Blog

  • New island: অগ্ন্যুৎপাত, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি নয়া দ্বীপের

    New island: অগ্ন্যুৎপাত, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি নয়া দ্বীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪৮ ঘণ্টায় আট বার অগ্ন্যুৎপাত। তার জেরে সৃষ্টি নয়া দ্বীপের। অগ্ন্যুৎপাত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় (Pacific Ocean) দেশ টোঙ্গার উত্তরে হোম রিফ আগ্নেয়গিরিতে। টোঙ্গা (Tonga) সরকার সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের নয়া দ্বীপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জানা গিয়েছে, গত ১০ দিনে আগ্নেয়গিরিটি (Volcano) অন্তত ৬০ বার অগ্ন্যুৎপাত করেছে। অগ্ন্যুৎপাতের জেরে নির্গত লাভা ও ছাই ছড়িয়ে পড়েছে প্রায় দু মাইল এলাকা জুড়ে। 

    দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশে থাকা আগ্নেয়গিরি শ্রেণিটি পৃথিবীর সবচেয়ে বড়ো জীবন্ত আগ্নেয়গিরি শ্রেণি। এই আগ্নেয়গিরিশ্রেণির বিস্তৃতি নিউজিল্যান্ড (New Zealand) থেকে টোঙ্গা পর্যন্ত। এই আগ্নেয়গিরিশ্রেণির মধ্যে হোম রিফ ফের জেগে উঠেছে ১০ সেপ্টেম্বর থেকে। অগ্ন্যুৎপাত হওয়ার এগারো ঘণ্টা পরেই একটি নতুন দ্বীপ দেখা গিয়েছে। ১৪ সেপ্টেম্বর অপারেশনাল ল্যান্ড ইমেজার-2 (OLI-2)পদ্ধতির মাধ্যমে সদ্যজাত এই দ্বীপটির ছবি তোলা হয়েছে। টোঙ্গার ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, নয়া দ্বীপটির বিস্তৃতি প্রায় ১ একর এলাকা জুড়ে। সমুদ্রতল থেকে প্রায় ১০ মিটার উঁচুতে অবস্থান করছে দ্বীপটি। ২০ সেপ্টেম্বর ফের অগ্ন্যুৎপাত হয়। দ্বীপের বিস্তার বেড়েছে আরও ৬ একর। লেট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে, হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই (Hunga Tonga-Hunga Ha’apai) এর উত্তর-পূর্বে এবং মউঙ্গা’ওনের উত্তর-পশ্চিমে অবস্থান করছে এই দ্বীপটি। আরও স্পষ্টভাবে বললে বলতে হয়, টোঙ্গা-কারমাডকের কেন্দ্রস্থলে অবস্থান করছে এই দ্বীপ। এই জায়গায় থাকা তিনটি প্লেটের পরস্পরের সঙ্গে প্রচণ্ড গতিতে সংঘর্ষ হওয়ায় গভীরতম গর্তের সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরের তলদেশে। অতিরিক্ত এই চাপই আগ্নেয়গিরিগুলিকে ফের জাগিয়ে তুলছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: পুতিনের সামরিক ঘোষণার পরই রাশিয়া ছাড়ার ধুম, ‘ওয়ান ওয়ে ফ্লাইট’ টিকিটের চাহিদা তুঙ্গে

    সচরাচর নব গঠিত এই দ্বীপগুলির আয়ু ক্ষণস্থায়ী। তবে কিছু কিছু দ্বীপ বছরের পর বছর টিকে রয়েছে। হোম রিফে এর আগেও চারবার  অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। ১৯৮৪ ও ২০০৬ সালে অগ্ন্যুৎপাতের জেরে সৃষ্টি হয়েছিল ক্ষণস্থায়ী দ্বীপের। কিছুদিনের মধ্যেই অবশ্য সমুদ্রে ডুবে যায় সেই দ্বীপগুলি। ২০২০ সালে লেটকি আগ্নেয়গিরির (Late’iki Volcano) টানা ১২ দিনের অগ্ন্যুৎপাতের (Eruption) জেরে সৃষ্টি হওয়া দ্বীপটি তলিয়ে গিয়েছিল দু মাসের মধ্যে। যদিও ১৯৯৫ সালে ওই আগ্নেয়গিরি দ্বারা গঠিত অন্য একটি দ্বীপ প্রায় টিকে ছিল ২৫ বছর ধরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Ban PFI: জঙ্গি-যোগ! পিএফআই কে নিষিদ্ধ ঘোষণা করার আর্জি দেশজুড়ে, তল্লাশি চালিয়ে কী পেল এনআইএ?

    Ban PFI: জঙ্গি-যোগ! পিএফআই কে নিষিদ্ধ ঘোষণা করার আর্জি দেশজুড়ে, তল্লাশি চালিয়ে কী পেল এনআইএ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে নিষিদ্ধ হতে চলেছে ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)। বিভিন্ন অসামাজিক ও দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে ২০০৬ সালে গঠিত, এই সংগঠনটির বিরুদ্ধে। অভিযোগ , সন্ত্রাসে মদত দিচ্ছে পিএফআই। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করছে তারা। তাই দেশ জুড়ে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জোড়াল হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) নিষিদ্ধ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই দলটিকে বেআইনি ঘোষণা করার জন্য যথেষ্ট প্রমাণও রয়েছে, বলে খবর। 

    আরও পড়ুন: পিএফআই-এর বিরুদ্ধে বাংলা সহ ১০ রাজ্যে ইডি-এনআইএ যৌথ হানা, গ্রেফতার ১০০

    বৃহস্পতিবার দেশজুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেরল সহ একাধিক রাজ্যে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বিভিন্ন সংগঠনেই হানা দিয়েছে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা। এখনও অবধি ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে পিএফআইয়ের প্রধান পারভেজ আহমেদকেও। কেরল, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, অসম, মধ্যপ্রদেশ, গোয়া, পশ্চিমবঙ্গ, বিহার, মণিপুরে প্রায় ৩০০ এনআইএ অফিসার একযোগে তল্লাশি চালায়।  ৫টি মামলায় মোট ১০৬ জন পিএফআই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৪৫ জন নেতা। কেরল থেকে সর্বাধিক ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারপরেই রয়েছে তামিলনাাড়ু। সেখান থেকে ১১জনকে গ্রেফতার করা হয়। এছড়া কর্নাটক থেকে ৭ জন, অন্ধ্রপ্রদেশ থেকে ৪, রাজস্থান থেকে ২, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ থেকে ১ জন করে গ্রেফতার করা হয়েছে।

    আরও পড়ুন: অবশেষে এনআইএ-এর জালে মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী, জানেন কীভাবে?  

    এনআইএ-র দাবি, পিএফআই নেতারা একাধিক জায়গায় জঙ্গি কার্যকলাপ, এবং জঙ্গি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতেন। তাঁরা অস্ত্র চালনার প্রশিক্ষণও দেন। তল্লাশিতে প্রচুর টাকা, অস্ত্র এবং বিপুল ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। এনআইএ-এর অভিযানের প্রতিবাদে কেরল এবং কর্নাটকের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দেখিয়েছেন পিএফআই সদস্যরা। শুক্রবার কেরলে ১২ ঘণ্টার বনধের ডাকও দিয়েছে সংগঠন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asha Parekh: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন আশা পারেখ

    Asha Parekh: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন আশা পারেখ

    মাধ্যম নিউজ ডেস্ক: দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) পুরস্কারে ভূষিত হচ্ছেন ‘লাভ ইন টোকিও’-র নায়িকা আশা পারেখ (Asha Parekh)। সিনেমায় তাঁর অবদানের জন্য ভারতীয় চলচ্চিত্রের (Indian Films) সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হচ্ছে তাঁকে। এই জনপ্রিয় অভিনেত্রীকে এর আগে ভারত সরকার পদ্মশ্রী সম্মানেও (Padma Shri) ভূষিত করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন। ৩০ সেপ্টেম্বর সরকারিভাবে অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। শেষবার ২০১৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন সুপারস্টার রজনীকান্ত। গত দু’বছর করোনার জন্য এই অনুষ্ঠান বন্ধ থাকায় এবছর দাদাসাহেব ফালকের পুরস্কার বিতরণী উৎসব ঘিরে এক ভিন্ন উন্মাদনা চলচ্চিত্র জগতে।

    ১৯৫২ সালে ‘আসমান’ ছবিতে শিশুশিল্পী হিসেবে হাতেখড়ি। তখন তিনি বেবি আশা পারেখ নামেই পরিচিত ছিলেন। মাত্র ১০ বছর বয়স থেকেই অভিনয় যাত্রার শুরু তাঁর। মাঝে ব্যক্তিগত জীবনের জন্য কিছুদিন অভিনয় থেকে বিরতি নেন তিনি। পরে নাসির হুসেন পরিচালিত ছবি ‘দিল দেকে দেখো’ ছবির হাত ধরে পুনরায় প্রত্যাবর্তন হয় আশার। এরপর ‘কাটি পতঙ্গ’, ‘তিসরি মঞ্জিল’, ‘দো বদন’, ‘ক্যারাভান’ এর মতো হিট ছবির নায়িকা হিসেবে দেখা মিলেছে তাঁর।

    আরও পড়ুন: হটস্টারে ফিরছে রহস্যময় ‘লোকি’, অপেক্ষা আর মাত্র কয়েক দিনের

    তিনি প্রায় ৯৫টি সিনেমায় কাজ করেছেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ফিল্ম (Film) সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানও ছিলেন আশা পারেখ। ১৯৯৫ সালে অভিনয় জীবন থেকে অবসরের পর গত কয়েক দশকে সেভাবে দেখা মেলেনি আশা পারেখের। তবে ফিল্ম ও টিভি সিরিয়ালের প্রযোজনা শুরু করেন তিনি।

    জাতীয় পুরস্কারের কমিটিতে রয়েছেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। যেমন বিপুল শাহ যিনি বর্তমানে চেয়ারম্যানের পদে আসীন। এছাড়াও রয়েছেন ধর্ম গুলাটি, শ্রীলেখা মুখোপাধ্যায় (Sreelekha Mukherji) , জিএস ভাস্কর, এস থাঙ্গাদুরাই, সঞ্জীব রত্তন, কার্তিক রাজা, ভিএন আদিত্য, ভিজি থামপি, থাঙ্গাদুরা, নিশিগন্ধা এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

    প্রসঙ্গত ভারতের রাষ্ট্রপতি প্রথা ভেঙে ১৩৭ জন পুরস্কার প্রাপকদের মধ্যে শুধুমাত্র নির্বাচিত ১১ জনের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন। এর প্রতিবাদে ২০১৮ সালে প্রায় ৫০ জনের বেশি পুরস্কার প্রাপক ৬৫ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে (National Film Festival) যোগদান করেননি। যদিও ন্যাশানাল ফিল্ম ডেভলপম্যান্ট কর্পোরেশনের (NFDC) কর্ণধার রবিন্দর ভাকর জানিয়েছেন, ঐতিহ্য বজায় রেখে মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু (President Draupadi Murmu) এই বছর পুরস্কার প্রাপকদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Dengue in Kolkata: গত ২৪ ঘণ্টায় ৮০০-এর বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত! পুজোর মুখে আতঙ্কে শহরবাসী

    Dengue in Kolkata: গত ২৪ ঘণ্টায় ৮০০-এর বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত! পুজোর মুখে আতঙ্কে শহরবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর ঢাকে কাঠি পড়েছে। তবুও কোথাও যেন তাল কাটছে। ডেঙ্গির (Dengue) প্রকোপ প্রত্যেক দিন লাফিয়ে বাড়ছে শহর তথা সংলগ্ন জেলাগুলিতে। ডেঙ্গি পরিস্থিতি (Dengue situation in West Bengal) মোকাবিলায় কার্যত ব্যর্থ রাজ্য সরকার (Mamata Banerjee Government)। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৮৪০ জন। ডেঙ্গি পরীক্ষা হয়েছে ৭,৬৮২ জনের। শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ১২৯ জনকে। বর্তমানে সব মিলিয়ে ৫৪১ জন ডেঙ্গি আক্রান্ত রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ভাবে চলতে থাকলে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শীঘ্রই ২০ হাজার ছুঁয়ে ফেলবে বলে আশঙ্কা স্বাস্থ্য আধিকারিকদের।

    আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ, উৎসবের আগে ডেঙ্গির পাশাপাশি ভয় ধরাচ্ছে কোভিড

    স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, যে জেলাগুলিতে ডেঙ্গি হু হু করে বাড়ছে, সেগুলি হল, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি এবং দার্জিলিং। ইতিমধ্যে হাওড়া, কলকাতা, হুগলিতে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের এক গৃহবধূর (Housewife dies by dengue) ৷ মৃতের নাম মৌমিতা ভট্টাচার্য । সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ 

    আরও পড়ুন: আপনি কি দ্বিতীয়বার ডেঙ্গিতে আক্রান্ত হতে পারেন? কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ডেঙ্গি হয়েছে?

    রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর রাজ্য সরকার। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে পুজোর (Durga Puja 2022) সময় স্বাস্থ্য কর্তাদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। পুজো স্পেশাল ডিউটি রোস্টার তৈরি হয়েছে। স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি পরিস্থিতি ভয়ানক। কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, ১৭টি বরোর মধ্যে আটটি বরোর ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। ১, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এবং ১২ নম্বর বোরোয় ডেঙ্গি পরিস্থিতি সবচেয়ে খারাপ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Corona In West Bengal: পুজোর মুখে ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ, পজিটিভিটি রেট বেড়ে ৫.৩১%

    Corona In West Bengal: পুজোর মুখে ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ, পজিটিভিটি রেট বেড়ে ৫.৩১%

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও তো পুজো শুরুই হয়নি, সবেমাত্র মহালয়া পেরোল, আর তাতেই করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। মহালয়ার দিনই প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ছে মানুষের ভিড়। ফলে স্বাভাবিকভাবেই করোনা সংক্রমণও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিনশোর বেশি। কিন্তু আক্রান্তের সংখ্যা কিছুটা কম থাকলেও গত একদিনে দৈনিক পজিটিভিটি রেট (Covid Positivity Rate) বেড়ে দাঁড়িয়েছে ৫.৩১ শতাংশ। ফলে পুজোর শুরুতেই নতুন করে আতঙ্কের সৃষ্টি করছে।

    সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মহালয়ার দিন রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৪। রবিবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গতকালের থেকে এদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০-এরও বেশি। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। রাজ্যে মোট করোনাতে প্রাণ হারিয়েছেন ২১, ৮৯৬ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৮৮,৬২৭ জন। এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩১২৩, যার মধ্যে ৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

    আরও পড়ুন: ফের নয়া বিপদ, করোনা ভাইরাসের মতো লক্ষণ পাওয়া গেল রাশিয়ান বাদুড়ে!

    তবে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা কম হলেও খুশী হওয়ার কিছু নেই। কারণ অন্যদিকে দৈনিক পজিটিভিটি রেটের (Covid Positovity Rate) ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ। প্রায় গত দেড় মাস পর রাজ্যে পজিটিভিটি রেট ৫-এর গণ্ডি পেরোল। অন্যদিকে, রাজ্যে দৈনিক সুস্থতার হারও আক্রান্তের সংখ্যার তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০২ জন।

    গত দুবছর করোনার প্রকোপে কেউই কোনও উৎসব সেভাবে উদযাপন করতে পারেনি। ফলে এবছর করোনা দাপট অনেকটাই কমলে সবাই ফের মাস্ক ছাড়া, শারীরিক দূরত্ববিধি না মেনে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া মহালয়ার দিন থেকেই যে পরিমাণে প্যান্ডেলে ভিড় বাড়ছে, তা সত্যিই উদ্বেগজনক। ফলে বিশেষজ্ঞরা অনুমান করেছেন, করোনার বিধিনিষেধ এখন থেকে না মেনে চললে ফের করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে পারে। তাই তাঁদের পরামর্শ যে, উৎসবে মেতে ওঠার পাশাপাশি সাবধানতা অবলম্বন করাও জরুরি। এছাড়াও শুধু করোনা নয়, এবছর রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গিও।

  • Coal India Recruitment: ৫৯ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি কোল ইন্ডিয়ার, বেতন ২ লক্ষ অবধি, জানুন বিস্তারিত

    Coal India Recruitment: ৫৯ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি কোল ইন্ডিয়ার, বেতন ২ লক্ষ অবধি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited Recruitment 2022)। সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের রাঁচি অফিসে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩), সিনিয়র মেডিকেল অফিসার (ই৩) পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা দেরি না করে আবেদন করে ফেলুন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। 

    আরও পড়ুন: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত             

    প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। 

    প্রার্থীদের আবেদনপত্রটি নির্ধারিত ফরম্যাটে পূরণ করে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘General Manager (Personnel/Recruitment), Recruitment Department, Central Coalfields Limited, Room No. 303, 2″d floor, Damodar Building, Darbhanga House, Ranchi-834001’। 

    আরও পড়ুন: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য: 

    পদের নাম: সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩),সিনিয়র মেডিকেল অফিসার (ই৩) 

    শূন্যপদের সংখ্যা: ৫৯ 

    কাজের স্থান: রাঁচি

    আবেদন শুরু: বর্তমানে চলছে

    আবেদনের শেষ তারিখ: ২২.১০.২০২২

    শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন

    বেতনক্রম: ৬০,০০০- ২,০০,০০০ টাকা 

    বয়স সীমা: জেনারেল/ইউআর বিভাগের প্রার্থীদের জন্য ৪২ বছর।সিনিয়র মেডিকেল অফিসার/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩): জেনারেল/ইউআর-এর জন্য বয়স সীমা ৩৫ বছর।

    যোগ্যতা: সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)-জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন এবং পালমোনারি মেডিসিনের জন্য ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সহ এমবিবিএস ডিগ্রি/ ডিএনবি সহ অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাকেও ন্যূনতম যোগ্যতার মধ্যে ধরা হবে। মেডিকেল স্পেশালিস্ট (ই৩)- জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন এবং পালমোনারি মেডিসিনের জন্য ন্যূনতম এমবিবিএস ডিগ্রি/ ভারতের মেডিকেল কাউন্সিল দ্বারা অনুমোদিত একটি স্বীকৃত প্রতিষ্ঠান/কলেজ থেকে পিজি ডিগ্রি/ ডিএনবি। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাকেও ন্যূনতম যোগ্যতার মধ্যে ধরা হবে। সিনিয়র মেডিকেল অফিসার (ই৩)- মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত একটি স্বীকৃত ইনস্টিটিউট/কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • PFI: কেন, কোন ধারায় নিষিদ্ধ পিএফআই? কী অপেক্ষা করছে এই জঙ্গি সংগঠনের জন্য?

    PFI: কেন, কোন ধারায় নিষিদ্ধ পিএফআই? কী অপেক্ষা করছে এই জঙ্গি সংগঠনের জন্য?

    মাধ্যম নিউজ ডেস্ক:  পাঁচ বছরের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। বেআইনি কাজকর্মের জন্য পিএফআইয়ের সমস্ত সহযোগী সংস্থা এবং অনুমোদিত সংস্থার উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অনলাইনেও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) গতিবিধি রুখতে পদক্ষেপ করছে কেন্দ্র। পিএফআই এবং আটটি সহযোগী সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট ব্লক (Social Sight) করে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এখন প্রশ্ন হল কেন এই নিষেধাজ্ঞা? এরপরে কী হতে পারে? আসলে পিএফআই কে, কী এদের ভবিষ্যৎ?

    পিএফআই-এর জন্ম
    পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া একটি ইসলামিক উগ্রপন্থী সংগঠন। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়। তার পরই তিনটি মুসলিম সংগঠন একত্রিত হয়ে এই সংগঠন তৈরি করে। ২০০৬ সালে গঠিত এই সংগঠনের নাম ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট ফ্রন্ট। পরবর্তী সময়ে মানিথা নীতি পাসারাই, কর্নাটক ফোরাম ফর ডিগনিটি সহ একাধিক সংগঠন মিলিত হয়ে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া তৈরি করে। দেশবিরোধী ও সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গেই যুক্ত ছিল এই সংগঠন।

    আরও পড়ুন: নিষিদ্ধ হচ্ছে পিএফআই? দেশ জুড়ে এনআইএর দ্বিতীয় দফার অভিযানের পর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রক

    কেন নিষিদ্ধ
    দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণের সাপেক্ষেই এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, বলে জানিয়েছে কেন্দ্র। ভারত সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক অপরাধমূলক কাজ এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িত আছে পিএফআই। বিদেশ থেকে অর্থ সাহায্যও পায়। যা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে বড়সড় উদ্বেগের বিষয়। এই সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান হয়েছিল বিভিন্ন রাজ্যের তরফে। পরে তদন্তকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ১৯৬৭ এর ৩৫ নম্বর ধারার অধীনে দেশে ৪২ টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। পিএফআই-কেও এই ধারায় নিষিদ্ধ করা হয়। এই আইনের ৩৫ নম্বর ধারায় উল্লেখ রয়েছে, যদি কোনও সংগঠন সন্ত্রাসবাদের প্রচার করে, বিভিন্ন সন্ত্রাসবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে তাহলে সেই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে গণ্য় করা হবে।

    আরও পড়ুন: পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পিএফআই! মিলেছে জঙ্গি যোগের প্রমাণ, কী বলছে স্বরাষ্ট্রমন্ত্রক?

    পিএফআই-এর ভবিষ্যৎ
    সন্ত্রাসবিরোধী আইনে পিএফআই-র পাশাপাশি আরও আটটি সংগঠনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার ইউএপিএ আইনের অধীনে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআই (PFI) সংগঠনকে। শুধু পিএফআই-ই নয়, এরসঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলে ঘোষণা করা হয়েছে। এই দল যাতে সংবিধানের বিভিন্ন ধারা দেখিয়ে আইনি পথে না যেতে পারে তারও ব্যবস্থা করছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ভারতকে ২০৪৭ সালের মধ্যে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল পিএফআই। যা ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শকে খণ্ডন করে। এই দল পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় এদেরকে আর কেউ অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবে না। করলে তারাও আইন ভঙ্গ করবে। ফলে ভিবিষ্যতে পিএফআইয়ের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে পারেন মোদিই! রাষ্ট্রসংঘে কী বলল মেক্সিকো?

    PM Modi: রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে পারেন মোদিই! রাষ্ট্রসংঘে কী বলল মেক্সিকো?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন (Ukraine-Russia war) যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিতে পারে ভারত। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (Modi) এই সমস্যার সমাধান করতে পারেন। অভিমত মেক্সিকোর (Mexico) বিদেশমন্ত্রী মার্সেলো লুইস এব্রান্ড ক্যাসাউবনের (Marcelo Luis Ebrard Casaubón)। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) একটি কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছেন মার্সেলো। তাঁর প্রস্তাব মতো এই কমিটির দায়িত্ব হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তিস্থাপন করা। কমিটিতে মোদি ছাড়া আরও দু’জনের নাম করেছেন মেক্সিকোর বিদেশমন্ত্রী। তাঁরা হলেন পোপ ফ্রান্সিস (Pope Francis) এবং রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল অ্যান্টনিও গুতেরেস।

    আরও পড়ুন: দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে অক্টোবরে ব্রিটেন যাচ্ছেন মোদি?

    কয়েকদিন আগে, উজবেকিস্তানের সমরকন্দে (Samarkand) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে বলেছিলেন,”এ যুগ যুদ্ধের নয়। এই সময়টা শান্তির। শান্তির পথে সবকিছুর সমাধান করতে হবে।” মোদির এই উক্তিকে স্বাগত জানিয়েছিল আমেরিকা-ইউরোপ। পুতিনকে এরকম সরাসরি যুদ্ধের কথা বলতে পারেন একমাত্র মোদি। এমনই ধারণা মেক্সিকোর। 

    আরও পড়ুন : ‘‘ঠিক কথাই তো বলেছেন…’’, ফ্রান্সের পর এবার মোদি-স্তুতি ব্রিটেন, আমেরিকার মুখেও

    গত সাত মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে। ইউক্রেন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। রাশিয়াও ক্ষতিগ্রস্ত। সবাই যুদ্ধের বিরোধিতা করে রাশিয়ার সমালোচনা করলেও কেউ শান্তিপূর্ণভাবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি। যা করেছে ভারত। তাই পুতিনকে বোঝাতে পারেন একমাত্র মোদি, এমনটাই অনুমান মেক্সিকোর বিদেশমন্ত্রীর। তিনি বলেন, ‘‘এ বার শান্তির লক্ষ্যে জোরদার পদক্ষেপ করা উচিত আন্তর্জাতিক সংগঠনের। সেই প্রসঙ্গেই মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ় ওবরাডরের হয়ে একটি প্রস্তাব পেশ করছি। শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে একটি বিশেষ কমিটি তৈরি করুন গুতেরেস। এতে রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া যাবে। আমাদের প্রস্তাব, এই কমিটিতে নরেন্দ্র মোদি ও পোপ ফ্রান্সিসও উপস্থিত থাকুন।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Canada: ‘সজাগ থাকুন’, কানাডাবাসী ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক

    Canada: ‘সজাগ থাকুন’, কানাডাবাসী ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় (Canada) বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল ভারতের বিদেশমন্ত্রক (MEA)। সেই দেশে ভারতীয়দের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক অপরাধ, বিচ্ছিন্নতাবাদী হিংসা এবং ভারত-বিরোধী কার্যকলাপের থেকে ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য ভারতীয় নাগরিদের সতর্কতা অবলম্বন করার এবং সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “কানাডার সরকারের কাছে, এই ঘটনাগুলির বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং কানাডার ভারতীয় দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে এবং তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।”      
     
    বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, “এখনও পর্যন্ত এই সব অপরাধীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়নি কানাডা। এই ধরণের ঘটনা ক্রমে বাড়ছে। তাই কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও শিক্ষার্থী এবং যাঁরা ভ্রমণের জন্যে কানাডা যাচ্ছেন তাঁরা সজাগ থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন।”

    আরও পড়ুন: মোটা মাইনের টোপ, মায়ানমারে বন্দি বহু ভারতীয়, সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের

    ভারত সরকারের পক্ষ থেকে কানাডায় বসবাসকারী ভারতীয়দের ওট্টাওয়া, টরোন্টো বা ভ্যাঙ্কুভারের ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, ভারত সরকারের ওয়েবসাইট madad.gov.in-এ ভারতীয় নাগরিকেরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। কোনও বিপদের সময় বা জরুরি অবস্থায়, কানাডায় অবস্থিত ভারতীয় সঙ্গে যাতে দূতাবাস সহজেই যোগাযোগ করতে পারে তাই এই ব্যবস্থা। 

    এর আগে বৃহস্পতিবার, কানাডায় ‘খালিস্তান গণভোট’- এর তীব্র নিন্দা করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, “একটি মিত্র দেশে যেভাবে চরমপন্থীদের এমন একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপ করতে দেওয়া হয়েছে, তা অত্যন্ত আপত্তিজনক।” বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, ভারত কানাডা কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কানাডাকে সমানে চাপ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

    আরও পড়ুন: উত্তরাখণ্ডে তরুণী রিসর্ট কর্মীকে ‘হত্যা’ ছেলের, প্রাক্তন মন্ত্রীকে বহিষ্কার বিজেপির

    গত এপ্রিল মাসে টরন্টো শহরে এক ভারতীয় পড়ুয়াকে মেট্রোস্টেশনের সামনে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি টরন্টোয় স্বামীনারায়ণ মন্দিরের সামনে ভারত বিরোধী স্লোগান ঘিরে বিস্তর বিতর্ক হয়।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Mithun Chakraborty: ‘‘হতাশ লাগছে, ৪৩ বছরের কেরিয়ারে…’’, কাকে খোঁচা দিলেন মিঠুন?

    Mithun Chakraborty: ‘‘হতাশ লাগছে, ৪৩ বছরের কেরিয়ারে…’’, কাকে খোঁচা দিলেন মিঠুন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোর (Durga Puja 2022) আগে কলকাতায় এসেছেন অভিনেতা তথা বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রথমেই নিজস্ব ঢঙে কথা বললেন ‘মহাগুরু’। এখন একের পর এক দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য প্রশাসন। শাসক দলের এক-এক জন শীর্ষস্থানীয় নেতার কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। গরাদের পিছনে হেভিওয়েটরা। এই নিয়ে এদিন তৃণমূলকে বিঁধলেন মিঠুন। শনিবার হেস্টিংসে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে সাংবাদিক বৈঠক করেন ‘ফাটাকেষ্ট’। 

    সেখানেই তিনি বলেন, ‘‘এই পরিস্থিতি দেখে আমার হতাশ লাগছে। ৪৩ বছরের কেরিয়ারে ২০০ কোটি টাকা দেখিনি। আর কামাতেও পারলাম না।’’ তবে সেই সঙ্গেই মিঠুন বলেন, ‘‘আমি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করি না। কার নীচে, কত টাকা পাওয়া গেল, যাঁর টাকা তিনি বলতে পারবেন।’’

    আরও পড়ুন: অনুব্রত-কন্যার ব্যাংকের নথি চাইল সিবিআই! মেয়ের অ্যাকউন্ট থেকেই কি লেনদেন?

    দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে স্থানীয় সাংসদ সুকান্তর এলাকার নিউটাউন পল্লী পাঠাগারে দুর্গা পুজোর উদ্বোধন করতে যাওয়ার কথা মিঠুনের। বিজেপির অভিযোগ, জেলা সার্কিট হাউসে মিঠুনকে থাকতে দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকারের এই পদক্ষেপকে বলেন, ‘‘বিনাশকালে বিপরীত বুদ্ধি।’’ তবে, বাঙালির পুজো নিয়ে মিঠুন বলেন, ‘‘পশ্চিমবঙ্গের পুজো সবার কাছে গুরুত্বপূর্ণ। হাজারো কষ্টের মধ্যে বাঙালি উৎসব পালন করবে।’’

    জুলাই মাসে কলকাতায় এসে মিঠুন বলেছিলেন, তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিন এসে সেই কথা ফের জানালেন তিনি। বললেন, ‘‘আই স্ট্যান্ড বাই। এখনও বলছি, তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’’ যদিও তাঁরা কারা, সে বিষয়ে তিনি কোনও খোলসা করেননি।

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ১৭টি শাখা খুলে অতিসক্রিয় হয়ে উঠেছে পিএফআই, যোগ মাওবাদীদের সঙ্গেও

    শুক্রবারই শহরে পা রেখেছেন মিঠুন। রাতেই তিনি ট্রেনে রওনা দেবেন মালদহের উদ্দেশে। সেখান থেকে গাড়িতে যাবেন বালুরঘাট। সোমবার সকালে শিয়ালদহ পৌঁছবেন মিঠুন। উঠবেন নিউটাউনের হোটেলে। মঙ্গলবার সকালে আরামবাগের পুজো সম্মেলনে যোগ দেওয়ার কথা মহাগুরুর।

LinkedIn
Share