Blog

  • Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হয়তো আপনি হোয়াটসঅ্যাপে (Whatsapp) অনলাইন আছেন। কিন্তু তা মানুষকে না জানিয়ে আপনার মেসেজগুলি দেখতে চাইছেন। হয়তো আপনি মানুষকে জানাতে চান না যে কখন আপনি তার মেসেজগুলি পড়লেন। অথবা আপনি চান না কেউ আপনার জীবনের গতিবিধির ট্র্যাক রাখুক। বা কাউকে এড়িয়ে চলতে চাইছেন। কারও সাথে যোগাযোগ রাখায় অনীহা। সেক্ষেত্রে আপনি তাকে জানতে দিতে চান না আপনি কখন কখন হোয়াটসঅ্যাপ পাড়ায় ঢুঁ মারছেন। সেক্ষেত্রে কী করবেন?

    আরও পড়ুন: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    আপনার কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুরা খুব সহজেই জানতে পারেন আপনি কখন অনলাইন হচ্ছেন। যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি লুকিয়েও রাখতে পারেন হোয়াটসঅ্যাপের ‘অনলাইন স্টেটাস’ (Online Status)। এক্ষেত্রে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। কীভাবে করবেন দেখে নিন।  

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    ১। অ্যান্ড্রয়েডে, হোয়াটসঅ্যাপ খুলুন, উপরের ডানদিকে তিনটি ছোট বিন্দুতে আলতো চাপুন, তারপরে “সেটিংস” কমান্ডটি নির্বাচন করুন। আইওএস -এ, নিচের বারে “সেটিংস” -এ ক্লিক করুন।

    ২। সেখান থেকে অ্যাকাউন্টে যান। 

    ৩। তারপর যান প্রাইভেসিতে।

    ৪। সেখানে লাস্ট সিন এবং অনলাইন অপশনে গেলেই সেখানেই পাবেন ‘নোবডি’ বলে একটি অপশন।

    ৫। সেটা সিলেক্ট করলেই আপনি কখন অনলাইন থাকছেন তা কেউ জানতে পারবে না। 

    সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও সতর্ক হয়েছে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি। 

  • Uniform Civil Code: সব রাজ্যেরই উচিত অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা, জানালেন ধামি

    Uniform Civil Code: সব রাজ্যেরই উচিত অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা, জানালেন ধামি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সব রাজ্যেরই উচিত অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করা। যেমনটা করতে চলেছে উত্তরাখণ্ড (Uttarakhand)। উধম সিং নগর জেলার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। ওই অনুষ্ঠানেই তিনি জানান, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে অবসর প্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে। এই কমিটিই সাধারণ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলবে।

    বস্তুত, অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডের তখতে ফিরেছেন পুষ্কর সিং ধামি। তার পরেই নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকর করতে কোমর বেঁধে নামেন তিনি। কুর্সিতে বসেই ঘোষণা করেন, উত্তরাখণ্ডে কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। তখনই ধামি জানিয়েছিলেন, রাজ্য মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে যে বিশেষজ্ঞদের নিয়ে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে। এবং এই আইন রাজ্যে কার্যকর করা হবে। এটিই প্রথম রাজ্য যেখানে এই আইন কার্যকর করা হবে। উধম সিং নগর জেলার এদিনের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। তিনি বলেন, দেশের প্রত্যেকটি রাজ্যেই এই আইন কার্যকর করা উচিত। অভিন্ন দেওয়ানি বিধি লাগুর ব্যাপারে উত্তরাখণ্ডবাসীর সমর্থন পেয়েছেন বলেও জানান ধামি। 

    আরও পড়ুন : অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরে বদ্ধপরিকর ধামি! রূপরেখা তৈরিতে গঠিত বিশেষ কমিটি

    গত কয়েক দশক ধরে অভিন্ন দেওয়ানি বিধি-ই বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার। প্রশ্ন হল, কী এই অভিন্ন দেওয়ানি বিধি? ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে এ ব্যাপারে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি হল দেশের সকল নাগরিকের জন্য এক আইন। দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে। অর্থাৎ, উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং দত্তকের ক্ষেত্রে দেশের সকল নাগরিককে একই আইন মেনে চলতে হবে।

    আরও পড়ুন : ‘সংবিধান-বিরোধী!’ অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পাশ জমিয়ত উলেমা-এ-হিন্দের

    অভিন্ন দেওয়ানি বিধি লাগু নিয়ে উত্তরাখণ্ডের পথে যে উত্তরপ্রদেশ সরকারও হাঁটতে চলেছে, কিছুদিন আগে তার ইঙ্গিত দিয়েছিলেন যোগী রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যও। তিনি বলেছিলেন, প্রত্যেকের উচিত অভিন্ন দেওয়ানি বিধি চাওয়া ও অভিন্ন দেওয়ানি বিধির উদ্যোগ সমর্থন করা। উত্তরপ্রদেশ সরকারও সেই লক্ষ্যেই এগোচ্ছে।

     

  • Malda Bus accident: মালদায় রাস্তার পাশে বাস উল্টে জখম অন্তত ২০ পড়ুয়া, ঠিক কী ঘটেছে?

    Malda Bus accident: মালদায় রাস্তার পাশে বাস উল্টে জখম অন্তত ২০ পড়ুয়া, ঠিক কী ঘটেছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মর্মান্তিক স্কুলবাস দুর্ঘটনায় (School Bus Accident ) জখম অন্তত ২০। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে মালদহের (Malda) ইংরেজবাজার থানার (English Bazar PS) লক্ষ্মীপুর এলাকায়। বাসটির যাত্রীরা সবাই স্থানীয় একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া (Students)। আহত (Injured) পড়ুয়াদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদহ জেলা হাসপাতালে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।  

    স্থানীয় সূত্রে খবর, এদিন স্কুল ছুটির পরে ৭১ জন পড়ুয়াকে নিয়ে ফিরছিল বাসটি। মালদহ মানিকচক রাজ্য সড়কের লক্ষ্মীপুর এলাকায় আচমকাই কেন্দ্রীয় বিদ্যালয়ের ওই বাসটিকে পিছলাতে দেখেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। এর পরেই রাস্তার পাশে উল্টে যায় বাসটি। ভয়ে চিৎকার করতে থাকে পড়ুয়ারা। তাদের আর্ত চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধার কার্য। খবর পেয়ে দ্রুত চলে আসে পুলিশও। দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে একে একে বের করা হয় সব পড়ুয়াকেই। এদের মধ্যে অন্তত ২০ জন জখম হয়েছে। মাথায় আঘাত লেগেছে কয়েকজনের। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও। আহত পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অ্যাম্বুলেন্সের পাশাপাশি টোটো করেও পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বর্ষার নরম মাটি নাকি চালকের ভুলে এই ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্ত।

    আরও পড়ুন : শুভেন্দুর কনভয়ে লরির ধাক্কা, কী হল জানেন?

    এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন ডিএসপি সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। রাজু মোহন্ত নামে স্থানীয় এক বাসিন্দার কথায়, বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেলাম বাসটি আস্তে আস্তে উল্টে যাচ্ছে। বাসটি সেই সময় আস্তেই যাচ্ছিল। কী করে যে হল, তা বুঝতে পারছি না। জানা গিয়েছে, এই এলাকায় রয়েছে একটি পেট্রোল পাম্প। স্বাভাবিকভাবেই জ্বালানি নিতে রাস্তা দিয়েই চলাচল করে ভারী যানবাহনও। বর্ষার ভিজে মাটিতে রাস্তাটির ক্ষতি হওয়ার কারণেই দুর্ঘটনা, নাকি চালকের ভুলে এই ঘটনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

    আরও পড়ুন : শুভেন্দুকে নেতাই যেতে বাধা কেন? ডিজি, এসপির বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

     

  • Rath Yatra 2022: পশ্চিমবঙ্গের এই প্রাচীন রথযাত্রাগুলোও সমান ঐতিহ্যবাহী, জানেন কি?

    Rath Yatra 2022: পশ্চিমবঙ্গের এই প্রাচীন রথযাত্রাগুলোও সমান ঐতিহ্যবাহী, জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথের রথযাত্রা হল বিশ্বের সব থেকে বড় আর প্রসিদ্ধ রথযাত্রা। তবে পুরীর পাশাপাশি,  পশ্চিমবঙ্গেরও বহু প্রাচীন আর প্রসিদ্ধ বেশ কিছু রথযাত্রা এখনও হয়ে থাকে। তার মধ্যে যেমন রয়েছে মায়াপুরের ইসকনের রথ, তেমনই রয়েছে মাহেশের রথও।

    মাহেশের রথ: পশ্চিমবঙ্গের তথা ভারতের অন্যতম প্রাচীন রথযাত্রা হল শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। বিশালাকারের এই রথ। রথকে ঘিরে একমাসের মেলাও বসে এই এলাকায়। ১৩৯৬ সাল থেকে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। রথের ওজন ১২৫ টন। উচ্চতা ৫০ ফুট। চাকার সংখ্যা ১২টি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেঅ এখানে দর্শনার্থীরা আসেন না, দেশ-বিদেশের নানা প্রান্তের মানুষও আসেন এখানে। 

    আরও পড়ুন: কীভাবে শুরু হয়েছিল পুরীর জগন্নাথ রথযাত্রা? জেনে নিন

    গুপ্তিপাড়ার রথ: হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা বাংলার রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত রথযাত্রা। ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ। তবে এই নিয়ে অনেক মতভেদ আছে। গুপ্তিপাড়ার রথের এক অনন্য বৈশিষ্ট্য হল ৪০ কুইন্টাল খাবারের ভাণ্ডার লুট প্রথা। পুরীর রথকে যেমন জগন্নাথ দেবের রথ বলে, গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জীউর রথ। এই রথের ১৬টি চাকা। উচ্চতা ৩৬ ফুট।

    মায়াপুরে ইসকনের রথ: শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নদীয়ার মায়াপুরে ইসকনের রথ খুবই প্রসিদ্ধ। মহা সমারোহ এবং ভক্ত সমাগমের সঙ্গে এখানে রথযাত্রা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত রথ উৎসব। 

    মহিষাদলের রথ: পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা খুবই বিখ্যাত। এটি দুশো বছরের পুরোনো রথ। ১৭৭৬ সালে মহিষাদল বাড়ির জমিদার আনন্দলালের স্ত্রী জানকী এই উৎসবের শুরু করেন। তোপধ্বনি করে রথযাত্রার সূচনা হয়।

    আরও পড়ুন: প্রতিবছর রথযাত্রার আগে জ্বর আসে জগন্নাথদেবের, কেমন করা হয় চিকিৎসা?

    রাজবলহাটের রথ: হুগলির জঙ্গিপাড়ার রাজবলহাটের রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত রথযাত্রা। এই রথে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার পরিবর্তে রাধাকৃষ্ণকে বসিয়ে টানা হয়। সঙ্গে থাকেন নিতাই-গৌরও।

    আমাদপুরের রথ: বর্ধমানের মেমারি অঞ্চলের ছোট্ট গ্রাম আমোদপুর বা আমাদপুর। গ্রাম ছোট্ট হলেও, এই গ্রামে রথযাত্রা পালন করা হয় ধুমধাম করে। গ্রামের জমিদার পরিবারের দেবতা হলেন রাধামাধব। সেই রাধামাধবকে নিয়ে হয় রথযাত্রা। গ্রামেরই প্রাচীন মন্দিরে পুজো হয় তাঁর। রথের দিন সকালে তাঁকে প্রথমে দুর্গাবাড়ি (মা দুর্গার মন্দির), পরে সারা গ্রাম ঘোরানো হয়।

  • Rath Yatra 2022: করোনা আতঙ্ক কাটিয়ে  রথযাত্রায় আবারও সেজে উঠেছে পুরী

    Rath Yatra 2022: করোনা আতঙ্ক কাটিয়ে রথযাত্রায় আবারও সেজে উঠেছে পুরী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ রথযাত্রা (Rath Yatra)। আবার দুবছর পর সেজে উঠেছে পুরী। ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা ও জগন্নাথের রথযাত্রা (Rath Yatra) শুরু হচ্ছে আজ থেকে। এই উৎসবের জন্যই ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা পুরীতে (Puri) জমায়েত করতে শুরু করেছেন। বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমেই প্রত্যেকবারের মত এবারও রথযাত্রা পালন করা হবে। ইতিমধ্যেই ‘পাহান্ডি’ -র বিভিন্ন রীতি শুরু হয়ে গিয়েছে। এই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ওড়িশা পুলিশ (odisha Police)।

    যদিও দেশে ফের একবার করোনা বাড়তে শুরু করেছে। তবে তার মধ্যেই দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। এই আবহে বিভিন্ন করোনা বিধি মেনেই এবার পালন করা হচ্ছে রথযাত্রা। করোনা আবহেই পুরীতে আজ ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

    আরও পড়ুন: রথযাত্রার আগে জেনে নিন জগন্নাথদেবের পুজো-বিধি ও তার তাৎপর্য

    এই বছর আষাঢ়ের শুক্ল দ্বিতীয়া তিথি ৩০ জুন সকাল ১০টা ৪৯ মিনিটে শুরু হয়ে ১ জুলাই দুপুর ১টা ৯মিনিটে শেষ হবে। জগন্নাথ যাত্রা শুরু হবে আজ। 

    বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদর্শন পাটনায়েক (Sudarsan Pattnaik) রথযাত্রা উপলক্ষে পুরীর সমুদ্র সৈকতে বালিতেই জগন্নাথের মূর্তি তৈরি করেছেন ও সঙ্গে ১২৫ টি রথ বানিয়েছেন এবং তিনি আজ থেকে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, তিনি এবার ১২৫ টি বালি দিয়ে রথ বানিয়ে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন। 

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw] 

    এদিকে রথযাত্রা উপলক্ষে উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু (M Venkaiah Naidu) রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: রথের দিন জগন্নাথদেবকে দেওয়া হয় বিশেষ ছাপ্পান্ন ভোগ, জানেন কি এর মাহাত্ম্য?

    আবার গজপতি মহারাজা দিব্যসিংহ দেব সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত দু’বছর মহামারীর কারণে বিধি-নিষেধের মধ্যে থেকে রথযাত্রা উৎসব পালন করা হয়েছিল পুরীতে। দুবছর ধরে বাইরের কারও পুরীতে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। তবে এবার তেমন বিধি-নিষেধ নেই, তাই আজ পুন্যার্থীদের উপচে পড়া ভিড়ের আশা করা হচ্ছে। এছাড়াও দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw ) গতকাল পুরীর রেলওয়ে স্টেশনের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়েছিলেন।

    দুবছর পর হলেও এবার জাঁকজমকভাবে রথযাত্রা উৎসব পালন করা হবে যা ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। ওড়িশা ছাড়াও দেশের একাধিক রাজ্য থেকে পুন্যার্থীদের ভিড় পুরীতে। প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা ঘিরে এবার এক আলাদাই উন্মাদনা দেখা গিয়েছে সমুদ্র নগরী পুরীতে।

  • Covid 19 Update: সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ পার, ফের ভয় ধরাচ্ছে করোনা!

    Covid 19 Update: সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ পার, ফের ভয় ধরাচ্ছে করোনা!

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভয় ধরাচ্ছে দেশে করোনা (Covid 19) সংক্রমণের ঊর্ধ্বগতি। সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা পেরিয়েছে এক লক্ষের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮১৯ জন। ফের করোনা কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসা মহলের। ১৩০ দিন পরে আবার এক লাখের সীমা অতিক্রম করেছে সক্রিয় সংক্রমণ। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। দেশে এযাবৎ করোনায় মোট মৃতের সংখ্যা ৫,২৫,১১৬। মৃত্যুর হার ১.২১ শতাংশ।

    [tw]


     [/tw]

    গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাজিত করে সেরে উঠেছেন ১৩,৮২৭ জন। এই অবধি গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪,২৮,২২,৪৯৩ জন। সুস্থতার হার ৯৮.৫৫%। 

    আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম এমআরএনএ ভ্যাকসিনকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

    এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৪,৫৫৫। দৈনিক পজিটিভিটি রেট ৪.১৬%। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৩.৭২%। এ পর্যন্ত মোট কোভিড পরীক্ষা করা হয়েছে ৮৬.২৩ কোটি জনের। গত ২৪ ঘণ্টায় ৪,৫২,৪৩০ জনের কোভিড পরীক্ষা হয়েছে। টিকা দেওয়া হয়েছে মোট  ১৯৭.৬১ ডোজ।

    সংক্রমণের নিরিখে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯৫৭ জন। মৃত্যু হয়েছে সাত জনের।

    দেশে দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, অতিমারি পরিস্থিতির পরিবর্তন হলেও তা শেষ হয়ে যায়নি, তার প্রমাণ পাওয়া গিয়েছে। ১১০টি দেশে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

    আরও পড়ুন: করোনা থেকে সেরে উঠেছেন? ভালো থাকতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

    নতুন করে করোনার বাড়বাড়ন্তে ফের বিধিনিষেধে কড়াকড়ি করেছে কেন্দ্র। বিদেশ থেকে আসা যাত্রীদের উপর ফের কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। কেন্দ্রের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যগুলির কাছে। বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে অন্তত ২ শতাংশের করোনা পরীক্ষা করাতে হবে।   

     

  • Rath Yatra 2022: রথের দিন জগন্নাথদেবকে দেওয়া হয় বিশেষ ছাপ্পান্ন ভোগ, জানেন কি এর মাহাত্ম্য?

    Rath Yatra 2022: রথের দিন জগন্নাথদেবকে দেওয়া হয় বিশেষ ছাপ্পান্ন ভোগ, জানেন কি এর মাহাত্ম্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরাণ মতে, যশোদা বালক কৃষ্ণকে আট প্রহর খেতে দিতেন। কিন্তু, একটা সময় ইন্দ্রের রোষে পড়ে মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল। সেই সময় প্রাণীদের রক্ষা করতে নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে নিয়েছিলেন তিনি। সাতদিন ওইভাবেই তিনি ছিলেন। খাবার ও জল কোনও কিছুই মুখে দেননি। প্রলয় বন্ধ হওয়ার পর সেই পাহাড় নামিয়ে রেখেছিলেন। এদিকে যে ছেলে দিনে আটবার খাবার খেত তাকে টানা সাতদিন অনাহারে থাকতে দেখে কেঁদে উঠেছিল যশোদার মন। তখন ব্রজবাসী-সহ যশোদা সাতদিন ও আট প্রহরের হিসেবে কৃষ্ণের জন্য ৫৬টি পদ পরিবেশন করেছিলেন। আর সেই থেকেই নারায়ণের ছাপ্পান্ন ভোগ চলে আসছে।

    এও কথিত আছে, ভগবান বিষ্ণু মর্ত্যলোকে এসে তাঁর চার ধামে যাত্রা করেন। এই চার ধাম হল- বদ্রীনাথ ধাম, দ্বারিকা ধাম, পুরী ধাম এবং রামেশ্বরম। প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন,তারপর গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন, ওড়িশার পুরী ধামে ভোজন করেন আর সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। আর পুরী ধামে যেখানে তিনি ভোজন করেন সেখানে ভোগের কোনও চমক থাকবে না এটা কখনও হয়। 

    আরও পড়ুন: রথযাত্রার আগে জেনে নিন জগন্নাথদেবের পুজো-বিধি ও তার তাৎপর্য

    পুরাণ মতে, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয় জগন্নাথদেবকে। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে। আর সেই কারণে তাঁকেও অর্পণ করা হয় ছাপান্ন ভোগ। 

    কিন্তু, কী এই ছাপ্পান্ন ভোগ? কী কী পদ থাকে এই ছাপ্পান্ন ভোগে? জগন্নাথকে দেওয়া ৫৬ ভোগে রাখা হয়—

    ১) উকখুড়া অর্থাৎ মুড়ি, ২) নাড়িয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু, ৩) খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর, ৪) দই, ৫) পাচিলা কদলি অর্থাৎ পাকা কলা, ৬) কণিকা অর্থাৎ সুগন্ধী ভাত, ৭) টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি, ৮) মেন্ধা মুণ্ডিয়া অর্থাৎ বিশেষ ধরণের কেক, ৯) বড়া কান্তি অর্থাৎ বড় কেক, ১০) মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে, ১১) হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক, ১২) ঝিলি অর্থাৎ এক ধরণের প্যান কেক, ১৩) এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক, ১৪) আদাপচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি, ১৫) শাক ভাজা, ১৬) মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু, ১৭) করলা ভাজা, ১৮) ছোট্ট পিঠে, ১৯) বরা অর্থাৎ দুধ তৈরি মিষ্টি, ২০) আরিশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি, ২১) বুন্দিয়া অর্থাৎ বোঁদে, ২২) পাখাল অর্থাৎ পান্তা ভাত, ২৩) খিরি অর্থাৎ পায়েস, ২৪) কাদামবা অর্থাৎ বিশেষ মিষ্টি ২৫) পাত মনোহার মিষ্টি ২৬) তাকুয়া মিষ্টি, ২৭) ভাগ পিঠে, ২৮) গোটাই অর্থাৎ নিমকি

    আরও পড়ুন: পুরীর মন্দির ঘিরে রয়েছে এই অলৌকিক গল্পগুলি, জানতেন কি?

    ২৯) দলমা অর্থাৎ ভাত ও সবজি, ৩০) কাকারা মিষ্টি ৷ ৩১) লুনি খুরুমা অর্থাৎ নোনতা বিস্কুট, ৩২) আমালু অর্থাৎ মিষ্টি লুচি, ৩৩) বিড়ি পিঠে, ৩৪) চাড়াই নাডা মিষ্টি, ৩৫) খাস্তা পুরি, ৩৬) কদলি বরা, ৩৭) মাধু রুচি অর্থাৎ মিষ্টি চাটনি, ৩৮) সানা আরিশা অর্থাৎ রাইস কেক, ৩৯) পদ্ম পিঠে, ৪০) পিঠে, ৪১) কানজি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি. ৪২) দাহি পাখাল অর্থাৎ দই ভাত, ৪৩) বড় আরিশা, ৪৪) ত্রিপুরি, ৪৫) সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি, ৪৬) সুজি ক্ষীর, ৪৭) মুগা সিজা, ৪৮) মনোহরা মিষ্টি, ৪৯) মাগাজা লাড্ডু, ৫০) পানা, ৫১) অন্ন, ৫২) ঘি ভাত, ৫৩) ডাল, ৫৪) বেসর অর্থাৎ সবজি বিশেষ, ৫৫) মাহুর অর্থাৎ লাবরা, ৫৬) সাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত।

  • Maharashtra Crisis: মহারাষ্ট্রে ফড়নবিশের নেতৃত্বে সরকার গড়ছে বিজেপি? মন্ত্রিসভায় কারা?  

    Maharashtra Crisis: মহারাষ্ট্রে ফড়নবিশের নেতৃত্বে সরকার গড়ছে বিজেপি? মন্ত্রিসভায় কারা?  

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। আর প্রয়োজন নেই আস্থা ভোটের। তাই এবার সরকার গড়তে কোমর কষে নেমে পড়েছে বিজেপি (BJP)। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। এদিকে আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলে জরুরি বৈঠকে বসেছেন বিজেপি নেতৃত্ব।

    বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন নিয়ে বিতর্কের কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দূরত্ব তৈরি হয় শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডের।তার পরেই অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপি শাসিত গুজরাটে উড়ে যান শিন্ডে। সেখান থেকে মধ্যরাতের বিমান ধরে তাঁরা চলে যান আসামের গুয়াহাটির হোটেলে। বুধবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন উদ্ধব। সরকার ধরে রাখা যে যাবে না, তা আগেভাগেই আঁচ করতে পেরেই সরকারি বাংলো বর্ষা ছেলে পৈত্রিক ভিটে মাতোশ্রীতে গিয়ে আশ্রয় নেন উদ্ধব। পরে রাজ্যপালের কাছে পাঠিয়ে দেন ইস্তফাপত্র। তার পরেই সরকার গড়তে জোর কদমে উদ্যোগী হন বিজেপি নেতৃত্ব।

    আরও পড়ুন : আস্থাভোটের আগেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন উদ্ধব, গোয়ায় পৌঁছল একনাথ শিবির

    সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব এবার দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের দাবি করতে চলেছেন। শিবসেনার একনাথ শিন্ডের গোষ্ঠীর ৩৯ জন বিধায়কই দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে সরকার তৈরি হলে তাঁকে সমর্থন করবে। জানা গিয়েছে, মহারাষ্ট্রে  ফড়নবিশের নেতৃত্বে নয়া সরকার গঠিত হলে উপ মুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন শিন্ডে।

    আরও পড়ুন : দু’বার মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন উদ্ধব! আটকান এই প্রবীণ নেতা

    মহারাষ্ট্র বিধানসভায় বিধায়ক সংখ্যা ২৮৮। এর মধ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ১০৬। শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৫ জন। এর মধ্যে শিন্ডের সঙ্গে রয়েছেন ৩৯ জন। স্বাভাবিকভাবেই সরকার হবে বিজেপির নেতৃত্বে। আনুপাতিক হারে মন্ত্রিত্ব পাবেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। সূত্রের খবর, ঠাকরে মন্ত্রিসভায় যাঁরা মন্ত্রী ছিলেন, তাঁরা ফের মন্ত্রী হতে পারেন। বিজেপি সূত্রের খবর, তাঁদের সঙ্গে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। আগামী তিন দিনের মধ্যেই সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা।

     

  • Udaipur Killing: বাইকের নম্বর হবে ২৬/১১! বেশি টাকা দেয় উদয়পুরের হত্যাকারীরা  

    Udaipur Killing: বাইকের নম্বর হবে ২৬/১১! বেশি টাকা দেয় উদয়পুরের হত্যাকারীরা  

    মাধ্যম নিউজ ডেস্ক: উদয়পুর (Udaipur) হত্যাকাণ্ডে অভিযুক্তের বাইকের নাম্বার ২৬/১১। এনআইএ (NIA)-এর তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এই নৃশংস হত্যাকাণ্ডে রয়েছে কি জঙ্গী যোগ? এনিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনআইএ। সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার (BJP Leader Nupur Sharma) সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করায় উদয়পুরে এক দর্জিকে তাঁর দোকানের ভিতরে ঢুকে খুন করে দুজন। এখানেই শেষ নয়, নৃশংস এই ঘটনার ভিডিও তুলে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। পালানোর সময় তাড়া করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এবার অভিযুক্ত মহম্মদ রিয়াজের বাইকের নাম্বার প্লেটের নাম্বারই চমকে দিল সবাইকে। অভিযুক্তের বাইকে নাম্বার হল ২৬/১১। যা দেখলেই মনে পড়ে যায় মুম্বই হামলার কথা।

    [tw]


    [/tw]

    সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্ত মহম্মদ রিয়াজের বাইকের নাম্বার প্লেটের নাম্বার RJ 27 AS 26 11। এই নাম্বার দেখলেই টাটকা হয়ে ওঠে মুম্বই হামলার ১৪ বছর আগের স্মৃতি। তবে যে এই নাম্বার ক্রমান্বয়ে মহম্মদ রিয়াজ পেয়েছে তাও নয়, এই নাম্বার প্লেটের জন্য রীতিমতো টাকা খরচ করতে হয়েছে তাকে। নাম্বারটি রেজিস্ট্রেশনের জন্য দুই অভিযুক্ত রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে অতিরিক্ত পাঁচ হাজার টাকা দিয়েছিল বলেও জানতে পেরেছেন এনআইএ তদন্তকারীরা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত সংশ্লিষ্ট বাইকের রেজিস্ট্রেশনের যাবতীয় নথি শীঘ্র্রই খতিয়ে দেখবেন তাঁরা।

    আরও পড়ুন: বিচার নয়, ফাঁসি চাই! উদয়পুর-হত্যাকাণ্ডে অভিযুক্তদের হয়ে দাঁড়াতে রাজি নয় আইনজীবীরা

    কেন এমন নাম্বার প্লেট বসাল রিয়াজ, প্রশ্ন উঠছে সকলের মনেই। তাহলে কি এর সঙ্গে মুম্বই হামলার কোনও যোগাযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে সামনে এসেছে, ২০১৩ সালে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাইকটি কিনেছিল ওই অভিযুক্ত। তদন্ত আরও গভীর হলে প্রকাশ্যে আসবে উদয়পুরের ঘটনায় দুই অভিযুক্তের সঙ্গে আদৌ মুম্বই-হামলার যোগ রয়েছে কি না ৷

  • Jasprit Bumrah: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    Jasprit Bumrah: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ৩৬তম অধিনায়ক হচ্ছেন যশপ্রীত বুমরাহ। কপিল দেবের পর তিনিই প্রথম ভারতীয় পেসার, যিনি এই দায়িত্ব পেলেন। হঠাৎ করে নেতৃত্ব পাওয়া, তাও আবার ইংল্যান্ডর (England) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টে। যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে অনেকেই দ্বন্দে ভুগছেন। ভারতীয় সমর্থকদের কারও কারও মনে এই প্রশ্নটা উঁকি দিচ্ছে যে, বুমরাহ কি পারবেন প্রত্যাশা পূরণ করতে?

    রোহিত শর্মার (Rohit Sharma) অবর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হয়ে বেশ রোমাঞ্চিত বুমরাহ। চাপ নয়, বরং তিনি এই দায়িত্ব উপভোগ করতে চান। বুমরাহ একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ করেই তিনি এগিয়ে যেতে চান। ভাতের নবনিযুক্ত অধিনায়কের (captain of India) কথায়, ‘কোনও দায়িত্ব সহজ নয়। চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে চাই। তবে ভারতের অধিনায়ক হওয়ার জন্য আমার উপর বাড়তি কোনও চাপ নেই। বরং এই দায়িত্ব আমি উপভোগ করতে চাই। চাপ কাটিয়ে যে সাফল্য আসে, তার আনন্দ অনেক বেশি। আমি কখনও দায়িত্ব এড়িয়ে যায়নি। একজন ক্রিকেটারের সামনে প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জে ভরা থাকে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। সবাই এভাবেই এগিয়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির (Dhoni) সঙ্গে গল্প করতে করতেই জেনেছিলাম মাহিভাই কখনওই ক্যাপ্টেনই হয়নি ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে। কিন্তু তিনিই কিনা বিশ্বের সফলতম অধিনায়ক। তাই অন্য কিছু নিয়ে ভাবছি না। দলকে কীভাবে সহায্য করতে পারি, সেটাই মনে মনে ভাবছি।’

    আরও পড়ুন: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    ২০১৮ সালে টেস্টে অভিষেক হয়েছিল যশপ্রীত বুমরাহর। চার বছরের মধ্যেই তিনি অধিনায়কের দায়িত্ব পেলেন। শুধু তাই নয়, ১৯৮৭ সালে কপিল দেবের পর কোনও পেস বোলার হিসেবে টেস্টে অধিনায়ক হওয়ার নজির গড়লেন তিনি। এই প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম দেশের হয়ে টেস্ট খেলার। সুযোগ পেয়েছি এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার। এটা আমার ক্রিকেট জীবনে অনেক বড় প্রাপ্তি।’

LinkedIn
Share