Blog

  • Bengal BJP: রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার আর্জি সুকান্ত-শুভেন্দুর! আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

    Bengal BJP: রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার আর্জি সুকান্ত-শুভেন্দুর! আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: একশো দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গকে বরাদ্দ টাকা দ্রুত দিয়ে দেওয়া হবে, এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং। তবে তার দিনক্ষণ জানাননি তিনি। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যকে শীঘ্র ১০০ দিনের কাজের  টাকা দেওয়ার আবেদন জানান  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    ১০০ দিনের কাজে  টাকা দেওয়ার আবেদন 

    এর আগে, দুর্নীতি সংক্রান্ত অভিযোগের ব্যাখ্যা না দেওয়ায় পশ্চিমবঙ্গকে একশো দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও তা নিয়ে রাজ্যের শাসক দল মিথ্যা প্রচার করছিল। বলা হচ্ছিল পশ্চিমবঙ্গের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। এর জবাব দিতেই একশো দিনের কাজের টাকা অবিলম্বে রাজ্যকে দেওয়ার জন্য গিরিরাজের কাছে দরবার করেন রাজ্য বিজেপির প্রথম সারির দুই নেতা। বৈঠকে ওই প্রকল্পের টাকা দ্রুত ছাড়া হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও গিরিরাজ আশ্বাস দেন এত দিন ভুয়ো জব কার্ড দেখিয়ে যাঁরা টাকা আত্মসাৎ করেছেন এবং যে সব সরকারি কর্মীর সহায়তায় ওই ভুয়ো কার্ড বানানো হয়েছে, সেই সরকারি কর্মী ও উপভোক্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকের পরে সুকান্ত জানান, ওই টাকা কাদের পাঠানো হত, এখন পর্যন্ত কত টাকার নয়ছয় হয়েছে, তা-ও খতিয়ে দেখার জন্য মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন গিরিরাজ। 

    আরও পড়ুন: শাহী সাক্ষাতে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ, তুলে ধরলের তাঁর বিরুদ্ধে মামলার তালিকা

    আবাস যোজনায় দুর্নীতি

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক পাকা বাড়ির মালিককেও গৃহহীন দেখানো হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে অভিযোগ জানান সুকান্ত ও শুভেন্দু। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘কী ভাবে তৃণমূলের নির্দেশে দুর্নীতি হয়েছে তা আমরা মন্ত্রীকে জানিয়েছি। সব শুনে তিনি জানিয়েছেন, এই দুর্নীতিতে যুক্ত সরকারি অফিসার, কর্মীদের বিরুদ্ধেও এফআইআর করা হবে।’’ অভিযোগ, আবাস যোজনার তালিকায় প্রকৃত প্রাপকদের নাম নেই। তার বদলে পাকা বাড়ি রয়েছে এমন তৃণমূল নেতা এবং তাঁদের আত্মীয়দের নাম আছে। এ নিয়ে গিরিরাজকে লিখিত ভাবেও কিছু তথ্য সুকান্তরা তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

     

  • WhatsApp New Feature: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    WhatsApp New Feature: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের জন্যে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। এবার আরও এক নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটির নাম ‘অ্যাক্সিডেন্টাল ডিলিট’। এই ফিচারে কেউ ভুল করে কোনও মেসেজ পাঠালেও তা ডিলিট করা যাবে। আমরা অনেক সময়েই ভুল করে অনেককে মেসেজ করে ফেলি। ইউজারদের এই সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার জন্য দুটো অপশন পাওয়া যায়। একটি ‘ডিলিট ফর মি’, অন্যটি ‘ডিলিট ফর এভরিওয়ান’। অনেকসময় ভুলবশত আমরা ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন ক্লিক করার পরিবর্তে ‘ডিলিট ফর মি’ ক্লিক করে ফেলি। এক্ষেত্রে সেই মেসেজ ডিলিট হয় শুধুমাত্র যে পাঠাচ্ছে তার জন্যে। রিসিভার তখনও মেসেজ দেখতে পান এবং তা আর ডিলিট করা যায় না। এই অসুবিধা দূর করতেই এসেছে নতুন ফিচার ‘অ্যাক্সিডেন্টাল ডিলিট’। নতুন ইউজারদের জন্যে ইতিমধ্যেই এই ফিচার এসে গিয়েছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু’ক্ষেত্রেই রয়েছে এই ফিচার ।

    কী সুবিধা হবে এই ফিচারে? 

    মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’- এর বদলে ‘ডিলিট ফর মি’ অপশনে ক্লিক করে ফেললেও একটি আনডু অপশন পাবেন। ৫ সেকেন্ডের জন্য এই অপশন দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আনডু অপশনে ক্লিক করলে ফের মেসেজ ফিরে আসবে। তারপর ফের ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন ক্লিক করা যাবে। এই ফিচারে (WhatsApp New Feature) ইউজারদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি…’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

    এর আগে ভিউ ওয়ানস ফিচারস নিয়ে এসেছে মেসেজিং অ্যাপটি। মেসেজ একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে। যিনি পাঠাবেন তাঁর কাছেও, আবার যাঁকে পাঠানো হবে তাঁর কাছেও। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এমন ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) এনেছে। সেটা এই বছরেই। আগের ফিচারটি ছিল অবশ্য ছবি এবং ভিডিও সংক্রান্ত। যেখানে ছবি বা ভিডিও একবার দেখামাত্রই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না। এবার এই একই ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে এল মেসেজের ক্ষেত্রে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Modi-Suvendu Meet: “ক্যায়সে হো আপ?” শুভেন্দুর স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী?

    Modi-Suvendu Meet: “ক্যায়সে হো আপ?” শুভেন্দুর স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিমন্ত্রণে দিল্লি গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Modi-Suvendu Meet)। সফরের মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় বিরোধী দলনেতার। মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে দেখা হয় দুজনের। দেখা হতেই শুভেন্দুর কুশল জানতে চান প্রধানমন্ত্রী। জিজ্ঞেস করেন, “ক্যায়সে হো আপ?”

    শুভেন্দুর দিল্লি সফর 

    এই দিল্লি সফরে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক ছিল বঙ্গ বিজেপি নেতৃত্বের (Modi-Suvendu Meet)। সংসদের সেন্ট্রাল হলে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হন শুভেন্দু। জানা যায়, শুভেন্দুকে দেখেই কথা বলতে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। জানতে চান, কেমন আছেন তিনি। প্রায় তিন মিনিট ধরে কথা বলেন দুজন। কী বিষয়ে দুজনের কথা হয়েছে তা এখনও জানা যায়নি। ওয়াকিবহাল মহলের অনুমান, রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন শুভেন্দু। আবার অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রীও রাজ্যের খোঁজখবর নিতে পারেন। শাহী আমন্ত্রণে শুভেন্দুর দিল্লি যাওয়া স্বার্থক হয়েছে।

    আরও পড়ুন: পয়গম্বর মন্তব্যের বদলা নিতে অমরাবতীর কেমিস্ট খুন করেছে তাবলিঘি জামাত, চার্জশিটে দাবি এনআইএ- র  

    উল্লেখ্য, কেন্দ্রীয় নেতৃত্বের তলবে আপাতত দিল্লিতে রয়েছেন রাজ্য বিজেপির নেতারা (Modi-Suvendu Meet)। সোমবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বাসভবনে বাংলার সাংসদদের নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় বিজেপি। এদিন সংসদ ভবনে অমিত শাহর সঙ্গে প্রায় ৪৫ মিনিট একান্তে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন-শৃঙ্খলা সহ আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় দুজনের মধ্যে। বৈঠক শেষে তিনি ‘১৯৫৬ বুকলেট’-ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

     
     

     

     

  • Mallikarjun Kharge: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি…’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

    Mallikarjun Kharge: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি…’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বিজেপির (BJP) একটি কুকুরও প্রাণ দেয়নি…’। কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) এহেন মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্যসভা। রাজ্যসভার অধিবেশন চলাকালীনই ক্ষমা চাইতে হবে কংগ্রেসে প্রেসিডেন্টকে, মঙ্গলবার এই দাবি তোলে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, গোটা দেশের সামনে ক্ষমা চাইতে হবে মল্লিকার্জুন খাড়গেকে। তিনি বলেন, দেশের স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী বলেছিলেন কংগ্রেস পার্টি তুলে দেওয়া হোক। গোয়েল বলেন, মহাত্মা কেন বলেছিলেন তার জ্বলজ্যান্ত প্রমাণ হলেন মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, যেভাবে তিনি (খাড়গে) বাজে শব্দ প্রয়োগ করেছেন, সেটা তাঁর চিন্তাভাবনা এবং হিংসার প্রকাশ। তাঁর দলকে লোকে গ্রহণ না করায় তিনি হিংসা করতেই পারেন। তবে এই ধরনের ভাষার ব্যবহার হাউস এবং দেশবাসীর পক্ষে অপমানজনক।

    খাড়গে বলেন…

    সোমবার ভারত জোড় যাত্রায় যোগ দিতে আলওয়ারে যান কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে তিনি (Mallikarjun Kharge) বলেন, দেশের জন্য বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি। কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। স্বাধীনতা এনে দিয়েছে। তিনি বলেন, যাদের কুকুরও দেশের জন্য প্রাণ দেয়নি, তারা সরব। আমরা কিছু করলেই তা দেশ বিরোধী বলা হচ্ছে। খাড়গে বলেন, আমাদের দুই প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন। এদিনের বক্তৃতায় ভারত-চিন প্রসঙ্গও টানেন খাড়গে। বলেন, দেশের নিরাপত্তা রক্ষার জন্য কংগ্রেসের সকলে আছেন। আমরা এক সঙ্গে দেশকে রক্ষা করব। এর পরেই তিনি বলেন, কেন চিন নিয়ে বারবার অবস্থান বদলাচ্ছে কেন্দ্র।

    আরও পড়ুন: ‘সমলিঙ্গে বিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করবে’, সুশীল মোদি

    কংগ্রেস প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পরেই খাড়গের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় বিজেপি। বিজেপি সদস্যদের সমবেত প্রতিবাদে উত্তাল হয় রাজ্যসভা। তার পরেও নিজের অবস্থানে অনড় থাকেন খাড়গে। তিনি বলেন, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, যাঁরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, আপনি তাঁদের ক্ষমা চাইতে বলছেন? খাড়গের (Mallikarjun Kharge) মন্তব্যের জেরে রাজ্যসভা যখন কার্যত উত্তাল, তখন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় বলেন, দেশের ১৩৫ কোটি মানুষ আমাদের উপহাস করছেন। তাঁরা ভাবছেন, আমরা কত নীচে নেমে গিয়েছি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

  • Anubrata Mondal: “পাপ বাপকেও ছাড়ে না, তিহারে গিয়ে…”, কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ সুকান্তর

    Anubrata Mondal: “পাপ বাপকেও ছাড়ে না, তিহারে গিয়ে…”, কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অনুব্রতকে (Anubrata Mondal) দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার এমনই নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রত মণ্ডলকে তিহার জেলে রেখে জেরা করা হবে। অনুব্রতর হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। কিন্তু সেই সওয়াল কোনও কাজেই দিল না। কেষ্টকে যেতেই হচ্ছে দিল্লি। গতকাল রাউস অ্যাভিনিউ আদালত সবপক্ষের সওয়াল জবাব শোনার পর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছে। আর এরপরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র আক্রমণ করলেন কেষ্টকে। তিনি বললেন, “অনেকদিন লোককে চরাম চরাম আর গুড় বাতাসা খাইয়েছেন। আসানসোল জেলে তো রাজার হালে ছিলেন। এবার একটু তিহার জেলের জল-হাওয়া খান।”

    আরও পড়ুন: অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি রাউস অ্যাভেনিউ আদালতের

    কেষ্টকে কড়া ভাষায় আক্রমণ সুকান্তর

    এই মুহূর্তে একাধিক মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। একদিকে গরুপাচার মামলা অপরদিকে ভোট পরবর্তী মামলা। সবমিলিয়ে জেরবার অবস্থা। গতকাল গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বড় ধাক্কা খেল। অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়ে গিয়েছে ইডি। আর এর পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দিয়েছেন মোক্ষম খোঁচা ‘বীরভূমের বাঘ’-কে (Anubrata Mondal) ।

    তিনি বলেছেন, “অনুব্রত মণ্ডল যে কাজ করেছেন তাতে তো ওনার তিহারেই যাওয়ার কথা। কতদিন আর পয়সা খরচ করে আটকে রাখবেন। তিহারে একটু বিহার করে আসুন কিছুদিন। এতদিন তো লোককে চড়াম চড়াম, গুড় বাতাসা অনেক কিছুই খাইয়েছেন। এবার তিহারের জল-বাতাস খেয়ে আসুন। পাপ বাপকেও ছাড়ে না। আমরা আগেই বলেছি, যত বড় চোর হোক বা যত বড় ধেড়ে ইঁদুর হোক কেউ ছাড়া পাবে না। এই অন্যায় যারা করেছে, গরুর টাকা, চাকরির টাকা, কয়লার টাকা খেয়েছে, জেলে যেতেই হবে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Awas Yojana: রাজ্য জুড়ে আবাস তালিকায় দুর্নীতি! বিজেপির প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল পুরুলিয়া-বাঁকুড়া

    PM Awas Yojana: রাজ্য জুড়ে আবাস তালিকায় দুর্নীতি! বিজেপির প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল পুরুলিয়া-বাঁকুড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় দুর্নীতির অভিযোগে দিকে দিকে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।  জেলায় জেলায় আবাস প্রকল্পের তালিকা নিয়ে অভিযোগ উঠে আসছে, আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়তেই এবার পথে নামল বিজেপির কর্মীরা। গতকাল পুরুলিয়ার বেলকুঁড়ি এলাকায় এই বিক্ষোভে নেমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপির কর্মীদের। শুধুমাত্র পুরুলিয়া নয়, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা সহ আরও অনেক জেলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এমনকি অভিযোগ উঠেছে, ঝাঁ চকচকে বাড়ি রয়েছে, এমন তৃণমূল নেতারও নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। আর এর ফলেই সাধারণ মানুষ সহ বিজেপির নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

    পুরুলিয়ায় বিক্ষোভ

    পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের বেলকুঁড়ি ও চাকড়া গ্রামের বহু মানুষকে চক্রান্ত করে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত লাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তবালা মাহাতোকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসেও। এদিন বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি। আর তা দিতে গিয়েই পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গরীব মানুষদের তালিকা থেকে সরানো হয়েছে ও তার জায়গায় তৃণমূল নেতাদের নাম দেওয়া হয়েছে তালিকায়।

    বাঁকুড়ায় বিক্ষোভ

    বাঁকুড়াতেও সেই একই অভিযোগ। ফলে গতকাল বাঁকুড়ার রানিবাঁধের বিডিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় ব্যাপক গরমিল রয়েছে। তাঁদের অভিযোগ, রানিবাঁধ ব্লকের পুড্ডি, বারিকুল, রাজাকাটা, রুদড়া, রাওতড়া-সহ মোট আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামে প্রকৃত গৃহহীনদের নাম বাদ দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম তালিকায় রয়েছে। বিজেপি নেতার বক্তব্য, “যাদের তিন তলা, চার তলা বাড়ি রয়েছে, বাইক রয়েছে, তারাই বাড়ি পাচ্ছে। আসলে যাঁদের প্রয়োজন, তাঁরা পাচ্ছেন না।” ফলে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

    আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বর্ধমানেও

    পূর্ব বর্ধমানের মেমারী ১ নম্বর ব্লকের দুর্গাপুর গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। সেখানে গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতার ঝাঁ চকচকে দোতলা বাড়ি। অথচ আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় রয়েছে তাঁর মায়ের নাম। স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে স্বজন-পোষণের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাঁরা বলেন, পরিকল্পিতভাবে আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে।

    দক্ষিণ ২৪ পরগনায় অভিযোগ

    এখানেও একই অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় ফের স্বজন-পোষণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতাপনগরের গাড়াল অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য সঞ্জয় নস্করের স্ত্রীর নাম রয়েছে আবাস-তালিকায়। অন্যদিকে তাঁর টাইলস বসানো দোতলা বাড়ি থাকলেও কী করে তাঁর নাম আবাস যোজনায় আসে, তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা।

    মুর্শিদাবাদে অভিযোগ

    প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) সমীক্ষায় কারচুপির অভিযোগ তুলে মুর্শিদাবাদের ভগবানগোলার সুলতানপুরে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ওই ICDS কর্মী প্রকৃত প্রাপকদের নাম কেটে দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম আবাস-তালিকায় রেখেছেন।

    মালদাতেও একই কাণ্ড

    প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় নাম রয়েছে তৃণমূল প্রধানের স্বামী ও শাশুড়ির। অভিযোগ এদের ঝাঁ চকচকে পাকা বাড়ি, তবুও নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। মালদার চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আবাস তালিকায় স্বামী ও শাশুড়ির নাম ঢুকিয়েছেন তৃণমূল প্রধান মাস্তারা খাতুন।

    আর এত সব অভিযোগ ওঠার পরে শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছেন বিজেপির কর্মীরা। তাঁরা মানবাজার ১ বিডিওকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে বিজেপির মিছিল থেকে আবাস যোজনাতে কারচুপি করা হচ্ছে, তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত — এই সব স্লোগান তুলে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, তালিকা (PM Awas Yojana) সংশোধন করে শুধু যোগ্যদের নামই রাখতে হবে। বিজেপির নেতৃত্বে এই কর্মসূচিতে ছিলেন দলের শাঁকা ও নতুনডি পঞ্চায়েতের বিজেপির প্রধান, সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য।

     

  • FIFA World Cup 2022: মেসি ম্যাজিকে উচ্ছসিত বলিউড, অভিনন্দন সোশ্যাল মিডিয়ায়

    FIFA World Cup 2022: মেসি ম্যাজিকে উচ্ছসিত বলিউড, অভিনন্দন সোশ্যাল মিডিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দুমাস ব্যাপী বিশ্বকাপ (FIFA World Cup 2022) উৎসব শেষ হয়েছে কাল। কাপ উঠেছে আর্জেন্টিনার হাতে। শেষ বেলায় মেসির জয়ে উচ্ছসিত বিশ্ব। মেসিকে অভিনন্দন জানিয়েছেন সকলে। বাদ যায়নি বলিউডও। মেসির জয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন কিং খান থেকে রনবীর সিং। সোশ্যাল মিডিয়ায় ‘মেসি ম্যাজিক’- এর উল্লাস প্রকাশ করলেন। ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে কাতারে উপস্থিত ছিলেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, কার্তিক আরিয়ান, নোরা ফাতেহির মতো তারকারা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। মারাদোনার পর কাপ মেসি। ইতিহাসের সাক্ষী হল গোটা বিশ্ব। উচ্ছসিত বলিউড। সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনন্দনের ঝড়। 

    কে কী বললেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • SSC Scam: নিজাম প্যালেসে এসএসসির ২ প্রাক্তন চেয়ারম্যান-সহ ৬ জনকে তলব সিবিআই- এর

    SSC Scam: নিজাম প্যালেসে এসএসসির ২ প্রাক্তন চেয়ারম্যান-সহ ৬ জনকে তলব সিবিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) সংস্থার ২ প্রাক্তন চেয়ারম্যান-সহ ৬ জনকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। মুখোমুখি বসিয়ে করা হয় জেরা। সোমবার গোয়েন্দা সংস্থার তলব পেয়ে সকালে নিজাম প্যালেসে যান এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার সুর। এছাড়াও এসএসসির আরও ৪ আধিকারিককেও তলব করেছে সিবিআই। তারাও আজ নিজাম প্যালেসে যান।    

    হাইকোর্টের ভর্ৎসনার পর শনিবারই এসএসসির (SSC Scam) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছে সিবিআই। গোয়েন্দাদের দাবি, গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতেও সুবীরেশের হাত রয়েছে। কিন্তু এখনও এ বিষয়ে মুখ খোলেননি সুবীরেশ। কোনও প্রশ্নের উত্তর দিতে নারাজ তিনি। এই পরিস্থিতিতে সুবীরেশের মুখ খোলাতে চেয়ারম্যানদের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করেন গোয়েন্দারা। তাঁর অধীনে যে চার আধিকারিক কাজ করতেন তাঁদেরও মুখোমুখি বসানো হয়। সোমবার দুপুরে সিবিআই দফতরে পৌঁছন চিত্তরঞ্জনবাবু। 

    সংবাদমাধ্যমকে চিত্তরঞ্জনবাবু জানান, তাঁকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। এদিন দুপুরে সুবীরেশকে (SSC Scam) মেডিক্যাল পরীক্ষা করাতে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, সেখান থেকে ফেরার পর তাঁকে প্রদীপ সুরের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

    আরও পড়ুন: লালন শেখ হত্যা মামলায় এবার মানবাধিকার কমিশন, নির্দেশ কেন্দ্রের

    কলকাতা হাইকোর্টের নির্দেশে গত শনিবার সুবীরেশ ভট্টাচার্যকে (SSC Scam) সিবিআই হেফাজতে পাঠায় আলিপুর আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য  সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। গ্রেফতারির পর থেকেই সুবীরেশ তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ করে এসেছেন সিবিআই আধিকারিকরা। সুবীরেশের নির্দেশেই নবম–দশম নিয়োগে সাদা খাতার নম্বর বাড়ানো হয়েছিল। সেই প্রমাণ ইতিমধ্যেই এসেছে গোয়েন্দাদের হাতে।

    ২০১৪- র জানুয়ারি থেকে ২০১৮- র জুলাই পর্যন্ত এসএসসির চেয়ারম্যান (SSC Scam) ছিলেন সুবীরেশ। তাঁর আগে, ২০১৩-র অক্টোবর থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত চেয়ারম্যান ছিলেন প্রদীপকুমার শূর এবং ২০১১র জুন মাস থেকে ২০১৩-র অক্টোবর পর্যন্ত চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। চিত্তরঞ্জন মণ্ডল সংবাদমাধ্যমের সামনে বলেন, “অনেক সুপারিশ চালককে দিয়ে নেতারা পাঠিয়েছে। প্যাডের পর প্যাড। প্রচুর সুপারিশ। বিভিন্ন জায়গা থেকে প্রচন্ড চাপ ছিল।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bharat Jodo: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    Bharat Jodo: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে (China) চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। কেবল চিন নয়, বিশ্বের আরও কয়েকটি দেশেও থাবা বসিয়েছে করোনা। ভারতে অবশ্য এখনও পর্যন্ত করোনার তেমন প্রকোপ দেখা যায়নি। তবে কথায় বলে, সাবধানের মার নেই। তাই সাবধানে থাকাই উচিত। সেজন্য রাজ্যগুলিকে সচেতন করে চিঠি দিয়েছে কেন্দ্র। এমতাবস্থায় লোকলস্কর নিয়ে যথারীতি ভারত জোড় (Bharat Jodo) যাত্রা চালিয়ে যাচ্ছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী।

    মনশুখ মাণ্ডব্য…

    এবার রাহুলকে সচেতন করে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনশুখ মাণ্ডব্য। ভারত জোড় যাত্রা চলা কালে রাহুল যাতে কোভিড ১৯ বিধি মেনে চলেন, সেজন্য রাহুলের পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার লেখা হয়েছে চিঠিটি। তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, ভারত জোড় যাত্রা কর্মসূচি পালন করার সময় কোভিড গাইডলাইন মেনে চলুন কঠোরভাবে। বর্তমানে ভারত জোড় (Bharat Jodo) যাত্রা যাচ্ছে রাজস্থান দিয়ে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে হবে। যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন, কেবলমাত্র তাঁরাই এই যাত্রায় যোগ দিতে পারবেন। যদি এই নিয়মবিধি একান্তই মেনে চলা না যায়, তাহলে যেন আপাতত স্থগিত করে দেওয়া হয় ভারত জোড় যাত্রা। ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, যদি একান্তই করোনাবিধি মেনে চলা না যায়, তাহলে যেন আপাতত স্থগিত রাখা হয় ভারত জোড় যাত্রা। জাতীয় স্বার্থেই এটা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    আরও পড়ুন: ফের বাড়তে পারে করোনা! পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ কেন্দ্রের

    এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। দলের সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই গুজরাট নির্বাচনের সময় কী প্রধানমন্ত্রী মোদি কোভিড বিধি অনুসরণ করেছিলেন? তিনি বলেন, আমার মনে হয় মনশুখ মাণ্ডব্য রাহুল গান্ধীর ভারত জোড় (Bharat Jodo) যাত্রা পছন্দ করছেন না। কিন্তু মানুষ পছন্দ করছেন। এবং এই যাত্রায় যোগ দিচ্ছেন। অধীর বলেন, মানুষের দৃষ্টি ঘোরাতেই মাণ্ডব্যকে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, কন্যাকুমারিকায় শুরু হয়েছে ভারত জোড় যাত্রা। যাবে কাশ্মীর পর্যন্ত। মঙ্গলবার এই পদযাত্রা হয়েছে রাজস্থানে, অশোক গেহলটের রাজ্যে। বুধবার সেটি প্রবেশ করে হরিয়ানায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যৌনালাপের অডিও প্রকাশ্যে, ভুয়ো বলে দাবি দলের

    Imran Khan: প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যৌনালাপের অডিও প্রকাশ্যে, ভুয়ো বলে দাবি দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। আরও একবার বিতর্কে নাম জড়াল তাঁর। ভাইরাল হয়েছে ইমরানের সেক্স অডিও টেপ। অডিও ক্লিপে ইমরানকে অন্য এক মহিলার সঙ্গে যৌন কথাবার্তা বলতে শোনা যায়। অডিও ক্লিপটি পাকিস্তানি সাংবাদিক সৈয়দ আলি হায়দারি তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যদিও ইমরানের দলের তরফে দাবি করা হয়েছে, এই অডিও ক্লিপটি ভুয়ো। ইমরানের ভাবমূর্তি নষ্ট করার জন্যে ইচ্ছাকৃত এই কাজ করা হয়েছে।

    কী ঘটেছে?    

    ওই অডিও ক্লিপে এক জনকে এক মহিলার সঙ্গে যৌন উদ্দীপক ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে। ইমরান (Imran Khan) নামটিও সেই ক্লিপে শোনা গিয়েছে বেশ কয়েকবার। আর তাতেই উত্তাল হয়েছে পাক রাজনীতি। 

    এই বছরের শুরুতেই ইমরান খানকে (Imran Khan)আস্থা ভোটে হারিয়ে এখন পাকিস্তানের ক্ষমতায় রয়েছে শাহবাজ় শরিফের জোট সরকার। আর তার পর থেকেই ইমরানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে শাসক দল। ইমরানের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে পালানোর অভিযোগও করেছে তারা। এরপর থেকেই একের পর এক গুরুতর অভিযোগে জর্জরিত ইমরান।
     
    কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে, ফাঁস হওয়া কথোপকথন পাকিস্তানের প্রধানমন্ত্রীর (Imran Khan) কার্যালয় থেকে এসেছে। ওই অডিও ক্লিপে ইমরান নামের এক জনকে এক মহিলার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শোনা গিয়েছে।  

    পাক সাংবাদিক হামজা আজ়হার সালাম একটি ট্যুইটে লিখেছেন, “খান সাহেব (Imran Khan) তার ব্যক্তিগত জীবনে যা খুশি তাই করতে পারেন, তবে আমি আশা করব, তিনি এরপর সমগ্র জাতির সামনে নিজেকে রোল মডেল মুসলিম নেতা হিসাবে উপস্থাপন করা বন্ধ করবেন।’’

    আরও পড়ুন: তাঁর মতো ‘বোকা’ পেলে ছেড়ে দেবেন ট্যুইটারের সিইও পদ, জানালেন ইলন মাস্ক 

    একটি ফেসবুক ভিডিওতে সাংবাদিক মনসুর আলি খান দাবি করেছেন, ওই অডিওতে যে মহিলার গলা শোনা যাচ্ছে, তাঁকে তিনি চেনেন। যদিও তিনি ওই মহিলার নাম প্রকাশ্যে আনেননি।
    আরেক পাক সাংবাদিক নায়লা ইনায়াত ট্যুইটারে লেখেন, “ইমরান খান (Imran Khan) এই অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর ইমরান হাশমি হয়ে গিয়েছেন।”    

    ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যদিও ক্লিপটিকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন। দলের নেতা আরসলান খালিদ বলেন, “ইমরানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ভুয়ো অডিও এবং ভিডিও তৈরির বাইরে কিছু চিন্তা করতে পারে না।” প্রসঙ্গত, অক্টোবর মাসেও ইমরানের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেই অডিও ক্লিপে ইমরানকে সরকার বদলানোর পরিকল্পনা করতে শোনা যায়। সে সময়ও ওই অডিও ক্লিপটি ভুয়ো বলে দাবি করে পিটিআই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share