Blog

  • Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর-এ ভারতকে হারিয়ে মধুর বদলা নিল পাকিস্তান। পাঁচ উইকেটে রোহিতদের হারায় বাবর আজমের দল। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সর্বাধিক রান তাড়া করে জয়। গত রবিবারই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে একই মাঠে একই ভাবে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ এখনও বন্ধ হয়নি রোহিতদের কাছে। কাল, মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনালের দিকে এগিয়ে যাবে ভারত। হারাতে হবে আফগানিস্তানকেও। 

    রবিবার, দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ১৮১ রান করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে সেই রান তুলে নেয় পাকিস্তান। পাঁচ উইকেটে ম্যাচ জেতে বাবররা। প্রথমে ব্যাট করে কোহলির অর্ধশতরানের দৌলতে ১৮১ রানের ভাল টার্গেট খাড়া করে ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরুটা ভাল করেছিল। প্রথম ১০ ওভারে ভারতের ভাল রান ওঠে। কিন্তু মাঝের ওভারে পর পর উইকেট পড়ায় রানের গতি বেশ খানিকটা কমে যায়। নতুবা ভারতের রান ২০০-এর কাছে পৌঁছে যেত। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম আউট হয়ে গেলেও পাকিস্তানের রানকে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    পাক তারকা মহম্মদ রিজওয়ানের দাবি, হার্দিক পান্ডিয়ার মন্ত্র কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে ব্যাট করেছেন তিনি।  ৫১ বলে ৭১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। হার্দিক যেভাবে আগের ম্যাচে চাপের মধ্যে শান্তভাবে ব্যাট করে গিয়েছিল তা-ই রপ্ত করার চেষ্টা করেছেন রিজ, এমনটাই অভিমত পাক উইকেট কিপারের। এদিন কিপিংয়ের সময় পিঠে চোটও পান রিজওয়ান। তবে পাকিস্তানের জয় সহজ ছিল না। ১৭.৩ ওভারে ফুল আউটসাইড অফ ডেলিভারি করেছিলেন রবি বিষ্ণোই। সেই বল স্লগ সুইপ করতে গিয়েছিলেন আসিফ। কিন্তু বলটা তাঁর ব্যাটের উপরের দিকের কানা লেগে সোজা শর্ট থার্ডের উপরে উঠে যায়। কিন্তু, ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্নায়ুর লড়াইয়ে হেরে গিয়ে ক্যাচটি মিস করেন আর্শদীপ। ম্যাচটাও ফস্কে যায় ভারতের হাত থেকে। 

    এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারায় আফগানিস্তানকে।  রবিবার ভারত ৫ উইকেটে হারে পাকিস্তানের বিরুদ্ধে। এখন যদি ভারত পরপর দুটো ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয় পায় আর পাকিস্তান যদি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারায় তাহলেই আবার আগামী রবিবার বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণ দেখবে ক্রিকেট বিশ্ব। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FCI Recruitment 2022: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    FCI Recruitment 2022: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)। নন-একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। যারা সরকারি চাকরির আশায় বসে আছেন তাঁদের জন্যে সুবর্ন ৫০৪৩টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। 

    আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

    আরও পড়ুন: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত    

    সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া

    পদের নাম: নন-একজিকিউটিভ

    শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদ ৫০৪৩। উত্তর অঞ্চল: ২৩৮৮টি পদদক্ষিণ অঞ্চল: ৯৮৯টি পদপশ্চিম অঞ্চল: ৭১৩টি পদপূর্বাঞ্চল: ৭৬৮টি পদউত্তর-পূর্ব অঞ্চল: ১৮৫টি 

    নির্বাচন পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে

    আবেদন শুরু: ০৬.০৯.২০২২

    আবেদনের শেষ তারিখ: ০৫.১০.২০২২

    আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

    বয়স সীমা

    ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত পদে নিয়োগের বয়সসীমাও আলাদা রাখা হয়েছে। বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বয়সসীমা নিম্নরূপ।
    জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং)- ২১ থেকে ২৮ বছর 
    জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল)- ২১ থেকে ২৮ বছর
    স্টেনো। গ্রেড-II – ২১ থেকে ২৫ বছর
    AG-III (হিন্দি) – ২১ থেকে ২৮ বছর 
    AG-III (জেনারেল) – ২১ থেকে ২৭ বছর
    AG-III (অ্যাকাউন্ট) – ২১ থেকে ২৭ বছর
    AG- III (টেকনিক্যাল)- ২১ থেকে ২৭ বছর
    AG-III (ডিপো) – ২১ থেকে ২৭ বছর 
    পয়লা  অগাস্ট ২০২২ থেকে বয়স গণনা করা হবে।

    বেতন

    জুনিয়র ইঞ্জিনিয়র – টাকা ৩৪০০০- ১০৩৪০০
    স্টেনো গ্রেড ২ – টাকা ৩০৫০০- ৮৮১০০
    এজি গ্রেড ৩- টাকা ২৮২০০- ৭৯২০০

    আবেদন পদ্ধতি: অনলাইন

    আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট, ইউপিআই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে পারেন।

    নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের ফেজ ১ এবং ফেজ ২ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড ২ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার ৩-র পরীক্ষা দিতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India-China: গোগরা-হটস্প্রিং থেকে সরল দুদেশের জওয়ান! চিন-সীমান্তে প্রস্তুত ভারত, বললেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

    India-China: গোগরা-হটস্প্রিং থেকে সরল দুদেশের জওয়ান! চিন-সীমান্তে প্রস্তুত ভারত, বললেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যেই পূর্ব লাদাখের গোগরা হটস্প্রিং পেট্রলিং এরিয়া ১৫ থেকে সেনা সরানোর কাজ শেষ করেছে ভারত ও চিন। মঙ্গলবার সকালে দুই দেশের সেনা অফিসাররা অঞ্চল খতিয়ে দেখেন। অফিসিয়ালি সেনা প্রত্যাহারের কাজ শেষ হয় এদিন সকালেই। অন্যদিকে লাদাখ সীমান্ত থেকে সেনা সরলেও, অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) কাছে ভারতচিন উত্তেজনা প্রশমিত রয়েছে। অরুণাচল তথা পূর্ব ভারতের সীমান্তগুলি সুরক্ষিত এবং এই অঞ্চলে যে কোনও বৈদেশিক আক্রমণ এবং অনুপ্রবেশ প্রতিহত করতে প্রস্তুত ভারতীয় সেনা বলে দাবি করেন সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার (জিওসি ইন সি) লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা।

    আরও পড়ুন: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা

    প্রসঙ্গত, অরুণাচল প্রদেশের সেনা ক্যাম্পের নামকরণ করা হল প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতের নামে। অরুণাচল প্রদেশের কিবিথু (Kibithu) মিলিটারি ক্যাম্পের নাম করা হল দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের নামে (General Bipin Rawat)। বিপিন রাওয়াতকে শ্রদ্ধা এবং সম্মান জানাতেই ওই মিলিটারের ক্যাম্পের নামকরণ করা হয়েছে। ওই অনুষ্ঠানের পরই কথোপকথনের সময় রানাপ্রতাপ জানান, উন্নয়নের ক্ষেত্রে শান্তিশৃঙ্খলা প্রধান শর্ত। সেনা সে কাজে তৎপর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনের পিপলস লিবারেশন আর্মির নানান কাজ পর্যবেক্ষণ করেন তিনি। চিনের সেনার মোকাবিলায় ভারত যে প্রস্তুত তা-ও জানিয়ে দেন কলিতা।

    আরও পড়ুন: ১১৪টি জেহাদি-যোগ, দেড় হাজার যুবক জঙ্গি সংগঠনে! উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কী বললেন?

    এদিকে সাংহাই বৈঠকের আগেই গোগরা হটস্প্রিং এলাকা থেকে সেনা সরিয়ে নিয়ে চিন ভারতের সঙ্গে আলোচনার রাস্তা প্রস্তুত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেনাপ্রধান মনোজ পাণ্ডে গোটা ব্যবস্থাটি খতিয়ে দেখতে দু’দিন ধরে লাদাখে ছিলেন। ২০২০ সালের ৫ মে পূর্ব লাদাখের প্যানগং লেক এলাকায় ভারত ও চিনের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পর ওই এলাকায় প্রবল উত্তেজনার মধ্যেই দুপক্ষই সেনা মোতায়েন বাড়াতে থাকে। তারপর থেকে সেখানকার উত্তেজনা প্রশমনে বারবার আলোচনা হয়েছে। অবশেষে বরফ গলল। প্রত্যাশামতো সেনা সরালো দুই দেশ। এখন দেখার পূর্ব সীমান্তে এর প্রভাব কতটা পড়ে। এমনিতেই দুই দেশের তরফে জানানো হয়েছে, শান্তি রক্ষার্থে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অন্য সীমান্তগুলি থেকেও সেনা সরিয়ে নেবে দুই দেশ।

  • Heavy rain in Kolkata: নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি

    Heavy rain in Kolkata: নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার, সকাল থেকেই চলছে অঝোর বৃষ্টি। আকাশের মুখভার। নিম্নচাপের জেরে রবিবার বিকেল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। রাতভর কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

    আলিপুর আবহাওয়া দফতর(West Bengal Weather) সূত্রে খবর, সোমবার সারা দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দুপুর গড়ালে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। পূর্ব মেদিনীপুর ও দুই দক্ষিণ ২৪ পরগণায় জারি হয়েছে কমলা সতর্কতা। শুধু আজই নয়, মঙ্গলবারও বৃষ্টি চলার কথা। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও চলবে ঝোড়ো হাওয়া। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৫৫ কিমি বেগ ঝড়ো হাওয়াও বইতে পারে। কোটাল ও নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

    আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় হল না সমন্বয়, ডেঙ্গির প্রকোপে তাই জেরবার রাজ্যবাসী!

    নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হওয়ার কারণে কয়েকদিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে ওড়িশার দক্ষিণে এবং সংলগ্ন এলাকার ওপরে গভীর নিম্নচাপে রূপে দেখা দিয়েছে। এই নিম্নচাপ ঘন্টায় ২৫ কিমি বেগে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পুনর্নিয়োগ করা যাবে না, সাফ জানাল হাইকোর্ট

    Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পুনর্নিয়োগ করা যাবে না, সাফ জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty) ফের নিয়োগ করার বিষয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। এই সিদ্ধান্ত রাজ্য একা নিতে পারে না, এই কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে পুনর্নিয়োগ। ২০২১ সালের ২৭ অগাস্ট । 

    ২০২১ সালের অগাস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেই সময়ই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালিকে পুনর্নিয়োগ করা হয়েছিল। কিন্তু, তৎকালীন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনখড় সেই নিয়োগে অনুমতি দেননি। রাজভবনের সিলমোহর ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার। 

    আরও পড়ুন: যেখানে ইউনিফর্ম রয়েছে, পড়ুয়ারা কি ইচ্ছেমতো পোশাক পরতে পারে? প্রশ্ন সুপ্রিম কোর্টের
        
    রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। পিটিশনে দাবি করা হয়, নিয়োগ বেআইনি। রাজভবনকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার মানে সরাসরি সাংবিধানিক পদকে অস্বীকার করা। মামলাকারীর পিটিশনে আরও উল্লেখ করেন, একটা গনতান্ত্রিক দেশের রাজ্য সরকার যদি সাংবিধানিক পদকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় পছন্দের লোক বসায় তাহলে তা দেশের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। 

    দীর্ঘ শুনানির পর মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে খারিজ করে দেয়। আদালত স্পষ্ট করেই বলেছে, এইভাবে বিশ্ববিদ্যালয়ের মাথায় পছন্দের লোক বসানো যায় না।

    আরও পড়ুন: কেন দুর্গোৎসব কমিটিগুলোকে দেওয়া হচ্ছে অনুদান? রাজ্যের ব্যাখ্যা তলব হাইকোর্টের  
     
    প্রসঙ্গত, এই উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে মতবিরোধ হওয়ার পরেই রাজ্য সরকার নতুন বিল আনে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। সেই বিল বিধানসভায় পাশ হয়ে এখন রাজভবনে পড়ে রয়েছে। আর এর মাঝেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য পদে পুনর্বহাল করা যাবে না।    

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sabina Yasmin: গঙ্গা ভাঙন দেখতে এসে বিক্ষোভের মুখে নদী পথে পালালেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী

    Sabina Yasmin: গঙ্গা ভাঙন দেখতে এসে বিক্ষোভের মুখে নদী পথে পালালেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন বেশ কিছু দিন ধরেই চোখ রাঙাচ্ছিল। প্রতিদিনই নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি, জমি, গবাদি পশু। সব কিছু হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বহু পরিবার। বারংবার প্রশাসনের কাছে আবেদন সত্ত্বেও প্রশাসন নির্বিকার। বহুদিন পরে গঙ্গাভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করতে যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত বছরও সেখানে গিয়ে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী। কিন্তু কোনও কিছুরই বাস্তবায়ন হয়নি। স্বভাবতই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। রাজ্যের সেচ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

    আরও পড়ুন: মেধাবী ছাত্রকে অপহরণ করে খুন, বাগুইআটিকাণ্ডের ছায়া বীরভূমে?

    ভাঙন পরিদর্শন শেষে মন্ত্রীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। তাদের অভিযোগ প্রতিবছর এভাবে অস্থায়ী কাজ করে ভাঙন রোধ সম্ভব নয়। বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙন রোধ সম্ভব নয়। চাই স্থায়ী সমাধান। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই বিক্ষোভ জোর করে আটকাতে গেলে গ্রামবাসীদের সঙ্গে খন্ডযুদ্ধ বাধে। শুরু হয় ইট বৃষ্টি। দুপক্ষের সংঘর্ষে মাথা ফাটে দু’জন তৃণমূল সদস্যের। অবস্থা বেগতিক বুঝে মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা নৌকায় চেপে পালিয়ে যান। তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম মন্ত্রীকে হেনস্থার পিছনে সিপিএমের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে  রাতেই সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল নেতৃত্ব। শনিবারই ঘটনার মূল অভিযুক্ত সিপিআইএমের ধুলিয়ান এরিয়া কমিটির সদস্য হারুন অল রশিদকে গ্রেপ্তার করে সামসেরগঞ্জ থানার পুলিশ।পরে তাকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়। যদিও সিপিআইএমের ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসসার হোসেন তাদের দলের সদস্য হারুন অল রশিদকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি করেছেন। অবিলম্বে তাকে মুক্তির দাবিও জানান তিনি।

    আরও পড়ুন: গার্ডেনরিচে তৃণমূল কাউন্সিলরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য

    গঙ্গা ভাঙ্গনের সমস্যাটি বহু দিনের। প্রতি বছর বর্ষায় মালদা ও মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চল নদীর গর্ভে তলিয়ে যায়। উত্তরপ্রদেশ ও বিহারে অতিবৃষ্টির জেরে বন্যা সৃষ্টি হলে নদীর জল প্রচন্ড গতিতে ঝাড়খন্ড হয়ে মালদায় প্রবেশ করে, ফলে জলের তোড়ে মালদহের ভুতনি, মানিকচক, ডোমহাট সহ মূর্শিদাবাদের বিস্তীর্ন এলাকায় নদী পাড়ে দেখা যায়। বছর বছর এই সমস্যার সমাধান না হওয়ায় এলাকার মানুষ স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। মন্ত্রীরা শুধু দেখেই যান, কাজের কাজ কিছুই করেন না। আর এর প্রতিবাদেই বিক্ষোভ মাথাচাড়া দেয় সামসেরগঞ্জে। মন্ত্রীকে পালাতে হয় নদী পথে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mumbai: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী

    Mumbai: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে এক অচেনা মহিলার সঙ্গে বন্ধুত্ব করার ফলে খোয়াতে হল ৫ লক্ষের বেশি টাকা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁদে ফেলে, গোপনীয় ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক ৫৪ বছর বয়সী বিপত্নীক ব্যক্তির লাখ লাখ টাকা আত্মসাৎ করল এক মহিলা। পরে সেই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। নগ্ন ছবি বা গোপনীয় ভিডিও ভাইরাল করে দেওয়ার মত ঘটনা প্রায়শই শোনা যায়। এবার এমনই এক ঘটনা ঘটল মুম্বইয়ে।

    জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরির এক ব্যক্তির কাছে ফেসবুকে প্রিয়াঙ্কা জৈন নামের এক মহিলা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। তারপর সেই মহিলা ওই ব্যক্তিকে মেসেজ করে তাঁর থেকে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরও চান। এরপর ২ সেপ্টেম্বর প্রিয়াঙ্কা সেই ব্যক্তিকে হঠাৎ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বাথরুমে যেতে বলেন ও তাঁর জামাকাপড় খুলতে বলেন। এরপর সেই ভিডিও কল পাঁচ মিনিট পরে কেটে দেন এবং শুধুমাত্র একটি ভয়েস কল করে সেই ব্যক্তিকে বলেন যে সে তাদের পুরো কলটি রেকর্ড করেছে। আর এরপরেই শুরু হয় প্রিয়াঙ্কার হুমকি। ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তখনই ১৬,৪০০ টাকা পাঠানোর কথা বলে। তখন সেই ব্যক্তি সম্মানহানির ভয়ে ৩০০০০ টাকা তাকে পাঠিয়েও দেয়। কিন্তু এটি তো কেবল শুরু ছিল।

    আরও পড়ুন: মেধাবী ছাত্রকে অপহরণ করে খুন, বাগুইআটিকাণ্ডের ছায়া বীরভূমে?

    টাকা পাঠানোর পরেও সেই ব্যক্তি রেহাই পায়নি। এই ঘটনার দুদিন পরেই অন্য এক ব্যক্তির কাছ থেকে একটি ফোন আসে, আর সে নিজেকে সিবিআই অফিসার হিসাবে পরিচয় দেয় এবং ওই ব্যক্তিকে সতর্ক করে বলে যে তার নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। এবং এই ভিডিও টাকার বিনিময়ে সরিয়ে দেওয়া হবে বলে ফের টাকা আদায় করা হয়। এভাবে সেই ব্যক্তির মোট ৫.২৮ লক্ষ টাকার ক্ষতি হয়।

    এরপর তিনি আর সহ্য করতে না পেরে তাঁর ভাইয়ের সঙ্গে পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি এবং সেই মহিলার বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের অধীনে ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়।

    সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভিডিও কল এবং ব্ল্যাকমেলিংয়ের পিছনে বড় ষড়যন্ত্র থাকে। তাদের কাজ হল মানুষকে ভিডিও কল করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। এর জন্য সবার প্রথমে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। প্রথমে, অজানা নম্বর থেকে ভিডিও কল এলে কোনওমতেই ধরা উচিত নয়। ভুলবশত আপনি যদি এই দুর্ঘটনার শিকার হন। তবে অবিলম্বে প্রতারকদের ফাঁদে পা না দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন।

  • Bihar Police: বিহারে লকআপে আটক পাঁচ পুলিশ অফিসার! কাজে গাফিলতিতে ‘শাস্তি’?

    Bihar Police: বিহারে লকআপে আটক পাঁচ পুলিশ অফিসার! কাজে গাফিলতিতে ‘শাস্তি’?

    মাধ্যম নিউজ ডেস্ক: জেল তৈরি করা হয় অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু কারাগারে যদি পুলিশকেই আটকে রাখা হয়, তবে কেমন হয় ব্যাপারটা, কখনও ভেবে দেখেছেন? তবে এমনটাই ঘটল বিহারের নওয়াদা শহরের একটি থানায়। জানা গিয়েছে, বিহার পুলিশের ৫ আধিকারিককে ২ ঘণ্টা জেলবন্দি করলেন জেলার এসপি। আর এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

    সূত্রের খবর, তাঁদের কাজে অখুশি হয়েই নাকি এসপি তাঁদের এমন শাস্তি দিয়েছেন। যদিও এসপি গৌরব মাঙ্গলা এই ঘটনাকে পুরোপুরি অস্বীকার করেছেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করলেও, ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সিসিটিভি ফুটেজ। সেখানেই দেখা গিয়েছে, লকআপের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন পুলিশকর্মীরা।

    ঘটনাটি বৃহস্পতিবার রাতের। নাওয়াদা জেলার নাভাদা নগর থানায় ডিউটিতে থাকা ৫ পুলিশ কর্মীর কাজে অসন্তুষ্ট হয়ে তাঁদেরকেই ২ ঘন্টার জন্য লকআপে রেখে দেন পুলিশ এসপি গৌরব মাঙ্গলা। তাঁদের মধ্যে ছিলেন,  তিন অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর এবং দুই সাব-ইন্সপেক্টর। তাঁরা হলেন সাব-ইন্সপেক্টর শত্রুঘ্ন পাসওয়ান এবং রামরেখা সিং; এএসআই সন্তোষ পাসওয়ান, সঞ্জয় সিং এবং রামেশ্বর উরাওন। তারপর দেখা গিয়েছে, তাঁদের মধ্যরাতে ছেড়ে দেওয়া হয়।

    আরও পড়ুন: মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার মামলায় হানা ইডি-র, কীভাবে অপারেশন চালাত অভিযুক্ত আমির?

    সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এসপি গৌরব মাঙ্গলা নাভাদা নগর পুলিশ স্টেশন পরিদর্শনের জন্য রাত ৯টা নাগাদ গিয়েছিলেন। সেখানেই কাজে গাফিলতি দেখে ও অসন্তুষ্ট হয়ে ক্ষোভ প্রকাশ করেন ও পাঁচ পুলিশ কর্মীকে লকআপে আটকে রাখার নির্দেশ দেন তিনি। যদিও তাঁরা কাজে কী গাফিলতি করেছিল, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

    এই পুরো ঘটনাটি অস্বীকার করেন গৌরব মাঙ্গলা। থানার ইনচার্জ বিজয় কুমার সিং-ও তাঁর কথাতেই সম্মতি জানান। যদিও পরের দিনই হোয়াটসঅ্যাপে সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়ে যায়, যেখানে তাঁদের লকআপের ভিতরে বন্দি থাকতে দেখা যায়। দু ঘণ্টা বাদে প্রায় মাঝরাতে তাঁদের লকআপ থেকে ছেড়ে দেওয়া হয়।

    এরপরেই বিহার পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় কুমার সিং জানান, তিনি ওই ঘটনার পরই এসপি-এর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ফোন ধরেননি। ফলে গতকাল তিনি এই ঘটনার তদন্ত দাবি করে নির্দেশিকা জারি করেছেন। তিনি আশঙ্কা করেছিলেন যে, এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এই সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিতে পারে গৌরব মাঙ্গলা। তাই অবিলম্বে এই ঘটনার তদন্ত শুরু করা ও এসপির বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানান মৃত্যুঞ্জয় কুমার সিং।

  • Chinook: চিনকে টক্কর দিতে চিনুকের জন্য অরুণাচলে তৈরি হচ্ছে নয়া হেলিপ্যাড

    Chinook: চিনকে টক্কর দিতে চিনুকের জন্য অরুণাচলে তৈরি হচ্ছে নয়া হেলিপ্যাড

    মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখ ও অরুণাচল সীমান্তে চিনের সঙ্গে ভারতের বৈরিতা লেগেই আছে। যদিও গোগরা-হটস্প্রিং এলাকা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। কিন্তু পাকিস্তান বা চিনকে পুরোপুরি ভরসা করা যায় না, এমনই অভিমত কুটনৈতিক মহলের। অতীতেও বহুবার শান্তি ফেরাতে উদ্যোগী হয়েও পিছিয়ে এসেছে প্রতিবেশী এই দুই দেশ। তাই দেশের নিরাপত্তার খাতিরে কোনওরকম সমঝোতায় নারাজ ভারত। কারুর জমি অধিগ্রহণ নয় কিন্তু নিজের মাটিতে অনুপ্রবেশও বরদাস্ত করবে না ভারতীয় সেনা। তাই অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সবসময় টহল দিচ্ছে ভারতীয় সেনা। এম ৭৭৭ হাউইৎজারও মোতায়েন করা হয়েছে এই এলাকায়। 

    আরও পড়ুন: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা

    মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে সামনে রেখে নানা আধুনিক সমরাস্ত্রে সেজেছে ভারতীয় সেনাবাহিনী। লাইট মেশিন গান, অ্যাসল্ট রাইফেল, রকেট লঞ্চার সহ নানা উন্নত অস্ত্র রয়েছে সেনার কাছে। সূত্রের খবর, চিনুক হেলিকপ্টারকেও মোতায়েন করা হচ্ছে পূর্ব ভারতের সীমান্তে। সেনারা যাতে অরুণাচলের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অতি দ্রুত পৌঁছে যেতে পারে তাই চিনুক হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে। তৈরি হচ্ছে নয়া হেলিপ্যাড।

    আরও পড়ুন: ফের জাল নোটের কারবার! আসামে জাল নোট ও জাল নোট তৈরি করার মেশিন সহ গ্রেফতার ৪ জন

    একই সঙ্গে সীমান্ত বরাবর নতুন স্যাটেলাইট টার্মিনালেরও ব্যবস্থা করছে সেনা। পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা। এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার ঠাকুর মায়াঙ্ক সিনহা জানিয়েছেন, আরও দক্ষ সেনা কাম্য। তাই সেনার প্রশিক্ষণ ও নয়া সমরাস্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, নতুন যে অস্ত্রগুলি সেনা পাচ্ছে তার মধ্যে অন্যতম হল ইজারেয়েলে তৈরি নাগেভ লাইট মেশিন গান, মার্কিন অ্যাসাল্ট রাইফেল, সুইডিশ রকেট লঞ্চার। আমেরিকায় তৈরি বিভিন্ন গাড়িও যুক্ত করা হচ্ছে। এই গাড়িগুলি দুর্গম অঞ্চল পর্যন্ত চলে যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • PM Modi: যখন প্রধানমন্ত্রী মোদি বললেন, ‘দাসত্বের প্রতীক চিরতরে মুছল…’

    PM Modi: যখন প্রধানমন্ত্রী মোদি বললেন, ‘দাসত্বের প্রতীক চিরতরে মুছল…’

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্তব্যপথের (Kartavya Path) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৃহস্পতিবার সন্ধেয় ওই পথের উদ্বোধন করেন তিনি। বলেন, এক সময় যেটি পরিচিত ছিল কিংসওয়ে (King’s Way) নামে, পরে হল রাজপথ, যেটা এতদিন দসত্বের (Slavery) প্রতীক হিসেবে ছিল, এবার তার ঠাঁই হল ইতিহাসে। এদিন ইন্ডিয়া গেটের (India Gate) সামনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি ২৮ ফুট উঁচু মূর্তির আবরণও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

    এদিন রাষ্ট্রপতিভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত এই কর্তব্যপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খরচ হয়েছে ৪৭৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেন, কর্তব্যপথের মধ্যে দিয়ে জন্ম নিল এক নয়া ইতিহাস। আর এই যে দেখছেন নেতাজির মূর্তি, তিনি আমাদের পথ দেখাবেন, প্রেরণা জোগাবেন দেশকে।

    মোদি বলেন, একদা রাজপথ থেকে কর্তব্যপথে উত্তরণ একটি প্রতীকী বিষয়। জনগণের সম্পত্তি ও ক্ষমতায়নের এটি একটি উদাহরণ। এই সময় চলছে আজাদি কা অমৃত মহোৎসব। তাই জাতি এদিন থেকে একটি নতুন প্রেরণা পাবে। প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা নতুন রঙে ভবিষ্যতের ছবি রাঙিয়ে তুলছি। অতীতকে পিছনে ফেলে এগিয়ে চলেছি। আজ সর্বত্রই এক নয়া আলোকছটা দেখা যাচ্ছে। এই আলোকছটা নিউ ইন্ডিয়ার আত্মবিশ্বাসের। তিনি বলেন, কিংসওয়ে অথবা রাজপথ দাসত্বের প্রতীক। আজ থেকে চিরতরে মুছে গেল। এদিন কর্তব্যপথ থেকে সূচনা হল এক নয়া ইতিহাসের। স্বাধীনতার এই অমৃত কালে আরও একটি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানাই। জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ দেশের মহিমার প্রতিনিধিত্ব করছে বলেও জানান প্রধানমন্ত্রী। কর্তব্যপথ তৈরি করেছেন যেসব শ্রমিক এদিন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, তাঁরা কেবল এটা তৈরি করেননি, তাঁরা কর্তব্যের নয়া পথ বাতলেছেন। আগামী প্রজাতন্ত্র দিবসের প্যারেডে তাঁরা যে তাঁর অতিথি হতে চলেছেন, এদিন সে খবরও জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে কর্তব্যপথ দেখার আহ্বানও জানান মোদি। বলেন, এই রাস্তার উন্নয়নে আপনি ভবিষ্যতের ভারতকে দেখতে পাবেন। এখানে এলে যে শক্তি পাবেন, তা আপনার জীবনে জন্ম দেবে এক নতুন বিশ্বাসের।

    আরও পড়ুন : ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    প্রসঙ্গত, এই কর্তব্যপথ মোদি সরকারে সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রোজেক্টের অংশ। এই প্রোজেক্টে হবে ত্রিকোণাকার পার্লামেন্ট বিল্ডিং, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্রধানমন্ত্রীর নয়া বাসভবন ও অফিস এবং উপরাষ্ট্রপতির নয়া এনক্লেভ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share