Blog

  • India Fuel Exports: পেট্রল-ডিজেলে কর ছাড় কেন্দ্রের, দাম কমবে কি?  

    India Fuel Exports: পেট্রল-ডিজেলে কর ছাড় কেন্দ্রের, দাম কমবে কি?  

    মাধ্যম নিউজ ডেস্ক: পেট্রল (Petrol), ডিজেলে (Diesel) কর ছাড়ের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Govt)। তেল উৎপাদনকারী সংস্থা এবং তেল শোধনকারী সংস্থাগুলির ওপর থেকেও উইন্ডফল করের বোঝা কমানো হয়েছে। পাশাপাশি, কমানো হয়েছে রফতানি শুল্কও। 

    এতে অবশ্য সরাসরি লাভবান হবে না আমজনতা। তবে ভারত সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছে দেশের বৃহত্তম পেট্রোলিয়াম পণ্য রফতানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওএনজিসির (ONGC) মতো সরকারি তেল সংস্থাগুলি।

    বিশ্বব্যাপী কমেছে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম। তার প্রেক্ষিতেই পেট্রোলিয়াম পণ্য রফতানির বাড়তি লাভের ওপর কর (Windfall Tax) ছাঁটল সরকার। প্রসঙ্গত, কিছু দিন আগেই ডিজেল, পেট্রল এবং বিমান জ্বালানি রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স আরোপ করেছিল কেন্দ্র। আর্থিক বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে আমজনতা সরাসরি লাভবান না হলেও, বিমান জ্বালানির দাম কিছুটা কমতে পারে।

    আরও পড়ুন : পেট্রল-ডিজেলে ভর্তুকি দেবে কেন্দ্রই, দাবি অর্থমন্ত্রীর

    জানা গিয়েছে, সরকার প্রতি লিটার পেট্রলে ৬ টাকা করে রফতানি কর কমিয়েছে। ডিজেল এবং বিমান জ্বালানিতে উইন্ডফল কর কমানো হয়েছে লিটার প্রতি দু’টাকা হারে। আগে দেশে উৎপাদিত প্রতি টন অপরিশোধিত তেলের জন্য কর নেওয়া হত ২৩ হাজার ২৫০ টাকা করে। সরকারের নয়া ঘোষণায় লিটার প্রতি তা কমে হচ্ছে ১৭ হাজার টাকা। শুধু তাই নয়, বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রে রফতানি শুল্কে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ২০ জুলাই থেকেই কার্যকর করা হবে নয়া দর। প্রসঙ্গত, দেশীয় বাজারে জ্বালানির জোগান কমে যাওয়ায় রফতানিতে কর বসানোর কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

    আরও পড়ুন : উন্নয়নে ৮০% বরাদ্দ ছাঁটাই, রোজের খরচে কোপ ৫০%, নবান্নের হেঁসেল আর চলছে না

    সরকারের তরফে জারি করা নির্দেশিকায় এও জানানো হয়েছে, স্পেশাল ইকনমিক জোন থেকে কোনও পণ্য রফতানি করলে সে ক্ষেত্রে আবগারি বিভাগ থেকে ছাড় দেওয়া হবে। তবে কোন পণ্য রফতানি করলে কত ছাড় মিলবে, সে সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি সরকারের তরফে।

     

  • Viral video: অ্যানাকোন্ডা বনাম অ্যালিগেটরের লড়াই! ভাইরাল ভিডিও, কে জিতল?

    Viral video: অ্যানাকোন্ডা বনাম অ্যালিগেটরের লড়াই! ভাইরাল ভিডিও, কে জিতল?

    মাধ্যম নিউজ ডেস্ক:  কুমিরের এক প্রজাতি একটি বড় অ্যালিগেটরকে (Alligator) পেঁচিয়ে ধরেছে বিরাট গ্রিন অ্যানাকোন্ডা (Anaconda)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে এমন একটা ভিডিও। যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। টানটান উত্তেজনা। চুপ করে বসে থাকতে হচ্ছে শেষে কী হবে তা দেখার জন্য। এই কুমিরটি আসলে একটি ‘কেম্যান’, যা ব্রাজিলে অ্যালিগেটরের আর এক প্রজাতি। অস্তিত্বের জন্য কীভাবে ওই দুই সরীসৃপ সংগ্রাম করে যাচ্ছে, তা ধরে পড়েছে সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে।

    আরও পড়ুন: কলম্বোয় আক্রান্ত দূতাবাস আধিকারিক, অ্যাডভাইজরি জারি ভারতীয় হাই কমিশনের

    ভাইরাল এই ফুটেজে দেখা যায়, প্রথম থেকেই কুমিরটিকে পেঁচিয়ে ধরেছে ওই ভয়ঙ্কর অ্যানাকোন্ডা। কোনও ভাবে কুমিরটিকে এক ফোঁটাও জায়গা ছেড়ে দিতে রাজি নয় সে! ভয় দেখানোর জন্য নিজের বিরাট হাঁ-মুখ দেখায় অ্যালিগেটর। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি।

    [insta]https://www.instagram.com/reel/CgBLp2CKjzZ/?utm_source=ig_web_copy_link[/insta]

    মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বাসিন্দা কিম সুলিভান গত বছর সেপ্টেম্বর মাসে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছিলেন। ইনস্টাগ্রামে আফ্রিকান ওয়াইল্ড লাইফ নামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, “না, এটা একটা পাইথনও নয়। আবার একটা বোয়া কনস্ট্রিক্টরও নয়। তাদের সবার থেকে বড় এটি: দ্য অ্যানাকোন্ডা।”

    আরও পড়ুন: জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, উদ্ধারে এগিয়ে এল হাতি

    ৫৫০ পাউন্ডের একটি সাপ এবং একটি কুমিরের মধ্যে নাছোড় লড়াই দেখে ইন্টারনেটের বাসিন্দারা এক প্রকার অবাক হয়ে গিয়েছেন। কৌতূহল থেকেই একজন প্রশ্ন করে বসেছেন, “লড়াইতে শেষ পর্যন্ত জিতল কে?” আর একজন যোগ করেছেন, “শেষ পর্যন্ত দুজনেই বিধ্বস্ত হয়ে পড়ে। অ্যানকোন্ডাও শেষমেশ কুমিরটিকে বাগে আনতে না পেরে এলাকা ছেড়ে চলে যান। কুমিরটিও ক্লান্ত হয়ে পড়েছিল কারণ তাকে এমন ভাবে ওই ভয়ঙ্কর সাপটি জাপ্টে ধরেছিল যে সে তার ধকল নিতে পারছিল না।”

  • National Herald: রাহুলের হাজিরাকে কেন্দ্র করে নয়া ছক কংগ্রেসের? সোনিয়াকে সময় দিল ইডি

    National Herald: রাহুলের হাজিরাকে কেন্দ্র করে নয়া ছক কংগ্রেসের? সোনিয়াকে সময় দিল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Corruption Case) কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)। করোনা আক্রান্ত হওয়ায় তিন সপ্তাহের সময় চেয়ে নিয়েছিলেন নেত্রী। সোনিয়াকে তিন সপ্তাহের সময় দিতে রাজি হয়েছে তদন্তকারী সংস্থা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোনিয়াকে নতুন সমন পাঠাবে ইডি।   

    আরও পড়ুন: সোনিয়ার আরোগ্য কামনা মোদির, এবার করোনা আক্রান্ত প্রিয়ঙ্কাও

    গত ২ জুন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর করোনা ধরা পড়ে। সেইমতো তিনি ইডি কর্তৃপক্ষের কাছে সুস্থ হওয়ার জন্যে তিন সপ্তাহের সময় চেয়ে নেন। কারণ চিকিৎসকরা এখনও তাঁকে ঘরের বাইরে বেরোনোর অনুমতি দেননি।

    আরও পড়ুন: হেরাল্ড কাণ্ডে তলব ইডির, আর কী কী মামলা রাহুলের বিরুদ্ধে?

    এদিকে আগামী ১৩ জুন, সোমবার ওই একই মামলায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা তাঁর পুত্র রাহুল গান্ধীর। গত সোমবারই ইডির দফতরে যাওয়ার কথা ছিল জুনিয়র গান্ধীর। কিন্তু সেই সময় তিনি বিদেশ সফরে থাকায় হাজিরার জন্যে কিছুটা সময় চেয়ে নেন। তাঁকে এক সপ্তাহের সময় দেয় ইডি।

    শোনা যাচ্ছে রাহুলের এই হাজিরাকে হাতিয়ার করে দিল্লির রাস্তায় সরকার-বিরোধী প্রতিবাদের ঝড় তুলতে পারে কংগ্রেস (Congress)। ওই দিন রাহুলের সঙ্গে কংগ্রেসের প্রথম সারির নেতা, লোকসভা ও রাজ্যসভার সাংসদরা মিছিল করে ইডি-র দফতরে যাবেন। কংগ্রেসের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে মোদি (Modi) সরকার। আর এরই প্রতিবাদে মিছিল করবে কংগ্রেস। এমনকি আগামী অধিবেশনে বিষয়টি নিয়ে সংসদে সরব হওয়ার পরিকল্পনাও করেছে কংগ্রেস।  

    আরও পড়ুন: ইডি দফতরে হাজিরার আগেই করোনা পজিটিভ সোনিয়া

    ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় রাহুল-সোনিয়াকে নোটিস পাঠিয়েছে এই তদন্তকারী সংস্থা। ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থা অভিযোগ করে যে, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটির পরিচালন সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের ক্ষমতা হস্তান্তরের সময় আর্থিক নয়ছয় হয়েছে।

     

  • Covid 19: স্বাধীনতা দিবসের উৎসবে ভিড় এড়িয়ে চলুন, সতর্ক করল কেন্দ্র

    Covid 19: স্বাধীনতা দিবসের উৎসবে ভিড় এড়িয়ে চলুন, সতর্ক করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক:  সামনেই স্বাধীনতা দিবস (Independence Day)। ৭৫তম স্বাধীনতা দিবসের আনন্দে সামিল হবে গোটা দেশ। কিন্তু তার আগেই গোটা দেশকে কোভিড (Covid 19) নিয়ে সাবধান করল কেন্দ্র। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যাতে কোনওভাবেই একসঙ্গে বেশি মানুষ একত্রিত (Gathering) না হন, সেদিকে রাজ্যগুলিকে খেয়াল রাখার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। দেশে করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্য়ে জনবহুল জায়গায় যাতে কেউ না যান, সেই অনুরোধও জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। স্বাধীনতা দিবসের আনন্দ যাতে কোনওভাবেই করোনা সংক্রমণকে প্রভাবিত না করে সে দিকে নজর রাখার কথা বলা হয়েছে। সেই সঙ্গে কোভিড নিয়ম বিধিও প্রত্য়েককে মানতে হবে বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।  

    আরও পড়ুন: কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পর বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে কর্বেভ্যাক্সও, অনুমোদন কেন্দ্রের    

     

    দিল্লিতে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। সম্প্রতি ওমিক্রনের BA 2.75 ভ্যারিয়েন্টের খোঁজ মেলে রাজধানীতে। দিল্লিতে যে ব্যক্তির শরীরে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের খোঁজ মেলে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমিক্রনের আগের ভ্যারিয়েন্টের তুলনায় BA 2.75 ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এই নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। 

    আরও পড়ুন: ভয় ধরাচ্ছে করোনা, দেশে একদিনে আক্রান্ত ১৬,০৪৭ জন, মৃত্যু ৫৪ জনের

    দিল্লিতে (Delhi) ফের মাস্ক পরাকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। মাস্ক না পরে কেউ জনবহুল জায়গায় গেলে, ৫০০ টাকা জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়েছে দিল্লি সরকারের তরফে। দিল্লির পাশপাশি কর্ণাটকেও কোভিড সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। করোনা নিয়ে কেন্দ্রের তরফে দক্ষিণের রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে।  

  • Mother-Daughter Pilot: স্বপ্নের উড়ান, একই ফ্লাইটে পাইলটের ভূমিকায় মা ও মেয়ে

    Mother-Daughter Pilot: স্বপ্নের উড়ান, একই ফ্লাইটে পাইলটের ভূমিকায় মা ও মেয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: মা-মেয়ে (Mother-Daughter) ওড়াচ্ছেন একই বিমান। এ যেন এক স্বপ্নের উড়ান (Pilot)। তবে বাস্তবেই ঘটেছে এমনটা। মা-মেয়েকে একই বিমানের ককপিটে দেখে আবেগে গা ভাসিয়েছেন নেট নাগরিকরাও।  

    সাউথ ওয়েস্ট এয়ারলাইনের বিমান ওড়ার জন্য দাঁড়িয়ে রয়েছে রানওয়েতে। হঠাতই মাইকে এক ঘোষণা। “যাত্রীদের জন্য অপেক্ষা করছে বিরাট চমক”। ঘোষণা শুনে অনেক প্রশ্ন মনে নিয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলেন যাত্রীরা। এমন সময় ককপিটের দরজা খুলে বেরিয়ে এলেন ক্যাপ্টেন হোলি পেটিট (Captain Holly Petitt) এবং ফার্স্ট অফিসার কিলি পেটিট (First Office Keely Petitt)। কেন পাইলট এবং কোপাইলট ককপিট থেকে বেরিয়ে এলেন, যাত্রীরা প্রথমে সেটা বুঝতে পারেননি। ক্যাপ্টেন হোলি পেটিট জানান, তাঁর পাশে যে দাঁড়িয়ে রয়েছে, তাঁর মেয়ে। আজ তারা যাত্রীদের ডেনভের থেকে সেন্ট লুইস নিয়ে যাবেন। 

    আরও পড়ুন: ১৩টি বিয়ে করলেন অন্ধ্রপ্রদেশের যুবক! এরপর যা হল…

    সাউথ ওয়েস্ট এয়ারলাইনের কর্মী ক্যাপ্টেন হোলি পেটিট (মা) এবং ফার্স্ট অফিসার কিলি পেটিট (মেয়ে) ২৩ জুলাই একই সঙ্গে ওড়ালেন একই বিমান। সাউথ ওয়েস্ট এয়ারলাইনের প্রথম মা মেয়ে পাইলট জুড়ি তাঁরা। সাউথ ওয়েস্ট এয়ারলাইন, পাইলট মা-মেয়ের একটা ভিডিও পোস্ট করে জানিয়েছেন ডেনভার থেকে সেন্ট লুইস পর্যন্ত বিমান ৩৬৫৮ কিলোমিটার উড়িয়ে নিয়ে যাবেন এই মা-মেয়ের জুটি। ক্যাপ্টেন হোলি, তাঁর মেয়ে কিলিকে পরিচয় করিয়ে দেন বিমানের যাত্রীদের সঙ্গে।    

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Southwest Airlines (@southwestair)

    ভিডিওতে দেখা যাচ্ছে, মা মেয়ে তাঁদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, “আপনারাই সাউথ ওয়েস্ট এয়ারলাইনের প্রথম মা মেয়ের পাইলট জুটি।”   

    ক্যাপ্টেন হোলি ভিডিওতে বিমান যাত্রীদের উদ্দেশে বলেন, “আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। সাউথ ওয়েস্ট এয়ারলাইন টিমের নতুন সদস্য, আপনাদের বিমানের ফার্স্ট অফিসার আমার মেয়ে কিলি।” 

    আরও পড়ুন: অ্যানাকোন্ডা বনাম অ্যালিগেটরের লড়াই! ভাইরাল ভিডিও, কে জিতল?

    ভিডিওতে মা মেয়েকে দেখা যাচ্ছে তাঁরা একসঙ্গে পাইলটের পোশাক পরছেন, বিমান ওড়ানোর জন্য তৈরি হচ্ছেনও একসঙ্গে। এই ভিডিও দেখে আবেগে ভেসেছেন নেট নাগরিকরা। 

    ক্যাপ্টেন হোলি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন। তিনি পাইলট হতে চেয়েছিলেন। যখন কিলির বয়স ২ বছর, তখন হোলি পাইলটের ট্রেনিং নেন। তাঁর আরও দুই সন্তান রয়েছে। ১৮ বছর ধরে বিমান ওড়াচ্ছেন তিনি।  

    কিলির বয়স যখন ১৪ বছর, তখনই এই পেশার প্রেমে পড়েন তিনি। ২০১৭ সালে সাউথ ওয়েস্ট এয়ারলাইনে ইন্টার্নশিপ করেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 

    কিলি বলেন, “সাউথ ওয়েস্ট এয়ারলাইনই স্বপ্ন ছিল। আর কোনও দিকেই তাকায়নি আমি।” 

     

     

     

     

     

  • Hindu Rituals: ঘরের সামনে ঝুলছে লেবু লঙ্কা! আছে আশ্চর্য এক বৈজ্ঞানিক ব্যাখ্যা

    Hindu Rituals: ঘরের সামনে ঝুলছে লেবু লঙ্কা! আছে আশ্চর্য এক বৈজ্ঞানিক ব্যাখ্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমান সমাজে লেবু-লঙ্কা ঝোলানো কে নিছক কুসংস্কার বলে চালিয়ে দেয় অনেকেই। কোনওদিন আমরা জানতে চাইনা যে, কেন এই রীতি ছিল বহু বছর আগে থেকে? চলুন জেনে নেওয়া যাক—

    ভারতীয় সংস্কৃতির প্রচলিত বিশ্বাস যে বাড়িতে প্রবেশের পথে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখলে ভাল হয়। দীর্ঘদিন ধরেই সারা দেশ জুড়ে এই প্রথা চলে আসছে। এগুলি আমাদের বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশে ও ইতিবাচক প্রভাবকে ত্বরান্বিত করতে প্রভাবশালী উপাদান হিসেবে চিহ্নিত করা হয়। 

    বলা হয় যে, অশুভ শক্তি, অন্যের কুদৃষ্টি দূরে রাখতে লেবু-লঙ্কার তুলনা হয় না। কিন্তু এর নেপথ্যেও যে বৈজ্ঞানিক ও বাস্তুশাস্ত্রসম্মত কারণ রয়েছে, যে কারণে এটি ঘর ও দোকানের বাইরে টাঙানো হয়, তা হয় তো অনেকেই জানেন না। 

    বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে স্বীকার করতেই হয় যে, লেবু-লঙ্কা অত্যন্ত উপকারী, কেন না লেবু স্বভাবগুণে টক এবং লঙ্কা খুবই তিক্ত, লেবুর টক এবং লঙ্কার তীব্রতার মিশ্রিত সুগন্ধ মাছি বা অন্যান্য কীটপতঙ্গ প্রতিরোধে সহায়তা করে। 

    আরও পড়ুন: শঙ্খ তিনবার বাজানো হয়, কেন জানেন? কী বলা হয়েছে শাস্ত্রে?

    তাই দরজার বাইরে লেবু-লঙ্কা টাঙিয়ে রাখলে তা মশা এবং অনেক পতঙ্গকেই আমাদের ঘরে প্রবেশ করতে না দিয়ে আমাদের অসুস্থ হওয়া থেকে রক্ষা করে এবং সুস্বাস্থ্য বজায় রাখে। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে লেবু এবং লঙ্কা ঝুলিয়ে রাখলে তা মানুষকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে। 

    এও বিশ্বাস করা হয় যে লেবুর টক স্বাদ এবং লঙ্কার তীব্র স্বাদ দুষ্ট মানুষের দৃষ্টির ঘনত্বকে ব্যাহত করে। আসলে, আমরা যখন লঙ্কা, লেবুর মতো জিনিস দেখি, তখন এগুলি আমাদের মনের মধ্যে স্বাদ অনুভব করাতে শুরু করে, যার কারণে দুষ্ট মনোভাবসম্পন্ন মানুষ দীর্ঘক্ষণ এ জাতীয় কোনও বিষয়বস্তুর দিকে তীক্ষ্ণ নজর দিতে পারে না এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে তাদের মনোযোগ সরিয়ে নিতে বাধ্য হয়।

    আরও পড়ুন: সন্ধ্যা দেওয়া হয় কেন? এর ঐতিহ্য, বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী?

    বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে লেবু গাছ থাকে সেখানে নেতিবাচক শক্তি বিরাজ করতে পারে না। এর প্রভাবে আমাদের ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। লেবু এবং লঙ্কার মধ্যে এমন কীটনাশক গুণ রয়েছে, যা আমাদের বাড়ির আশেপাশে ঝুলিয়ে রাখলে পরিবেশ বিশুদ্ধ রাখে। 

    বাস্তুশাস্ত্র অনুযায়ী এমনটা মনে করা হয় যে, লেবু চারপাশে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং পরিবেশে ইতিবাচক শক্তি সঞ্চারিত করতে সহায়তা করে। আমরা এখনও অনেক কিছু কুসংস্কার বলে মনে করি তা সঠিক ভাবে গণনা করলে হয়ত দেখা যাবে তার মধ্যে অনেক কিছু অজানা তথ্য, গুণ লুকিয়ে আছে।

  • Viswanathan Anand: ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নরওয়ে প্রতিযোগিতার শীর্ষে বিশ্বনাথন আনন্দ

    Viswanathan Anand: ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নরওয়ে প্রতিযোগিতার শীর্ষে বিশ্বনাথন আনন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: নরওয়ে দাবা টুর্নামেন্টে (Norway Chess tournament) ক্লাসিক্যাল বিভাগের পঞ্চম রাউন্ডে ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে শীর্ষস্থানে উঠে এলেন ভারতীয় কিংবদন্তি দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।

    বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দাবাপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে এক  উত্তেজনার সৃষ্টি হয়েছিল।  ক্লাসিক্যাল বিভাগের আগে  ব্লিটজ ইভেন্টে (Blitz event) নরওয়েজিয়ান সুপারস্টারকে পরাজিত করেন আনন্দ এবং ম্যাচে ৪০-এ ড্র হওয়ার পর আর্মাগেডনে জয়লাভ করেন তিনি। “সাডেন ডেথ” চলাকালীন ৫০ তম চালে নিজের জয় সুনিশ্চিত করেন ৫২ বছর বয়সী আনন্দ। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি। মাত্র ০.৫ পয়েন্টেই পিছিয়ে রয়েছেন কার্লসেন। তবে প্রতিযোগিতায় এখনও আরও ৪টি গেম বাকি।

    আরও পড়ুন: ডাচ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে অনলাইন দাবা প্রতিযোগিতার ফাইনালে ভারতের ‘বিস্ময় বালক’ প্রজ্ঞানন্দ

    আনন্দ চতুর্থ রাউন্ডে প্রবেশ করার আগে ফ্রান্সের ম্যাক্সিমে ভাচিয়ার-লাগ্রাভ ( Maxime Vachier-Lagrave), বুলগেরিয়ার ভেসেলিন টোপালভ (Veselin Topalov) এবং চিনের হাও ওয়াং (Hao Wang)-কে পরাজিত করেছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ডে  আমেরিকার ওয়েসলির (Wesley) সামনে ধাক্কা খেতে হয়। তারপর সোমবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ফের জয় ছিনিয়ে নিলেন আনন্দ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেও, কার্লসেন ৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। শাখরিয়ার মামেদিয়ারভ (Shakhriyar Mamedyarov) (আজারবাইজান) ৮.৫ পয়েন্টের সাথে তৃতীয় স্থানে রয়েছেন, যিনি আগে ব্লিটজ বিভাগে জয়লাভ করেছিলেন।

    আরও পড়ুন: ‘পাহাড়ি’ পিয়ালীর জন্য পথে চন্দননগর

    অন্যান্য ম্যাচে ভাশিয়ার-লাগ্রাভ হারান ভেসেলিন টোপালভকে। পঞ্চম রাউন্ডে অনীশ গিরি (নেদারল্যান্ডস) তৈমুর রাদজাবভ( Teimour Radjabov)-কে (আজারবাইজান)হারান ও নরওয়ের আরিয়ান তারি, হাও ওয়াংয়ের বিরুদ্ধে জয়লাভ করেন। নরওয়ে দাবা টুর্নামেন্টের ক্লাসিক্যাল খেলায় ড্র আসায় খেলোয়াড়রা আর্মাগেডনে ‘সাডেন ডেথে’ অংশ নিয়েছে।

  • Horoscope Today, 07 June 2022: আজ ব্যবসায় লাভ হতে পারে কোন কোন রাশির, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 07 June 2022: আজ ব্যবসায় লাভ হতে পারে কোন কোন রাশির, দেখুন আজকের রাশিফল

    মেষ: ভাল কাজ করেও বদনাম জুটতে পারে। মানসিক অশান্তি বাড়তে পারে। আজ মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। চাকরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটার সম্ভাবনা। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকতে পারে। শরীরের সমস্যা হতে পারে। স্বাস্থ্য দুর্বল হতে পারে।

    বৃষ: আজকের দিনটি খুব শুভ হওয়ার সম্ভাবনা। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হতে পারে। চাকরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ভাই বা বোনের সঙ্গে সমস্যা বাড়তে পারে। সংসারে কোনও কারণে বিবাদ বাধতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

    মিথুন: চাকরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। ব্যবসায়ীদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কারণে সম্মানহানি হতে পারে। মনের মতো কারও সঙ্গে দিন কাটাতে পারবেন। কোনও আইনি কাজের জন্য খরচ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকার সম্ভাবনা। পরিবারের সাপোর্ট পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ থাকতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটার সম্ভাবনা। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

    কর্কট: চাকরিজীবীদের আজকের দিনটি মোটামুটি কাটতে পারে। ব্যবসায়ীদের আজ দৌড়াদৌড়ি করতে হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি ভাল নয়। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে। মনের কোনও আশা পূর্ণ হতে বাধার আশঙ্কা। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকার সম্ভাবনা। বাবা-মায়ের সমর্থন পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। পেটের সমস্যা হতে পারে।

    সিংহ: পড়াশোনায় আজ সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের আজকের দিনটি অনুকূল নয়। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা আরও বাড়তে পারে। আর্থিক চাপ বৃদ্ধির আশঙ্কা। অর্থের অভাবে আপনার কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। কোনও কাজের জন্য কষ্ট পেতে পারেন। জীবনসঙ্গীর সমর্থন পেতে পারেন। অসৎ লোকদের থেকে সাবধান থাকুন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। 

    কন্যা: চাকরিজীবীদের আজকের দিনটি মোটামুটি যেতে পারে। ব্যবসায়ীরা আজ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। বিদেশ ভ্রমণের ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার প্রবল সম্ভাবনা। আয় বৃদ্ধি পেতে পারে এবং শীঘ্রই আর্থিক সমস্যা দূর হতে পারে। প্রেমের ব্যাপারে আশাভঙ্গ হতে পারে। সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়াতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    তুলা: চাকরিজীবীদের আজ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ লাভের মুখ দেখতে বেশি পরিশ্রম করতে হতে পারে। গাড়ি বা অন্য আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। কোনও মূল্যবান জিনিস কেনার জন্য আজকের দিনটি উপযুক্ত। প্রিয়জনের কাছে থেকে আঘাত পেতে পারেন। কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা। পেটের সমস্যা বাড়তে পারে। 

    বৃশ্চিক: আজ চাকরিজীবীদের দিনটি মোটামুটি কাটতে পারে। ব্যবসায়ীরা স্বস্তি পেতে পারেন। ব্যবসায় উন্নতি হতে পারে, পাশাপাশি আপনার কাজেও গতি আসতে পারে। পেটের সমস্যায় খাবারে অনীহা দেখা দেবে। সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। ভ্রমণে বাধা আসতে পারে। আজ একটু বেশি ব্যয় হতে পারে। সন্তানের জন্য চিন্তা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

    ধনু: চাকরিজীবীদের ওপর কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটার সম্ভাবনা। আজ কোনও শুভ যোগাযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য বাড়তে পারে। স্বাস্থ্য ভাল না থাকার সম্ভাবনা। মানসিক এবং শারীরিকভাবে ক্লান্তিবোধ করতে পারেন। মাথায় আঘাত লাগার আশঙ্কা। 

    মকর: চাকরিজীবীদের আজকের দিনটি ভালো কাটতে পারে। আমদানি-রফতানি ব্যবসায়ীদের দিনটি ভাল যেতে পারে। ব্যবসা বা কাজের ক্ষেত্রে নতুন দিশা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ ইচ্ছুকদের সামনে বাধা আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। সঙ্গীর বিষয়ে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা। 

    কুম্ভ: আজ চাকরিজীবীদের কাজের চাপ বাড়তে পারে। আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। সম্পর্কের বিষয়ে চাপ বাড়তে পারে। পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। দুর্ঘটনা বা ক্ষতিকারক কোনও ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    মীন: যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভাল সুযোগ পেতে পারেন। ছোটো ব্যবসায়ীরা আজ তাঁদের পরিকল্পনা এগিয়ে যেতে পারেন। লেখকদের জন্য ভাল কিছু ঘটতে পারে। নিজের জন্য খরচ বাড়তে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকার সম্ভাবনা। বিশেষ উপহার পেতে পারেন। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।

  • India Drone Hub: অদূর ভবিষ্যতে ড্রোন উৎপাদনের হাব হবে ভারত, আশা ডিআরডিও প্রধানের

    India Drone Hub: অদূর ভবিষ্যতে ড্রোন উৎপাদনের হাব হবে ভারত, আশা ডিআরডিও প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আধুনিক প্রযুক্তিতে সহজ হয়েছে জীবনযাত্রা। কম খরচে দ্রুত কাজ সম্পন্ন করতে অত্যাধুনিক যন্ত্রপাতির জুড়ি মেলা ভার। এই আধুনিক প্রযুক্তিরই অন্যতম উদ্ভাবন হল ড্রোন। সারা বিশ্বের কাছে ড্রোন উৎপাদনের প্রাণকেন্দ্র (drone manufacturing hub) হয়ে উঠবে ভারত। সম্প্রতি বেঙ্গালুরুর অ্যারে ইনোভেশন অ্যান্ড স্কিল সেন্টারে এক সেমিনারে এই দাবি করলেন ডিআরডিও-র (DRDO) চেয়ারম্যান সতীশ রেড্ডি (Satheesh Reddy)। তিনি বলেন, আকাশপথে নজরদারি থেকে শুরু করে ওষুধ বা গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহের ক্ষেত্রে আধুনিক ড্রোন বিশেষ সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) দেশীয় প্রযুক্তির উপর জোর দিয়েছেন বরাবর। তিনি বিদেশ থেকে আমদানির বদলে দেশে তৈরি জিনিস রফতানির কথা বলেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলছে ডিআরডিও। 

    আরও পড়ুন: স্ত্রী কোনও এটিএম মেশিন নয়! বিচ্ছেদের মামলায় পর্যবেক্ষণ কর্নাটক হাইকোর্টের

    সম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন যে, আগামী ২০২৬ সালের মধ্যে ড্রোন শিল্পের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা আয় হবে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার কথাও বলেন সতীশ। ডিআরডিও চেয়ারম্যান জানান, ভারতে সামরিক এবং অসামরিক বিভিন্ন কাজের জন্য নানা ধরনের ড্রোন তৈরি হচ্ছে। জোর দেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির উপর। তিনি জানান, দেশে মূলত পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ড্রোন রয়েছে। ন্যানো ড্রোন (২৫০ গ্রামের কম বা সমান); মাইক্রো ড্রোন (২৫০ গ্রামের বেশি এবং ২ কেজির কম বা সমান); ছোট আকারের ড্রোন (২ কেজির বেশি এবং ২৫ কেজির কম বা সমান); মাঝারি আকারের ড্রোন (২৫ কেজির বেশি এবং ১৫০ কেজির কম বা সমান) এবং বড় আকারের ড্রোন (১৫০ কেজির বেশি)।

    ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত এবং আধুনিক করার চেষ্টা চলছে। কৃষি, শিল্প, প্রতিরক্ষা, ডেলিভারি, গবেষণা, বিজ্ঞানের কাজে এখন সবসময় ড্রোন ব্যবহৃত হচ্ছে। সেই ক্ষেত্রগুলিতে বেশ কিছু ভারতীয় সংস্থা কাজ করছে। তারা ভালই ড্রোন বানাচ্ছে বলে জানান ডিআরডিও প্রধান। 

  • WhatsApp Malware File: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    WhatsApp Malware File: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) বর্তমানে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। মেটা মালিকাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি নিরাপত্তাও দিয়ে থাকে। হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধাও রয়েছে। যাতে ব্যবহারকারীরা কোনও সমস্যা ছাড়াই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

    কিন্তু এবার এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মকেই ব্যবহার করে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র গোপন তথ্য হাতানোর জন্য কিছু ক্ষতিকারক বা ম্যালিসিয়াস সফ্টওয়ার সংক্ষেপে ম্যালওয়ার ফাইল ট্রান্সফার করা হচ্ছে। লক্ষ্য, প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনার ক্ষতি করা। বিষয়টি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

    আরও পড়ুন: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

    সূত্রের খবর, একটি সন্দেহজনক নম্বর থেকে ‘CSO_SO on Deputation DRDO. apk’  নামে ম্যালওয়ার ফাইলটি হোয়াটসঅ্যাপে শেয়ার করা হচ্ছে। এটি একটি ডিআরডিও-এর নামে ভুয়ো ফাইল, যেটি ডিআরডিও-তে ভর্তির আবেদনপত্র। গত ২৬ মে ডিআরডিও-র তরফে একটি আবেদনপত্র প্রকাশ করা হয়েছিল। এরপর সেটিরই ভুয়ো তৈরি করে হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করা হচ্ছে।

    সূত্রের খবর থেকে জানা গিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ক্ষতি করতে বা ভারতের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্যে এক অভিনব পদ্ধতি ব্যবহার করছে পাকিস্তান। রিপোর্ট অনুযায়ী, যেসব ডিভাইসগুলো এই ম্যালিসিয়াস ফাইলে সংক্রমিত, সেইসব ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা গেছে, এই ক্ষতিকারক ফাইলগুলো ক্লিক করলেই জার্মানির নিউরেমবার্গের কোনও সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। এর ফলেই সেনা ও ডিআরডিও-তে কর্মরত ব্যক্তিদের কোনওরকমের সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

    আরও পড়ুন: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত

    প্রসঙ্গত, কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছিল কারণ হোয়াটসঅ্যাপের মতোই দেখতে এমন কয়েকটি নকল হোয়াটসঅ্যাপ অ্যাপ বাজারে ছেয়ে গেছে। সেগুলি কেউ ইনস্টল করলেই সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। একাধিক ম্যালিশিয়াস অ্যাপগুলো ব্যবহার করলেই মানুষের ফোনে থাকা নানাবিধ গোপনীয়, গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে বলে আশঙ্কা সাইবার বিশেষজ্ঞদের। 

LinkedIn
Share