Blog

  • Assam Police: ফের জাল নোটের কারবার! আসামে জাল নোট ও জাল নোট তৈরি করার মেশিন সহ গ্রেফতার ৪ জন

    Assam Police: ফের জাল নোটের কারবার! আসামে জাল নোট ও জাল নোট তৈরি করার মেশিন সহ গ্রেফতার ৪ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: জাল নোটের (Fake Currencies) বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আসাম পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার, নগাঁও ও হোজাই জেলা থেকে জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আসাম রাজ্যের পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে দুটি জাল ভারতীয় মুদ্রার নোট তৈরির মেশিন ও জাল নোট উদ্ধার করা হয়েছে।

    আসাম পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগাঁও জেলার কচুয়া থানা পুলিশের একটি দল কচুয়া এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ এলাকাতে একটি জাল নোট তৈরির মেশিন, ৫০০ টাকার ১০৩ নম্বরের জাল নোট, ৬ নম্বরের ৫০০ টাকার জাল নোট, A4 সাইজের কাগজের একটি বান্ডিল, একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে। এই কাগজ এবং ওই মেশিন দিয়েই জাল টাকা ছাপানো হত বলেও অনুমান করা হয়েছে।

    আরও পড়ুন: “চোরেদের রানি কে?”, নবান্ন অভিযানের আগে আলিপুরদুয়ারের সভায় প্রশ্ন শুভেন্দুর

    দুই জায়গায় অভিযান চালিয়ে আসাম পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। ধৃতদের নাম জালাল উদ্দিন, আর. ভ্যআনলালরুয়াতি, জোরামছানি। জানা গিয়েছে, জালালের বয়স ৩৫ বছর ও কচুয়ার বাসিন্দা ও বাকি দুজনের একজনের বয়স ৪২ ও আরেকজনের ৪০। এরা উভয়েই মিজোরামের আইজলের রামলুমের বাসিন্দা। অন্যদিকে পুলিশ হোজাই জেলার জোবোকা মিকিরাতি এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে। এই ধৃতের নাম আব্দুল জলিল।

    এক পুলিশ সাব-ইন্সপেক্টর বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আমরা তথ্য পেয়েছিলাম যে এক ব্যক্তি জাল নোটের কারবার করবে এবং তারপর আমরা কয়েকজন পুলিশ কর্মীকে সাধারণ পোশাকে সেই ব্যক্তিক কাছে পাঠাই। এরপরেই আমরা সেই ব্যক্তিকে জাল নোট, জাল নোট তৈরি করার মেশিন সহ আটক করেছি।“ পুলিশ আরও জানিয়েছে, এই জাল নোট কারবারে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে এখনও পর্যন্ত তদন্ত করা হচ্ছে।

    আরও পড়ুন: মাদ্রাসাগুলি ছিল আল-কায়দার অফিস, বিস্ফোরক হিমন্ত! জানেন কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2022)ফাইনালে উঠতে পারেনি ভারত। যাত্রা শেষ সুপার ফোরেই। এবার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। বাইশ গজের বিশ্বযুদ্ধে নিজেদের প্রমাণ করতে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। ভারত অধিনায়ক রোহিত শর্মা  (Rohit Sharma) জানিয়েছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। অক্টোবরেই শুরু বিশ্বকাপ। ২৩ অক্টোবর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এর আগে বৃহস্পতিবার ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি (ICC)। বিশ্বকাপে খেলতে নামার আগে কাদের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে তা জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

    আইসিসি জানিয়েছে, ১৭ অক্টোবর আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দু’টি ম্যাচই হবে ব্রিসবেনে। আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সুপার ১২-তে খেলা দেশগুলি ১৭ ও ১৯ অক্টোবর তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে। ব্রিসবেন ও অ্যালান বর্ডার স্টেডিয়ামে হবে খেলা। প্রস্তুতি ম্যাচে দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। তবে ব্রিসবেনে যে চারটি খেলা হবে সেগুলি টেলিভিশনে দেখানো হবে। যদিও সেগুলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের তকমা পাবে না।’

    আরও পড়ুন: এশিয়া কাপে বিদায় ভারতের, দাবি উঠছে আইপিএল বয়কটের

    ১৭ অক্টোবর যে চারটি প্রস্তুতি ম্যাচ হবে সেগুলি হল, ভারত বনাম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বনাম পাকিস্তান ও আফগানিস্তান বনাম বাংলাদেশ। ১৯ অক্টোবর হবে তিনটি প্রস্তুতি ম্যাচ। সেগুলি হল, আফগানিস্তান বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 WC India Team: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন বুমরাহ-হার্শলের, মূল দলে নেই শামি

    T20 WC India Team: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন বুমরাহ-হার্শলের, মূল দলে নেই শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি ভারতের দুই মূল পেসার জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও হার্শল প্যাটেল (Harshal Patel)। এই দুই বোলারের প্রভাব হাড়ে হাড়ে টের পেয়েছে টিম ইন্ডিয়া। সুপার ফোর থেকে বাদ পড়ে দল। তাই আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপে আর সেই ঝুঁকি নিতে নারাজ দল। 

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল (T20 World Cup Team) ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন আরও চারজন। চোট কাটিয়ে দলে ফিরেছেন মূল পেসার বুমরাহ, হার্শল। আছেন এশিয়া কাপ খেলা রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকের মতো সিনিয়ররা। বুমরাহ-হার্শাল ফিরলেও চোটের কারণে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না রবীন্দ্র জাদেজার। ডান হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে বাঁহাতি অলরাউন্ডারকে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও  

    মূল দল থেকে বাদ পড়েছেন পেসার মহম্মদ শামি (Mohd. Shami)। শামির জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এশিয়া কাপে নিজের পারফরম্যান্সের কারণে দলে টিকে গিয়েছেন ভুবনেশ্বর।  

    বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আজ এই দুটি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দুটি সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার জল্পনা শোনা গিয়েছিল শুরুতে। কিন্তু মূল  টিমে নাম রয়েছে তাঁদের। এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর মহম্মদ শামিকে ফেরানোর দাবি উঠলেও তিনি জায়গা পাননি। ডানহাতি পেসারকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়দের দলে। 

    আরও পড়ুন: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারত দল

    রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, ভূবনেশ্বর কুমার, হার্শল প্যাটেল, আর্শদীপ সিং।

    রিজার্ভ 

    মহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Student Murder: মেধাবী ছাত্রকে অপহরণ করে খুন, বাগুইআটিকাণ্ডের ছায়া বীরভূমে?

    Student Murder: মেধাবী ছাত্রকে অপহরণ করে খুন, বাগুইআটিকাণ্ডের ছায়া বীরভূমে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের ছাত্র খুন (Student Murder)। বাগুইআটির জোড়া ছাত্র খুনের ঘটনার স্মৃতি এখনও টাটকা রাজ্যবাসীর। তার মধ্যেই ফের মেধাবী ছাত্র খুনের ঘটনা। এবার অবশ্য ঘটনাস্থল কলকাতা থেকে বেশ খানিকটা দূরে, বীরভূমে (Birbhum)। রবিবার সাত সকালে ইলামবাজার থানার চৌপাহাড়ির জঙ্গল থেকে উদ্ধার হয় সৈয়দ সালাউদ্দিনের দেহ। তাঁর গলার নলি কাটা ছিল। অভিযোগ, অপরহণ করে খুন করা হয়েছে ওই ছাত্রকে। সালাউদ্দিনের বাড়ি বীরভূমেরই খয়রাশোল থানার আহমদপুর গ্রামে।

    পুলিশ সূত্রে খবর, সালাউদ্দিনের বাবা আবদুল মতিন পাথরের ব্যবসায়ী। সেই সূত্রে তিনি থাকতেন মল্লারপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে। আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন বছর উনিশের সালাউদ্দিন।

    মৃতের পরিবার সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে পিকনিকে যাবেন বলে বাড়িতে জানিয়েছিলেন সালাউদ্দিন। শনিবার সকালে চলেও যান পিকনিকে। তার পর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। এদিন গভীর রাতে তাঁর বাবাকে ফোন করে দুষ্কৃতীরা বলে, সালাউদ্দিনকে অপহরণ করা হয়েছে। পরিবারের দাবি, অপহরণকারীরা ৩০ লক্ষ টাকা মুক্তি পণ দাবি করে। পুলিশকে খবর দিলে সালাউদ্দিনকে মেরে ফেলা হবে বলেও ফোনে হুমকি দেয় অপহরণকারীরা। রাতেই সালাউদ্দিনের  পরিবারের লোকজন খবর দেন থানায়। রবিবার সকালে গলার নলি কাটা দেহ উদ্ধার হয় সালাউদ্দিনের। খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত।

    আরও পড়ুন : ধরা পড়ল বাগুইআটি জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী, জানেন কীভাবে?

    ওই ঘটনায় ইতিমধ্যেই শেখ সলমন নামে এক তরুণকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সে সালাউদ্দিনের বন্ধু। কিছুদিন আগে সলমন সালাউদ্দিনের কাছে দু লক্ষ টাকা ধার চেয়েছিল। এই খুনের ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের একটি সূত্রের খবর, ধৃত সলমন সালাউদ্দিনকে খুনের কথা স্বীকার করেছে। তাঁকে বিরিয়ানি খাইয়ে পরে খাওয়ানো হয় মদ। অচৈতন্য হয়ে পড়লে করা হয় খুন। বাজারে সলমনের অনেক টাকা ধার ছিল। তাই বড়লোক বন্ধুকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ছক কষেছিল সে।  

    ২২ অগাস্ট খুন হয় বাগুইআটির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা অতনু দে ও অভিষেক নস্কর। এলাকারই হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র ছিল তারা। সেই ঘটনার পর এবার ফের ছাত্র খুন। রাজ্যের আইন-শৃঙ্খলার হাল অন্যান্য রাজ্যের চেয়ে ভাল বলে বরাবরই দাবি করেন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহ তিনেকের মধ্যে তিন ছাত্রের খুনের ঘটনাই প্রমাণ করে দেয় তাঁর দাবি কতটা অসার!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Himanta Biswa Sarma: হিমন্তকে শারীরিক নিগ্রহ, তেলঙ্গানা সরকারের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

    Himanta Biswa Sarma: হিমন্তকে শারীরিক নিগ্রহ, তেলঙ্গানা সরকারের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: তেলঙ্গানায় (Telangana) গণেশ উৎসবে যোগ দিতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন আসামের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। ঘটনার জেরে শুক্রবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। জেড প্লাস সিকিউরিটি পান হিমন্ত। তার পরেও কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে চাওয়া হয়েছে তেলঙ্গানার মুখ্য সচিবের কাছে। এর আগে এই একই ইস্যুতে তেলঙ্গানার মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল আসাম সরকার এবং সিআরপিএফ (CRPF)।

    জানা গিয়েছে, দিন কয়েক আগে তেলঙ্গানায় গণেশ উৎসবের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিমন্ত। অভিযোগ, ওই সময় আচমকাই তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির এক নেতা মঞ্চে উঠে আসামের মুখ্যমন্ত্রীকে ধাক্কাধাক্কি করেন। কেড়ে নেন তাঁর মাইক্রোফোনও। যিনি এসব করেছেন, তিনি তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতা নন্দু ব্যাস। নন্দুকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাওয়া হয় আবিদ রোড থানায়। পরে অবশ্য তাঁকে ছেড়েও দেওয়া হয়।

    আরও পড়ুন :মাদ্রাসাগুলি ছিল আল-কায়দার অফিস, বিস্ফোরক হিমন্ত! জানেন কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?

    ছাড়া পেয়েই স্বমূর্তি ধারণ করেন তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ওই নেতা। নিশানা করেন বিজেপিকে। বলেন, যে উৎসব উপলক্ষে হিমন্ত বিশ্ব শর্মা এ রাজ্যে এসেছেন, সেই উৎসব সম্পর্কিত কথাবার্তা না বলে তিনি ভোটের প্রচার শুরু করে দিয়েছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সম্পর্কে অযথা বাজে কথা বলছিলেন। তিনি বলেন, আমি এটা সহ্য করতে পারিনি। তাই মঞ্চে গিয়ে ওঁকে অনুরোধ করেছিলাম মঞ্চ ছেড়ে চলে যেতে। তাঁকে এও বলেছি, যদি ভবিষ্যতে আপনাদের কোনও নেতা কিংবা নেত্রী এসে আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে এসব বলেন, তবে আমরা তা সহ্য করব না। তাঁকে সমুচিত জবাব দেওয়া হবে।

    তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মুখপাত্র কৃষাঙ্ক মান্নে বলেন, মঞ্চে দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা দিনভর আমাদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে গালি দিয়ে গেলেন। তাঁর মন্তব্য নিয়ে বিজেপি রাজনীতি করতে শুরু করল। কেসিআরের এক সমর্থক এটা মেনে নিতে পারেননি। তারই প্রতিক্রিয়ার জেরে ঘটেছে এই ঘটনা। তিনি বলেন, কেসিআরের কাছে ক্ষমা চাওয়া উচিত হিমন্তর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • CUET UG Answer Key: কুয়েট ইউজি ২০২২- এর আন্সার কি প্রকাশ করেছে এনটিএ, কীভাবে অভিযোগ জানাবেন? 

    CUET UG Answer Key: কুয়েট ইউজি ২০২২- এর আন্সার কি প্রকাশ করেছে এনটিএ, কীভাবে অভিযোগ জানাবেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: কমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট-আন্ডারগ্রাজুয়েট (CUET UG 2022)- এর আন্সার কি (Answer Key) প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)৷ পরীক্ষার্থীরা cuet.samarth.ac.in- এই ওয়েবসাইটে গিয়ে আন্সার কি ডাউনলোড করতে পারবেন৷ আন্সার কি- এর পাশাপাশি এনটিএ-র তরফে প্রার্থীদের উত্তরপত্রও প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নিজেরাই পরীক্ষায় নিজেদের নম্বর গণনা করতে পারবেন।

    আরও পড়ুন: দেবীকা বালচন্দানি অগিলভির নতুন প্রধান, আরও এক ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক সংস্থার শীর্ষে   

    কীভাবে ডাউনলোড করবেন ‘অ্যানসার কি’?

    • প্রথমে cuet.samarth.ac.in- এই ওয়েবসাইটটিতে যান। 
    • আন্সার কি লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিন। 
    • কোনও অভিযোগ থাকলে সেখানে গিয়ে টাকা দিন। 
    • তারপর ক্লিক করে জমা দিন।   

    কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাটি জুলাই-অগাস্টে একাধিক ধাপে অনুষ্ঠিত হয়। কেউ যদি আন্সার কি- তে সন্তুষ্ট না হন, তাহলে সে রিভিউ করতে পারবেন। ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে রিভিউ- এর আবেদন। প্রতি প্রশ্নের জবাবের রিভিউয়ের জন্য দিতে হবে ২০০ টাকা।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার 

    ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, এনটিএ ১১ সেপ্টেম্বর সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কুয়েট ইউজি ২০২২- এর রিটেস্ট নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে, ছাত্রদের অভিযোগের ভিত্তিতে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

    প্রসঙ্গত, এই বছর ১৫ জুলাই থেকে সারাদেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কুয়েট ইউজি ২০২২- এর পরীক্ষা অনুষ্ঠিত হয় ৬টি ধাপে। প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে কিছু পরীক্ষার্থী প্রযুক্তিগত ত্রুটির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এজেন্সি পরে তাদের পরবর্তী পর্বে আবার পরীক্ষায় বসার সুযোগ দেয়। এনটিএ- এর তরফে জানানো হয়েছে, যে প্রার্থীরা সাহায্য পেতে চান তারা ০১১- ৪০৭৫৯০০০ নম্বরে যোগাযোগ করতে পারেন বা cuet-ug@nta.ac.in- এ ইমেল করতে পারেন।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Junk Foods: জাঙ্ক ফুড কীভাবে ডিপ্রেশন, উদ্বেগের কারণ হতে পারে, জানেন?

    Junk Foods: জাঙ্ক ফুড কীভাবে ডিপ্রেশন, উদ্বেগের কারণ হতে পারে, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজকাল জাঙ্ক ফুড খাওয়াার প্রবণতা অনেক বেড়েছে, জাঙ্ক ফুড খেতে সুস্বাদু হলেও এর উপকারিতা কম, ক্ষতিই বেশি। এর একটি কারণ হল আমাদের ব্যস্ত জীবনধারা, যার কারণে আমাদের সময় কম, আমরা এমন খাবারের দিকে চলে যাই যা পাওয়া সহজ, তৈরি করাও সহজ। তাই এই ধরনের খাবারকে ফাস্ট ফুডও বলা হয়। তবে জানেন কী জাঙ্ক ফুড খাওয়া আমাদের শরীরের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

    জাঙ্ক ফুড খুব তৈলাক্ত এবং প্রক্রিয়াজাত খাবার যা স্বাস্থ্যকে নানাভাবে প্রভাবিত করে। এটি খেলে অনেক শারীরিক সমস্যা দেখা যায়, তাই এটি নির্দিষ্ট পরিমাণে খাওয়াই ঠিক। জাঙ্ক ফুড খাওয়ার ফলে যেমন স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি ইত্যাদির মত রোগ দেখা যায়, তেমনি জাঙ্ক ফুড খাওয়ার ফলে বাড়তে পারে স্ট্রেস, ডিপ্রেশন বা বিষণ্ণতা, উদ্বেগ ইত্যাদি।

    আরও পড়ুন: ১০০ বছর বা তারও বেশি বাঁচতে চান? আজ থেকেই শুরু করুন এই ৫ টি কাজ

    গবেষকরা জানিয়েছেন, মনের অবস্থা অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসে প্রভাব ফেলে। আমরা কী খাচ্ছি তা আমাদের ডিপ্রেশনের মাত্রাকে বাড়িতে বা কমিয়ে আনে। কারও ক্ষেত্রে নতুন করে স্ট্রেস দেয়। আমাদের খাবারের অভ্যাসের ফলে শরীর মোটা-রোগা হয়। শরীরে পুষ্টির কমতি দেখা যায়। এইসব কিছুই বিষণ্ণতার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

    কিছু আমেরিকান প্রাপ্তবয়স্কদের নিয়ে একটি গবেষণা করে দেখা গিয়েছে, যারাই অতি-প্রক্রিয়াজাত খাবার বেশি পরিমাণে খায়, তাদেরই মানসিক অবস্থা ঠিক থাকে না। তাদের স্ট্রেস, বিষণ্ণতা, উদ্বেগ বেড়ে যায়।

    বিশেষজ্ঞদের মতে, খাবারের অতি-প্রক্রিয়াজাতকরণ তার পুষ্টির মানকে কমিয়ে দেয় এবং ক্যালোরির সংখ্যাও বাড়ায়, কারণ অতি-প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট এবং লবণ থাকে, যেখানে প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ এবং ফাইটোকেমিক্যাল কম থাকে। ফলে সহজেই ওজন বৃদ্ধি পায় ও এর পাশাপাশি উদ্বেগ, ডিপ্রেশনের শিকার হয় মানুষ।

    আরও পড়ুন: কম ঘুমোলেই বাড়তে পারে ওজন! কী বলছেন বিশেষজ্ঞরা?

  • Suvendu Adhikari: চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী 

    Suvendu Adhikari: চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী 

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসা ভাতা (Medical Allowance) নিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চাঁচাছোলা ভাষায় বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইট মালায় শুভেন্দু লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী শিক্ষক, ডাক্তার এবং পুলিশ কর্মী থেকে শুরু করে সকল সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত রেখেছেন। তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।” 

    এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্নীতির রানি’বলেও কটাক্ষ করেন তিনি। আর এবার সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে আক্রমণ শানালেন তিনি। 

    আরও পড়ুন: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    এদিন ট্যুইটে শুভেন্দু অধিকারী লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী আপনি শিক্ষক, ডাক্তার, পুলিশকর্মী সহ সমস্ত সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত করে রেখেছেন, যা তাদের অধিকার। আপনি সময়মতো তাদের বেতন দিয়ে উঠতে পারেন না। তাদের বেতন বৃদ্ধি করতে পারেন না, কারন আপনার কোষাগার শূন্য। অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম বেতন পেয়ে থাকেন আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার আবার নতুন ফন্দি এঁটে, স্বাস্থ্য সাথীর দোহাই দিয়ে সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা দেওয়া বন্ধ করলেন। এটি একেবারে একটি অত্যন্ত অমানবিক, নক্কারজনক সিদ্ধান্ত।” 

     

    তারপরে ওই একই ট্যুইটে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে তুলনাও করেন। তিনি লেখেন, “আপনার স্বাস্থ্য সাথী প্রকল্পের দুরবস্থা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পাচ্ছেন রাজ্যবাসী। এই প্রকল্পের আওতায় কেউই সময়মতো ও সঠিক চিকিৎসা পায় না। আপনার স্বাস্থ্য সাথীর থেকে অনেক ভালো কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে, যার সুবিধা থেকে আপনি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে  বঞ্চিত করে রেখেছেন।”

    আরও পড়ুন: মমতার ‘গদ্দার’ কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, কী বললেন জানেন?
     
    এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যদি এতই উন্নতমানের হয়, তাহলে আপনার ভাইপো চিকিৎসার করাতে কেন বিদেশে যান? আপনার পরিবারের সদস্যদের কি তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা নেই?”  

    শেষে তিনি লেখেন, “সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্য বলবো এই অমানবিক ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন এবং আপনাদের ন্যায্য চিকিৎসা ভাতা থেকে আপনারা যাতে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করুন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Kartavya Path: বদলে যাচ্ছে দিল্লির রাজপথের নাম! কী নাম রাখা হচ্ছে, জানেন?

    Kartavya Path: বদলে যাচ্ছে দিল্লির রাজপথের নাম! কী নাম রাখা হচ্ছে, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে দিল্লির ‘রাজপথ’ (Rajpath) ও সেন্ট্রাল ভিস্তার (Central Vista) ঐতিহাসিক নামকরণ পরিবর্তন করার ক্ষেত্রে এক বড় সিদ্ধান্ত নিয়েছে মোদি (Modi) সরকার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দিল্লির ‘রাজপথের’ নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কর্তব্যপথ’ (Kartavya path)। নেতাজির মূর্তি থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রাজপথের নাম রাখা হবে কর্তব্যপথ। রাজপথের পাশাপাশি মোদি সরকার সেন্ট্রাল ভিস্তা লনের নামও পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছে।

    স্বাধীনতার ৭৫ বছর (Independence Day) পূর্তি উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা (Delhi Red Fort) থেকে জাতির উদ্দেশে বার্তা দেওয়ার সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ঔপনিবেশিক মানসিকা থেকে বেরিয়ে আসার সময় এসেছে বলে ঘোষণা করেছিলেন। ব্রিটিশ আমলের নাম বদলে ফেলার এবং তাদের রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার মোদীর ঘোষণা মতো এবার দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তার লেনের নতুন নামকরণ করা হচ্ছে বলে মনে করা হয়।

    আরও পড়ুন: জলে ভাসল দেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত, দেখুন ছবি

    উল্লেখ্য, নৌবাহিনী গত সপ্তাহে দেশের প্রথম তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত (INS Vikrant) লঞ্চের সময় তার পতাকা পরিবর্তন করেছে। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের রেস কোর্স রোড (Race Course Road)  নাম পরিবর্তন করে রাখা হয়েছে লোক ‘কল্যাণ মার্গ’ (Lok Kalyan Marg )।

    সূত্রের খবর অনুযায়ী, ৭ সেপ্টেম্বর এনডিএমসির তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। আর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানা গিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি (Modi)।

    ‘রাজপথ’-কে দিল্লির সবচেয়ে জনপ্রিয় রাস্তা হিসেবে মনে করা হয়। নতুন করে এই রাস্তাকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। লাল গ্র্যানাইটের এই রাস্তা ১.১ লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে। চারিদিকে রয়েছে সবুজের ছোঁয়া। রাজপথের পাশে রয়েছে ১৩৩ টি লাইটের স্ট্যান্ড। রয়েছে ৪,০৮৭ টি গাছ। বহু বাগানও রয়েছে।

    অন্যদিকে নতুন করে সাজানো হচ্ছে ‘সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ’। প্রায় ২০ মাস ধরে একে নতুন করে সাজানোর কাজ করা হচ্ছিল। এর ফলে জনসাধারণের জন্য বন্ধ ছিল রাজধানীর রাজপথ। চলতি সপ্তাহের শেষের দিকেই আবারও রাস্তাটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গেছে। সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউকে ডেডিকেটেড ভেন্ডিং জোন দিয়ে নতুন করে সাজানো হয়েছে। সেখানে আইসক্রিমের পাশাপাশি ১৬টি রাজ্যের খাবার পাওয়া যাবে। আবার ১০০০-এরও বেশি গাড়ির জন্য পাবলিক সুবিধা থাকবে এবং পার্কিংয়ের জন্য নতুন ব্লকের ব্যবস্থাও করা হয়েছে।

  • QRSAM: পরীক্ষা সফল! সেনায় অন্তর্ভুক্তির জন্য তৈরি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল

    QRSAM: পরীক্ষা সফল! সেনায় অন্তর্ভুক্তির জন্য তৈরি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তে চিন (China) ও পাকিস্তানের (Pakistan) সঙ্গে বৈরিতা লেগেই আছে। তাই শত্রুপক্ষের মোকাবিলায় ক্রমশ নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। বিদেশি তৈরি মিশাইল বা যুদ্ধাস্ত্র নয়, দেশে তৈরি আধুনিক সমরাস্ত্রের উপরই ভরসা রাখছে সেনা। সেই মতো চলছে পরীক্ষা। একের পর এক সফল পরীক্ষা চালাচ্ছে ডিআরডিও (DRDO)। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে তাই এয়ার মিসাইলের শক্তি পরীক্ষা শুরু করেছে ডিআরডিও। বৃহস্পতিবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে মাঝারি পাল্লার কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের (QRSAM) পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ডিআরডিও। দুরন্ত গতির এই এয়ার মিসাইল ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায়। যে কোনও নিশানায় অতি দ্রুত লক্ষ্যভেদ করতে পারে এই মিসাইল।

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা যতটা তার চেয়েও বেশি দূরে ছুটে গিয়ে যে কোনও লক্ষ্যবস্তুর উপর আঘাতহানতে পারে। এই মিসাইল সিস্টেমে রয়েছে (QRSAM) অ্যাকটিভ ইলেকট্রনিকালি-স্ক্যানড অ্যারে মাল্টিফাংশনাল রাডার সিস্টেম। এর ফলে বহুদূর থেকেও শত্রুসেনার এয়ারক্রাফ্টের সন্ধান পাওয়া যায়। দিনে ও রাতে য কোনও সময় এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতেও এই ক্ষেপণাস্ত্র কাজ করতে সক্ষম।

    আরও পড়ুন: ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    ডিআরডিওর তরফে জানানো হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রে রয়েছে স্বয়ংক্রিয় কম্যান্ড ও কন্ট্রোল সিস্টেম, মাল্টি  ফাংশনালরাডার ও সার্ভিল্যান্স। এই মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপে অনেক আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে। এই মিসাইলের গতি বাড়ানোর জন্য সলিড ফুয়েল ডাকটেড র‍্যামজেট (এসএফডিআর) টেকনোলজির প্রয়োগ করা হয়েছে। এই পরীক্ষায় দেখা গিয়েছে কোনওরকম যান্ত্রিক ত্রুটি ছাড়াই এই মিসাইল তীরের বেগে উড়ে গিয়ে নিশানায় আঘাত করেছে। প্রতিরক্ষা বিশষজ্ঞদের মতো,  কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা প্রধানমন্ত্রী মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের এক বড় সাফল্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share