কংগ্রেসিদের পোশাক ছাড়াই ঘোরাফেরা করা উচিত, যেমন ভগবান রামের বানর সেনারা করত।” তিনি আরও বলেন, “রাহুল গান্ধীকে জানাতে হবে যে তিনি কোন প্রসাদ খান, যার কারণে তিনি ঠাণ্ডা অনুভব করেন না। একই প্রসাদ তাঁর সেনাকেও দেওয়া উচিত যাতে তাদেরও ঠান্ডায় পোশাক পরতে না হয়।”

    শেহজাদ পুনাওয়ালার কড়া জবাব

    বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা আজ ট্যুইটারে খুরশিদের (Salman Khurshid) মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, “ঈশ্বর ও দেশের প্রতি ভক্তির চেয়ে যখন পরিবারের প্রতি ভক্তি বেড়ে যায়, তখন এধরণের মন্তব্য করা হয়। এই মন্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। উনি অন্য ধর্মের সঙ্গে এমন তুলনা করতে পারবেন?”

  • Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন? কত ভাড়া? কোন স্টেশনে থামবে? জানুন খুঁটিনাটি

    Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন? কত ভাড়া? কোন স্টেশনে থামবে? জানুন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই বাংলাকে উপহার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পশ্চিমবঙ্গের প্রথম ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat) চালু হবে নতুন বছর থেকেই। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে, সূত্রের খবর। ফলে আগামী শুক্রবার, ৩০ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে যাত্রা করবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। তবে এই ট্রেনের ভাড়া কত, কোন কোন স্টেশনে থামবে, তা নিয়ে একাধিক প্রশ্ন রাজ্যবাসীর। তাই অবশেষে বন্দে ভারতকে নিয়ে এমন আরও অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ।

    বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের মূল্য

    রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) এক্সিকিউটিভ ক্লাসে হাওড়া এবং এনজিপি-র মধ্য়ে ভাড়া হবে ৩২৫০ টাকা। এই এক্সিকিউটিভ ক্লাসেই ১৮০ ডিগ্রি ঘূর্ণায়মান আসন রয়েছে। এর পাশাপাশি চেয়ার কারে ভাড়া প্রায় ১,৮৭০ টাকার মত হতে চলেছে। বন্দে ভারত এক্সপ্রেসে ১১২৮ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। দেশের অন্য সমস্ত দ্রুতগামী এবং বিশেষ সুবিধাযুক্ত দূরপাল্লার ট্রেন দুরন্ত, তেজস, গতিমান, শতাব্দী, জন শতাব্দী, এমনকী রাজধানী এক্সপ্রেসের ভাড়াকেও টেক্কা দিচ্ছে বন্দে ভারত।

    আরও পড়ুন: শুধুই কী যাত্রী স্বাচ্ছন্দ্য? অন্যদের থেকে কোথায় আলাদা বন্দে ভারত এক্সপ্রেস?

    সোমবার অর্থাৎ ২৬ ডিসেম্বর ট্রায়াল রান হয় বন্দে ভারত এক্সপ্রেসের। সকাল ৬টা নাগাদ হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। ট্রায়ালেই বাজিমাত বন্দে ভারতের (Vande Bharat)। ৮ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে এনজেপি পৌঁছে যায় ট্রেনটি।

    কবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের যাত্রীবাহী পরিষেবা শুরু হবে?

    সূত্রের খবর, ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হলেও নয়া বছরের ১ জানুয়ারি থেকে যাত্রীদের নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু হবে। তবে এখনও সে বিষয়ে সরকারিভাবে ভারতীয় রেলের তরফে কিছু জানানো হয়নি। রাজ্যের প্রথম বন্দে ভারত (Vande Bharat) ট্রেন এটি। তবে সারা দেশের হিসাবে বাংলার বন্দে ভারত এক্সপ্রেস ষষ্ঠ। কবে থেকে এই ট্রেনে যাতায়াত করতে পারবে সাধারণ মানুষ, তারই অপেক্ষায় রাজ্যবাসী।

    কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

    রেল সূত্রে খবর, হাওড়া এবং জলপাইগুড়ির মধ্যে মাত্র তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল- বোলপুর, নিউ ফারাক্কা এবং মালদহ।

     

  • Jammu and Kashmir: বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! কাশ্মীরে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

    Jammu and Kashmir: বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! কাশ্মীরে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শেষেও উত্তপ্ত ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফের সেনা-জঙ্গির গুলির লড়াই। বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয়েছে চার জঙ্গি। পুলিশ সূত্রে খবর, এক সন্দেহজনক ট্রাককে অনুসরণ করার পরই সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে। এরপরে জওয়ানরাও তাদের উদ্দেশ্য করে গুলি করে। এরপরে এই এনকাউন্টারে সন্ত্রাসবাদীদের মৃত্যু হয়েছে। খতম হয় ৪ জঙ্গি। জম্মুর পাঞ্জতীর্থী-সিধরা সড়কে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়, সূত্রের খবর।

    জঙ্গি নিকেশ

    পুলিশ সূত্রে খবর, জম্মুর সিধরা এলাকায় হাইওয়ের ওপর এক ট্রাককে দেখে তাঁদের সন্দেহ হয়। এর পর সেই ট্রাককে আটক করলে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। জম্মুর এডিজিপি মুকেশ সিং বলেন, “ওই এলাকায় একটি ট্রাকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। চেক পোস্টের কাছে ট্রাকটিকে থামায় পুলিশ। সেই সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে খতম চার জঙ্গিই। কিন্তু, পালিয়ে যায় ওই ট্রাক চালক। তার খোঁজে তল্লাশি চলছে।”  এদিকে মুকেশ সিংয়ের তরফে আরও জানানো হয়, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ট্রাকে আগুন লেগে যায়। আগুন নেভানোর জন্য দমকল বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। জ্বলন্ত ট্রাক থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়েছে বলে জানা যায়। এডিজিপি জানান, “৭টি একে রাইফেল, একটি এম৪ কার্বাইন, তিনটি পিস্তল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।”

    কড়া নজরদারি এলাকায়

    সূত্রের খবর অনুযায়ী, আজকের এই ঘটনার পরেই সিধরা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা ঘেরাও করা হয়েছে। হাইওয়ে দিয়ে যান চলাচলও থামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাক চালককে খুঁজতে চিরুনি তল্লাশি করা হচ্ছে (Jammu and Kashmir)।

    জঙ্গিদের প্রধান উদ্দেশ্য

    সূ্ত্রের খবর অনুযায়ী, অনুমান করা হয়েছে, নববর্ষ উপলক্ষে বড় ধরণের ঘটনা ঘটানো এসব সন্ত্রাসীদের উদ্দেশ্য ছিল। এ ধরণের আরও সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে, এটি একটি নতুন অনুপ্রবেশকারী সন্ত্রাসী গোষ্ঠী যা জম্মু থেকে কাশ্মীর উপত্যকায় ভ্রমণ করছিল। এটাও জানা গেছে যে, নতুন বছরের আগে দলটি বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। ফলে আজকের এই ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী (Jammu and Kashmir)।

  • Suvendu Adhikari: ‘‘শীত যেমন দেরিতে পড়ছে তেমনি কেষ্ট দেরিতে হলেও তিহার যাবে’’! কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘শীত যেমন দেরিতে পড়ছে তেমনি কেষ্ট দেরিতে হলেও তিহার যাবে’’! কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত মণ্ডলের গড় থেকেই তাঁকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত ও তাঁর দলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন,”বীরভূমে আজ এতটা রাস্তা এলাম কোথাও তো ঢাকের আওয়াজ শুনলাম না। উন্নয়নও দাঁড়িয়ে থাকতে দেখলাম না কেউ গুড়-বাতাসাও দিল না। একবছর আগেও ভাবতে পেরেছিলেন এটা? মিটিং মিছিল করতে দিত না। গাঁজা কেসে জেলে ঢোকাত। আজ দেখুন সেই অনুব্রতর হাল। কেমন লাগছে অনুব্রত বাবু?”

    কী বললেন অনুব্রত

    ডিসেম্বর প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ”আজ ২৭ ডিসেম্বর। ভরসা রাখুন। শীত যেমন একটু দেরিতে পড়ছে তেমনি এই ডাকাতটাও একটু পরে জেলে যাবে। আগে যাবে চড়াম চড়াম অনুব্রত।”তৃণমূলকে ঠোকা দিয়ে তিনি বলেন, ”যদি কেষ্ট মণ্ডলের নিরাপত্তারক্ষী, সামান্য ৩০-৩৫ হাজার টাকা মাইনে পাওয়া লোকের ১৫০ কোটি টাকার সম্পত্তি হয়, তাহলে ভাবুন মালিকের কত টাকা? মাছ বিক্রেতা তিহারে যাচ্ছে। তাঁর ভাই ভাইপো আরও অনেকে যাবে পিছনে। আপনারা ব্লিচিং দিয়ে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে ছোট চোর সাফাই করুন। আমরা বড় চোরদের তিহারে পাঠাব।”

    অনুব্রতর গড়ের হানা দিয়ে শাসক তৃণমূল থেকে বীরভূমের  বেতাজ বাদশার বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান শুভেন্দু। শুভেন্দুর দাবি, অনুব্রত ব্রিগেডের হাতে নষ্ট হচ্ছে বীরভূমের ভাবমূর্তি। নলহাটির সভায় ঐতিহ্যবাহী বীরভূমের কথাও বলেন তিনি। শুভেন্দুর দাবি,“আমরা আগে বীরভূমকে বলতাম তারাপীঠ খ্যাত বীরভূম, শান্তিনিকেতন খ্যাত বীরভূম, কবিগুরুর বীরভূম, ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মস্থান বীরভূম। আর আজকে সেই বীরভূমে জঙ্গলের রাজত্ব দেখা যাচ্ছে। যার নেপথ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস।”

    আরও পড়ুন: অনুব্রত-গড়ে ভাঙন! তৃণমূল ছেড়ে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ কেষ্টর ডেপুটির

    পুলিশকে তোপ

    এদিন নলহাটির সভা থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আসানসোল জেলে বসে অনুব্রত মণ্ডল ফোন করেছেন। যার প্রমাণ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই খবর তাঁরাও জানতে পেরেছেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা। একইসঙ্গে পুলিশকে একহাত নিয়ে শুভেন্দু বলেন, “পুলিশের কী নগ্ন চেহারা! এবার কোথায় যাবেন পুলিশবাবারা? কোর্ট তো চেপে ধরেছে। পুরনো এফআইআরকে হাতিয়ার করে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই মমতাই এই জেলাতেই ১০টা প্রশাসনিক সভাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলাশাসক, এসপিকে, মুখ্যসচিবকে, ডিজিপিকে নির্দেশ দিয়ে বলেছেন কেষ্ট যা বলবে তাই করতে হবে। আর এখন কেষ্টকে এখানে রাখতে চাইছে।” এখানেই না থেমে অনুব্রতর তিহাড় যাত্রা নিয়ে কটাক্ষবাণ শানিয়ে শুভেন্দু বলেন, “এখানে থেকে কচি পাঁঠার ঝোল, অষ্টমীর দিন লুচি আর ছোলার ডাল খাচ্ছে। কিন্তু, তিহাড়ে গেলে এসব জিনিস পাবে না। আর তখন বলবে ১০০ টাকার মধ্যে ৭৫ টাকা আমি কলকাতায় পাঠিয়েছি আর ২৫ চাকা রেখেছি নিজের কাছে। তাই কেষ্টকে দিল্লিতে যেতে দেওয়া হবে না।”

  • Nasal Vaccine: বুস্টার ডোজ নেওয়ার পর নেজাল ভ্যাকসিন নেওয়া যাবে না, জানালেন কোভিড টাস্ক ফোর্স প্রধান

    Nasal Vaccine: বুস্টার ডোজ নেওয়ার পর নেজাল ভ্যাকসিন নেওয়া যাবে না, জানালেন কোভিড টাস্ক ফোর্স প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে করোনা মাথা চাড়া দিয়ে উঠছে। বিশ্বের একাধিক দেশে বাড়ছে কোভিড। এই পরিস্থিতিতে দেশে বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine) iNCOVACC-কে। নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিতেই কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করা হয়েছে নেজাল ভ্যাকসিনকে। জানানো হয়েছে, করোনার দুটি টিকা ও বুস্টার ডোজ নেওয়ার পর এই নেজাল ভ্যাকসিন নেওয়ার আর দরকার নেই। যারা শুধুমাত্র দু’টি টিকা নিয়েছেন, সেই সমস্ত প্রাপ্তবয়স্করাই এটিকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারেন।

    কারা নিতে পারবেন নেজাল ভ্যাকসিন?

    গত শুক্রবার ভারত বায়োটেকের ইন্ট্রানাসাল কোভিড-১৯ ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এরপর কোউইন অ্যাপে তা যুক্ত করা হয়। এর দামও বেঁধে দেওয়া হয়েছে। তবে কারা এই ভ্যাকসিন নিতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে দেশবাসীর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, বুস্টার ডোজ হিসেবে এই টিকা (Nasal Vaccine) নেওয়া যাবে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের, আর যাঁরা আগের দু’টি টিকা কোভ্যাকসিন (Covaxin) বা কোভিশিল্ড (Covishield) নিয়েছেন, তাঁরাই বুস্টার ডোজ হিসেবে এটি নিতে পারবেন। আবার ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান জানিয়েছেন, যাদের বুস্টার ডোজও নেওয়া হয়ে গিয়েছে, তাঁরা এই নেজাল ভ্যাকসিন নিতে পারবেন না।

    আরও পড়ুন: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন?

    বুস্টার ডোজের পর কেন নেওয়া যাবে না নেজাল ভ্যাকসিন?

    কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এনকে অরোরা বলেছেন, “নাকের মাধ্যমে টিকা, এটিকে প্রথম বুস্টার হিসাবে সুপারিশ করা হয়েছে। যদি কোনও ব্যক্তি আগেই বুস্টার ডোজ নিয়ে থাকেন, তবে এটি সেই ব্যক্তির জন্য সুপারিশ করা হয় না। এটি তাদের জন্য, যাঁরা এখনও সতর্কতামূলক ডোজ বা বুস্টার ডোজ নেননি।” তিনি জানিয়েছেন, যদি কেউ চতুর্থ ডোজ নিতে চায়, তবে এতে নেতিবাচক প্রভাব পড়বে। আর এটিকে ‘অ্যান্টিজেন সিঙ্ক’ বলা হয়। যদি একজন ব্যক্তিকে বারবার একটি নির্দিষ্ট ধরণের অ্যান্টিজেন দিয়ে টিকা দেওয়া হয়, তবে শরীর রেসপন্ড করা বন্ধ করে দেয়, বা নেতিবাচক প্রভাব ফেলে। আর এর জন্যই ভ্যাকসিন ছয় মাসের ব্যবধানে দেওয়া হয়। পরবর্তীতে, যদিও মানুষ তিন মাসের ব্যবধানে নিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে এটি খুব বেশি সাহায্য করেনি। তাই এই মুহূর্তে চতুর্থ ডোজ নেওয়ার কোনও কারণ নেই।

    কীভাবে কাজ করবে এই নেজাল ভ্যাকসিন?

    ডাঃ অরোরা জানিয়েছেন, এই ভ্যাকসিন (Nasal Vaccine) প্রতিটি নাসারন্ধ্রে চার ফোঁটা, মোট ০.৫ মিলি ড্রপ দিতে হবে। এটি প্রথমে নাক এবং মুখের মাধ্যমে ভাইরাসের প্রবেশে বাধা সৃষ্টি করবে। এছাড়াও কোভিডের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সমস্ত শ্বাসযন্ত্রের ভাইরাস এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে খুব কার্যকর হতে চলেছে। কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা তার জন্য এই ভ্যাকসিন নেওয়ার পর ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।

    ডাঃ অরোরাকে জিজ্ঞেস করা হয়, এই নেজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নেওয়ার পর আর কোনও বুস্টার ডোজ পরবর্তীতে নিতে হবে কি না। তখন তিনি জানান, এই মুহুর্তে এমন কোনও প্রমাণ নেই যে পরবর্তীতে আরও ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা।

  • Stridhan: স্ত্রীকে স্ত্রীধন থেকে বঞ্চিত করা গার্হস্থ্য হিংসার সামিল! অভিমত হাইকোর্টের

    Stridhan: স্ত্রীকে স্ত্রীধন থেকে বঞ্চিত করা গার্হস্থ্য হিংসার সামিল! অভিমত হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক:  স্ত্রীকে স্ত্রীধন অথবা অন্য কোনও অর্থনৈতিক সম্পদ থেকে বঞ্চিত করাকেও গার্হস্থ্য হিংসা হিসাবেই ধরা হবে, বলে জানাল কলকাতা হাইকোর্ট। স্বেচ্ছায় মেয়ের বাড়ির লোকেরা বিয়ের সময় তাঁকে যে উপহার দিয়ে থাকেন তাই হল স্ত্রীধন। অনেক সময় বিয়ের পরে বউয়ের কাছ থেকে সেই সম্পদ কেড়ে নেওয়া হয়। এবার থেকে এই ধরনের ঘটনাকেও গার্হস্থ্য হিংসা বলেই ধরা হবে। একটি মামলার প্রেক্ষিতে একথা জানান হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি শুভেন্দু সামন্ত।

    কী বলল আদালত

    বিচারপতি শুভেন্দু সামন্ত বলেন, ‘‘কোনও আর্থিক বা অর্থনৈতিক সম্পদ থেকে মামলাকারীকে বঞ্চিত করা গার্হস্থ্য হিংসা হিসাবেই বিবেচিত হবে। এ ক্ষেত্রে এটা সত্য যে আবেদনকারীকে তাঁর স্ত্রীধন থেকে দীর্ঘদিন বঞ্চিত করে রাখা হয়েছিল। যা অপর পক্ষের হেফাজতে ছিল। এই বাস্তব পরিস্থিতিতে স্ত্রীধন নিজেদের কাছে আটকে রাখাও গার্হস্থ্য হিংসার আওতায় পড়ে।’’ পাশাপাশি, এই মামলায় হাওড়ার এক নিম্ন আদালতের রায়ও খারিজ করে দিয়েছেন বিচারপতি সামন্ত। সেই রায়ে হাওড়ার নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট আদালতের রায় খারিজ করে জানিয়ে দিয়েছিল, বিধবাকে শ্বশুর ও শাশুড়ির তরফে কোনও ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন নেই।

    আরও পড়ুন: শিবঠাকুর মণ্ডল মামলায় জামিন অনুব্রতের! এবার ইডির হাত ধরে দিল্লি যাত্রা?

    প্রসঙ্গত, হাওড়া আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আসেন ওই মহিলা। ২০১০ সালে তাঁর স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর দু’দিন পরে কোনও আর্থিক সহায়তা ছাড়াই তাঁকে স্বামীর বাড়ি থেকে বার করে দেওয়া হয়। ফিরে পাননি স্ত্রীধনও। এই প্রেক্ষিতে তিনি মামলা করেন আদালতে। নিম্ন আদালত হয়ে সেই মামলা হাইকোর্টে পৌঁছোয়। হাইকোর্টে সুবিচার পেলেন ওই মহিলা, এমনই অভিমত সমাজকর্মীদের। বহু মহিলাকেই এভাবে স্ত্রীধন থেকে বঞ্চিত করা হয়। এবার থেকে তাঁরা আদালতের দ্বারস্থ হতে পারবেন সুবিচারের আশায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share