Blog

  • Horoscope Today, 15 June 2022: আজ নতুন চাকরির সুযোগ এই রাশির জাতকদের, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 15 June 2022: আজ নতুন চাকরির সুযোগ এই রাশির জাতকদের, দেখুন আজকের রাশিফল

    মেষ: আজ অর্থ ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান। আজ কাজের দিকে কোনও প্রকার অনীহা বাড়তে পারে। চাকরিজীবীরা অফিসে সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে।

    বৃষ: আজ বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলুন। হার্টের কোনও সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে বিবাদ বা তর্ক হতে পারে। আজ ব্যবসায় মন্দা বাড়তে পারে। চাকরিজীবীদের দিনটি ভালই কাটবে। 

    মিথুন: আজ গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সম্ভাবনা। স্ত্রীর ব্যাপারে চাপ বৃদ্ধি হতে পারে। ব্যবসা বা কাজের দিকে নতুন দিশার যোগ। বাড়িতে কোনও অশান্তি আজ মিটতে পারে। আপনার আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। আজ দাঁতের কোনও সমস্যা হতে পারে।

    কর্কট: আজ উপহার পেতে পারেন। বাইরের কোনও অচেনা লোকের জন্য বিপদের সম্ভাবনা। অতিরিক্ত খরচ হতে পারে। আইনি কোনও কাজের জন্য বিশেষ আলোচনার যোগ। বিবাহের কথাবার্তা বন্ধ রাখা দরকার। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্যের উন্নতি হবে।

    সিংহ: আজ মানসিক কষ্ট কাটাবার চেষ্টা করুন। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা। ব্যবসায় চাপ আসার যোগ। শরীরে কোনও যন্ত্রণা বৃদ্ধির আশঙ্কা। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। 

    কন্যা: আজ ধর্ম সংক্রান্ত ব্যাপারে ভক্তি বাড়তে পারে। ব্যবসায় মিশ্র ফলের সম্ভাবনা। তর্কে বিপদ বাড়াতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল খবর আসার যোগ। আজ সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে।

    তুলা: আজ অফিসে জটিলতা দেখা দিতে পারে। চাকরিজীবীদের অফিসে আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুন থেকে সাবধান থাকুন। খেলাধূলায় সাফল্য যোগ। বিয়ের ব্যাপারে সুখবর আসার সম্ভাবনা। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। বাড়ির পরিবেশ ভাল থাকবে।

    বৃশ্চিক: আজ পেটের কোনও সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় চাপ বাড়ার সম্ভাবনা। আজ একটু একা থাকতে ভাল লাগতে পারে। জমি, বাড়ি কেনার প্রস্তাব আসার যোগ রয়েছে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটতে চলেছে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। 

    ধনু: আজ সংসারে সুখের খবর আসার সম্ভাবনা। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ। বুদ্ধির ভুলে সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। মশলাদার খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

    মকর: আজ শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। চাকরিজীবীরা শীঘ্রই নতুন কোনও সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগ করার আগে ভাল করে ভাবনা-চিন্তা করুন। তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

    কুম্ভ: আজ একটু ক্রোধ সংবরণ করতে হতে পারে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনার সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধির যোগ। আর্থিক চাপ আসতে পারে। সকালের দিকে কোনও আঘাত লাগার আশঙ্কা। আজ ব্যবসায়ীদের অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে।

    মীন: আজ মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা। ভাল কাজের জন্য অফিসে সুনাম বাড়তে পারে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদের সম্ভাবনা। অতিরিক্ত ভোগের ইচ্ছা খরচ বাড়াতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। সঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে।

  • Russia: জুলাই মাসে রাশিয়া ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী, বলছে রিপোর্ট

    Russia: জুলাই মাসে রাশিয়া ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী (Coal Supplier) হয়ে উঠেছে রাশিয়া (Russia)। জুলাই মাসের রেকর্ড এমনটাই বলছে। জুনের তুলনায় জুলাইয়ে আমদানি এক পঞ্চমাংশ বাড়িয়েছিল ভারত সরকার। ফলস্বরূপ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৬ হাজার টনে। ভারতীয় পরামর্শদাতা কোলমিন্টের দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে।

    আরও পড়ুন: চিনকে রুখতে ভারতের পাশে! নয়া আইন পাশ মার্কিন সংসদে   

    এর আগে রাশিয়া ভারতের ষষ্ঠ বৃহত্তম কয়লা সরবরাহকারী ছিল। ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মোজাম্বিক এবং কোলাম্বিয়ার পর স্থান ছিল রাশিয়ার। মোজাম্বিক এবং কলম্বিয়া বহু দিন ধরেই যৌথভাবে পাঁচ নম্বর অবস্থান করছিল। 

    আরও পড়ুন: বাহিনীর সংখ্যায় টান, ইউক্রেনে ‘ভাড়াটে সেনা’ পাঠাচ্ছে রাশিয়া?

    ভারতের আশা, কেন্দ্রীয় ব্যাঙ্কের সাম্প্রতিক অনুমোদনের কারণে এখন থেকে ভারতীয় মুদ্রায় পণ্যগুলির দাম চোকানো যাবে। ফলে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ক্ষেত্রে অনেক সুবিধা হবে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়া থেকে ভারতের আমদানি প্রায় পাঁচ গুণ বেড়ে ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।  

    আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে নিহত ১৫ হাজার রুশ সেনা, বিস্ফোরক দাবি সিএইএ-র     

    ভারত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক, আমদানিকারক এবং কয়লার ভোক্তা। রাশিয়া থেকে ভারত প্রধানত ইস্পাত তৈরিতে ব্যবহৃত হওয়া কোকিং কয়লা আমদানি করেছে। এছাড়া ভারতের অন্য প্রধান সরবরাহকারী অস্ট্রেলিয়া। সাম্প্রতিক কালে রুশ সরবরাহকারীরা ভারতীয় ক্রেতাদের জন্য প্রচুর ছাড় দিয়েছে। প্রধানত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার আমদানি বহুগুণ বেড়েছে। পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী কোণঠাসা হয়ে যায় পুতিনের দেশ। আর এতেই ভারতের সঙ্গে লেনদেন অনেকটা বেড়ে যায়। 

    আরও পড়ুন: ক্ষণিকের স্বস্তি, খাদ্য শস্য রফতানির বিষয়ে সমঝোতা রাশিয়া-ইউক্রেনের

    জুনের তুলনায় জুলাই মাসে রাশিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা আমদানি ৭০.৩ শতাংশ বেড়েছে। সেখানে কোকিং কয়লা আমদানি দুই-তৃতীয়াংশের বেশি বেড়েছে।   

  • BJP to Rahul Gandhi: কংগ্রেসে কি গণতন্ত্র রয়েছে? পরিবারতন্ত্রই সম্বল, রাহুলকে তোপ বিজেপির

    BJP to Rahul Gandhi: কংগ্রেসে কি গণতন্ত্র রয়েছে? পরিবারতন্ত্রই সম্বল, রাহুলকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে বাঁচাতে কেন্দ্রীয় সংস্থা-প্রতিষ্ঠানগুলিকে অপমান করা বন্ধ করুন, রাহুল গান্ধীর উদ্দেশে কড়া বার্তা বিজেপির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার বিজেপির আমলে দেশে গণতন্ত্র নষ্ট হওয়ার অভিযোগ তোলেন। তারই প্রেক্ষিতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, রাহুল গান্ধী গণতন্ত্রের কথা বলছেন কিন্তু দেশে পরিবারতন্ত্র চালায় কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একদা দেশে ‘ইমার্জেন্সি’ ঘোষণা করে গণতন্ত্রের পরিবেশ নষ্ট করেছিলেন বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

    শুক্রবার সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধী-সহ একাধিক কংগ্রেস সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ আন্দোলনের  ডাক দিয়েছে কংগ্রেস। সাংসদদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল। বিজয় চক পৌঁছনোর আগেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সনিয়া গান্ধীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায়। শুক্রবার পার্লামেন্টের ভেতরে ও বাইরে কংগ্রেস সংসদ সদস্যরা বিক্ষোভ করতে থাকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভের কারণে দিল্লির কয়েকটি সড়কে যান চলাচল বাধা পায়। তাই রাজপথে শান্তি বজায় রাখতে আটক করতে হয় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, শশী তারুর-সহ কংগ্রেস নেতাদের। 

    আরও পড়ুন: মুম্বইয়ে উদ্ধার ৭০০ কেজি নিষিদ্ধ মাদক, গ্রেফতার স্নাতকোত্তর উত্তীর্ণ যুবক সহ ৫

    এদিন রাহুল গান্ধী বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, “আমরা গণতন্ত্রের মৃত্যু দেখছি। সাত দশক ধরে আমরা এক একটা ইট জুড়ে গণতন্ত্র তৈরি করেছিলাম, তা পাঁচ বছরেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের চোখের সামনে গণতন্ত্রকে ভেঙে দেওয়া হচ্ছে। যারাই একনায়কতন্ত্রের চিন্তাধারার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের উপরই নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে এবং মারধর করা হচ্ছে।”

    আরও পড়ুন: জঙ্গিদের গ্রেনেড হামলায় কাশ্মীরে হত পরিযায়ী শ্রমিক, জখম ২

    রাহুল গান্ধীর এই আক্রমণের পাল্টা জবাব দেয় বিজেপিও। বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেন, “২০১৫ সালে ন্যাশনাল হেরাল্ড মামলা জামিন পেয়েছিলেন সনিয়া ও রাহুল গান্ধী। এই মামলা বহু পুরনো, তখন ওনারা অভিযোগ করেননি যে ইডিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিজেরা ধরা পড়ে গিয়েছেন, এই বিষয় থেকে সাধারণের নজর ঘোরাতেই এইসব প্রচেষ্টা করছে কংগ্রেস।”

  • Arpita Mukherjee: মালিক-মালকিন ইডি জালে, সারমেয় বন্দি ‘চিলতে’ ফ্ল্যাটে!

    Arpita Mukherjee: মালিক-মালকিন ইডি জালে, সারমেয় বন্দি ‘চিলতে’ ফ্ল্যাটে!

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬০০ বর্গফুট জায়গা। সেখানেই মিলেমিশে রয়েছে ভিন্ন প্রজাতির ন’টি সারমেয় (Dogs)। এদের মালিক ও মালকিন এখন ইডির (ED) হাতে গ্রেফতার। তাই প্রশিক্ষকরাও (Trainer) আসেন না। বাইরে বেরনো হয় না। কেবল একজন এসে নিয়মিত খাবার দিয়ে যান। অগত্যা চিলতে ঘরেই আপাতত দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সাধের কুকুরকুলের।

    টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ১৮ তলার একটি ঘরেই বাস অ-পার কুকুরগুলির। যে ন’টি কুকুর রয়েছে সেগুলির সবই উন্নত প্রজাতির। স্থানীয়দের বক্তব্য, কুকুরগুলির একটি রটওয়েলার, একটি ইংলিশ বুলডগ, একটি ফ্রেঞ্চ বুলডগ। রয়েছে একটি করে পাগ এবং বিগল প্রজাতির কুকুর। দুটি করে ল্যাব্রাডর ও গোল্ডেন রিট্রিভারও রয়েছে।উন্নত প্রজাতির এই কুকুরগুলির মূল্য চার লক্ষ টাকারও বেশি।

    আরও পড়ুন : টাকা আমার নয়, আমার নয়, আমার নয়, তিন সত্যি পার্থর!

    স্থানীয়রাই জানাচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় যখন ইডির হাতে গ্রেফতার হননি, যখন অর্পিতার ফ্ল্যাটে হদিশ মেলেনি সোনা-টাকার খনির, তখন সুদিন ছিল এই সারমেয়কুলের। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আসতেন প্রশিক্ষকরা। বিভিন্ন কুকুরের আলাদা আলাদা প্রশিক্ষক। রাস্তায় বের হলে হাঁ করে দেখতেন স্থানীয়রা। কুকুর প্রেমীরা এগিয়ে আসতেন দামী কুকুর একবার ছুঁয়ে দেখতে। নানা রঙের ও দামের এই কুকুরগুলি লিফ্টে করে নামত ফি বিকেলে। ট্রেনিং শেষে ফিরত এসি ফ্ল্যাটে। তার পরেই একপ্রস্ত ভূরিভোজ। লেজ নাড়িয়ে মালিক-মালকিনের আদর খাওয়া।

    মালিক-মালকিন গ্রেফতার হওয়ার পরেই বেমালুম হাওয়া সেসব আদর যত্ন। বদলেছে সারমেয়কুলের দৈনন্দিন রুটিনও। এখন আর প্রশিক্ষকরা আসেন না। তবে খাবার আসে। কুকুরগুলি বর্জ্য কে পরিষ্কার করে, ফ্ল্যাটে এসি চলে কিনা, তা জানেন না স্থানীয়রাও। 

    পার্থ-অর্পিতা গ্রেফতার হওয়ার পরেই একটি এনজিও সংস্থার তরফে ইডিকে অনুরোধ করা হয়েছিল, আপাতত কুকুরগুলিকে তাদের জিম্মায় দেওয়া হোক। এনজিওর এক কর্তা জানান, তারা আমাদের দেবে বলে আশ্বস্ত করেছিল। কিন্তু এখনও কিছুই করা হয়নি।

    আরও পড়ুন : বেনামি ফ্ল্যাটের ‘মালকিন’ অর্পিতা, ভিজিটরদের নাম-ধাম জানতে কেন নিষেধ ছিল নিরাপত্তাকর্মীদের?

    অতএব, ১৬০০ বর্গফুটের চিলতে ঘরেই মালিক-মালকিনের জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছে তাঁদের সাধের সারমেয়রা। মাঝে মধ্যে অবশ্য চিৎকার করে। হয়তো মালিক কিংবা মালকিনের খোঁজ করে। অবোলা পশুরা তো আর জানে না মালিক-মালকিন এখন ইডির জালে। যে জাল ছিঁড়ে বেরনো সহজ নয়, বাবা!

     

  • Siuri Sealdah New Train: চালু হয়ে গেল সিউড়ি-শিয়ালদহ এক্সপ্রেস, জনতার মুখে জগন্নাথ-স্তুতি

    Siuri Sealdah New Train: চালু হয়ে গেল সিউড়ি-শিয়ালদহ এক্সপ্রেস, জনতার মুখে জগন্নাথ-স্তুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার প্রহর গোণা শেষ হল সিউড়িবাসীর (Inhabitants of Siuri)। রবিবারের শুভক্ষণে চালু হয়ে গেল সিউড়ি-শিয়ালদহ এক্সপ্রেসের (Siuri Sealdah Express)। এই ট্রেনে চড়েই খুব কম সময়ে সিউড়ি (Siuri) থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতার (Kolkata) প্রাণকেন্দ্রে। তাই ট্রেনযাত্রার সূচনা হতেই সিউড়িতে শুরু হয়ে গেল উৎসব।

    এই উৎসবের নান্দীমুখ হয়েছিল আগেই। কিছুদিন আগেই রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ৩১ জুলাই উদ্বোধন হবে সিউড়ি-শিয়ালদহ এক্সপ্রেসের। তার পরেই একটু একটু করে ডানা মেলতে শুরু করেছিল সিউড়িবাসীর স্বপ্ন। সেই স্বপ্নই পূরণ হল রবিবার।

    সিউড়ি থেকে কলকাতা যাত্রার একটা দুরন্ত গতির ট্রেনের দাবি সিউড়িবাসীর দীর্ঘদিনের। সেই দাবি পূরণে ব্যর্থ স্থানীয় জনপ্রতিনিধিরা। উদাসীনতার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। একুশের বিধানসভা নির্বাচনে সিউড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন প্রাক্তন সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়। ভোটের প্রচারে বেরিয়ে জনতার নাড়ি বোঝেন। ভোটে অবশ্য হেরে যান সিউড়ির ভূমিপুত্র জগন্নাথ। জনতা তাঁকে চাইলে কী হবে, শাসক দলের ভোট মেশিনারির কাছে পরাস্ত হন তিনি। তা সত্ত্বেও সিউড়িবাসীর স্বপ্ন পূরণে উদ্যোগী হন জগন্নাথ। কথা বলেন রেলমন্ত্রীর সঙ্গে। আশ্বাস নিয়ে তবেই ফেরেন দিল্লি থেকে। সেই খবর আগেই মাধ্যম জানিয়ে দিয়েছে পাঠকদের। সিউড়িবাসীর দীর্ঘদিনের লালিত সেই স্বপ্নই পূরণ হল এদিন।

    আরও পড়ুন : রবিবার থেকেই সিউড়ি-শিয়ালদহ নতুন ট্রেন

    রবিরার দুপুরে সিউড়ি ছিল আক্ষরিক অর্থেই উৎসবের মেজাজে। রঙিন বেলুন, ঢাক ও ব্যান্ড পার্টি সহযোগে বিজেপি কর্মীরা তরুণ তুর্কি নেতা জগন্নাথকে সঙ্গে নিয়ে যান সিউড়ি স্টেশনে। সেখানে তার পরে পরেই চলে আসেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। এদিন মেমু এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বক্তব্য রাখেন শুভেন্দু, জগন্নাথ। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, বীরভূম এগোবে জগন্নাথের মতো তরুণ নেতার হাত ধরে। প্রকৃত শান্তিনিকেতন তৈরি হবে এখানে। ট্রেন চালু হওয়ায় যারপরনাই খুশি জগন্নাথ। বলেন, যা করার কথা ছিল বিধায়ক, সাংসদের, তাঁরা তা করেননি। আমি হেরে গিয়েও সিড়ড়িবাসীর দাবি পূরণ করার স্বপ্ন দেখা ছাড়িনি। সেই স্বপ্নই পূরণ হল এদিন। সিউড়িবাসীর স্বপ্ন পূরণ হতে সময় লাগল ৭৫ বছর!    

    পয়লা আগস্ট থেকে প্রতিদিন ভোর ৫টা ২০-তে এই মেমু এক্সপ্রেস ছাড়বে সিউড়ি থেকে। পথে ট্রেনটি দাঁড়াবে পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর, পানাগড়, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটিতে। শিয়ালদহ পৌঁছবে সকাল ৯টা ৫৭ মিনিটে। স্বাভাবিকভাবেই বিরাট সুবিধা হবে অফিস যাত্রীদের। বিকেলে ফের শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে ৫টা ২৫ মিনিটে। সিউড়ি পৌঁছবে রাত ৯টা ৩২এ। ফলে ভোরে বাড়ি থেকে বেরিয়ে দিনের দিন কলকাতায় কাজ সেরে ফের ঘরে ফেরার সুযোগ এবার সিউড়িবাসীর হাতের মুঠোয়। তাই সিউড়িবাসীর মুখে এখন কেবলই জগন্নাথ-স্তুতি।

    আরও পড়ুন : টাকা আমার নয়, আমার নয়, আমার নয়, তিন সত্যি পার্থর!

  • Presidential Election 2022:  জয় নিশ্চিত দ্রৌপদী মুর্মুর! প্রথম রাউন্ডের শেষে বিপুল ব্যবধানে এগিয়ে

    Presidential Election 2022: জয় নিশ্চিত দ্রৌপদী মুর্মুর! প্রথম রাউন্ডের শেষে বিপুল ব্যবধানে এগিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাইসিনা হিলসের দৌড়ে প্রতিদ্বন্দ্বী  বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে গেলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।  বলা যেতে পারে, এই লড়াইয়ে দ্রৌপদীর জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। কিছুক্ষণ আগেই, প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। আর তাতেই যশবন্তের চেয়ে বিপুল ভোটে এগিয়ে গিয়েছেন দ্রৌপদী।

    প্রকাশিত খবর অনুযায়ী, দ্রৌপদী মুর্মুকে ৫৪০ জন সাংসদ ভোট দিয়েছেন। দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের ভ্যালু ৩,৭৮,০০০। যশবন্ত সিনহাকে ২০৮ জন সাংসদ ভোট দিয়েছেন। যশবন্ত সিনহা প্রাপ্ত ভোটের ভ্যালু ১,৪৫,৬০০। ১৫টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে। দ্রৌপদী মুর্মু ৭২ শতাংশ ভোট পেয়েছেন।  ফলে বলা যেতেই পারে, সম্ভবত বিপুল সমর্থন নিয়েই দেশের ১৫তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দ্রৌপদী মুর্মুর জয় কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে দেশের দ্বিতীয় মহিলা এবং প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে এই পদে বসবেন তিনি। 

    আরও পড়ুন: নারীর ক্ষমতায়নের উজ্জ্বল উদাহরণ দ্রৌপদী, বলছে ওড়িশার রায়রংপুর

    ওড়িশার অতি সাধারণ ঘর থেকে আসা একটি আদিবাসী পরিবারের মেয়ে তিনি। ব্যক্তিগত জীবনে নানা সমস্যা ও কষ্টের শিকার হয়েছেন দ্রৌপদী। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে মারা গিয়েছেন তাঁর স্বামী, দুই ছেলে, মা ও ভাই। ২০০৯ সালে, রহস্যজনক মৃত্যু ঘটে দ্রৌপদী মুর্মুর এক ছেলের। দ্রৌপদীর স্বামী শ্যাম চরাম মুর্মু ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০১২ সালে এক পথ দুর্ঘটনায় নিজের দ্বিতীয় পুত্রকেও হারান তিনি। দ্রৌপদী মুর্মুর কন্যা ইতিশ্রী মুর্মু একটি ব্যাঙ্কে কাজ করেন।

    ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সাঁওতাল সম্প্রদায়ের একটি দরিদ্র আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করার আগে দ্রৌপদী মুর্মু ওড়িশার রায়রংপুরে শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে শিক্ষকতা করতেন। এখনও পর্যন্ত দেশে কোনও আদিবাসী মহিলা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হননি। যদিও কেআর নারায়ণন ও রামনাথ কোবিন্দের রূপে দেশ পেয়েছিল ২ জন দলিত রাষ্ট্রপতি।

    আরও পড়ুন: ঘরের মেয়ে হতে চলেছেন রাষ্ট্রপতি, উৎসবের মেজাজ দ্রৌপদীর গাঁয়ে

  • Jammu & Kashmir: কাশ্মীরে গুলিবিদ্ধ বাংলার পরিযায়ী শ্রমিক, এনকাউন্টারে খতম ২ জইশ জঙ্গি

    Jammu & Kashmir: কাশ্মীরে গুলিবিদ্ধ বাংলার পরিযায়ী শ্রমিক, এনকাউন্টারে খতম ২ জইশ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরে ফের আক্রান্ত এক বাংলার পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, শুক্রবার সকালেই জম্মু-কাশ্মীরে এক পরিযায়ী শ্রমিকের উপরে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শ্রমিক। হামলার পরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই শ্রমিক বাঙালি। তাঁর নাম মুনিরুল ইসলাম। তাঁর বাবার নাম আবদুল করিম। এদিন সকালে কাশ্মীরের পুলওয়ামায় ওই বাঙালি শ্রমিকের উপরে গুলি চালায় জঙ্গিরা। পুলওয়ামার উগারগুন্ড এলাকায় জঙ্গিহামলার এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালেই এই ঘটনা ঘটেছে বলে ট্যুইটারে জানিয়েছে কাশ্মীর পুলিশ। যদিও তিনি এখন স্থিতিশীল আছেন।

    আরও পড়ুন: ফের এনকাউন্টার কাশ্মীরে! গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

    এছাড়াও গতকাল রাতেই উপত্যকায় ভারতীয় সেনা ও  জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ে এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি। জানা গিয়েছে, তারা জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর সদস্য। বুধবারে উত্তর কাশ্মীরের সোপোরের বোমাই নামক গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এক নাগরিক ও এক জওয়ান আহত হয়েছেন। গত বুধবার বোমাই গ্রামে পুলিশ ও ভারতীয় সেনার জওয়ানদের এক যৌথ অভিযান চালানোর সময় দুজন জঙ্গিকে নিকেশ করেছেন। দুজন জঙ্গির মধ্যে একজনকে বোমাই গ্রামে ও একজনকে পুলওয়ামায় খতম করেছেন কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বিজয় কুমার ট্যুইট করে জানিয়েছেন,  নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকে। একজনের নাম মহম্মদ রফি ও অন্যজন পুলওয়ামার কাইজার আশ্রফ। তারা সম্প্রতি সোপোরে সাধারণ মানুষের ওপর হামলা করবে বলে পরিকল্পনা করছিল। এরপর গোপন সূত্রে জঙ্গির উপস্থিতির খবর পেয়েই ‌নিরাপত্তারক্ষীরা তল্লাশি অভিযান চালায়। এরপরেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে এনকাউন্টারে তাদের মৃত্যু হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবারেও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় লস্কর-ই-তৈবার তিন জঙ্গিকে সেনার গুলিতে নিকেশ করা হয়েছিল।  

     

  • Russia Population: ১০ সন্তানের জন্ম দিয়ে বাঁচিয়ে রাখলেই ১৩ লক্ষ টাকা, জনসংখ্যা বাড়াতে মরিয়া পুতিন

    Russia Population: ১০ সন্তানের জন্ম দিয়ে বাঁচিয়ে রাখলেই ১৩ লক্ষ টাকা, জনসংখ্যা বাড়াতে মরিয়া পুতিন

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই করোনার প্রকোপ, তার ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশবাসী হারিয়েছে রাশিয়া (Russia)। জনসংখ্যার সংকটে (Crisis) পড়তে চলেছে পুতিনের দেশ। আর এই সমস্যার সমাধানে প্রস্তাব দিলেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। দেশে জনসংখ্যার (Population) সংকটের মোকাবিলা করতে ১০ বা তার বেশি সন্তান নেওয়ার জন্য মহিলাদের আর্থিক সাহায্য়ের প্রস্তাব দিয়েছেন তিনি। ১০টি শিশুর জন্ম দেওয়া এবং বাঁচিয়ে রাখার জন্য ১ মিলিয়ন রুবেল আর্থিক সাহায্যের ঘোষণা করলেন পুতিন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা। কিন্তু এর জন্যে বেঁধে দেওয়া হয়েছে একটি শর্ত।

    আরও পড়ুন: শীঘ্রই আসছে রাশিয়ার প্রতিনিধি দল! সুখোই নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় জোর

    কোনও মহিলার দশ নম্বর সন্তানের যখন প্রথম জন্মদিন হবে এবং সে সময় যদি বাকি নয় সন্তান জীবিত থাকে, তবেই সরকারের তরফ থেকে এই টাকা পাওয়া যাবে। জনসংখ্যা বৃদ্ধিতে জোর দিতে ‘মাদার হিরোইন’ নামে এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। ‘টাইমস রেডিও’তে এই প্রকল্প সম্পর্কে বিশদে জানিয়েছেন রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ জেনি ম্যাথার্স।

    জেনি বলেছেন, ‘‘দশ বা তার বেশি সন্তান হলে মহিলাদের জন্য এই পুরষ্কারের চল সোভিয়েত যুগের। একে মাদার হিরোইন বলা হয়। রাশিয়ার জনসংখ্যা সঙ্কট দূর করতেই এই প্রয়াস। বর্তমানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এই সঙ্কট আরও প্রবল হয়েছে।’’

    আরও পড়ুন: অজিত ডোভালের আকস্মিক রাশিয়া সফর, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শান্তির বার্তা?

    এই বছরের মার্চ মাস থেকে রাশিয়ায় ফের মাথা চাড়া দিয়েছে করোনা। এর পাশাপাশি ইউক্রেনে ৫০ হাজার জন সৈন্য মারা গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশকে জনবহুল করতে তাই মরিয়া হয়ে উঠেছেন পুতিন।

    এ বিষয়ে ডাঃ ম্যাথার্স বলেন, পুতিন বলে আসছেন যে যাঁদের বড় পরিবার আছে, তাঁরা বেশি দেশপ্রেমিক।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক হারে জনসংখ্যা কমে যাওয়ায় ১৯৪৪ সালে এই বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি বন্ধ হয়ে যায় সেই পুরষ্কার। জনসংখ্যা বাড়াতে গত ১৬ অগস্ট আবার এই আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন পুতিন।

    জানা গিয়েছে, গত কয়েক দশকে রাশিয়ার জনসংখ্যা কমেছে। চলতি বছরের শুরুতে রাশিয়ার জনসংখ্যা ছিল ১৪ কোটি ৬০ লক্ষ।

    এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে, এই তেরো লক্ষ টাকাতে কী ১০টি সন্তান এই যুগে মানুষ করা  সম্ভব? তাই কতটা কার্যকর হবে রুশ রাষ্ট্রপতির এই পরিকল্পনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। 

     

  • Varanasi Blasts: ১৮ বছর পর বারাণসী বিস্ফোরণকাণ্ডে ফাঁসির সাজা ওয়ালিউল্লাহ খানকে

    Varanasi Blasts: ১৮ বছর পর বারাণসী বিস্ফোরণকাণ্ডে ফাঁসির সাজা ওয়ালিউল্লাহ খানকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসী বিস্ফোরণকাণ্ডে (varanasi blasts case) দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহ খানকে মৃত্যুদণ্ড দিল গাজিয়াবাদ আদালত। 

    ২০০৬ সালের ৭ মার্চ বারাণসীতে ধারাবাহিক বিস্ফোরণ (blasts) মৃত্যু হয়েছিল ২৮ জনের। জখম হন শ’খানেক মানুষ। বিস্ফোরণ ঘটানো হয় বারাণসীর সংকটমোচন মন্দির (Sankatmochan Temple) এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায়। তদন্তে নামে পুলিশ। দশাশ্বমেধ ঘাট (Dashashwamedh Ghat) থেকে উদ্ধার হয় প্রেসারকুকার বোমা (Pressure Cooker Bomb)। বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ২০০৬ সালের ৫ এপ্রিল প্রয়াগরাজ (Prayagraj) জেলা থেকে পুলিশ গ্রেফতার করে ওয়ালিউল্লাহ খানকে। শুরু হয় মামলা।

    হাইকোর্টের নির্দেশে মামলা পাঠিয়ে দেওয়া হয় গাজিয়াবাদ (Ghaziabad) আদালতে। বিচার চলে প্রায় ১৬ বছর। শেষমেশ গাজিয়াবাদ সেশন কোর্টের বিচারক জিতেন্দ্র কুমার সিনহা দোষী সাব্যস্ত করেন ওয়ালিউল্লাহকে। খুন, খুনের ষড়যন্ত্র, বিস্ফোরণ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। ওয়ালিউল্লাহর পক্ষে সওয়াল করতে রাজি হননি কোনও আইনজীবীই। তার পরেই এলাহাবাদ হাইকোর্ট মামলাটি পাঠিয়ে দেয় গাজিয়াবাদ সেশন কোর্টে। সেই আদালতই প্রথমে ওয়ালিউল্লাহকে দোষী সাব্যস্ত করে। পরে দেওয়া হয় সাজা।

    আরও পড়ুন : দাবানলের আঁচে ল্যান্ডমাইন বিস্ফোরণ, কাঁপল কাশ্মীরের পুঞ্চ

    বিস্ফোরণের দিনটি ছিল মঙ্গলবার। ভগবান সংকটমোচনের দিন। প্রতি মঙ্গলবার ওই মন্দিরে ব্যাপক ভিড় হয়। সেই কারণেই দোষী ব্যক্তিরা বিস্ফোরণের জন্য মঙ্গলবারটিকেই বেছে নিয়েছিল। জানা গিয়েছে, উত্তর প্রদেশের বাগপতের তান্ডা গ্রামে এই হামলার ছক কষা হয়েছিল। ঘটনার মূল চক্রী মহম্মদ জুবায়ের স্থানীয় একটি মাদ্রাসায় পড়াত। এই জুবায়ের, ওয়ালিউল্লাহ এবং এলাহাবাদের ফুলপুরের এক ধর্মগুরু দেওবন্দে ( Deoband) সহপাঠী ছিল। তারা একে অপরকে চিনত।

    বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পারে জুবায়ের ও ওয়ালিউল্লাহ দুজনেই হরকাত-উল-জিহাদ-আল-ইসলামি, সংক্ষেপে হুজির (HuJi) সঙ্গে যুক্ত ছিল। এরাই বারাণসীতে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা বাস্তবায়িত করতে বাংলাদেশ (Bangladesh) থেকে তিন বোমা তৈরিতে দক্ষ জঙ্গিকে এদেশে  নিয়ে এসেছিল।

    ওয়ালিউল্লাহ তাদের প্রসার কুকার কিনতে ও বারাণসীর তিনটি বিস্ফোরণ ঘটানোর জায়গা খুঁজতে সাহায্য করেছিল। বাংলাদেশি তিন জঙ্গি মুস্তাকিন, বশির এবং জাকারিয়া জুবায়ের সঙ্গে মার্চ মাসে ফুলপুরে এসেছিল। সেখানেই জুবায়ের তাদের সঙ্গে ওয়ালিউল্লাহর পরিচয় করিয়ে দেয়। ঘটনার মাসখানের পরেই ওয়ালিউল্লাহ গ্রেফতার হয়। বাগপত ছেড়ে পালায় জুবায়ের। তিন বাংলাদেশি জঙ্গি ফিরে যায় বাংলাদেশে। ১০ মে পুলিশ ও সেনার যৌথ অভিযানে কাশ্মীরে খতম হয় জুবায়ের।

    আরও পড়ুন :হিন্দু-মুসলিম সম্পর্কে ভাগবতের মন্তব্য সংগঠনের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, জানাল আরএসএস

     

  • Sukanta Majumdar Arrest: হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত, রাজ্যজুড়ে প্রতিবাদ বিজেপির

    Sukanta Majumdar Arrest: হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত, রাজ্যজুড়ে প্রতিবাদ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া যাওয়ার আগে গ্রেফতার বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজার কাছে গ্রেফতার সুকান্ত মজুমদার। 

    [tw]


    [/tw]

    গতকাল হাওড়ায় বিজেপির যে সমস্ত পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, সেগুলি আজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির  (BJP State President)। সকালে, নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। জোর করে বেরনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও পুলিশের হাতাহাতি শুরু হয়। বাড়ির সামনে বসানো হয় গার্ড রেল। 

    আরও পড়ুন: “আপনার পাপের ফলে ভুগতে হচ্ছে জনগণকে”, মমতাকে নিশানা শুভেন্দুর

    সেই গার্ড রেল ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কির পর বাড়ি থেকে বেরোন সুকান্ত মজুমদার। এসএসকেএমের কাছে আটকে দেওয়া হয় বিজেপিরাজ্য সভাপতির গাড়ি। গাড়ি আটকানোয় রাস্তায় হাঁটতে থাকেন সুকান্ত। পরে গাড়িতে করে হাওড়া যাওয়ার চেষ্টা করেন তিনি। দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজার কাছে যখন আসেন, তখন গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারক। এর পর লালবাজারে তাঁকে নিয়ে যাওয়া হয়। 

    [tw]


    [/tw]

    এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুকান্ত। হাওড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে হওয়া হিংসায় মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদত রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। বিজেপি রাজ্য সভাপতির দাবি, মুখ্যমন্ত্রী পদে বসে হিংসার পরামর্শ মমতা দেওয়ার পরই হাওড়ার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

    আরও পড়ুন: অগ্নিগর্ভ হাওড়া, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি রাজ্য বিজেপির

    এদিকে, সুকান্ত মজুমদারকে গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। অগ্নিমিত্রা পাল সহ দুই বিজেপি বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ প্রতিবাদ শুরু করে গেরুয়া শিবির। পুলিশের সঙ্গে বচসা হয় প্রতিবাদীদের। ধর্মতলায় ডিসি সেন্ট্রালের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন চলে। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ, কোচবিহারেও রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

LinkedIn
Share