Blog

  • Neeraj Chopra: শুক্রবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ইভেন্ট, সরাসরি সম্প্রচার কখন, কোথায়?

    Neeraj Chopra: শুক্রবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ইভেন্ট, সরাসরি সম্প্রচার কখন, কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২ (World Athletics Championships 2022)। যুক্তরাষ্ট্রের ওরিগানের (Oregon) হেওয়ার্ড স্টেডিয়ামে (Hayward Field) আয়োজিত করা হচ্ছে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে নামতে চলেছেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) স্বর্ণপদকজয়ী তথা ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সের পর এবার তাঁর লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়। 

    টোকিও অলিম্পক্সে তাঁর দুর্দান্ত পারফম্যান্সের পর তিনি ক্রীড়াপ্রেমীদের যেন চোখের মণি হয়ে উঠেছেন নীরজ। এর আগে তিনি যেখানে খেলেছেন, সেখানেই তিনি কোনও না কোনও রেকর্ড গড়ে তুলেছেন। আগের ম্যাচ দুটোতেই তিনি তাঁর নিজের রেকর্ড ভেঙেছেন। সম্প্রতি পাভো নুর্মি গেমসে (Paavo Nurmi Games) ৮৯.৩০ মিটার ছুঁড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন। তারপর ডায়মন্ড লিগে (Diamond League) নীরজ জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠিয়েছিলেন ও জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুলেছিলেন। কিন্তু তাঁর দুটো গেমসেই সোনা জেতা হয়ে ওঠেনি ও ৯০ মিটারের গণ্ডিও পেরোনোও হয়নি তাঁর। তাই এবারে পুরো ভারতবাসী তাঁর দিকে চেয়েই বসে আছে যে, এবার হয়তো আবারও তাঁর হাত ধরেই স্বর্ণপদক ভারতে আসবে।

    আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

    গত বছর টোকিও অলিম্পিক্সে সোনা জেতায় নীরজকে নিয়ে ভারতীয়দের মনে আশা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে সেই সাফল্য তাঁর থেকে পদকের আশা আরও বাড়িয়ে দিয়েছে। ২০০৩ সালের প্যারিস চ্যাম্পিয়নশিপে লং-জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ (Anju Bobby George)। এরপর গত ১৯ বছরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কোনও ক্রীড়াবিদ কোনও পদক জেতেননি। তাই এবারে ভারতীয়দের আশা ভরসা একমাত্র নীরজ চোপড়া।

    কোথায় দেখবেন নীরজের ম্যাচ?

    সোনি স্পোর্টস চ্যানেলে নীরজের ম্যাচ সরাসরি দেখতে পারবেন ভারতীয় জনগণ।

    নীরজের ম্যাচ কবে?

    ২২ জুলাই, শুক্রবার নীরজ প্রতিযোগিতায় নামবেন।

    কখন নীরজের ম্যাচ শুরু হবে?

    নীরজ জ্যাভলিন প্রতিযোগিতার কোয়ালিফিকেশন পর্বে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’- এর মধ্যে কোন গ্রুপে থাকবেন সেটি এখনও ঠিক করা হয়নি। ২২ জুলাই ভোর ৫:৩৫ মিনিটে গ্রুপ ‘এ’ এবং ৭:৩৫ মিনিটে গ্রুপ ‘বি’-র প্রতিযোগিতা শুরু হবে।

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

  • Partha Chatterjee ED Custody: এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত

    Partha Chatterjee ED Custody: এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসিকাণ্ডে (SSC scam) ২ দিনের ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ১৯-ঘণ্টার ওপর জেরা করার পর গতকাল গভীর রাতে রাজ্যের শিল্পমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শনিবার দুপুরে তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে (Bankshall Court)। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ২ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে ইডি (ED) দাবি করে, তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না পার্থ। ফলে, তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি দেওয়া হোক। তদন্তকারী সংস্থার এই আবেদনে গ্রহণ করেন বিচারক। উল্টোদিকে জামিনের আবেদন করেন পার্থর আইনজীবী। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন বিচারক। তৃণমূল মহাসচিবকে ২ দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে পার্থকে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে। 

    আরও পড়ুন: অর্পিতাকে চিনতেন মুখ্যমন্ত্রী! কী বললেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য?

    এসএসসি দুর্নীতিকাণ্ডে রাতভর জিজ্ঞাসাবাদ পর্ব শেষে অবশেষে শনিবার সকালে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার, সকাল ৭টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়, এই দুর্নীতিকাণ্ডে আরেক অভিযুক্ত পরেশ অধিকারী সহ একসঙ্গে ১৩টি জায়গায় হানা দেয় ইডি। পরে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে চিরকূটে লেখা অর্পিতা মুখোপাধ্যায়ের নাম দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। পরে, দুপুর তিনটে নাগাদ সেখানে হানা দেয় ইডি। তখনও ইডি আধিকারিকরা জানেন না, তাঁদের জন্য সেখানে অপেক্ষা করছে ‘জ্যাকপট’। 

    আরও পড়ুন: এটা তো সবে ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি! ট্যুইটে কাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী?

    অর্পিতার ফ্ল্যাটে থেকে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও উদ্ধার হয় ফ্ল্যাট থেকে। একেবারে, ২ হাজার ও ৫০০-র নোটের ২ বস্তা ভর্তি বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার করা হয়। ইডি সূত্রে দাবি, জেরায় অর্পিতা জানিয়েছেন, এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা। সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে। পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়কে তিনি শুধুই চিনতেন বলে ইডি-কে জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

  • Partha Chatterjee Arrested: এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, আজই তোলা হবে আদালতে

    Partha Chatterjee Arrested: এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, আজই তোলা হবে আদালতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতিকাণ্ডে রাতভর জিজ্ঞাসাবাদ পর্ব শেষে অবশেষে শনিবার সকালে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে। আজই তাঁকে সম্ভবত তোলা হবে আদালতে। সেখানে পার্থকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। একইসঙ্গে আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে। গতকাল অর্পিতার ফ্ল্যাটে থেকে নগদ ২১ কোটির বেশি টাকা ও প্রায় ৭৯ লক্ষাধিক টাকার গয়না উদ্ধার করেছন তদন্তকারীরা। প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও উদ্ধার হয় ফ্ল্যাট থেকে।

    শুক্রবার, সকাল ৭টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়, এই দুর্নীতিকাণ্ডে আরেক অভিযুক্ত পরেশ অধিকারী সহ একসঙ্গে ১৩টি জায়গায় হানা দেয় ইডি। পরে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে চিরকূটে লেখা অর্পিতা মুখোপাধ্যায়ের নাম দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। পরে, দুপুর তিনটে নাগাদ সেখানে হানা দেয় ইডি। তখনও ইডি আধিকারিকরা জানেন না, তাঁদের জন্য সেখানে অপেক্ষা করছে ‘জ্যাকপট’। একেবারে, ২ হাজার ও ৫০০-র নোটের ২ বস্তা ভর্তি বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার করা হয়। 

    একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, অন্যদিকে অর্পিতার ফ্ল্যাট– রাতভর জেরাপর্ব চলে। ইডি সূত্রে দাবি, তদন্তে নেমে অর্পিতার সম্পত্তির যে খতিয়ান উঠে এসেছে, তাতে তদন্তকারীদের চোখ কপালে ওঠার জোগাড়! সূত্রের খবর, অর্পিতা এবং তাঁর আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তিক হদিশও মিলেছে বলে খবর। জানা গিয়েছে, কলকাতা শহরেই অর্পিতার দু’টি ফ্ল্যাট এবং একটি বাড়ির হদিশ মিলেছে। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের অর্পিতার দু’টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, অন্যটি ব্লক ফাইভে। এর মধ্যে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে টেরেস। 

    এত বিপুল সম্পত্তি কোথা থেকে এল? সেই প্রশ্ন করা হয় অর্পিতাকে। কিন্তু, কোনও সদুত্তর মেলেনি। ইডি সূত্রে দাবি, জনের কেউই নাকি তদন্তে সহযোগিতা করছেন না। এরপরই , এর পরই সকালে পার্থকে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়। সাক্ষী ডেকে এনে সই করানো হয় গ্রেফতারি মেমোয়। একইসঙ্গে আটক করা হয় অর্পিতাকেও। পরে, পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে আটক করে ইডি। সুকান্ত এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্য। নিউ ব্যারাকপুরের বাড়ি থেকে তাঁকে আটক করে ইডি। নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। 

  • Haryana: মেয়ে সিবিএসই বোর্ডে ১০০% নম্বর পাওয়ায় দুশ্চিন্তায় মা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

    Haryana: মেয়ে সিবিএসই বোর্ডে ১০০% নম্বর পাওয়ায় দুশ্চিন্তায় মা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিএসই বোর্ডের (CBSE Board) দশম শ্রেণির (10th Result) পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর! সন্তানের এ হেন ফলে খুশির সাগরে ভাসবেন যেকোনও অভিভাবক৷ কিন্তু হরিয়ানার (Haryana) অঞ্জলি যাদবের (Anjali Yadav) বাড়িতে ধরা পড়ল সম্পূর্ণ বিপরীত ছবি৷ মেয়ের দুর্দান্ত রেজাল্টেও দুশ্চিন্তায় অঞ্জলির মা৷ কী করে মেধাবী মেয়ের উচ্চশিক্ষার খরচ যোগাবেন সেই চিন্তাতেই ঘুম উড়েছে৷ নুন আনতে পান্তা ফুরোয় যে পরিবারের, সে পরিবারে মেধাবী হওয়াও যেন এক বিলাসিতা।

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    অঞ্জলির বাবা চাকরি করতেন প্যারামিলিটারিতে৷ ২০১০ সালে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন৷ শারীরিক অক্ষমতার কারণেই ২০১৭ সালে চাকরি থেকে অবসর নেন৷ ছোট ভাই পঞ্চম শ্রেণিতে পড়ে৷ পরিবারে একমাত্র রোজগেরে অঞ্জলির মা। খানিকটা জমি আছে। কিন্তু তাতে প্রয়োজন মেটে না। এই পরিবারে উচ্চ শিক্ষিত হওয়া যেন এক দিবা স্বপ্ন৷ কিন্তু সেই স্বপ্নই এবার সত্যি হতে চলেছে। উচ্চ শিক্ষার জন্যে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন অঞ্জলি। কথা রেখেছেন হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। করে দিয়েছেন অঞ্জলির বৃত্তির ব্যবস্থা৷

    আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসই, পাশের হার ৯২.৭১%     

    রবিবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar) যখন অঞ্জলিকে ভিডিও কলে শুভেচ্ছা জানান, তখন তাঁকে অর্থিক সমস্যার বিষয়ে জানান ওই পড়ুয়া৷ মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তাঁর জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা বৃত্তির (Scholarship) ব্যবস্থা করে দেন৷ সেইসঙ্গে জানান, ভবিষ্যতে তাঁর পড়াশোনায় সবরকম সাহায্য করবে রাজ্য সরকার৷ বৃত্তির ঘোষণার পর যারপরনাই খুশি অঞ্জলি। বার বার ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। 

    ভবিষ্যতে চিকিৎসক হতে চান অঞ্জলি। পড়তে চান দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দিল্লি এইমসে। সেই স্বপ্নই এবার উড়ান দেওয়ার পথে।  

    শিলারপুরের বাসিন্দা অঞ্জলি পড়েন ইন্ডাস ভ্যালি পাবলিক স্কুলে৷ তাঁর মা জানিয়েছেন, “অত্যন্ত পরিশ্রমী অঞ্জলি। কঠোর পরিশ্রমের কারণেই মেয়ের এই রেজাল্ট।” তিনি আরও বলেন, “আমাদের এই অর্থনৈতিক অবস্থায় মেয়ের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব ছিল। তাই মুখ্যমন্ত্রী যখন ফোন করে শুভেচ্ছে জানান, তখন আমরা আমাদের অবস্থার কথা তাঁকে জানাই। মুখ্যমন্ত্রীর এই সাহায্যের জন্যে আমরা কৃতজ্ঞ।”

  • National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পুরোনো ছন্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Film Award) বিজয়ীদের তালিকা প্রকাশ করল ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ (Directorate of Film Festival Department)। এবার মঞ্চে উঠেই পুরস্কার নিলেন বিজয়ীরা। গত দুবছর করোনার কারণে ভার্চুয়ালি পালন হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। তাই এবার মনোনয়ন তালিকায় রয়েছে ২০২০ সালের কিছু সিনেমা। 

    আরও পড়ুন: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    এবার সেরা ফিচার ছবির স্বীকৃতি পেল সুরারাই পোত্রু। সেরা জনপ্রিয় ছবি তানহাজি। সেরা ছবির তালিকায় রয়েছে বাংলার ছবিও। সেরা সিনেম্যাটোগ্রাফি এবং সেরা বাংলা ছবির জন্যে পুরস্কার পেল অভিযাত্রিক। 

    আরও পড়ুন: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

    সেরা পরিচালকের শিরোপা পেলেন সচীদানন্দন কে আর। মরণোত্তর এই সম্মান পেলেন সচীদানন্দন, ওরফে সচী। ২০২০ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হন এই পরিচালক। 

    এক নজরে সেরাদের তালিকা  

    সেরা ফিচার ছবি: সুরারাই পোত্রু

    সেরা পরিচালক: সচীদানন্দন কে আর

    সেরা জনপ্রিয় ছবি: তানহাজি

    সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা

    সেরা শিশুদের ছবি: সুমি

    সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজ়ির জন্য অজয় দেবগন

    সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি

    সেরা সাপোর্টিং অভিনেতা: বিজু মেনন

    সেরা সাপোর্টিং অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী

    সেরা শিশু শিল্পী: ‘তকতক’ ছবির জন্য অনীষ মঙ্গেশ গোসাভি এবং ‘সুমি’ ছবির জন্য আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর

    সেরা সঙ্গীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো

    সেরা মহিলা গায়ক: নানছাম্মা

    সেরা মহিলা গায়িকা: সাইনা

    সেরা অডিয়োগ্রাফি: দোল্লু 

    সেরা সিনেম্যাটোগ্রাফি: অভিযাত্রিক

    সেরা নন-ফিচার ছবি: থ্রি সিস্টার্স

    সেরা পোশাক পরিকল্পনা: তানহাজি

    সেরা মেকআপ: নাট্যম

    সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু

    সেরা অসমীয়া ছবি: ব্রিজ

    সেরা বাংলা ছবি: অভিযাত্রিক

    সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র

    সেরা তেলুগু ছবি: কালার ফটো

    সেরা তামিল ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    বিশেষ জুরি পুরষ্কার

    হিন্দিতে সেরা ফিচার ছবি: তুলসীদাস জুনিয়র

    কন্নড়ের সেরা ফিচার ছবি: দোল্লু 

    মালায়ালামের সেরা ফিচার ছবি: থিঙ্কলাজচা নিশ্চয়াম

    তামিলের সেরা ফিচার ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    হরিয়ানভিতে সেরা ফিচার ছবি: দাদা লখমি
     
    ডিমাসায় সেরা ফিচার ছবি: সামখোর

    টুলুতে সেরা ফিচার ছবি: জিটিগে  

    সেরা নন ফিচার ছবি

    পারিবারিক মূল্যবোধের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্র: কুমকুমারচান, অভিজিৎ অরবিন্দ দলভি

    সেরা পরিচালনা: ওহ দ্যাটস ভানু, আরভি রামানি

    সেরা সঙ্গীত পরিচালনা: ১২৩২ কিমি- মারাঙ্গে তো ওয়াহিন জাকার, বিশাল ভরদ্বাজ

    সেরা সিনেমাটোগ্রাফি: সাবদিকুন্না কালাপ্পা, নিখিল এস প্রবীণ

    সেরা অডিওগ্রাফি: পার্ল অফ দ্য ডেজার্ট, অজিত সিং রাঠোর

    সেরা সম্পাদনা: বর্ডারল্যান্ডস, অনাদি আথালে

    সেরা ন্যারেশন ভয়েসওভার: র‌্যাপসোডি অফ রেইনস , শোভা থারুর শ্রীনিবাসন

    বেস্ট অন লোকেশন সাউন্ড: জাদুই জঙ্গল, সন্দীপ ভাটি এবং প্রদীপ লেখওয়ার 

    সিনেমার সেরা বই: কিশ্বর দেশাইয়ের দ্য লংগেস্ট কিস 

    সিনেমার সেরা বই (বিশেষ উল্লেখ): এমটি অনুনাহভাঙ্গালুদে পুস্তকাম, অনুপ রামকৃষ্ণান এবং সূর্য দেবের কালি পাইনে কালিরা সিনেমা

    সেরা চলচ্চিত্র সমালোচক: এই বছর কোন বিজয়ী নেই।

    সর্বাধিক চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাজ্য: মধ্যপ্রদেশ

     

     

     

     

     

  • Gautam Adani: এখন বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি গৌতম আদানি, ধারে কাছে নেই আম্বানি!

    Gautam Adani: এখন বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি গৌতম আদানি, ধারে কাছে নেই আম্বানি!

    মাধ্যম নিউজ ডেস্ক:  ভারতীয় শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। এর আগেই ভারতের ধনীদের তালিকায় সেরা হয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা। কিন্তু এবারে বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসলেন আদানি। এই প্রথম এশিয়ার কোনও ব্যক্তি বিশ্বের ধনীদের তৃতীয় নম্বরে উঠে এলেন। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুসারে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে এই শিরোপা দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: চলতি বছরেই এফএমসিজি বাজারে আত্মপ্রকাশ রিলায়েন্স রিটেলের, ঘোষণা মুকেশ-কন্যা ইশার

    বর্তমানে আদানির থেকেও ধনী, এমন ব্যক্তি বিশ্বে মাত্র ২ জন। একজন হলেন, আমাজন কর্তা জেফ বেজোস (Jeff Bezos)। অপরজন টেসলার মালিক ইলন মাস্ক (Elon Musk)। ফ্রান্সের বার্নার্ড আর্নোলকেও ছাপিয়ে (France’s Bernard Arnault) বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির স্থানে উঠে এসেছেন আদানি। বিশ্বের ধনী ব্যক্তিদের জায়াগায় কখনও উঠে আসতে পারেননি মুকেশ আম্বানি ও চিনের জ্যাক মা।

    ৬০ বছরের এই ধনকুবের তাঁর কয়লা ব্যবসা থেকে শুরু করে বন্দর ব্যবসা সমস্ত ক্ষেত্রে উন্নতি করেই চলেছেন। এখানেই শেষ নয়, ভারতের বৃহত্তম বেসরকারি-ক্ষেত্রের বন্দর, বিমানবন্দর অপারেটর, সিটি-গ্যাস ডিস্ট্রিবিউটর ও কয়লা খনির মালিক আাদানি গোষ্ঠী। আবার নভেম্বরে গ্রিন এনার্জিতে ৭০ বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে।

    আরও পড়ুন: বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি আদানি, দশম স্থানে মুকেশ

    গৌতম আদানি সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। ইলন মাস্ক, যিনি প্রথম স্থানে রয়েছেন, তার মোট সম্পত্তির পরিমাণ ২৫১ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১৫৩ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে থাকা বার্নার্ড আর্নল্টের মোট সম্পত্তির পরিমাণ ১৩৬ বিলিয়ন ডলার। গত মাসেই ফোরবেস রিয়্যাল টাইম থেকে জানানো হয়েছিল যে তাদের প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে চার নম্বরে নাম রয়েছে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির। কিন্তু এবার জানা গেল তৃতীয় স্থানে উঠে এসেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • African Cheetah: স্বাধীনতার ৭৫ বছরে ভারতে আসছে ৮টি আফ্রিকান চিতা

    African Cheetah: স্বাধীনতার ৭৫ বছরে ভারতে আসছে ৮টি আফ্রিকান চিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আফ্রিকা (Africa) থেকে এবার চিতা (Cheetah) আসছে ভারতে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষেই এই আয়োজন। সবকিছু ঠিক থাকলে সামনের মাসে স্বাধীনতা দিবসের আগেই আটটি চিতা ঘুরে বেড়াবে ভারতের জাতীয় উদ্যানে। দেশবাসীর কাছে এ এক বড় উপহার বলেই মনে করছেন অনেকে। মধ্যপ্রদেশের একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে রাখা হবে চিতাগুলিকে। দুদেশের মধ্যে বন্যপ্রাণ আদানপ্রদান সংক্রান্ত চুক্তির ভিত্তিতেই ভারত পাচ্ছে আফ্রিকান চিতা।  

    ১৯৫২ সালে ভারতে বিলুপ্ত বলে ঘোষণা করা হয় পৃথিবীর দ্রুততম এই প্রাণীটিকে। চিতা ঘণ্টায় ৮০- ১৩০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এবার থেকে সেই চিতাই দেখা যাবে শেওপুরের কুনো-পালপুর ন্যাশনাল পার্কে (Kuno-Palpur National Park in Madhya Pradesh’s Sheopur district)।

    আরও পড়ুন: বিলুপ্তির ৭০ বছর পর ফের ভারতে আসতে চলেছে চিতা?

    নামিবিয়া (Namibia) থেকে আনা হচ্ছে এই চিতাগুলিকে। এরজন্যে প্রয়োজনীয় মউ সাক্ষর হয়েছে বুধবার। অগাস্ট মাসেই চারটে পুরুষ এবং চারটি মহিলা চিতাকে ভারতে আনা হবে। বন দফতরের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “বিষয়টি নিয়ে আলাপ আলোচনা এবং প্রাথমিক পর্যায়ের কাজ কর্ম শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে সামনেই মাসেই চিতাগুলিকে দেশে দেখা যাবে। তবে সঠিক তারিখ সরকারি সূত্রে পরিষ্কার করা হয়নি।”

    আরও পড়ুন: ইবোলার পর এবার মারবার্গ ভাইরাসে কাঁপছে আফ্রিকা, মৃত ২

    পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব ট্যুইটে লেখেন, “স্বাধীনতার ৭৫ বছরে পৃথিবীর দ্রুততম প্রাণী ভারতে প্রবেশ করবে। ভারতের ইকোসিস্টেম, পরিবেশ আবার পুনরুজ্জীবিত হবে,”

    [tw]


    [/tw]

    চিতা আনার মূল উদ্দেশ্যই হল, ভারতে আবার চিতার বংশ গড়ে তোলা। এই মুহূর্তে কুনো জাতীয় উদ্যানে ২১টি চিতা থাকার মতো জায়গা রয়েছে। একবার তা এসে গেলে আরও বড় জায়গায় ৩৬টি চিতা থাকতে  পারবে। কুনো বন্যপ্রাণ ডিভিশনের বিপুল জায়গাকে আরও অনেক চিতার বসবাস উপযোগী করে তোলা হবে। আর এই সবটাই দেখবে ভারতের পরিবেশ মন্ত্রক।  

  • Viral Video: গায়ের ওপর গোখরো, ভয়ে মরার ভান মহিলার, তারপর যা ঘটল…

    Viral Video: গায়ের ওপর গোখরো, ভয়ে মরার ভান মহিলার, তারপর যা ঘটল…

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সাপ’ শব্দটি যেন চিরকালীন ত্রাসের সমার্থক! এই প্রাণীটিকে এড়িয়েই চলতে পছন্দ করেন সাধারণ মানুষ। আর বিষধর হলে তো কথাই নেই। আর সেই প্রাণীটিই কিনা গায়ের ওপর উঠে বসে আছে, আর চুপ করে শুয়ে রয়েছেন মহিলা! ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কোথায় এমন রোমহর্ষক ঘটনা ঘটেছে তা যদিও জানা যায়নি। 

    আরও পড়ুন: মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলটই! এরপর যা ঘটল…

    ভিডিওটি ট্যুইটারে (Twitter) শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। লিখেছেন, “এরকম যদি হয়, আপনার প্রতিক্রিয়া কী হবে? সাপটি কিছুক্ষণ মহিলাটির গায়ে জড়িয়ে থাকলেও বেশ কিছুক্ষণ পড়ে কোনওরকম ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়।”  

     

    ভিডিওটিতে প্রায় ২২ হাজার ভিউ, দেড় হাজার লাইক এবং ২১০ রিটুইট রয়েছে। সাপটিও যে সে সাপ না। গোখরো (Cobra)। কিন্তু এত বড় ঘটোনাতেও মহিলা বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিশ্চিন্তে শুয়ে আছে। ঘটনাটি অবাক করেছে নেটিজেনদের। 

    আরও পড়ুন: ইন্টারভিউতে ডোমিনোজের আজব প্রশ্ন, ক্ষতিপূরণবাবদ দিতে হল লক্ষাধিক টাকা!  

    পরে জানা যায়, মহিলা চুপচাপ শুয়ে থাকলেও চিৎকার করে সাহায্য চেয়েছেন। কিন্তু সরীসৃপটি সে বিষয়টি টের পায়নি। কোনওভাবেই ভীত না হওয়ায় সে ওই মহিলার শরীর থেকে খানিক সময় পরেই নেমে পড়ে।

    ভিডিওতে প্রতিক্রিয়া দিয়েছেন বহু নেট নাগরক। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Maharashtra: আসল শিবসেনা প্রমাণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শিন্ডে?

    Maharashtra: আসল শিবসেনা প্রমাণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শিন্ডে?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেদের আসল শিবসেনা (Shiv Sena) প্রমাণ করতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হতে চলেছেন মহারাষ্ট্রের (Maharasthra) মুখ্যমন্ত্রী শিবসেনার একনাথ শিন্ডে (Eknath Shinde)। এদিনই নিজেদের প্রকৃত শিবসেনার তকমা আদায় করতে কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তিনি।

    বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন নিয়ে বিরোধের জেরে অনুগত বিধায়কদের নিয়ে আসাম উড়ে যান শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। পরে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়েন শিন্ডে। মুখ্যমন্ত্রী হন শিন্ডে স্বয়ং। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। শিন্ডের দাবি, তাঁর সঙ্গেই রয়েছেন প্রায় ৪০ জন বিধায়ক। মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার সদস্য সংখ্যা ৫৬। তার সিংহভাগই রয়েছেন শিন্ডে শিবিরে। বাকিরা এখনও রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দলে।    

    আরও পড়ুন : বালাসাহেবের হিন্দুত্বের পথেই চলবে শিবসেনা, জানিয়ে দিলেন শিন্ডে

    সম্প্রতি উদ্ধবের গড়া এক্সিকিউটিভ কমিটি ভেঙে দিয়েছেন শিন্ডে। তিনি নিজে ন্যাশনেল এক্সিকিউটিভ কমিটির গঠন করেছেন। কমিটির মাথায় উদ্ধবকে রাখা হলেও, কমিটির প্রধান মুখপাত্র করা হয়েছে শিবসেনা বিধায়ক দীপক কেশরকরকে। নয়া গঠিত এই কমিটি সংক্রান্ত রেজলিউশন নির্বাচন কমিশনের দফতরে পেশ করতে চলেছে শিন্ডে শিবির। কেবল তাই নয়, শিন্ডে স্বয়ং দ্বিতীয় বারের জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। এদিকে, মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সমস্যা এবং শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির মহাবিকাশ আগাড়ি জোট সরকারের পতন সংক্রান্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। বুধবার দেশের শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চে হবে ওই মামলার শুনানি। এই তিন বিচারপতির বেঞ্চের নেতৃত্বে রয়েছেন সিজেআই এনভি রামানা। তাঁর সঙ্গে থাকছেন বিচারপতি কৃষ্ণ মুরারি এবং হিমা কোহলি।

    আরও পড়ুন : ‘যাঁরা যেতে চাইছেন যান, নতুন শিবসেনা গড়ব’, হুঁশিয়ারি উদ্ধবের

    উদ্ধব সরকারের পতনের পরে পরেই শিন্ডে শিবির  নিজেদের দাবি করেছে তারাই আসল শিবসেনা। যদিও শিন্ডের দাবি, শিবসেনার বর্ষীয়ান নেতারাও রয়েছেন মুখ্যমন্ত্রীর শিবিরে। শিন্ডে বলেন, সিংহভাগ মানুষ, আমি বলছি না হাজার হাজার, এঁদের মধ্যে অফিস বেয়ারার, ওয়ার্কার্স, এবং জনপ্রতিনিধি আমাদের সঙ্গে নিয়মিত সম্পর্ক রেখে চলেছেন। নয়া রাজ্য সরকারের ওপর তাঁদের বিশ্বাসও রয়েছে। কারণ আমরা বালাসাহেবের আদর্শ মেনেই চলছি। শিবসেনা বিজেপি মেলবন্ধনও ঘটিয়েছি আমরাই।

  • Tiger Death: চলতি বছরে ২৭টি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে, দেশে সর্বাধিক 

    Tiger Death: চলতি বছরে ২৭টি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে, দেশে সর্বাধিক 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মধ্যে সব থেকে বেশি বাঘ (Tiger) দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। কিন্তু সেই রাজ্যেই এখন বাঘ মৃত্যুর ঘটনা দেশের মধ্যে সর্বাধিক। এমনটাই জানাচ্ছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (NTCA) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য। 

    আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছরে ভারতে আসছে ৮টি আফ্রিকান চিতা

    তথ্যে বলা হয়েছে, বছরের শুরু থেকে ১৫ জুলাই অবধি গোটা দেশে ৭৪ টি বাঘ প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধুমাত্র মধ্যপ্রদেশে মারা গিয়েছে ২৭টি বাঘ। যা এইসময়ে দেশের মধ্যে সর্বাধিক। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বাঘ মৃত্যুর সংখ্যা ১৫। তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে ১১টি বাঘের মৃত্যু হয়েছে। আসামে ৫, কেরল এবং রাজস্থানে ৪টি করে, উত্তরপ্রদেশে ৩টি, অন্ধ্রপ্রদেশের ২টি, বিহার, ওড়িশা, ছত্রিশগড়ে ১টি করে বাঘের মৃত্যু হয়েছে। 

    আরও পড়ুন: ১১টির মধ্যে সাতটি পুরনিগম বিজেপির! মধ্যপ্রদেশে প্রথম জয় আপের

    বাঘ মৃত্যুর কারণ কী?

    আধিকারিকদের মতে, বয়সজনিত কারণে, নিজেদের মধ্যে লড়াইয়ের কারণে, রোগ, চোরা শিকারিদের হাতে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাঘের মৃত্যু হয়। 

    ২০১৮ সালে মধ্যপ্রদেশ ‘টাইগার স্টেট’ – এর তকমা ফিরে পায়। অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে মধ্যপ্রদেশে ৫২৬টি বাঘের বাস ছিল। যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। সে রাজ্যে চারটি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা, পান্না এবং সঞ্জয় দুবরি। 

    ২৭টি বাঘের মধ্যে ৯টি পুরুষ বাঘ এবং ৮টি মহিলা বাঘ ছিল। বাকিদের বিষয়ে কোনও তথ্য দেওয়া নেই। এদের মধ্যে কিছু বাঘ শাবকেরও মৃত্যু হয়েছে। 

    বন দফতরের এক আধিকারিক বলেন, “এই রাজ্যে সবচেয়ে বেশি বাঘের মৃত্যু হয়েছে তার কারণ এই রাজ্যে বাঘের সংখ্যাও সবচেয়ে বেশি।” 

    আরটিআই কর্মী অজয় দুবে বলেন, “পান্নায় ১০ বছর আগেও বাঘের দেখা মিলত না। এনটিসিএ রাজ্যকে ব্যাঘ্র প্রকল্প গড়ে তোলার নির্দেশ দেয়। তারপরে চোরা শিকারিদের হাত থেকে বাঘগুলিকে রক্ষা করা খানিকটা হলেও সম্ভব হয়েছে।”  

     

     

     

LinkedIn
Share