Blog

  • Suvendu Adhkari: এটা তো সবে ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি! ট্যুইটে কাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী?

    Suvendu Adhkari: এটা তো সবে ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি! ট্যুইটে কাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে মিলল বস্তা বস্তা টাকা। শুক্র থেকে শনি সপ্তাহের শেষে শিক্ষক-নিয়োগে দুর্নীতি নিয়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। রাজ্যের মন্ত্রীর গ্রেফতারের ঘটনাকে ‘ট্রেলার’ বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  ট্যুইটবার্তায় শুভেন্দু জানান, এটা তো সবে ট্রেলর, পুরো সিনেমাটা এখনও বাকি রয়েছে।

    [tw]


    [/tw]

    নাম না করলেও দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পুজোর অনুষ্ঠানের ছবি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু দুটো ছবি দিয়ে ট্যুইট করেন। যেখানে একই মঞ্চে পাশাপাশি বসে থাকতে দেখা যায়, মমতা, পার্থ এবং অর্পিতাকে। হাসি মুখে অর্পিতার সঙ্গে আলাপও জমান তৃণমূল নেত্রী। সত্যিই কি পার্থ-অর্পিতা ঘনিষ্ঠতার কথা জানতেন না মুখ্যমন্ত্রী? যেমন তিনি বা তাঁর দল জানে না এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে। টাকা উড়েছে যত্রতত্র।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আগেই ট্যুইট করে বলছেন, ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম আসছে, এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে,দল নজর রাখছে। অতএব পরিষ্কার এই ঘটনা থেকে নিজেদের সরিয়ে রাখার চেষ্টায় ব্যস্ত তৃণমূল। তবে এত সহজে দায় কি এড়ানো যায়? প্রশ্ন রাজনৈতিক মহলে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের পর শুভেন্দু ট্যুইট করে জানান, SSC দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের দাবি, টাকার বান্ডিলগুলি ছিল, অশোক স্তম্ভের ছবি দেওয়া,পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খামের মধ্যে। 

    আরও পড়ুন: এসএসকেএম নৈব নৈব চ, পার্থর স্বাস্থ্যপরীক্ষা জোকা ইএসআই-তে, প্রয়োজনে তৈরি সেনা হাসপাতালও

    নিজের ফেসবুক অ্যাকাউন্টেও এই নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর শাসক দলকে খোঁচা দিয়ে শুভেন্দু লেখেন, “হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে। একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু হয়েছে।” আদালতের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেন তিনি। 

  • Narendra Modi Popularity: ফের বিশ্বসেরা মোদি! সকল রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শিখরে ভারতের প্রধানমন্ত্রী

    Narendra Modi Popularity: ফের বিশ্বসেরা মোদি! সকল রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শিখরে ভারতের প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয়তার নিরিখে শীর্ষে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (Modi)। এমনকি ছাপিয়ে গেলেন বিশ্বের তাবড় তাবড় নেতা সহ আমেরিকার জো বাইডেন (Joe Biden) কেও। মোদি ভক্তদের ক্ষেত্রে এক আনন্দের খবর তো বটেই, পুরো বিশ্বে এক ইতিহাস তৈরি করেছেন তিনি। এর আগে হয়তো ভারতের কোনও প্রধানমন্ত্রীই এত পরিমাণে জনপ্রিয়তা লাভ করেননি।

    জনপ্রিয়তার নিরিখে একটি বিশ্বব্যাপী সমীক্ষায় উঠে এল এমনই এক আশ্চর্যকর তথ্য। আমেরিকার একটি সংস্থা ‘মর্নিং কনসাল্ট’-এ (Morning Consult) এই তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গিয়েছে, এই সমীক্ষায় জনপ্রিয়তার নিরিখে সবার উপরে এক নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ও’ব্র্যাডর। ৭৫ শতাংশ সমর্থন পেয়ে নরেন্দ্র মোদি প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা লোপেজের পক্ষে সমর্থন রয়েছে ৬৩ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তাঁর পক্ষে ৫৪ শতাংশ সমর্থন রয়েছে। চতুর্থ স্থানে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। তিনি ৪২ শতাংশ সমর্থন পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন পঞ্চম স্থান। তাঁর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪১ শতাংশ। এছাড়াও ইম্যানুয়েল ম্যাক্রো, ট্রুডিউ রয়েছেন অনেক নীচে।

    শুধুমাত্র দেশেই নয়, মোদির জনপ্রিয়তা এতই বেশি যে তিনি পুরো বিশ্বে সমস্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে হারিয়ে উঠে এসেছেন শীর্ষে। আমেরিকার সংস্থা ‘মর্নিং কলসাল্ট’-এর সমীক্ষার প্রথম থেকেই মোদিই এক নম্বরে রয়েছেন। এমনকি করোনা আবহেও তাঁর স্থান এক নম্বর থেকে সরে যায়নি। গত বছরের সমীক্ষায়ও তিনিই প্রথমে ছিলেন কিন্তু সেবার তিনি ৭০ শতাংশ সমর্থন পেয়েছিলেন। আর এ বছরেই এক ধাক্কায় ৭৫ শতাংশে পৌঁছে গিয়েছেন।

    তবে কীভাবে তিনি এত মানুষের সমর্থন পেয়ে এক নম্বরে উঠে এসেছেন, তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। তবে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, করোনার সময়ে তিনি যেভাবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন, আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় তিনি যেভাবে তাঁর অবস্থান রেখেছিলেন তাঁর জন্যই তিনি বর্তমানে যুব সমাজের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন ও তাঁদের সবার সমর্থনেই মোদি আজ শিখরে অবস্থান করছেন।

    প্রত্যেক ৭ দিন অন্তর এই ২২ টি দেশের রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা কতটা বাড়ল বা কতটা কমল, সেই তথ্য প্রকাশ করে এই সংস্থাটি। এবারে ১৭ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে প্রাপ্ত বয়স্কদের মধ্যে এই সমীক্ষা করেই তথ্য প্রকাশ্যে আসে ও এই খবর গোটা বিশ্বের রাজনৈতিক মহলকে চমকে দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Vice-President Poll: ধনখড়ের বিরুদ্ধে ভোট নয়! উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে তৃণমূল

    Vice-President Poll: ধনখড়ের বিরুদ্ধে ভোট নয়! উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি ভোটে (Vice-President Poll 2022) তৃণমূল (TMC) কোন দিকে ঝুঁকছে তা নিয়ে বেশ কৌতুহল ছিল রাজনৈতিক মহলে। অবশেষে সব জল্পনার অবসান। তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল, উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটে অংশগ্রহণই করবে না তারা। বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের দলীয় বৈঠকের (TMC Party Meet) পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস সভার পরেই যে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় বসবে তৃণমূল, সে ইঙ্গিত আগেই ছিল। আর সেই মতো সন্ধেবেলা এল এই সিদ্ধান্ত। 

    এদিন কালীঘাটে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাংবাদিক সম্মেলনে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সেখানে তিনি এই সিদ্ধান্তের নেপথ্যে দুটি কারণ দেখান। তিনি জানান, উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র মনোনীত প্রার্থী জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) কোনওভাবেই তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না।

    অন্যদিকে, মার্গারেট আলভাকে সমর্থন না করার বিষয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও জানান, বিরোধী প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হবে সেই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও রকম আলোচনা করা হয়নি। যেহেতু তৃণমূলকে এই আলোচনায় রাখাই হয়নি সেই কারণে বিরোধী প্রার্থী হিসেবে মনোনীত প্রার্থীকেও সমর্থন করার ক্ষেত্রেও বিশেষ কোনও যুক্তি দেখতে পায়নি তৃণমূল। ফলে এমতাবস্থায়, ভোটাভুটি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দল।

    প্রতীক্ষার অবসান, শেষমেশ সুপ্রিম কোর্টে চেম্বার পেলেন ধনখড়

    যদিও, রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূলের ভোটে অংশগ্রহণ না করা মানে বকলমে বিজেপিকেই (BJP) সাহায্য করা। কারণ, জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে গেল না তৃণমূলের ভোট। আখেরে লাভ হল ধনখড়ের। আর বিরোধী প্রার্থী তৃণমূলের ভোট থেকে বঞ্চিত হলেন। তাহলে কি ধনখড়ের উপরাষ্ট্রপতি হওয়ার পথকে আরও সহজ করতেই ঘাসফুল শিবিরের এই পদক্ষেপ? যদিও, তৃণমূল তা মানতে নারাজ।

    জগদীপ ধনখড়ের বাংলার রাজ্যপাল পদে বসা থেকেই মুখ্যমন্ত্রীর (Mamata) সঙ্গে তিক্ততার সম্পর্ক বার বার প্রকাশ্যে এসেছে। কিন্তু সম্প্রতি বদলেছিল সম্পর্কের সেই সমীকরণ। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যায় মমতা নরম হচ্ছেন ধনখড়ের প্রতি। কিছুদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মমতা বন্দ্যোপাধ্যায় আর জগদীপ ধনখড়ের বৈঠক হয়। মমতার দার্জিলিং সফরে তাঁর সঙ্গে দেখাও করেন ধনখড়। তারপরেই পাড়ি দেন দিল্লিতে।

    আরও পড়ুন: মোদিকে পাশে বসিয়ে মনোনয়নপত্র জমা জগদীপ ধনখড়ের

    এরই মধ্যে বুধবার জল্পনা উস্কে দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “জগদীপ ধনখড় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় অনুরাগী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জখম হয়েছিলেন তখন তিনি দেখতে গিয়েছিলেন। উনি আমাদের বলেছিলেন, ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই আন্তরিক। কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে আমার কথা শোনেন না।” কুণালের এই মন্তব্যে জগদীপ ধনখড়ের প্রতি যে তৃণমূলের সুর কিছুটা নরম তা গতকাল অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। আর আজ এই সিদ্ধান্ত। তাহলে কী ‘ফ্যান’ – কে তুষ্ট রাখতেই এই সিদ্ধান্ত? তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। 

    প্রসঙ্গত,  বিজেপির উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড় এবং অন্যদিকে ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা। ৬ অগাস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। যাতে থাকবে না অন্যতম প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। 

     

  • Sri Lanka crisis: : আমি রাজাপক্ষের বন্ধু নই, জনগণের বন্ধু, শপথ নিয়েই বললেন শ্রীলঙ্কার নয়া রাষ্ট্রপতি

    Sri Lanka crisis: : আমি রাজাপক্ষের বন্ধু নই, জনগণের বন্ধু, শপথ নিয়েই বললেন শ্রীলঙ্কার নয়া রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: আমি রাজাপক্ষের (Rajapaksas) বন্ধু নই, জনগণের বন্ধু। শ্রীলঙ্কার (Sri Lanka) রাষ্ট্রপতি (President) পদে শপথ নিয়েই একথা বললেন রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe)। দেশে যাঁরা সমস্যার সৃষ্টি করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন দ্বীপরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট।

    চিনা ঋণের ফাঁদে পড়ে দেউলিয়া হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার ভাঁড়ার তলানিতে। যার জেরে বন্ধ আমদানি। জ্বালানির অভাবে প্রতিদিন প্রায় ১৩ ঘণ্টা করে করতে হচ্ছে লোডশেডিং। দ্রব্যমূল্যও আকাশ ছোঁয়া। পাহাড় প্রমাণ সমস্যার সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। এক সময় জনগণ গিয়ে দখল নিয়ে নেয় প্রেসিডেন্ট ভবন সহ নানা সরকারি অফিসের। জনরোষ আছড়ে পড়তে পারে ভেবে তার আগেই রাতের অন্ধকারে স্ত্রীকে নিয়ে শ্রীলঙ্কা ছেড়ে পালান প্রাক্তন রাষ্ট্রপতি। মালদ্বীপ হয়ে আপাতত তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

    আরও পড়ুন : শ্রীলঙ্কায় বিপুল ভোটে রাষ্ট্রপতি পদে জয়ী রনিল বিক্রমসিংহে

    এদিকে, বুধবার শ্রীলঙ্কায় নয়া রাষ্ট্রপতি নির্বাচন হয়। বিপুল ভোটে জয়ী হন দেশের ছ বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। রাষ্ট্রপতি পদে শপথও নেন তিনি। তার পরেই রাষ্ট্রপতি ভবনের বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। তারা গো ব্যাক রনিল স্লোগানও দিতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, রনিল প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ। প্রতিবাদীদের এহেন অভিযোগের ভিত্তিতে বিক্রমসিংহে বলেন, আমি রাজাপক্ষের বন্ধু নই, আমি জনগণের বন্ধু।

    আরও পড়ুন : শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপ পালালেন রাষ্ট্রপতি, দায়িত্বে রনিল বিক্রমসিংহে, জরুরি অবস্থা জারি

    এদিন শপথ নেওয়ার পরেই নয়া রাষ্ট্রপতি চলে যান কলম্বোর একটি বৌদ্ধ মন্দিরে। সেখানেই তিনি জানান, যাঁরা সমস্যার সৃষ্টি করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিক্রমসিংহে বলেন, যদি আপনারা সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেন, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর অফিস দখল করার চেষ্টা করেন, সেটা গণতন্ত্র নয়। এটা আইন বিরুদ্ধ। তিনি বলেন, এসবের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। অল্প কিছু লোক দেশের সিংহভাগ মানুষের স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে, সেটা আমরা মেনে নেব না।

    রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর কর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন নয়া রাষ্ট্রপতি। এদিকে, এদিনও ফের একবার শ্রীলঙ্কাবাসীর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে। ইতিমধ্যেই শ্রীলঙ্কার সমস্যা কাটিয়ে উঠতে সে দেশের পাশে দাঁড়িয়েছে মোদির ভারত।

     

  • DRDO Recruitment: অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত

    DRDO Recruitment: অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট (Graduate) এবং ডিপ্লোমা (Diploma) অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের (Apprenticeship Training) জন্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্টার ফর এয়ারবোর্ন সিস্টেম (CABS) এবং ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। বাছই করা প্রার্থীদের তালিকা ডিআরডিও-র অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশ করা হবে। নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে হবে চাকরিপ্রার্থীদের।   

    আরও পড়ুন: চাকরির সুযোগ, বহু শূন্যপদে নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত

    ১৪/০৩/২০২২ -এই তারিখের মধ্যে আবেদনকারীদের বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ অতিক্রম করে গেলে আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে না। ৫৪ টি পদে শিক্ষানবিস নিয়োগ করা হবে।  

    আরও পড়ুন: ডিআরডিওর মুকুটে নয়া পালক! অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা

    বেতনক্রম: 

    গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতিমাসে ৯০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা প্রতিমাসে ৮০০০ টাকা করে পারিশ্রমিক পাবেন। 

    শূন্য পদের সংখ্যা:

    শূন্য পদের সংখ্যা ৫৬

    গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের যোগ্যতা:

    সংসদ আইন দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রী থাকতে হবে। 

    ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের যোগ্যতা:

    ভারত সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। 

    যোগ্যতা:

    প্রতিটি পদের জন্যে চাওয়া শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে একমাত্র তাঁরাই এই পদে আবেদন করতে পারবেন। 

    বেশি যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

    যেসব প্রার্থীরা আগে অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম করেছেন বা এখন করছেন তাঁরা আবেদন করতে পারবেন না।

    একবছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন না। 

    কী করে আবেদন করবেন?

    প্রথমে rac.gov.in or drdo.gov.in – এই লিঙ্কে যান।

    সেখানে গিয়ে ‘What’s New’ – এই সেকশনে যান।

    সঠিক সব তথ্য দিয়ে এবং তার সপক্ষে প্রমাণপত্র স্ক্যান করে জমা দিতে হবে।

    সিএবিএস ব্যাঙ্গালুরুতে যোগদানের দিন প্রার্থীকে আবেদনপত্রের প্রিন্ট আউট সাইন করে এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্যের ওরিজিনাল কপি নিয়ে হাজির হতে হবে।

    ডিআরডিওর বাছাই প্রক্রিয়া:  

    শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর নিরিখে বাছা হবে প্রার্থীদের। 

    বাছাই করা প্রার্থীদের তালিকা ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনকারীদের ওয়েবসাইটটিতে নজর রাখতে হবে।  

  • Nambi Narayanan: হিন্দু হওয়া কি অপরাধ! বায়োপিক- বিতর্কে মুখ খুললেন বিজ্ঞানী নাম্বি নারায়ণন

    Nambi Narayanan: হিন্দু হওয়া কি অপরাধ! বায়োপিক- বিতর্কে মুখ খুললেন বিজ্ঞানী নাম্বি নারায়ণন

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু হওয়া কি অপরাধ? প্রশ্ন তুললেন ইসরোর বিখ্যাত রকেট সাইন্টিস্ট নাম্বি নারায়ণন (Nambi Narayanan)। তিনি বলেন, “আমি একজন হিন্দু সন্তান। আমার বায়োপিকে তাই দেখানো হয়েছে। আমি নিয়মিত হিন্দু আচার, রীতি, নীতি মেনে চলি। আমি হিন্দু বলে গর্বিত। হিন্দু হওয়া কি কোনও অপরাধ?” যদি হিন্দু হওয়া কোনও অপরাধ না হয় তাহলে বিতর্ক কিসের অভিমত বিজ্ঞানীর। সম্প্রতি তাঁর বায়োপিক ‘রকেট্রি, দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry The Nambi Effect),-এ হিন্দুত্বের প্রচার করা হচ্ছে বলে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই নিয়ে মুখ খুললেন বিজ্ঞানী। তাঁর দাবি, “আমি যা, আমার বায়োপিকে তাই দেখানো হবে। আমি হিন্দু, আমাকে তো আর মুসলিম, খ্রীস্টান বলে দেখানো যাবে না। এটা ভারি মজার। অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। এটাতে রং দেওয়া হচ্ছে। কিছু ভুল হলে আমি বলতাম।”

    [tw]


    [/tw]

    বিখ্যাত বিজ্ঞানি নাম্বি নারায়ণনের জীবন কাহিনীর উপ ভিত্তি করে তৈরি হয়েছে ‘রকেট্রি, দ্য নাম্বি এফেক্ট’(Rocketry The Number Effect), নামে একটি ছবি। রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট এক মহাকাশ বিজ্ঞানীর গল্প বলে। নাম্বি নারায়ণ প্রাক্তন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী। পাশাপাশি তরল জ্বালানিতে চলা ইঞ্জিনের আবিষ্কার করেন নাম্বি নারায়ণন। তাঁরই জীবনী নিয়ে তৈরি এই ছবি। এই ছবিতে নাম্বি নারায়নের ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন (R Madhaban)। এই ছবিতেই প্রথমবার পরিচালনায় হাতে খড়ি হল মাধবনের। ১ জুলাই সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। কেরিয়ারের মধ্যগগনে থাকতেই নাম্বির নামের পাশে সেঁটে গিয়েছিল ‘দেশদ্রোহী’ তকমা। ১৯৯৪ সালে নারায়নের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগ এনে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। চরবৃত্তির অভিযোগে জেলও খাটতে হয়েছিল তাঁকে। সেই বদনাম কাটিয়ে উঠতে দু’দশকেরও বেশি সময় লেগে গিয়েছিল তাঁর। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে চরবৃত্তির অভিযোগ থেকে রেহাই পান ৭৯ বছরের নাম্বি নারায়ণন। ভুয়ো অভিযোগ এনে তাঁকে কালিমালিপ্ত করা হয়েছিল বলে মেনে নেয় শীর্ষ আদালত। 

    আরও পড়ুন: তিন দিন ধরে ২০ কোটি বাড়িতে উড়বে জাতীয় পতাকা ! কেন্দ্রের নয়া প্রচার ‘হর ঘর তেরঙ্গা’

  • RSS: ভারতকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন মোদি, মত আরএসএস নেতার  

    RSS: ভারতকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন মোদি, মত আরএসএস নেতার  

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ভূয়সী প্রশংসা করল আরএসএস (RSS)। রাষ্ট্রপতি (President) পদে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) জয়ের জন্যও ভাবী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন আরএসএসের বর্ষীয়ান নেতা ইন্দ্রেশ কুমার।

    দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু। তিনি জনজাতি সম্প্রদায়ের। দ্রৌপদী রাষ্ট্রপতি পদে শপথ নিলে রাইসিনা হিলসে এই প্রথম জনজাতির কোনও মহিলা পা রাখবেন। এই দ্রৌপদী এনডিএ প্রার্থী। তিনি বিজেপি নেত্রী ছিলেন। ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপালও। বিজেপি সূত্রে খবর, ২০ জনের নামের তালিকা থেকে বেছে নেওয়া হয়েছে দ্রৌপদীকে।

    দ্রৌপদীর বিরুদ্ধে বিজেপি বিরোধী ১৭টি দলের সম্মিলিত প্রার্থী ছিলেন তৃণমূলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট যশবন্ত সিনহা। দ্রৌপদীর কাছে কুপোকাত বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া যশবন্ত। রাইসিনা হিলসের দৌড়ে দ্রৌপদীর চেয়ে তিনি পিছিয়ে যান কয়েক যোজন। দ্রৌপদীর জয়ে উৎসব শুরু হয়েছে জনজাতি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে। ধামসা মাদল নিয়ে কোথাও কোথাও নৃত্য পরিবেশন করতে দেখা যায় জনজাতি সম্প্রদায়ের শিল্পীদের।

    আরও পড়ুন : ২০২৪ সালের মধ্যে ১ লক্ষ শাখা ! শতবর্ষ উদযাপনের আগে পরিকল্পনা আরএসএস-এর

    জনজাতি সম্প্রদায়ের দ্রৌপদী রাষ্ট্রপতি হওয়ায় যারপরনাই খুশি আরএসএস। প্রবীণ আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার দ্রৌপদীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর ওপর সম্পূ্র্ণ আস্থা রয়েছে। তিনি দরিদ্র, পিছড়েবর্গ, উপজাতি এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষের জন্যও কাজ করবেন বলে বিশ্বাস। দ্রৌপদীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করেন ইন্দ্রেশ। বলেন, তিনি ভারতকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন। জনজাতি সম্প্রদায়ের এক নেতাকে এনডিএ প্রার্থী করে তাঁকে দেশের এক নম্বর নাগরিক করেছেন তিনি।

    আরও পড়ুন : উদয়পুরের মতো নৃশংস ঘটনার প্রতিবাদ করা উচিত মুসলিমদেরও, জানাল আরএসএস

    আরএসএসের এই বর্ষীয়ান নেতা বলেন, দ্রৌপদী মুর্মুকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ তিনি বিপুল ভোটে জয়ী হয়ে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হতে চলেছেন। তিনি বলেন, আমি আশা করি এবং বিশ্বাস করি আপনি দরিদ্র, সমাজের পিছিয়ে পড়া মানুষ, জনজাতি এবং সুযোগ সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করবেন।

     

  • Monkey Pox: আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স, তৃতীয় আক্রান্তের হদিশ মিলল সেই কেরলেই 

    Monkey Pox: আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স, তৃতীয় আক্রান্তের হদিশ মিলল সেই কেরলেই 

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ভারতেও জাকিয়ে বসছে মাঙ্কি পক্স (Monkey Pox)। ফের কেরলেই (Kerala) মিলল তৃতীয় আক্রান্তের সন্ধান। প্রথম এবং দ্বিতীয় আক্রান্তও ছিলেন কেরলেরই বাসিন্দা। আর এই তিনজনই সদ্য সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে ফিরেছেন। 

    আরও পড়ুন: ফের মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ ফেরতদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ কেন্দ্রের

    কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George) জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি ৬ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে মালাপ্পুরমে ফেরেন। মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। মন্ত্রী এও জানান, ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

    আরও পড়ুন: মাঙ্কি পক্সের পর এবারে চোখ রাঙাচ্ছে টোম্যাটো ফ্লু! কী এর উপসর্গ, জানুন… 

    প্রথম মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান মেলে কোল্লাম জেলায় এবং দ্বিতীয় আক্রান্ত কান্নুর জেলার বাসিন্দা। প্রথম আক্রান্তের হদিশ মেলার পরেই বিশেষজ্ঞদের একটি দলকে কেরলে পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 

    ১৪ জুলাই ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মেলে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে ফেরা বছর ৩৫-এর এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা যায়। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল, রিপোর্ট পজিটিভ আসে। জানা যায়, বিদেশে তিনি মাঙ্কি পক্স সংক্রমিত রোগীর সংস্পর্শে এসেছিলেন। 

    গত সোমবারই কেরলে দ্বিতীয় মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ মেলে। আর তারপরেই জরুরি বৈঠকে বসেন বন্দরের স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের আঞ্চলিক দফতরের প্রধানরা। কেন্দ্রের পক্ষ থেকে তড়িঘড়ি এক নির্দেশিকা জারি করে জানানো হয়, মাঙ্কি পক্সের সংক্রমণ রুখতে বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। আর সেই পরীক্ষা করতেই তৃতীয় আক্রান্তের সন্ধান পাওয়া গেল।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, মাঙ্কি পক্স সংক্রামক রোগ। এটি মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এর উপসর্গগুলি অনেকটা গুটিবসন্তের মতোই। সারা বিশ্বে এখন প্রায় ৬০০০ মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত। আফ্রিকায় এই রোগে ২ জনের মৃত্যু হয়েছে। মাঙ্কিপক্সে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন ইউরোপ এবং আফ্রিকার বাসিন্দারা। মাঙ্কি পক্সের ৮০ শতাংশ সংক্রমণের ঘটনা ইউরোপের। তবে হু জানিয়েছে, এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনও লক্ষণ দেখা যায়নি।

     

  • Liquor price hike: ক্লাব অনুদানের টাকা তুলতে পুজোর আগেই বাড়ছে মদের দাম

    Liquor price hike: ক্লাব অনুদানের টাকা তুলতে পুজোর আগেই বাড়ছে মদের দাম

    মাধ্যম নিউজ ডেস্ক: আসছে পুজো বাড়ছে মদের দাম। বাড়তি রোজগারের টাকাতেই পুজোয় ক্লাব অনুদানের টাকা তুলে নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু তাই নয়, পুজোর আবহ তৈরি করে মদের বিক্রি বাড়াতেই ভাদ্রের মল মাসেও দুর্গাপুজো নিয়ে পদযাত্রা করে বাঙালিকে মাতিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে বলে নবান্নের অন্দরের খবর।

    আবগারি দফতর সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে মহালয়ার দিন সাতেক আগেই দিশি এবং ফরেন লিকারের(বিলিতি)দাম ৭ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে আবগারি শুল্কের কোনও পরিবর্তন হচ্ছে না। দিশি এবং ফরেন লিকারের উৎপাদকেরা তাদের ডিস্টিলারি থেকে মদ উৎপাদনের খরচ বাড়ার কারণে উৎপাদন মূল্য বাড়ানোর আর্জি জানিয়েছিলেন।গত ছমাস ধরে সেই প্রস্তাব থাকলেও নবান্ন তা মঞ্জুর করেনি। দুর্গাপুজোর ক্লাব অনুদান ঘোষণার দুএকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদের দাম বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। যদিও সরকার আবগারি শুল্কের কোনও পরিবর্তন করছে না, তবুও মদের দাম বাড়ার ফলে বেভারেজ কর্পোরেশনের লেনদেনে ব্যাপক প্রভাব পড়বে। মদের উৎবপাদন মূল্য যত বেশি হবে বেভকো তত বেশি কমিশন পাবে। ফলে ইডিপি বাড়ার ফলে নবান্নের রোজগার বাড়বে। সেই টাকাতেই ক্লাবগুলিতে দেওয়া পুজোর অনুদাম তুলে নেওয়া হবে।

    আবগারি কর্তাদের আশা, সরাসরি কর আদায় না বাড়লেও বাড়তি দামের ফলে আরও মোটা টাকার লেনদেন হবে, তাতে অন্তত ১০০ থেকে ১৫০ কোটি টাকা রাজস্ব বাড়তে পারে। পুজোর অনুদানের খরচ মদ বিক্রি করে দুমাসেই তুলে নিতে পারবে রাজ্য।রাজ্যে এখন প্রায় দেড় কোটি কেস ফরেন লিকার এবং ১ কোটি কেস বিয়ার বিক্রি হয়। করোনার সময় দীর্ঘদিন মদের দোকান বন্ধ থাকায় আবগারি রাজস্ব কমে গিয়েছিল। ২০২১ এর নভেম্বরে সরকার মদের দাম অনেকটাঅ কমিয়ে দিয়েছিল। তার ফলে বিলিতি মদ বা বিয়ারের বিক্রি প্রায় ৫০% বেড়ে গিয়েছে। এখন মদ্যপায়ীদের পানের অভ্যাস আগের মতো ফিরে আসায় সরকার ফের মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে মদের উৎপাদন মূল্য বাড়ানোর পিছনে কোনও এক রহস্য আছে বলেও শোনা যাচ্ছে।

    আবগারি দফতর জানাচ্ছে, দুর্গাপুজো থেকে ছট পর্যন্ত প্রতি বছরই মদের বিপুল বিক্রি হয়। উৎসবের মরশুমে বাঙালি হাতখুলে খরচও করে থাকে। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি মদের দাম বাড়ালে বিক্রিতে খুব একটা প্রভাব পড়বে না। বরং বাড়তি আয় দিয়ে পুজোর আগে নবান্নের বাড়তি খরচ পুষিয়ে দেওয়া যাবে।

    মদের দাম বৃদ্ধির কানাঘুষো খবর বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন বলেন, ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে দুর্গাপুজোর সহায়তা দিতে ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে সরকার। সেই টাকা তোলা হচ্ছে মদের বিক্রি এবং দাম বাড়িয়ে। ভাদ্রের মল মাসেও মুখ্যমন্ত্রী পুজোর আবহ তৈরি করতে চাইছেন।যাতে এখন থেকেই মদে মেতে ওঠে যুব সমাজ। ঘুরিয়ে মদের দাম বাড়িয়ে তাদের পকেট কেটেই ক্লাব অনুদানের টাকা তুলছে নবান্ন। বাঙালি আর কবে বুঝবে?  আর কত ঠকবে?     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India vs Pak Asia Cup Super 4: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে ‘নাগিন ডান্স’ শ্রীলঙ্কার ক্রিকেটারদের!

    India vs Pak Asia Cup Super 4: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে ‘নাগিন ডান্স’ শ্রীলঙ্কার ক্রিকেটারদের!

    মাধ্যম নিউজ ডেস্ক: হংকংকে হেলায় হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে আগেই জায়গা করে নিয়েছিল ভারত। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারায় দ্বীপরাষ্ট্রটি। জয়ের পর ড্রেসিংরুমে শ্রীলঙ্কান ক্রিকেটার চামিকা করুণারত্নেকে দেখা যায় ‘নাগিন’ নাচ করতে। মূলত বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশেই তাঁর এই নাচ বলে মনে করা হচ্ছে। আসলে ২০১৮ সালে এশিয়া কাপের আসরেই শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ‘নাগিন’ নাচের সঙ্গে উৎসবে মেতে উঠেছিলেন। চার বছর পর যেন উলট-পূরাণের ছবি ধরা পড়ল মরুদেশে।

    আরও পড়ুন: এই প্রথম, কোনও ফুটবলারের হাতে ভারতীয় ফুটবলের দায়িত্ব! বাইচুংকে হারিয়ে সভাপতি কল্যাণ চৌবে

    সুপার ফোরে প্রত্যেক দল খেলবে একে অপরের বিরুদ্ধে। আর সেই কারণে রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গত রবিবারও গ্রুপের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই সকলের মন কেড়েছিল। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের ব্যাটে পাঁচ উইকেটে জয়লাভ করে ভারত। শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে পাকিস্তান। জবাবে হংকং শেষ হয়ে গেল ৩৮ রানে। হংকংয়ের কোনও ব্যাটারই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করলেন বাঁ হাতি স্পিনার শাদাব খান। ২.৪ ওভার বল করে আট রানে চার উইকেট নিলেন তিনি। দু’ওভার বল করে পাঁচ রানে তিন উইকেট নিয়েছেন মহম্মদ নওয়াজ। সাত রানে দুই উইকেট নাসিম শাহের।

    অন্যদিকে বৃহস্পতিবার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছে  ২ উইকেটে হেরে এশিয়া কপ থেকে বিদায় নিল বাংলাদেশ। ম্যাচটি জেতার সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা ডাগ আউটে নাগিন ডান্স শুরু করে দেন। ইতিমধ্য়েই এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share