Blog

  • JEE Main Result: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    JEE Main Result: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম সেশনের ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ১১ জুলাই মাঝরাতে ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা http://jeemain.nta.nic.in- এই ওয়েবসাইটে তাঁদের পরীক্ষার ফল দেখতে পারবেন। এই সেশনে ১৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ স্কোর করেছেন অর্থাৎ পূর্ণ নম্বর পেয়েছেন। এদের মধ্যে তালিকায় সাধারণ  বিভাগের ১০ জন ছাত্র, ওবিসি-এনসিএল বিভাগের ২ জন ছাত্র এবং সাধারণ-ইডাবলিউএস বিভাগের ২ জন ছাত্র রয়েছে৷ জেইই মেইন সেশন ২ পরীক্ষার ফল ঘোষণার পরে প্রথম কে তাঁর নাম ঘোষণা করা হবে।

    এ বছর ৮ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। জেইই সেশন ১- এর ফলাফল ঘোষণা করা হয় প্রায় মধ্যরাত ১:৩০ টার দিকে। তারপরেই জেইই মেইন স্কোর কার্ড ২০২২ ডাউনলোড করার লিঙ্কগুলিও  সক্রিয় করেছে এনটিএ।

    এবার ভারতের বাইরের ১৭টি শহরসহ দেশের ৪০৭টি শহরের ৫৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    গত বছরের মতন, এইবার পরীক্ষা চারটির পরিবর্তে মাত্র দুটি সেশনে নেওয়া হচ্ছে। 

    জেইই মেইন ২০২২ সেশন ২- এর জন্যে আবেদন প্রক্রিয়া চলছে৷ জুলাই ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, এবং ৩০ সেশন ২- এর পরীক্ষা নেবে এনটিএ। 

    কী করে দেখবেন ফল:

    • প্রথমে জেইই মেইন-এর অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.nic.in দেখুন।
    • হোম পেজে, ‘জেইই মেইন সেশন-১ ফলাফল লিঙ্ক’-এ ক্লিক করুন।
    • এরপর লগইন করে ক্রেডেনশিয়াল লিখুন।
    • জেইই মেইন সেশন-১ ফলাফল স্ক্রিনে খুলবে।
    •  ফলাফল দেখুন ও ডাউনলোড করুন।
    • ফলাফলের একটি প্রিন্টআউট নিন এবং আরও রেফারেন্সের জন্য এটি আপনার কাছে রাখুন।

    উভয় শিফটের এনটিএ স্কোর একত্রিত করে সামগ্রিক যোগ্যতা তৈরি করা হবে। জেইই মেইন কাট-অফ এবং অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (এআইআর) জেইই মেইন সেশন ২ এর পরেই প্রকাশিত হবে। 

    একনজরে মেধা তালিকা: 

    তেলেঙ্গানা থেকে জাস্টি যশবন্ত ভিভি এস

     হরিয়ানার সার্থঙ্ক মহেশ্বরী

     তেলেঙ্গানার অনিকেত চট্টোপাধ্যায়

     তেলেঙ্গানা থেকে ধীরজ কুরুকুন্দা

     অন্ধ্রপ্রদেশের কোয়না সুহাস

     ঝাড়খণ্ডের কুশাগ্র শ্রীবাস্তব

     পাঞ্জাবের মৃণাল গর্গ

     আসাম থেকে স্নেহা পারেক

     রাজস্থানের নভ্যা

     অন্ধ্রপ্রদেশের পেনিকালপতি রবি কিশোর

     অন্ধ্র প্রদেশের প্লিসেটি কার্তিকেয়া

     

  • Rishi Sunak: ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে নাম দিয়ে কটাক্ষের শিকার ভারতীয় বংশোদ্ভূত ঋষি – সুয়েলা

    Rishi Sunak: ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে নাম দিয়ে কটাক্ষের শিকার ভারতীয় বংশোদ্ভূত ঋষি – সুয়েলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে বরিসের জায়গায় কে থাকবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। ইতিমধ্যে অনেকেই তাঁর উত্তরসূরি হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। তবে বরিস সরে গেলে তাঁর জায়গা নিতে পারেন ঋষি সুনক (Rishi Sunak), এমনটাই আলোচনায় শোনা যাচ্ছে। যদি ঋষি সুনকই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকে ও ইনিই হন প্রধানমন্ত্রী, তবে তিনিই হবেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঋষি সুনকের বয়স ৪২ বছর। ২০২০ সালে বরিসই তাঁকে ‘চ্যান্সেলর অফ এক্সচেকার’ পদে নিয়োগ করেছিলেন অর্থাৎ তিনি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন।

    এরপর বরিস জনসন নিজের পদ ছেড়ে দিলে শুক্রবারই ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক দলের প্রেসিডেন্ট পদে লড়ার কথা ঘোষণা করেন। এ বিষয়ে তিনি একটি ট্যুইট করেন। নির্বাচনী প্রচারমূলক ওই ভিডিয়ো-বার্তায় ঋষি বলেন– এই মুহূর্তে কাউকে না কাউকে হাল ধরতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ কারণেই কনজারভেটিভ পার্টির পরবর্তী সভাপতি ও প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সামিল হচ্ছেন তিনি। এরপর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: বিদায় বরিস! ব্রিটেনের হাল ভারতীয়ের হাতে?

    ঋষির পক্ষে যেমন অনেকে কথা বলছেন,  তেমনি অনেকে তাঁকে কটাক্ষ করতে ছাড়ছেন না। একদিকে তিনি যেমন ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে সমর্থন পাচ্ছেন, তেমনি অনেক ঘটনার জন্য সমালোচিত হতে হচ্ছে। যেমন- বরিসের সঙ্গী হিসাবে ‘পার্টিগেট’ বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর ইনফোসিসে তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির অংশীদারিত্ব এবং সেখান থেকে প্রাপ্ত আয় করা অর্থের উপর কর না দেওয়ারও অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। এছাড়াও ব্রিটেনের অর্থমন্ত্রী হয়েও আমেরিকার গ্রিন কার্ড থাকার ফলে তাঁকে সমালোচনার সম্মুখীন হতে হয়।

    এছাড়াও নেটিজেনদের অনেকেই ট্যুইটারেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। ঋষি প্রধানমন্ত্রীর পদের জন্য ঘোষণা করলে তিনি ReadyForRishi নামে একটি ক্যাম্পেইন শুরু করলে এক নেটিজেন সমালোচনা করে বলেন, বরিস জনসন পদত্যাগ করার আগেই তিনি Ready4Rishi নামে ডোমেইন তৈরি করে রেখেছেন। আরেকজন বলেন, “ঋষি সুনক একজম মাল্টি বিলিয়নিয়র।”  সাংসদ রিচার্ড বার্গন (Richard Burgon) ট্যুইটারে লিখেছেন, “সুনক পরিবারের ১০০ মিলিয়নের সম্পত্তি রয়েছে কিন্তু তবু তাঁরা ট্যাক্স দেন না।“  ব্রিটেন ব্যারিস্টার মৌঘাম ট্যুইটে বলেন, “আপনারা কি মনে করছেন যে দলের লোকেরা ‘ব্রাউন ম্যান’ ঋষিকে বেছে নেবে?”

    আরও পড়ুন: নেতা খুঁজছে লন্ডন! আপাতত কাজ সামলাবেন বরিস

    অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যানও (Suella Braverman) প্রধানমন্ত্রীর পদের জন্য নিজের নাম ঘোষণা করায় সমালোচনা শুরু হয়েছে। তাঁকে কটাক্ষ করে ট্রাম্পের ‘ব্রাউন ফিমেল ভার্সন’ বলা হয়েছে।

    উল্লেখ্য, অক্টোবরে কনজারভেটিভ পার্টির সম্মেলনে বেছে নেওয়া হবে নতুন প্রধানমন্ত্রীকে। ঋষির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে  ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যান, পাক বংশোদ্ভূত সাজিদ জাভিদের নামও। পাশাপাশি পেনি মর্ডান্ট, বেন ওয়ালেস, লিজ ট্রুসদের নামও উঠে এসেছে আলোচনায়।  

  • Monkey Pox: মাঙ্কি পক্সের নতুন উপসর্গ শনাক্ত করলেন বিজ্ঞানীরা, কী সেই উপসর্গ?

    Monkey Pox: মাঙ্কি পক্সের নতুন উপসর্গ শনাক্ত করলেন বিজ্ঞানীরা, কী সেই উপসর্গ?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার থেকে এখনও সেরে ওঠেনি বিশ্ব। আর তার ওপর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কি পক্স (Monkey Pox)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যেই এই ভাইরাসকে অতিমারীর তকমা দিয়েছে। বিশ্বে প্রায় ১৮,৮৩৬ জন মানুষ ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের। করোনার মতো মাঙ্কিপক্সের সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী। অবস্থার অবনতি দেখে করোনার মতো মাঙ্কি পক্স নিয়েও জরুরি অবস্থার ঘোষণা করেছে হু।

    আরও পড়ুন: মাঙ্কি পক্স ভাইরাসের পৃথকীকরণে সফল ভারত, জানাল এইআইভি  

    মাঙ্কি পক্সের সমস্ত উপসর্গগুলি প্রায় গুটি বসন্তের মতো। তবে সম্প্রতি চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সংগঠন, মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নতুন উপসর্গ (Symptoms) শনাক্ত করেছে। মাঙ্কি পক্সে বড় বড় ফুসকুড়ি দেখা যায়। এই উপসর্গের কথা আগেই শুনেছেন সবাই। কিন্তু এর সঙ্গে চিকিৎসকরা শনাক্ত করেছেন আরও তিনটি উপসর্গ। যা আগে ছিল না। সেগুলো হল, যৌনাঙ্গে ঘা, মুখে ঘা এবং মলদ্বারে ঘা।   

    গবেষণায় দেখা গিয়েছে, মাঙ্কি পক্সে আক্রান্ত প্রতি দশজনে একজনের যৌনাঙ্গে ঘা এবং ১৫ শতাংশের পায়ু বা মলদ্বারে ব্যথা হচ্ছে। মাঙ্কি পক্সের এই উপসর্গগুলি অনেকটাই সিফিলিস বা হারপিসের মতো। ফলে অনেক সময় রোগ নির্ণয় করতে বিপদে পড়ছেন চিকিৎসকরা। গবেষকরা দেখেছেন, ভুল রোগ নির্ণয়ের ফলে মাঙ্কি পক্স শনাক্ত করতে দেরি হয়ে যাওয়ায় ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত। ফলে চিকিৎসা করতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ মলদ্বারের ব্যথায় হাসপাতালে ভর্তি হয়েছেন। 

    আরও পড়ুন: মাঙ্কিপক্সে আক্রান্ত তিনজন বর্তমানে সুস্থ, জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী   

    এই ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, সময়ে রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা হলে মাঙ্কি পক্স নিয়ন্ত্রণে থাকবে। তাঁরা আরও বলছেন, এই মুখে ঘা, যৌনাঙ্গে ব্যথা কিংবা ঘা পরবর্তীতে গুরুতর আকার নিতে পারে। তাই সময়ে চিকিৎসা করানো গুরুত্বপূর্ণ। 

    লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সিনিয়র লেকচারার, যৌন স্বাস্থ্য এবং এইচআইভি পরামর্শদাতা এবং চিকিৎসক জন থর্নহিল এ বিষয়ে বলেন, “এটা বুঝতে হবে যে মাঙ্কি পক্স যৌন সংক্রমণ নয়। ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগ হলেও এটা অন্যের শরীরে ছড়াতে পারে। এখনও পর্যন্ত যৌন সম্পর্ক থেকে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন অধিকাংশ রোগী। কিন্তু তারপরেও মনে রাখতে হবে, এটা শুধুই যৌন সম্পর্কের ব্যাপার নয়। নতুন উপসর্গ থেকে কীভাবে মাঙ্কি পক্স ছড়াচ্ছে, গোষ্ঠী সংক্রমণের ঝুঁকি কতটা, এগুলো বুঝতে পারলেই শনাক্তকরণ সহজ হয়ে যাবে এবং ভাইরাসকে নিয়ন্ত্রণেও রাখা যাবে।”

  • Rafale M vs F/A 18 Super Hornets: মার্কিন এফ-১৮ না ফরাসি রাফাল! শীঘ্রই সিদ্ধান্ত ভারতীয় নৌবাহিনীর

    Rafale M vs F/A 18 Super Hornets: মার্কিন এফ-১৮ না ফরাসি রাফাল! শীঘ্রই সিদ্ধান্ত ভারতীয় নৌবাহিনীর

    মাধ্যম নিউজ ডেস্ক:  মার্কিন এফ-১৮ (US F/A 18 Super Hornets) বা ফরাসি রাফাল (French Rafale M) কিনতে আগ্রহী নৌসেনা (Navy)। দেশে তৈরি তেজস (TeJas) থাকলেও বিদেশি বিমানের উপরেই আপাতত ভরসা রাখছে ভারতীয় নৌসেনা। নৌসেনা সূত্রে জানা গেছে, নৌবাহিনীর বিমানবাহী রণতরীর জন্য প্রাথমিকভাবে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের তৈরি ‘এফ-এ ১৮ সুপার হর্নেট’ বা ফ্রান্সের যুদ্ধবিমান নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের তৈরি ‘মেরিন রাফাল’কে পছন্দের তালিকায় রাখা হয়েছে।

    আরও পড়ুন: আইএনএস বিক্রান্তের জন্য ২৬টি যুদ্ধবিমান সরাসরি কিনবে নৌসেনা?

    গত কয়েক মাস ধরে গোয়ার নৌঘাঁটি আইএনএস হংস থেকে দুটি যুদ্ধবিমানের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষার ভিত্তিতেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (DAC) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে বায়ুসেনার জন্যও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় ছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান। শেষপর্যন্ত দাম এবং অন্যান্য বিষয় বিবেচনা করে ফ্রান্সের তৈরি মেরিন রাফালকেই বেছে নেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন এই বিশিষ্ট ব্যক্তিরাও, রইল তালিকা

    প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, বিমানবাহী রণতরী আইএনএস বিক্রামাদিত্যে এবং আইএনএস বিক্রান্তে ব্যবহারের জন্য কয়েক বছর আগে থেকেই রুশ মিগ-২৯কে’র বিকল্প খুঁজতে শুরু করেছিল কর্তৃপক্ষ। দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস ব্যবহার করার কথা ভাবা হয়েছিল। সে লক্ষ্যে তেজসের কয়েক দফা পরীক্ষাও চলেছে। পরীক্ষায় দেখা গেছে, অ্যারেস্টেড ল্যান্ডিংয়ে সফল হলেও অন্যান্য ক্ষেত্রে একটু পিছিয়ে তেজস। অ্যারেস্টর হুকের সাহায্যে ৯০ মিটারের মধ্যে গতিবেগ ২৪৪ কিলোমিটার থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছিল তেজস। তবে অস্ত্রবহন ক্ষমতা ও বেশিক্ষণ ওড়ার ক্ষেত্রে তেজস আমেরিকা ও ফরাসি যুদ্ধবিমানের তুলনায় একটু পিছিয়ে। তাই রাফাল বা সুপার হর্নেটের মধ্য থেকে কোনও একটিকে বেছে নিতে চাইছে নৌসেনা। পরবর্তী পর্যায়ে তেজসকে নৌসেনায় অন্তর্ভুক্ত করা হবে, বলে আশাপ্রকাশ করছেন এক নৌসেনা আধিকারিক।

  • TET Scam: মাণিকের দুটি বাড়িতে সিবিআই তল্লাশি! কী পেলেন তদন্তকারীরা

    TET Scam: মাণিকের দুটি বাড়িতে সিবিআই তল্লাশি! কী পেলেন তদন্তকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক টেট-দুর্নীতি (TET Scam) মামলায় শহর (Kolkata) জুড়ে তল্লাশি অভিযান চালাল সিবিআই (CBI)। প্রাথমিক শিক্ষা পর্ষদ, সচিব, অপসারিত সভাপতির বাড়িতে চলল সিবিআই তল্লাশি। টেট-দুর্নীতি মামলার তদন্তে শহরের অন্তত ৬টি জায়গায় ৫০-৬০ জন অফিসার মিলে অভিযান চালায়। অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও হানা দেয় সিবিআই। ৫ ঘণ্টা ধরে যাদবপুরে মানিক ভট্টাচার্যের ২টি বাড়িতে চলে সিবিআই তল্লাশি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও গিয়েছে সিবিআই। সাড়ে ৪ ঘণ্টা ধরে সল্টলেকে (Saltlake) প্রাথমিক শিক্ষা পর্ষদে অভিযান চালানো হয়। 

    আরও পড়ুন: দলীয় কোন্দলের জের, আরামবাগে যুবর মারে জখম তৃণমূল নেতা

    সিবিআই সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বাড়িতে বৃহস্পতিবার  ১০ জনের একটি দল তল্লাশি চালায়। মানিকের দু’টি বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালানো হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালত নির্দেশে আরও জানিয়েছিল যে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আদালতের সেই নির্দেশ মেনেই সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মানিক। তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গত ২১ জুন টেট দুর্নীতি মামলার শুনানি চলাকালীন মানিককে দু’সপ্তাহের মধ্যে গোটা পরিবারের সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন মানিক। এখন সেই মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে।

    আরও পড়ুন: আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর, দাবি এনআইএ তদন্তেরও
     
    এদিন বাগদার (Bagda) তৃণমূল নেতা চন্দন মণ্ডলের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। TET দুর্নীতির তদন্তেই  অভিযুক্ত চন্দন মণ্ডলের (Chandan Mandal) বাড়িতে আসে CBI-এর ৬ জনের একটি প্রতিনিধি দল। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না অভিযুক্ত তৃণমূল নেতা। তবে তাঁর অনুপস্থিতিতেই প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা। যদিও তল্লাশিতে কিছু উদ্ধার হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে চন্দন মণ্ডলের সঙ্গে গোয়েন্দা আধিকারিকদের ফোনে কথা হয়েছে এবং তিনি যথা সময়ে CBI দফতরে গিয়ে হাজিরা দেবেন বলে জানান চন্দন মণ্ডলের মেয়ে চৈতালী মণ্ডল।

  • Recession: দেশে এখনই মন্দার সম্ভাবনা নেই! জানুন কী বলছেন অর্থনীতিবিদরা

    Recession: দেশে এখনই মন্দার সম্ভাবনা নেই! জানুন কী বলছেন অর্থনীতিবিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু ভারত (India) নয়, গোটা বিশ্বই মুদ্রাস্ফীতির এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই মন্দা (recession) অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। বেশ কিছু বড় দেশে এই মুদ্রাস্ফীতি ও আর্থিক মন্দার প্রভাব ব্যাপকভাবে পড়তে চলেছে। তবে বৈশ্বিক মুদ্রাস্ফীতি থেকে মুক্তি পাওয়ার পথ এখনও খোলা রয়েছে ভারতের সামনে। এমনটাই দাবি করা হয়েছে এক সমীক্ষায়।

    আরও পড়ুন: ফের ৫টি ভারতীয় জলাভূমিকে অন্তর্ভুক্ত করা হল রামসার সাইটে

    সম্প্রতি সারা বিশ্বের অর্থনীতিবিদরা একটি সমীক্ষা করে দেখেছেন, বহু দেশের অর্থনীতি আগামী এক বছরের মধ্যে মন্দার সম্মুখীন হতে পারে। কিন্তু ভারতে সেই সংকটের সম্ভাবনা শূন্য। শ্রীলঙ্কা বর্তমানে আর্থিক সংকটের মুখে। সেখানে আগামী এক বছরে মন্দায় পড়ার সম্ভাবনা ৮৫ শতাংশ। কিন্তু ভারতের উপর বিশ্বব্যপী অর্থনৈতিক মন্দার প্রভাব হবে মাঝারি এবং স্বল্পমেয়াদী। মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার প্রভাব দেশে পরোক্ষভাবে পড়বে। মার্কিন মন্দা ভারতের রপ্তানিকে মন্থর করতে পারে তবে সেক্ষেত্রে বিশ্বব্যাপী পণ্যের দামও কমে যাবে যা ইতিবাচক। রপ্তানি বাজার হিসাবে ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রচুর নির্ভরতার কারণে ভারতের রপ্তানি নেতিবাচকভাবে প্রভাবিত হবে এবং বিশ্ব বাণিজ্য ধীর হয়ে যাবে, বলে দাবি অর্থনীতিবিদদের।

    আরও পড়ুন: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI) তরফে স্টেট অব ইকোনমি রিপোর্টে জানানো হয়েছিল যে, বিশ্বে মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছতে চলেছে। এর প্রভাব ভারতীয় অর্থনীতিতেও পড়তে চলেছে। তবে এই মুদ্রাস্ফীতি থেকে মুক্তি পাওয়ার  উপায় রয়েছে ভারতের কাছে। রিজার্ভ ব্য়াঙ্কের তরফে জানানো হয়, যদি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানো হয় এবং সরবরাহ চেইনের উপরে তৈরি চাপ কমানো হয়,তবে মুদ্রাস্ফীতির ধাক্কা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এই নীতি অনুসরণ করা হলে যদি দেশের অর্থনীতির উপরে মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে,তবুও সেই প্রভাব খুব একটা গুরুতর হবে না।

  • IAF MiG-21 Crash: ফের দুর্ঘটনার কবলে মিগ ২১, মৃত দুই পাইলট

    IAF MiG-21 Crash: ফের দুর্ঘটনার কবলে মিগ ২১, মৃত দুই পাইলট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১ (MiG-21 Aircraft)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের (Rajasthan) বারমের জেলায় (Barmer District) প্রশিক্ষণের সময় ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। সেই মুহূর্তে তাতে দুজন পাইলট (Pilot) ছিলেন। দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা। আকাশেই আগুন লেগে যায় বিমানটিতে।  

    বায়ুসেনা বিবৃতিতে দিয়ে জানিয়েছে, “বায়ুসেনার একটি বা দুই আসন-বিশিষ্ট মিগ-২১ ট্রেনার যুদ্ধবিমান রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ছিল। রাত ৯টা ১০ নাগাদ বিমানটি বারমেরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। দুজন পাইলটেরই মৃত্যু হয়েছে। বায়ুসেনা গভীরভাবে অনুতপ্ত। শোকাহত পরিবারের পাশে রয়েছি আমরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।” 

    আরও পড়ুন: এলএসি-তে উড়ছে চিনা যুদ্ধবিমান! জবাবে দ্বিতীয় এস-৪০০ স্কোয়াড্রন মোতায়েন ভারতের

    [tw]


    [/tw]

    [tw]”      


    [/tw]

    দুর্ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর (ACM VR Chaudhury) সঙ্গে কথা বলেছেন। ঘটনায় শোক প্রকাশ করে তিনি ট্যুইটারে লেখেন, “রাজস্থানের বারমেরের কাছে বায়ুসেনার মিগ-২১ প্রশিক্ষক বিমানের দুর্ঘটনার কারণে দুই যোদ্ধার মৃত্যু হয়েছে। এর জন্য আমি গভীরভাবে মর্মাহত। দেশের জন্য তাঁদের সেবা কখনই ভোলার নয়। শোকের এই মুহূর্তে আমি শোকাহত পরিবারের পাশে রয়েছি।” 

    [tw]


    [/tw]

    রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট শোকরপ্রকাশ করে বলেছেন, “বারমেরে আইএএফ মিগ-২১ প্রশিক্ষক বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং কর্তব্যরত অবস্থায় দুই আইএএফ পাইলট প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁরা যেন এই ক্ষতি সহ্য করে শক্ত থাকেন। আমরা তাঁদের পাশে আছি। তাঁদের সঙ্গে দুঃখ ভাগ করে নেওয়ার জন্য পাশে থাকব।”

    আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ঘন অরণ্যে ৭ শ্রমিকের খোঁজ মিলল, এখনও নিখোঁজ ১২

    ১৯৬০ সালে প্রথম ভারতে আসে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান। তারপর থেকে প্রায় ২০০টি দুর্ঘটনার শিকার হয়েছে ভারতীয় বায়ুসেনার এই বিমানটি। প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী অজয় ভাট মার্চে রাজ্যসভায় জানিয়েছেন, গত পাঁচ বছরে ৪২ জন সেনা কর্মী দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রায় ৪৫টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে বায়ুসেনায় দুর্ঘটনাই ২৯টি।

     

     

  • Chess Olympiad: চেজ ওলিম্পিয়াডের পোস্টারে প্রধামমন্ত্রী, রাষ্ট্রপতির ছবি,  কী বলল মাদ্রাজ হাইকোর্ট?

    Chess Olympiad: চেজ ওলিম্পিয়াডের পোস্টারে প্রধামমন্ত্রী, রাষ্ট্রপতির ছবি, কী বলল মাদ্রাজ হাইকোর্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: চেন্নাইতে হতে চলেছে ৪৪তম চেজ ওলিম্পিয়াড(Chess Olympiad)। সেই উপলক্ষে টাঙানো হয়েছে বিলবোর্ড (Bill Board)। তাতে ছবি নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। এর পরেই কয়েকজন বিজেপি (BJP) কর্মী গিয়ে বিলবোর্ডে সাঁটিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর ঠিক পরের দিনই মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) তামিলনাড়ু সরকারকে সাফ জানিয়ে দেয়, ওলিম্পিয়াডের বিলবোর্ড, পোস্টারে রাখতে হবে রাষ্ট্রপতি (President) এবং প্রধানমন্ত্রীর ছবি।
    কিছুদিন পরেই তামিলনাড়ুতে হতে চলেছে ৪৪তম চেজ ওলিম্পিয়াড। আন্তর্জাতিক এই দাবা প্রতিযোগিতা উপলক্ষে শহর ছয়লাপ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছবি সম্বলিত পোস্টারে। আন্তর্জাতিক প্রতিযোগিতা হওয়া সত্ত্বেও তাতে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী ছবি ছিল না। আদালতে রাজ্য সরকার জানিয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যখন দেশ ব্যস্ত তখন রাষ্ট্রপতির ছবি মেলেনি। তাই পোস্টারে ছবি দেওয়া হয়নি রাষ্ট্রপতির। আর পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হয়নি কারণ, প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁর ছবি ছাপার অনুমতি এসেছিল দেরিতে।

    আরও পড়ুন : শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নবম-দশমেও, হাইকোর্টে দায়ের মামলা

    রাজ্য সরকারের এই দাবি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি মুনিশ্বর নাথ ভাণ্ডারি ও বিচারপতি এ আনন্থির ডিভিশন বেঞ্চ। তাঁরা জানান, দেশের প্রতিটি নাগরিকের কাছে জাতির গুরুত্বটাই সবার ওপরে হওয়া উচিত। যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেই দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি থাকে। কারণ তাঁরাই দেশের প্রতিনিধি। এটা শুধুই দেশের উন্নতির চিত্র প্রদর্শন নয়, এটা অল্প সময়ে ওই দেশের আয়োজনের ক্ষমতাও প্রমাণ করে। রাজ্য সরকার সহ প্রত্যেক সরকারের এ ব্যাপারে কাজ করা উচিত। যখন দেশ এমন এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে, তখন সেটা যাতে নিখুঁতভাবে অনুষ্ঠিত হয়, সেটা যাতে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে, তার ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসনকে আদালত এও জানিয়ে দিয়েছে, যেসব বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী ছাড়াও মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধামন্ত্রীর ছবি রয়েছে, তা যেন বিকৃত করা না হয়। যদি  এমন খবর আসে, তাহলে অন্যায়কারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ করতে হবে। 

    আরও পড়ুন : রনিল বিক্রমাসিংহেকে ‘চিঠি’ দিয়ে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

     

     

  • Rashtrapatni Remark Row: অধীরের ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যে ফাটল কংগ্রেসেই, নিন্দার ঝড় বিজেপিতে

    Rashtrapatni Remark Row: অধীরের ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যে ফাটল কংগ্রেসেই, নিন্দার ঝড় বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস (Congress) সাংসদ অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) ‘রাষ্ট্রপত্নী’ (Rashtrapatni) মন্তব্যের জেরে ফাটল দলের অন্দরেই। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি (Manish Tewari) অধীরের মন্তব্যের প্রেক্ষিতে জানিয়েছেন কড়া প্রতিক্রিয়া। তিনি বলেন, প্রতিষ্ঠানকে সম্মান জানানো উচিত।

    ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে জেরা করছে ইডি (ED)। এনিয়ে সংসদে সরব হয়েছিলেন বহরমপুরের সাংসদ কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী। এই সময়ই অধীর দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) সম্পর্কে ‘রাষ্ট্রপত্নী’ শব্দটি প্রয়োগ করেন বলে অভিযোগ। সংসদে তিনি বলেছিলেন, আমরা রাষ্ট্রপতির কাছে যাব। ভারতের রাষ্ট্রপতি না, না, রাষ্ট্রপত্নীর কাছে যাব।

    আরও পড়ুন : অধীরের ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যে তোলপাড় সংসদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

    অধীরের এই মন্তব্য নিয়ে লোকসভার পাশাপাশি গন্ডগোল শুরু হয় রাজ্যসভায়ও। পাল্টা চিৎকার চেঁচামেচি করতে থাকে কংগ্রেসও। দুপক্ষের চিৎকার-চেঁচামেচির জেরে উত্তাল হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। ঘটনার তীব্র নিন্দে করেন পদ্ম শিবিরের মহিলা নেত্রীরা। অধীরের মন্তব্যের জেরে ফাটল ধরেছে কংগ্রেসের অন্দরেও। কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, যিনি কোনও একটি সাংবিধানিক পদে রয়েছেন, তিনি নারীই হোন বা পুরুষ যেই হোন না কেন, তিনি সম্মানীয়। তিনি বলেন, যাঁর যে সম্মান প্রাপ্য, তাঁকে তা দিতে হয়। যিনি কোনও একটি সাংবিধানিক পদে রয়েছেন, তিনি লিঙ্গ বৈষম্যের উর্ধ্বে। অধীরের মন্তব্যকে লিঙ্গ বৈষম্যমূলক অপমান বলে দাবি করেছে বিজেপি। অধীরের পাশাপাশি এ ব্যাপারে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীরও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

    বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কড়া নিন্দা করেছেন অধীরের। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অধীরের মন্তব্যকে অশালীন বলে উল্লেখ করেছন। তিনি বলেন, কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির উদ্দেশে অশালীন শব্দ প্রয়োগ করেছেন। প্রত্যেক ভারতীয় নাগরিকের এর সমালোচনা করা উচিত। প্রত্যেক ভারতীয়ের কংগ্রেস, তার নেতারা এবং সোনিয়া গান্ধীকে বয়কট করা উচিত বলেও মনে করেন তিনি।

    আরও পড়ুন : ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যের জের, অধীরকে তলব জাতীয় মহিলা কমিশনের

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাষ্ট্রপতি সম্পর্কে কংগ্রেস সাংসদের এহেন মন্তব্য নিন্দার্হ। এটা সংবিধান, মহিলা ও জনজাতির মহিলাকে অপমান।এক দিক থেকে এটা জাতির অপমানও। ভারতবাসীর কাছে তাঁদের ক্ষমা চাওয়া উচিত। জাতি কখনও এই জাতীয় মন্তব্য মেনে নেবে না।  

     

    অধীরের সমালোচনায় মুখর হয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি বলেন, জনগণের দৃষ্টি আকর্ষণ করতে বিতর্কিত মন্তব্য করতেই অভ্যস্ত অধীররঞ্জন চৌধুরী। তাঁর উচিত দেশের প্রথম জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতিকে সম্মান করা। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, দ্রৌপদী মুর্মু দেশের প্রথম জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতি। তাঁর প্রতি এহেন মন্তব্যের আমরা তীব্র নিন্দা করি। দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। অধীরের মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিরও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের মতে, অধীরের মন্তব্য অসাংবিধানিক ও রাষ্ট্রপতি পদের অসম্মান। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, নয়া রাষ্ট্রপতি সম্পর্কে এহেন মন্তব্য অধীর আগেও করেছেন।

     

  • Election Commission:  বয়স ১৭ হলেই নাম তোলা যাবে ভোটার তালিকায়? কী বলল নির্বাচন কমিশন

    Election Commission:  বয়স ১৭ হলেই নাম তোলা যাবে ভোটার তালিকায়? কী বলল নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর ১৮ নয়, এবার মাত্র ১৭ বছর বয়স হলেই নাম তোলা যাবে ভোটার তালিকায় (Voter List)। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের (Election commission) তরফে জানানো হয়েছে, সতের বছর বয়স হলেই কোনও ভারতীয় নাগরিক (Indian Citizen) অগ্রিম তাঁর নাম নথিভুক্ত করতে পারবেন ভোটার তালিকায়। এর ফলে ভোটার তালিকায় নাম তোলার জন্য আর অপেক্ষা করতে হবে না নয়া প্রজন্মের ভোটারদের।

    ভারতীয় সংবিধান অনুসারে, এদেশে ভোট দিতে গেলে ভোটারদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তাই এতদিন ১৮ বছর বয়স হলেই নাম তোলা যেত ভোটার তালিকায়। এতদিন পয়লা জানুয়ারি কোনও নাগরিকের বয়স আঠারো হলে, তবেই নাম তোলা যেত ভোটার তালিকায়।

    আরও পড়ুন : অধীরের ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যে তোলপাড় সংসদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

    এদিন একটি বিবৃতি জারি করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের বয়স ১৭ বছরের ঊর্ধ্বে, তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে অগ্রিম আবেদন করতে পারে। আগে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে না।

    মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে সব রাজ্যের সিইও/ইআরও/এইআরওদের প্রযুক্তিগত দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। দেশের যুবসমাজ যাতে অগ্রিম ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারে, সেই জন্যই এমন নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এখন থেকে প্রতি ত্রৈমাসিক ভোটার তালিকা আপডেট করা হবে।এতদিন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যেত কেবল ১ জানুয়ারি। এবার থেকে ওই দিনটি ছাড়াও তা করা যাবে ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবরেও। যে ত্রৈমাসিকে যাঁরা যোগ্য হবেন, তাঁদের নাম তোলা হবে ভোটার তালিকায়। নাম নথিবদ্ধ হলেই মিলবে ভোটার কার্ড। বয়স ১৮ বছর হলেই ভোট দিতে পারবে সে।

    আরও পড়ুন : ধর্নায় বসে সাসপেন্ডেড সাংসদরা খাচ্ছেন ইডলি-সাম্বার, চিকেন-তন্দুরি!

     

LinkedIn
Share