Blog

  • Punjab: সিপাহি বিদ্রোহ অংশ নেওয়া ২৮২ ভারতীয় সৈনিকের কঙ্কাল উদ্ধার পাঞ্জাবে

    Punjab: সিপাহি বিদ্রোহ অংশ নেওয়া ২৮২ ভারতীয় সৈনিকের কঙ্কাল উদ্ধার পাঞ্জাবে

    মাধ্যম নিউজ ডেস্ক: সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া সৈন্যদের কঙ্কাল উদ্ধার। পাঞ্জাবের (Punjab) অমৃতসরে খননকার্য চালানোর সময় উদ্ধার হয় ২৮২ জন সৈন্যের কঙ্কাল। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের (Punjab University) নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জে এস শেহেরাত এ খবর জানান।

    ইতিহাসখ্যাত সিপাহি বিদ্রোহ হয় ১৮৫৭ সালে। শুয়োরের মাংস এবং গরুর মাংস-গ্রিজযুক্ত কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সৈন্যরা বলে জানা গেছে। ইতিহাসবিদদের মতে, এটাই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ (first war of independence)। ব্রিটিশ শাসকদের হাতে পরাধীন ভারতকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল একদল সেনা। তবে সংগঠিতভাবে এই যুদ্ধ হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা কারণে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন ভারতীয় সেনারা।

    ভারতের সিংহভাগ ইতিহাসবিদ ১৮৫৭ সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বললেও, ইতিহাসবিদদের একাংশ একে স্বাধীনতার যুদ্ধ বলতে রাজি নন। তাঁদের যুক্তি, এই লড়াই সংগঠিতভাবে হয়নি। বিচ্ছিন্নভাবে হওয়া এই যুদ্ধকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলতে রাজি নন তাঁরা।

    ভারতীয় সিপাহিদের ওই বিদ্রোহ কড়া হাতে দমন করেছিল ইংরেজ সরকার। প্রাণ বলি দিতে হয়েছিল অসংখ্য ভারতীয় সেনাকে। এমনই ২৮২ জন সেনানীর কঙ্কাল উদ্ধার হল অমৃতসরে। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের (anthropology department) সহকারী অধ্যাপক জে এস শেহেরাত বলেন, এই কঙ্কালগুলি হল ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ভারতীয় সৈনিকদের।

    অমৃতসরের আজনালা এলাকায় একটি ধর্মীয় স্থাপত্যের নীচে থাকা কুয়োর মধ্যে থেকে কঙ্কালগুলি উদ্ধার হয়। তিনি জানান, এই সৈন্যরা বন্দুকের কার্তুজে গরু ও শুয়োরের চর্বি মেশানোর অভিযোগে বিদ্রোহ করেন সৈন্যরা। কড়া হাতে বিদ্রোহ দমন করতে শুরু করে ইংরেজ শাসক। ডিএনএ স্টাডি, রেডিও কার্বন ডেটিং সহ নানা পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে, উদ্ধার হওয়া ২৮২টি কঙ্কালই ভারতীয় সৈনিকদের। পাশাপাশি, খননস্থল থেকে প্রাপ্ত কয়েন, মেডেল, মৌলিক বিশ্লেষণ, নৃতাত্ত্বিক পরীক্ষার ফলাফলও একই দিকে নির্দেশ করে বলে যোগ করেন সেহরাওয়াত।

     

     

     

  • Qutub Minar: খননকার্য এখনই নয়, কুতুব মিনার প্রসঙ্গে জানাল সংস্কৃত মন্ত্রক

    Qutub Minar: খননকার্য এখনই নয়, কুতুব মিনার প্রসঙ্গে জানাল সংস্কৃত মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: কুতুব মিনার (Qutub Minar) চত্বরে খননকার্যের কোনও নির্দেশ দেয়নি সরকার, এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এমনটাই জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী (Ministry of Culture) জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy)। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কুতুব মিনারের খনন কাজ শুরু হবে- এজাতীয় কোনও নির্দেশ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি, বলে জানান তিনি। 

    প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) বিতর্কের মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কুতুব মিনারকে নিয়ে। সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (ASI) প্রাক্তন কর্তা দাবি করেছিলেন, তাঁর কাছে এমন অনেক তথ্য প্রমাণ রয়েছে যা দেখে তিনি নিশ্চিত এটি রাজা বিক্রামাদিত্য তৈরি করেছিলেন। তাঁর অভিমত, কুতুব উদ্দিন আইবকের নির্দেশে কুতুব মিনার তৈরি হয়েছে এমনটা নয়। রাজা বিক্রমাদিত্য সূর্যের গতিবিধি নিয়ে চর্চার জন্য এই মিনার তৈরি করেছিলেন। 

    আরও পড়ুন: কুতুব মিনার বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য! দাবি প্রাক্তন প্রত্নতাত্ত্বিক আধিকারিকের

    পাশাপাশি আরও অনেকে দাবি করেন, জ্ঞানবাপী মসজিদ, বা মথুরার শাহি ইদগাহ মসজিদের (Shahi Idgah mosque) মতোই কুতুব মিনারের মধ্যেও হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে।  বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল, কুতুব মিনার আসলে বিষ্ণু মিনার। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীরা এই মিনার নির্মাণ করেছিল। তাই সত্য অনুসন্ধানের জন্য  কুতুব মিনার সংলগ্ন এলাকায় খননকার্য চালানোর দাবিও জানিয়েছে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। 

    এ প্রসঙ্গে শনিবার এএসআইকে সংস্কৃতি মন্ত্রক তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কুতুব মিনার সংলগ্ন এলাকা পরিদর্শনও করেছেন সংস্কৃতি মন্ত্রকের সচিব গোপিন্দ মোহন। শনিবার কুতুব মিনার সংলগ্ন এলাকা ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তিন ইতিহাসবিদ ও চার এএসআই কর্তা। তাঁরা এ নিয়ে তাঁদের অভিমত জানাবেন। তবে খননকার্য নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রক। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কুতুব মিনারের খনন কার্য ১৯৯১ সালের পর থেকে আর করা হয়নি।

  • Monkeypox: মাঙ্কিপক্সই কী ডেকে আনবে পরবর্তী মহামারী? কী বলছেন বিশেষজ্ঞরা? 

    Monkeypox: মাঙ্কিপক্সই কী ডেকে আনবে পরবর্তী মহামারী? কী বলছেন বিশেষজ্ঞরা? 

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঙ্কিপক্সের (Monkeypox) বিষয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছেন সারা বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মধ্য এবং পশ্চিম আফ্রিকা থেকে আসা এই রোগ বেশ দ্রুত গতিতে ছড়াচ্ছে ইউরোপের দেশগুলিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ৯২ জনের এই রোগ ধরা পড়েছে। আরও ২৮ জন আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ব্রিটেন, ইতালি, পর্তুগাল, স্পেন এবং সুইডেনে মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। ফ্রান্স, ইতালি, সুইডেন এবং অস্ট্রেলিয়ায় নতুন কেস রিপোর্ট করা হয়েছে। মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়। ধারণা করা হচ্ছে এইসব অঞ্চলে ভ্রমণে আসার কারণেই বাইরের দেশে ছড়িয়েছে এই রোগ। সব দেশগুলিতে নজর চালচ্ছে সংযুক্ত রাষ্ট্রসংঘ। যে দেশগুলি এখনও আক্রান্ত নয়, সে দেশগুলিকেও সতর্ক করা হয়েছে। 

    বিশেষজ্ঞদের মতে, মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ। রোগটি সাধারণত খুব সংক্রামক নয় এবং মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সেরে ওঠেন। এই রোগে মৃত্যুর হার এক শতাংশের চেয়েও কম। রোগটি করোনার মতো সংক্রামক নয়। আমেরিকায় এই রোগের প্রথম কেস ৭ মে ধরা পড়ে। রোগী সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণে গিয়েছিলেন, সেখান থেকে তিনি ভাইরাসে আক্রান্ত হন।   

    ছড়াচ্ছে নয়া ভাইরাস! সতর্কতা জারি স্বাস্থ্যমন্ত্রকের, জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    ত্বকের সংস্পর্শে এলেই মূলত ছড়ায় এই রোগ। রোগের উপস্বর্গগুলি হল, র‍্যাশ, জ্বর এবং ব্যথা। এটা অনেকটাই ছোট পক্সের মতো, কিন্তু ছোট পক্সের থেকে অনেকটাই কম ভয়ঙ্কর। রোগটি করোনার মতো শ্বাসযন্ত্রকে আক্রমণ করে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।  

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিক জানান, “যৌন সংসর্গে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। কোনও ব্যক্তি যদি মাঙ্কিপক্সে আক্রান্ত হন এবং তিনি যদি যৌন কার্যকলাপে লিপ্ত হন, সেক্ষেত্রে অপর সুস্থ ব্যক্তির দেহে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে৷ তিনিও এই ভাইরাসে আক্রান্ত হবেন।”   
     
    স্বাস্থ্য আধিকারিকদের দুশ্চিন্তার বিষয়টি হ’ল ভাইরাসটি কমিউনিটির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং সম্ভবত সংক্রমণের একটি নতুন মাধ্যমও তৈরি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, কোনও উৎসবে বা অনুষ্ঠানে বেশি লোক একত্রিত হলে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। 

    তবে বিশেষজ্ঞদের মতে, এখনই এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বর্তমান পরিস্থিতিতে এই রোগের মহামারী হওয়ার সম্ভাবনা নেই।  টিকা এবং ওষুধের ব্যবহারে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিকেন পক্সের টিকা এবং ওষুধ দুই-ই এই ভাইরাসের ওপর কার্যকরী বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যাদের শরীরে কোনও রকম দানা বা র‍্যাশ রয়েছে তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চললেই এই রোগ থেকে বাঁচা সম্ভব বলে মনে করছেন তাঁরা।  

     

  • GST: জিএসটি বাবদ রাজ্যগুলির প্রাপ্য মেটাল কেন্দ্র, বাংলা কত পেল জানেন?

    GST: জিএসটি বাবদ রাজ্যগুলির প্রাপ্য মেটাল কেন্দ্র, বাংলা কত পেল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জিএসটি (GST) বাবদ রাজ্যগুলির যাবতীয় বকেয়া প্রাপ্য টাকা মিটিয়ে দিল কেন্দ্র। গতকাল এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের (Ministry of Finance) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে।

    সব মিলিয়ে রাজ্যগুলিকে কেন্দ্র দিয়েছে মোট ৮৬ হাজার ৯১২ কোটি টাকা। এই খাতে পশ্চিমবঙ্গ (west bengal) সরকার পেয়েছে ৬ হাজার ৫৯১ কোটি টাকা। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রের অর্থ মন্ত্রকের তরফে রাজ্যের অর্থ দফতরে এ ব্যাপারে অর্ডারও পাঠানো হয়েছে।

    কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বারবার কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা নিয়েও প্রশ্ন তুলেছেন নানা সময়ে। এই পরিস্থিতিতেই রাজ্যকে দেওয়া হল প্রায় সাড়ে ছ’হাজার কোটি টাকা।   

    আরও পড়ুন : দেউলিয়ার পথে রাজ্য সমবায় ব্যাঙ্ক?   

    টাকা পেলেও, অভিযোগের অন্ত নেই নবান্নর। রাজ্যের দাবি, জিএসটি বাবদ বকেয়ার পরিমাণ ঢের বেশি। কেন্দ্রের তরফে টাকা পাওয়ার পর রাজ্য সরকার হিসেব করে এই বাবদ আরও টাকা চাইতে পারে বলেও নবান্ন সূত্রের খবর।

    মঙ্গলবার অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যগুলি যাতে তাদের সম্পদ এবং মূলধন ব্যয় মসৃণভাবে পরিচালনা করতে পারে সেই জন্যই এই টাকা দেওয়া হয়েছে। জিএসটি ক্ষতিপূরণ তহবিলে প্রায় ২৫ হাজার কোটি থাকা সত্ত্বেও সরকার পুরো অর্থ দিয়েছে। অবশিষ্ট অর্থ কেন্দ্রের নিজস্ব সম্পদ, সেস সংগ্রহের মুলতুবি থাকা অর্থ থেকে দেওয়া হয়েছে।

    মোট ৮৬ হাজার ৯১২ কোটির মধ্যে জানুয়ারি পর্যন্ত ৪৭ হাজার ৬১৭ কোটি টাকা মূল্যের ক্ষতিপূরণ বকেয়া ছিল। ফেব্রুয়ারি-মার্চের জন্য বকেয়ার পরিমাণ ২১ হাজার ৩২২ কোটি টাকা। আর এপ্রিল-মে মাসে বকেয়ার পরিমাণ ১৭ হাজার ৯৭৩ কোটি টাকা। কেন্দ্র জানিয়েছে, ৩১ মে পর্যন্ত যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে।

    আরও পড়ুন : ‘পিএম কিষান-এর টাকা ছেড়েছে কেন্দ্র, ব্যাঙ্কে ঢুকল কিনা দেখে নিন এভাবে

    কেন্দ্রের দাবি, রাজ্যগুলির সুরক্ষিত রাজস্ব ১৪ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়ছে। অথচ সেস সংগ্রহ একই অনুপাতে বাড়েনি। রাজ্যগুলিকে টাকা দিতে কেন্দ্র ২০২০-২১ অর্থবর্ষে ১.১ লক্ষ কোটি টাকা এবং পরের অর্থবর্ষে ১.৫৯ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। ছেড়ে দিয়েছে সেস আদায়ের ঘাটতির অংশও। কেন্দ্র ঘাটতি মেটাতে তহবিল থেকে নিয়মিত জিএসটি ক্ষতিপূরণও দিয়েছে রাজ্যগুলিকে। কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ প্রচেষ্টায় সেস সহ মোট মাসিক জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

     

  • Jammu & Kashmir: জম্মু-কাশ্মীরে ভোট নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত নাড্ডার

    Jammu & Kashmir: জম্মু-কাশ্মীরে ভোট নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট (assembly election) শীঘ্রই! রাজস্থানের জয়পুরে বিজেপির কর্মকর্তাদের বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ভূস্বর্গে শান্তি ফিরছে বলেও জানান তিনি। নাড্ডা বলেন, নাশকতা থেকে জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

    উনিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য বিপুল জনাদেশ নিয়ে দিল্লির তখতে ফিরে আসে বিজেপি। এর পরেই জম্মু-কাশ্মীরে শান্তি ফেরানোর উদ্যোগ নেয় নরেন্দ্র মোদির (Modi) সরকার। কাশ্মীর থেকে রদ করা হয় ৩৭০ ধারা (Article 370)। উপত্যকায় শান্তি ফেরাতে জম্মু-কাশ্মীর ও লাদাখকে (Ladakh) পরিণত করা হয় কেন্দ্র শাসিত অঞ্চলে। শুরু হয় উন্নয়নযজ্ঞ। যার জেরে ক্রমেই শান্তি ফিরছে ভূস্বর্গে।

    জম্মু-কাশ্মীরে নরেন্দ্র মোদির সরকার যে বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর, বিভিন্ন সময় তা জানিয়ে দিয়েছেন মোদি এবং অমিত শাহ। সেই মতো উপত্যকায় শান্তি ফিরতেই শুরু হয় ডিলিমিটেশনের (Delimitation) কাজ। ডিলিমিটেশন কমিশন কাশ্মীরে ৪৭টি ও জম্মুতে ৪৩টি বিধানসভা কেন্দ্রের সুপারিশ করে। সুপারিশ করা হয় পাঁচটি লোকসভা কেন্দ্রেরও। পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের উদ্বাস্তুদের প্রতিনিধিত্বের পাশাপাশি বিধানসভায় দুই কাশ্মীরি অভিবাসীকেও মনোনীত করার সুপারিশও করে ওই কমিশন। কমিশনের রিপোর্ট জমা পড়তেই বোঝা গিয়েছিল, খুব বেশি দূরে নেই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন।

    আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন নিয়ে পাকিস্তানের ‘প্রহসনমূলক’ প্রস্তাব খারিজ ভারতের

    এদিন নাড্ডাও জানান, ডিলিমিটেশন প্রক্রিয়া পুরোপুরি শেষ হলেই ভোট হবে ভূস্বর্গে। জম্মু-কাশ্মীরে যে শান্তি ফিরছে, এদিন তা মনে করিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেন, জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের পরে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন শেষ হওয়ার পরে জম্মু-কাশ্মীরে শান্তি ফিরে এসেছে। ইদানিং উপত্যকায় আর পাথর ছোড়ার ঘটনা ঘটছে না। নাড্ডা বলেন, জম্মু-কাশ্মীর জুড়ে পর্যটন এবং ব্যবসার উন্নতি হচ্ছে। কাশ্মীরে বিক্ষিপ্ত যেসব হিংসার ঘটনা ঘটছে, তা পাক মদতপুষ্ট জঙ্গিদের হতাশার ফল। তাঁর মতে, এরা চায় না উপত্যকায় শান্তি ফিরে আসুক। নাড্ডার আশ্বাস, জঙ্গিদের এই বিক্ষিপ্ত হত্যাকাণ্ডও দীর্ঘস্থায়ী হবে না। জঙ্গিবাদের প্রতি উপত্যকাবাসীর সমর্থন শেষ হয়ে গিয়েছে বলেও মনে করেন বিজেপির জাতীয় সভাপতি। তিনি বলেন, কাশ্মীরের মানুষ এখন আর জঙ্গিবাদ সমর্থন করেন না। সহিংসতায় তাঁরা বিরক্ত। তাঁরা চান, শান্তি ফিরে আসুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপত্যকায় উন্নয়নযজ্ঞ শুরু করেছেন বলেও জানান তিনি। বলেন, জঙ্গিবাদ থেকে জম্মু ও কাশ্মীর এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

    আরও পড়ুন : গদি রাখতে গেলে শেহবাজকে জিইয়ে রাখতেই হবে কাশ্মীর ইস্যু

    জম্মু-কাশ্মীরে বিজেপির ভিত যে পোক্ত হচ্ছে, এদিন তাঁর ভাষণে তা জানিয়ে দেন বিজেপির জম্মু-কাশ্মীর সভাপতি রবিন্দর রায়না। তিনি বলেন, জম্মু-কাশ্মীরে ভিত্তি হারিয়েছে কংগ্রেস। ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির সমর্থনের ভিত্তিও হয়েছে সঙ্কুচিত।

     

  • Karnataka: বিশ্বের সবচেয়ে সুন্দর সাইক্লিং রুট! কর্নাটক সৈকতের ছবি পোস্ট নরওয়ের কূটনীতিকের

    Karnataka: বিশ্বের সবচেয়ে সুন্দর সাইক্লিং রুট! কর্নাটক সৈকতের ছবি পোস্ট নরওয়ের কূটনীতিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন নরওয়ের প্রাক্তন কূটনীতিবিদ এরিক সোলহাইম। কর্নাটকের উডুপি জেলার সমুদ্রসৈকত সহ একটি রাস্তার ছবি শেয়ার করে তাকে “বিশ্বের সবচেয়ে সুন্দর সাইক্লিং রুট” বলে উল্লেখ করেছেন।  এরিক তাঁর ট্যুইটার হ্যান্ডলে ছবিটি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায় এবং ৪৭ হাজারের বেশি লাইক আসে। তবে তিনি রাস্তাটির অবস্থান উল্লেখ করেননি।

    যদিও নেটিজেনদের মধ্যে অনেকেই বুঝতে পারেন ছবিটি উডুপি জেলার বাইনদুর শহরের নিকটবর্তী মারাভান্থে সৈকতের। এরিক সোলহাইম শুধুমাত্র ছবিটি শেয়ার করেছেন। ছবিটি কিন্তু তুলেছেন ধীনেশ আন্নামালাই নামের এক চিত্রগ্রাহক এবং তিনি তাঁর ইনস্টাগ্রামে প্রথম ছবিটি শেয়ার করেছিলেন।

    [tw]


    [/tw]

    এদিকে, ভারতের প্রশংসা করার জন্য এরিককে ধন্যবাদ জানালেও নেটিজেনদের মধ্যে অনেকেই তাঁর “সাইক্লিং রুট” তত্ত্বকে সমর্থন করেননি। তাঁদের মধ্যে কেউ লিখেছেন, ‘এই রাস্তাটি মোটেই সাইকেল চালানোর জন্য নয়। আমি এখানে দীর্ঘ সময় কাটিয়েছি। এখানে গাড়ি, ট্রাক প্রতি ঘণ্টায় ১০০ কিমি বেগে যাতায়াত করে। এছাড়া এখানে কোনও সাইকেল চালানোর পৃথক লেনও নেই।’ কেউ আবার লিখেছেন, ‘কোনও সন্দেহ নেই যে এটি অত্যন্ত সুন্দর রাস্তা কিন্তু এটি জাতীয় সড়ক। সুতরাং সাইকেল চালানোর কথা না ভাবাই উচিত।’

    [tw]


    [/tw]

    অনেকে এরিক সোলহাইমকে ধন্যবাদ জানিয়েছেন উডুপিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার জন্য। একজন আবার জানিয়েছেন, যাঁরা এটাকে জাতীয় সড়ক বলে উল্লেখ করছেন এবং এই রাস্তা সাইক্লিংয়ের অযোগ্য বলে মত প্রকাশ করেছেন, তাঁদের জানিয়ে রাখি, এটি মারাভান্তে সৈকত নয়। এটা মাল্পল-মাত্তু-কোপ রোড। এই রাস্তাটি অবশ্যই একটি সাইক্লিং রুট।

    উপকূলীয় কর্নাটকের একদিকে আরব সাগর ও অন্যদিকে সৌপর্নিকা নদী। আর এখানেই মারাভান্থে সৈকতটি অবস্থিত। বেঙ্গালুরু থেকে ৪২০ ও ম্যাঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত মারাভান্থে।

  • Pangong Tso: ফের ভারত-চিন সংঘাত? প্যাংগং হ্রদের ওপর অধিকৃত অঞ্চলে দ্বিতীয় চিনা সেতু ঘিরে বিতর্ক

    Pangong Tso: ফের ভারত-চিন সংঘাত? প্যাংগং হ্রদের ওপর অধিকৃত অঞ্চলে দ্বিতীয় চিনা সেতু ঘিরে বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখে (Ladakh) ফের ভারত-চিন (India China conflict) সংঘাতের ইঙ্গিত! প্যাংগং (Pangong Tso) হ্রদের ওপর দ্বিতীয় সেতু তৈরি করছে চিন। যে জায়গায় নতুন সেতুর হদিশ মিলেছে সেই জায়গাটা কয়েক দশক ধরে চিনের (China) অধিকৃত বলে দাবি করেছে বিদেশমন্ত্রক (Ministry Of External Affairs)। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, সেতুটি ভারতের (India) দাবি করা অঞ্চলের মধ্যে পড়লেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (Line of Actual Control) থেকে ২০ কিমি পূর্ব দিকে অবস্থিত।

    সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, দ্বিতীয় সেতুটি তৈরির ব্যাপারে নজর রাখছে ভারত। চিনের সঙ্গে কথা বলা হচ্ছে। সূত্রের খবর, ওই সেতুটি দিয়ে ভারী সামরিক যান আনার কাজ হবে। প্যাংগং হ্রদের চিনা অংশে ওই সেতু দিয়ে যুদ্ধট্য়াঙ্ক, ভারী কামানের মতো জিনিস আনা-নেওয়া করা যাবে। এর ফলে ভারত-চিন সীমান্তের একেবারে দোরগোড়ায় ভারী সমরাস্ত্রে সজ্জিত বাহিনী পৌঁছে দিতে পারবে চিন।

    আরও পড়ুন: জোর কর্মকাণ্ড চালাচ্ছে ড্রাগনের দেশ, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ৬ ডিভিশন সেনা স্থানান্তর ভারতের

    বাগচি বলেন, “আমরা বিভিন্ন সংবাদমাধ্যমের থেক ওই নির্মীয়মাণ সেতু সম্পর্কে খবর পেয়েছি। সেটা নতুন কোনও নির্মাণ কি না এখনও নিশ্চিত নয়। কেউ কেউ বলছেন, এটা নতুন সেতু বা আগের সেতুটিরই সম্প্রসারিত অংশ।” তিনি আরও বলেছেন, “কয়েক দশক ধরে ওই এলাকাটি চিনের অধিকৃত অঞ্চল। প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে ভাল বলতে পারবে। তবে আমরা এই বিষয়টি নজরে রেখেছি।” 

    যদিও এ বিষয়ে এক শীর্ষ সেনা আধিকারিকের দাবি, প্যাংগং হ্রদের উপর এটি দ্বিতীয় সেতু। আর আগেরটি এবছরই তৈরি করেছে চিন। এবার আরও একটা তৈরি করছে। কয়েক মাস ধরে এর কাজ চলছে। এক সিনিয়র প্রতিরক্ষা আধিকারিক বলেছেন, প্রথমে মনে হয়েছিল চিন কোনও অস্থায়ী সেতু নির্মাণ করছে যাতে আগের ব্রিজের কাজে লাগে। কিন্তু এখন ব্যাপারটা তা নয়। এটা স্থায়ী সেতু। বরং প্রথমটি তৈরি করা হয়েছিল এটি তৈরির সময়ে সহায়তার জন্য। প্যাংগং হ্রদের যে অঞ্চলে সেতু তৈরি হচ্ছে ১৯৬০ সাল থেকে তা চিনের দখলে। 

    আরও পড়ুন: ‘সমাধান নয়, সীমান্ত ইস্যুকে জিইয়ে রাখতে চায় চিন’, বললেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

  • Suvendu on Coal Trucks: ঝাড়খণ্ড সীমান্তে আটকে শতাধিক বৈধ কয়লার লরি, ‘ভাইপো ভ্যাট’ না দেওয়াতেই কি হেনস্থা? প্রশ্ন শুভেন্দুর

    Suvendu on Coal Trucks: ঝাড়খণ্ড সীমান্তে আটকে শতাধিক বৈধ কয়লার লরি, ‘ভাইপো ভ্যাট’ না দেওয়াতেই কি হেনস্থা? প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈধ কাগজপত্র রয়েছে। তার পরেও নথিপত্র পরীক্ষার নামে আসানসোলের (asansol) কাছে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে হেনস্থা করা হচ্ছে কয়লা বোঝাই গাড়ির (coal laden truck) চালকদের। ঘটনার প্রতিবাদে সোমবার রাতে বিক্ষোভ দেখান তাঁরা। ট্রাক চালকদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (suvendu) অধিকারী। তাঁর প্রশ্ন, ‘ভাইপো ভ্যাট’ না দেওয়াতেই কি হেনস্থা করা হচ্ছে ট্রাক চালকদের।

    বেআইনি কয়লা পাচারে রাশ টানার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমানার ডুবুডি চেকপোস্ট এলাকায় কয়লা বোঝাই ট্রাক তল্লাশিতে পুলিশ অতিসক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। তার জেরে আসানসোল ঝাড়খণ্ড সীমানায় তিনদিন ধরে আটকে রয়েছে কয়লা বোঝাই লরি ও ডাম্পার। তার জেরে হয়রানির শিকার হচ্ছেন চালকরা।

    সূত্রের খবর, তল্লাশিতে আটকে যাচ্ছে ইসিএল (ECL) ও বিসিসিএলের (BCCL) খনি থেকে আসা কয়লার লরিগুলিও। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ইসিএল ও বিসিসিএল কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। তবে সঙ্গে সঙ্গে উত্তর না এসে পৌঁছানোয় লরি নিয়ে ঠায় বসে থাকতে হচ্ছে চালকদের। স্বাভাবিকভাবেই বেড়েছে রাহা খরচ। টান পড়েছে রসদে। বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন লরি চালকরা। সূত্রের খবর, চালকদের বিক্ষোভে কাজ হয়েছে। তিন দিন ধরে আটকে থাকা লরিগুলি ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এসে দাঁড়িয়েছে আরও শ’দেড়েক লরি।

    ক্ষুব্ধ লরিচালকদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি লিখেছেন, “ঝাড়খণ্ড ও আসামের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির লোডিং ইউনিটগুলি প্রভাবিত হচ্ছে। বৈধ অপারেশন করা হচ্ছে ভোগান্তি। এসব কি “ভাইপো ভ্যাট” আদায়ের জন্য? কেন্দ্রীয় সংস্থার তৎপরতায় পুরনো কূপগুলো শুকিয়ে যাওয়ায় নতুন পথ তৈরি হচ্ছে?” 

    [tw]


    [/tw]

    কয়লা কেলেঙ্কারিতে (coal smuggling scam) নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এদিন নাম না করে ট্যুইট-বাণে শুভেন্দু তাঁকেই নিশানা করেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

    এদিকে, কয়লা বোঝাই ট্রাক আটকে থাকায় টান পড়েছে জ্বালানির ভাঁড়ারে। কয়লার অভাবে উৎপাদন থমকে গিয়েছে রানিগঞ্জের বেঙ্গল পেপার মিলে। সমস্যায় পড়েছেন ওই মিলের শ’তিনেক শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত কয়লার অভাবে বন্ধ হয়ে গিয়েছে উৎপাদন। কয়লার অভাবে সমস্যা দেখা দিয়েছে জামুড়িয়া শিল্পতালুকের বিভিন্ন ইস্পাত কারখানায়ও। মঙ্গলবার জামুড়িয়া শিল্পতালুকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে আসানসোল-দুর্গাপুর (Asansol-Durgapur) পুলিশ কমিশনারেটে।  

     

  • Horoscope Today, 17 May 2022: আজ কর্মক্ষেত্রে সুখবরের সম্ভাবনা কোন কোন রাশির? দেখুন দৈনিক রাশিফল

    Horoscope Today, 17 May 2022: আজ কর্মক্ষেত্রে সুখবরের সম্ভাবনা কোন কোন রাশির? দেখুন দৈনিক রাশিফল

    মেষ রাশি:  আজ রাস্তা হারানোর ভয় রয়েছে, সতর্ক থাকুন। বাবা মায়ের কথা মেনে চলুন। আর্থিক অবনতির সম্ভাবনা। কাজে সময় ব্যয় করুন। অভিভাবককে সময় দিন। নতুন পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে ফুর্তি দেখা যেতে পারে।

    বৃষ রাশি: আজ নিজের কাজে অন্যকে চাপ দেবেন না। সবার কথা শুনে অকারণে ভীত হবেন না। পরিবারের চাহিদার দিকে খেয়াল রাখুন। পিতামাতার কারণে চিন্তা থাকবে। বাসস্থানের বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। উদ্যোগ পিছিয়ে দিন। লোকজনকে সময় দিন।

    মিথুন রাশি: আজ বন্ধুদের সঙ্গে কাজ করুন। দিনের শেষ ভাগে মুশকিল হতে পারে। অর্থজনিত সমস্যা থাকার সম্ভাবনা। ক্লান্তিকর দিন থাকতে পারে। বিনিয়োগে লাভ হতে পারে। সঙ্গীদের সঙ্গে আশাহত হতে পারেন। আজকের বিনিয়োগ থেকে লাভ হতে পারে। মূল্যবান সময় থাকতে পারে।

    কর্কট রাশি: আজ আনন্দদায়ক সফর থাকতে পারে। আজকে বিনিয়োগ থাকতে পারে। সমৃদ্ধি এবং আর্থিক বিনিয়োগ থাকার সম্ভাবনা। সারাদিন খুশিভাব থাকতে পারে। সমগ্র জীবনে আজকেই ভাইবোনের থেকে সাহায্য পেতে পারেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ান।

    সিংহ রাশি: আজ সামাজিক জীবনে উন্নতির সম্ভাবনা। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন হতে পারে। অনিশ্চিত আচরণে ক্ষুণ্ণ হতে পারেন। হতাশা থাকতে পারে। ভালবাসার প্রয়োজন। প্রেমের উচ্চ অভিজ্ঞতা থাকতে পারে। জীবনে জটিলতা থাকতে পারে। সদস্যের সঙ্গে কথা বাড়াবেন না। আজ আবেগ থাকতে পারে।

    কন্যা রাশি: আজ জীবনে পরিতৃপ্তি থাকতে পারে। মানসিক কাঠিন্য থাকতে পারে। পরিবারের প্রয়োজন থাকতে পারে। মূল্যবান সময়ে কাজ করুন। আর্থিক পরিস্থিতি টানটান। কর্মক্ষেত্রে ভাল খবর। সময়ের চাকা দ্রুত চলে। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটাতে পারেন।

    তুলা রাশি: আজ উচ্চ উদ্দীপনা থাকার সম্ভাবনা। ব্যবসায় লাভ থাকতে পারে। অন্য ব্যক্তিদের উপদেশ শোনা দরকার। নিজের কাজ করুন। ভুল স্বীকার করলেই আজকে ভাল। আগামীকালের বিপদ আজকেই আন্দাজ করবেন, এড়িয়ে যান। স্ত্রী আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    বৃশ্চিক রাশি: আজ দুর্দশা থাকার সম্ভাবনা। অন্যের উপকারে আজকে কাজে আসুন। বিবেচকের মত বিনিয়োগ করুন। অতিরিক্ত সময় বের করলে আজকে ভাল। গার্হস্থ্য জীবনে ক্ষতি হতে পারে। অতীতের স্বপ্ন আজ তাড়া করতে পারে। কাজে ব্যয় করতে পারেন।

    ধনু রাশি: আজ কিছু সমস্যা ঝামেলায় ফেলতে পারে। বুদ্ধির বিচক্ষণতা প্রয়োজন। কূটনীতি কাজে আসতে পারে। অতিরিক্ত সময় শিশুদের সঙ্গে ব্যয় করুন। রাস্তাঘাটে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। কারওর উস্কানিতে চলবেন না।

    মকর রাশি: আজ আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। গুরুতর ঝামেলায় পড়তে পারেন। রাগ নিয়ন্ত্রণ করুন। কম অভিজ্ঞতার লোকেদের সঙ্গেই আজকে কথা বলুন। অন্যায়ের কাছে মাথা নোয়াবার দরকার নেই। আত্মবিশ্বাস বাড়ছে, অগ্রগতি স্পষ্ট হবে। ব্যক্তিত্বে বদল আনুন।

    কুম্ভ রাশি: আজ স্বাস্থ্যের দিকে ভাল দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্ক্ষিত বল আনতে পারে। ক্রোধ নিয়ন্ত্রনে রাখুন। সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। আর্থিক পরিস্থিতি টানটান। কর্মক্ষেত্রে ফুর্তি থাকবে। ব্যস্ততা থাকবে।

    মীন রাশি: আজ গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। অবহেলার কারণে মন খারাপের সম্ভাবনা। জমি এবং আর্থিক লেনদেনের পক্ষে ভাল দিন। পরিকল্পনার সঙ্গে শিশুদের যুক্ত করুন। আজ অনেকের থেকে উপকার পেতে পারেন।

  • Horoscope Today, 16 May 2022: আজ অর্থলাভের যোগ কোন কোন রাশির? দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 16 May 2022: আজ অর্থলাভের যোগ কোন কোন রাশির? দেখুন আজকের রাশিফল

    মেষ রাশি: আজ কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। অর্থলাভের সম্ভাবনা। স্বাস্থের প্রতি নজর দিন। বাড়ি সম্পত্তির দিক দিয়ে খরচ বাড়তে পারে। খাদ্যের প্রতি সচেতন থাকুন। কথায় সাম্যতা রাখুন। আটকে থাকা কাজ পূরণ হতে পারে। নৈরাশ্য ও অসন্তোষ প্রকাশ পেতে পারে। মায়ের সাহায্য পেতে পারেন। 

    বৃষ রাশি: আজ সংযত থাকুন। রাগ এড়িয়ে চলুন। শান্তি রাখার চেষ্টা করুন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক আবার ভালো হতে পারে। ব্যবসা বৃদ্ধি পেতে পারে। ব্যাবসায় আয়ের যোগ আছে। পরিবারের কোনও কারণে আপনার মনঃক্ষুণ্ণ হতে পারে। মায়ের সঙ্গ পেতে পারেন। ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। অধিক পরিশ্রম করতে হতে পারে। শুভ ফলের সম্ভাবনা। 

    মিথুন রাশি: আজ মন অশান্ত থাকতে পারে। চাকরিতে বা কার্যক্ষেত্রে উন্নতি হতে পারে। পরিশ্রম অত্যধিক হতে পারে। পরিবারে ধর্মীয় কাজের যোগ আছে। খরচ বাড়তে পারে। মায়ের সহযোগিতা পেতে পারেন। মেজাজ খিটখিটে থাকার সম্ভাবনা। সন্তান সুখ বৃদ্ধি পেতে পারে। গাড়ি কিনতে পারেন।

    কর্কট রাশি: আজ ধৈর্য ধরার চেষ্টা করুন। ব্যবসায় কঠিন সমস্যার মুখোমুখি হতে পারেন। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যস্ত থাকতে পারেন। যাত্রায় লাভের হতে পারে। মানসিক শান্তি থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখুন। পরিবারের কোনও সমস্যা নিয়ে চিন্তিত থাকতে পারেন। চাকরিতে অফিসারদের সহযোগিতা পেতে পারেন।

    সিংহ রাশি: আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকার সম্ভাবনা। চাকরিতে বা কার্যক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। আয় বৃদ্ধি পেতে পারে। মেজাজ খিটখিটে থাকার সম্ভাবনা। পরিবারের সহযোগিতা পেতে পারেন। মন অশান্ত থাকার সম্ভাবনা। পরিবারের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। অনেকদিন ধরে আটকে থাকা অর্থলাভ হতে পারে।

    কন্যা রাশি: আজ পঠনপাঠন আগ্রহ থাকার সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রের জন্য কোথাও যেতে পারেন। খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে আবার কথা হতে পারে। কর্মক্ষেত্রে কঠিন সমস্যার মোকাবিলা করতে হতে পারে। আয়ের নতুন উৎস বিকশিত হতে পারে। 

    তুলা রাশি: আজ সংযত থাকুন। অকারণে রেগে যাবেন না। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সচেতন থাকতে হবে। বাধা আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা। বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মানসিক শান্তি থাকলেও আত্মবিশ্বাস কম থাকার সম্ভাবনা। পারিবারিক জীবন সুখের হতে পারে। আয় কমার সম্ভাবনা। সঞ্চিত অর্থের পরিমাণও কমতে পারে।

    বৃশ্চিক রাশি: আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারেন। পরিবারের সঙ্গ পেতে পারেন। চাকরিতে অফিসারদের সহযোগিতা পাওয়া সত্ত্বেও স্থান পরিবর্তন হতে পারে। কথায় ভারসাম্য রাখার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রে সাফল্য আসতে পারে। বন্ধুর সাহায্য পেতে পারেন। আশা-নিরাশা মিশিয়ে দিন কাটার সম্ভাবনা। কোথাও যাত্রা করতে পারেন।

    ধনু রাশি: আজ দিনের প্রথম ভাগে কোনও আর্থিক চাপ বাড়তে পারে। কর্মস্থানে কাজের জন্য সম্মান বাড়ার সম্ভাবনা। বুদ্ধির জোরে বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারেন। দিনের মধ্য ভাগে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা।  

    মকর রাশি: আজ মন অশান্ত থাকার সম্ভাবনা। অশুভ চিন্তা ঘোরাফেরা করতে পারে। কর্মক্ষেত্রে কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে। পরিবারে কোনও দুশ্চিন্তার কারণ আসতে পারে। শিক্ষাক্ষেত্র এবং ধর্মীয় কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। চাকরিতে অফিসারদের সহযোগিতা পেতে পারেন। পদোন্নতি হতে পারে। 

    কুম্ভ রাশি: আজ নিজেকে সংযত রাখুন। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। জীবনযাপন কষ্টকর হতে পারে। ব্যবসায় আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। শিক্ষায় দিকে নজর দিন। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসার উন্নতি হতে পারে। অধিক পরিশ্রম করতে হতে পারে।

    মীন রাশি: আজ আত্মবিশ্বাস কম থাকার সম্ভাবনা। মনে অশুভ চিন্তা আনাগোনা করতে পারে। চাকরির ক্ষেত্রে কোনও অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন।পরিশ্রম অধিক করতে হতে পারে। মুডসুইং হতে পারে। পরিবারের সহযোগিতা পেতে পারেন। বাড়ি কিনতে পারেন। সঞ্চিত অর্থ বৃদ্ধির সম্ভাবনা। স্বভাবে জেদ বাড়তে পারে।

LinkedIn
Share