Blog

  • Durga Puja 2022: মহাষষ্ঠীতে পূজিত হন দেবী কাত্যায়নী, তিনি কে জানেন?

    Durga Puja 2022: মহাষষ্ঠীতে পূজিত হন দেবী কাত্যায়নী, তিনি কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মহাষষ্ঠী (maha Sasthi)। ষষ্ঠী হল চান্দ্র মাসের ষষ্ঠ দিন। সারা বছরই দেবী ষষ্ঠীর আরাধনা করা যায়। তবে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা (Mothers) যে দুটি ষষ্ঠীর ব্রত মূলত করেন, তার একটি হল অশোক ষষ্ঠী, আর অন্যটি হল দুর্গা ষষ্ঠী। ষষ্ঠীর দিন দেবী দুর্গা পূজিত হন কাত্যায়নী (Katyani) রূপে।

    প্রশ্ন হল, কে এই কাত্যায়নী? দুর্গাপুজোর সময় ন দিন ধরে মহামায়ার নটি রূপের পুজো করা হয়। ষষ্ঠীর দিন পুজো হয় দেবী কাত্যায়নীর। তৈত্তিরীয় আরণ্যকে দেবী কাত্যায়নীর উল্লেখ পাওয়া যায়। ভীষণা এই দেবীর গাত্র বর্ণ দেবী চণ্ডীর মতোই লাল। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্যে দেবী কাত্যায়নীর উল্লেখ রয়েছে। দেবী ভাগবত পুরাণেও মায়ের লীলা বর্ণিত হয়েছে। বৌদ্ধ, জৈন এবং তন্ত্রশাস্ত্রেও দেবী কাত্যায়নীর উল্লেখ রয়েছে। দেবীর কথা বলা হয়েছে কালিকা পুরাণেও। আর জি ভাণ্ডারকরের মতে, কাত্য জাতির দ্বারা দেবী পূজিতা হতেন বলে তাঁর নাম কাত্যায়নী। আবার একটি মতে, মহর্ষি কাত্যায়নের কন্যা তিনি। তাই তাঁর নাম কাত্যায়নী।

    দেবী কাত্যায়নীর নানা রূপ। কোথাও তিনি দ্বিভুজা, কোথাও আবার চতুর্ভুজাও। আট, দশ কিংবা অষ্টাদশ ভুজা দেবমূর্তিরও পুজো হয় আমাদের দেশে। যেহেতু দেবী কাত্যায়নী মহামায়ারই এক রূপ, তাই তিনি বিশ্বমাতা। সেই কারণেই এদিন ষষ্ঠীর ব্রত করেন মহিলারা। লোকবিশ্বাস, দুর্গা ষষ্ঠীর ব্রত করলে বিপদ আপদ থেকে মনুষ্য সন্তানকে রক্ষা করেন স্বয়ং মহামায়া।

    তবে ষষ্ঠীর দিন যে কাত্যায়নীর পুজো হয়, সেটা নবরাত্রি উৎসবের অঙ্গ বলেই বিবেচনা করেন কেউ কেউ। যাঁদের ষষ্ঠ্যাদিকল্পে দুর্গা পুজো হয়, তাঁরা এদিন দেবীকে দুর্গা রূপেই পুজো করেন। এদিন বিল্ববৃক্ষতলে হয় দেবী বরণের অনুষ্ঠান। বরণ করেন পুরোহিত স্বয়ং। কোথাও কোথাও এয়োস্ত্রীরাও বরণ করেন। তবে তা নিতান্তই লোকাচার, শাস্ত্রসম্মত কিছু নয়। আসলে পরের দিন সপ্তমীর দিন সকালে যে দেবীকে বরণ করে নেবেন গৃহস্থ, এদিন তারই প্রস্তুতি শুরু হয়। বিশ্বাস, এদিন দেবী এসে অপেক্ষা করেন গৃহপ্রবেশের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • UN Security Council: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত! বিদেশমন্ত্রীর মন্তব্যে জল্পনা 

    UN Security Council: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত! বিদেশমন্ত্রীর মন্তব্যে জল্পনা 

    মাধ্যম নিউজ ডেস্ক: আর অস্থায়ী সদস্যপদ নয়। এবার কি তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) স্থায়ী সদস্যপদ পেতে চলেছে ভারত? এমনই জল্পনা উসকে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারত। পরমাণুশক্তিধর আমাদের দেশ এখন পৃথিবীর পঞ্চম বৃহৎ অর্থনীতির অধিকারী। সেই জায়গা থেকে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার যোগ্য।” এই মুহূর্তে সৌদি আরবে (Saudi Arabia) রয়েছেন বিদেশমন্ত্রী। সেখানে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে তাই ভারতকে এই পদ দেওয়া উচিত। আন্তর্জাতিক নিরাপত্তার কথা ভেবে রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তবেই বিশ্বশান্তি রক্ষায় সক্ষম হবে এই সংস্থা।”

    আরও পড়ুন: ভোট রাজনীতি দেশের স্বার্থকে প্রভাবিত করবে, সেই দিন আর নেই, বললেন এস জয়শঙ্কর  

    শনিবার থেকে ৩ দিনের সৌদি আরবে সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার সৌদির রাজপুত্র মহম্মদ বিন সালমানের (Crown Prince Mohammed Bin Salman) সঙ্গে দেখা করেন তিনি। তাঁর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) লিখিত বার্তা তুলে দেন বিদেশমন্ত্রী। ভারত এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়েও কথা হয় সেই  বৈঠকে। বর্তমানে ভারত এবং সৌদি আরবের মধ্যে ২৮০ কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়। মধ্য প্রাচ্যের এই দেশ থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল কেনে ভারত। ভবিষ্যতে এই ব্যবসা ৪২০ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে ভারতে। পাল্লা দিয়ে রফতানি বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে দেশের। 

     

    আরও পড়ুন: আবু ধাবিতে ‘সম্প্রীতির প্রতীক’ হিন্দু মন্দির নির্মাণ খতিয়ে দেখলেন জয়শঙ্কর

    এবারের সৌদি আরব সফরে গিয়ে সেখানকার বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদর সঙ্গে বৈঠক করেছেন এস জয়শঙ্কর। ভারত-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্ব রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য ও সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রীর। গত কয়েক মাসে রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে দুই দেশের সচিব পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশই রাষ্ট্রসংঘ, জি-২০ এবং জিসিসি-তে তাদের সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব এইচ. ই. নায়েফ ফালাহ মুবারক আল-হাজরাফের সঙ্গে জয়শংকরের বৈঠকের সম্ভাবনা রয়েছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rahul Gandhi: যিশুই প্রকৃত ভগবান, শক্তি নন, রাহুলকে কেন বলেছিলাম জানেন? ব্যাখ্যা দিলেন সেই যাজক

    Rahul Gandhi: যিশুই প্রকৃত ভগবান, শক্তি নন, রাহুলকে কেন বলেছিলাম জানেন? ব্যাখ্যা দিলেন সেই যাজক

    মাধ্যম নিউজ ডেস্ক: রিয়েল গড বিতর্কের (Real God Row) জেরে বিব্রত ক্যাথলিক যাজক ব্যাখ্যা করলেন তাঁর মন্তব্যের। শনিবার তিনি ব্যাখ্যা করে জানান, কেন তিনি বলেছিলেন যিশুই (Jesus) প্রকৃত ভগবান, শক্তি (Shakti) নন। ক্যাথলিক যাজক জর্জ পুন্নাইয়ার ব্যাখ্যা, আমি ভগবানকে (God) শক্তি হিসেবে মানি না, তাঁকে মানি রক্তমাংসে গড়া মানুষ হিসেবে।

    একটি বৈদ্যুতিন চ্যানেলে টক শোয়ে অংশ নিয়েছিলেন জর্জ। ওই শোয়ে অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। জর্জ বলেন, সেদিন ঠিক কী ঘটেছিল, আমি তা ব্যাখ্যা করছি। গতকাল রাহুলের সঙ্গে একটি চ্যাটে অংশ নিয়েছিলাম। শো চলাকালীন রাহুল বলেছিলেন, খ্রিস্টান ধর্ম বিশ্বাস অনুযায়ী মাত্র একজন ঈশ্বর রয়েছেন আর তিন ব্যক্তি রয়েছেন ফাদার, সন এবং হোলি স্পিরিট। রাহুল প্রশ্ন করেছিলেন তিনটি ঈশ্বর রয়েছেন, নাকি তিনটি আকার রয়েছে। তখনই আমি তাঁকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে, মাত্র একজন ভগবান রয়েছেন, ব্যক্তি রয়েছেন তিনজন। আমি তাঁকে বলেছিলাম, মানব শরীর ধারণ করে ভগবান প্রকাশিত হয়েছিলেন। এই মানব শরীর হলেন যিশু। আমি অন্য কোনও ধর্মের প্রসঙ্গ টানিনি। আমি তাঁকে বলেছিলাম, আমাদের মতে, ভগবান কোনও শক্তি নন, তিনি মানুষ। তাঁর আগে করা একটি ঘৃণাভাষণ প্রসঙ্গে জর্জ বলেন, আমি আগেও এজন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। বিচার বিভাগের কাছে গিয়েও ব্যাখ্যা দিয়েছি।

    আরও পড়ুন : দলের গুরুত্বপূর্ণ সময়ে ফের ইউরোপ সফরে রাহুল, বিতর্ক!

    প্রসঙ্গত, শুক্রবার ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়েছিলেন রাহুল। সেখানেই তিনি ওই যাজকের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘বিতর্কিত’ যাজক জর্জের সঙ্গে রাহুলের সাক্ষাৎকারকে কটাক্ষ করেছে  গেরুয়া শিবির। বিজেপির মুখপাত্র শেহজাদ পুন্নাওয়ালা ট্যুইট বার্তায় লেখেন, রাহুল গান্ধী যাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেই জর্জ পুন্নাইয়া বলেছিলেন যিশুই একমাত্র ভগবান, শক্তি নয়। এই লোকটা গ্রেফতার হয়েছিল হিন্দুদের বিরুদ্ধে ঘৃণাভাষণের কারণে। তিনি এও বলেছিলেন, আমি জুতো পরি কারণ ভারতমাতার অপবিত্রতা আমাদের যেন স্পর্শ না করে। তাঁর কটাক্ষ, ভারত জোড়োর সঙ্গে ভারত তোড়ো আইকনস?

     

     

  • Viral News: ১৮ লক্ষ বছর পুরনো ‘মানুষের দাঁত’ আবিষ্কার জর্জিয়ায়! কী বলছেন প্রত্নতাত্ত্বিকরা?

    Viral News: ১৮ লক্ষ বছর পুরনো ‘মানুষের দাঁত’ আবিষ্কার জর্জিয়ায়! কী বলছেন প্রত্নতাত্ত্বিকরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে খননকার্যের পর উদ্ধার করা হল প্রায় ১৮ লক্ষ বছর পুরনো মানুষের দাঁত। এটি উদ্ধার করেছে জর্জিয়ার প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, এটি আদিম যুগের মানুষের প্রাথমিক প্রজাতির দেহাবশেষ। তারা জানিয়েছেন, এটি হোমিনিড (Hominid) প্রজাতির মানুষের দাঁত।

    আপনারা নিশ্চয় সবাই জানেন, জীবজগতে মানুষেরা প্রথমে প্রাইমেট (primate) বর্গের অন্তর্ভুক্ত ছিল। তবে মানুষ ছাড়াও আরো বেশ কিছু প্রাণী রয়েছে প্রাইমেট বর্গের মধ্যে। যেমন বানর ও এপ। আর এই প্রাইমেট বর্গের মধ্যেই ছিল এই হোমিনিড বা হোমিনিন (Hominid or Hominin) প্রজাতির মানুষ।

    জর্জিয়ার জাতীয় প্রত্নতত্ত্ব কেন্দ্র জানিয়েছে, জর্জিয়ার রাজধানী তিবিলিসির (capital Tbilisi) প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওরোজমানি (Orozmani) গ্রামের কাছে দাঁতটি আবিষ্কার করেছেন জর্জিয়ান ন্যাশনাল মিউজিয়ামের একজন প্রত্নতাত্ত্বিক জিওর্জি কোপালিয়ানি (Giorgi Kopaliani) ও তাঁর একটি টিম।

    আরও পড়ুন: এ কি অদ্ভুত কাণ্ড! পোল্যান্ডের গ্রাম থেকে উদ্ধার মহিলা ‘ভ্যাম্পায়ার’-এর কঙ্কাল!

    আরও জানা গিয়েছে, ওরোজমানি প্রত্নতাত্ত্বিক সৌধের কাছে এর আগেও পাথরের হাতিয়ার ও আদিম যুগের বিভিন্ন প্রাণীর দেহাবশেষ পাওয়া গেছে। এই ওরোজমানি গ্রামটি দমনিসির (Dmanisi) কাছাকাছি অবস্থিত। আর ওরোজমানির পাশ্ববর্তী দমনিসিতেই ১৯৯০ এর শেষ দশকে ও ২০০০ এর প্রথম দশকে ১৮ লক্ষ বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল।

    প্রত্নতাত্ত্বিক জিওর্জি কোপালিয়ানি বলেন, তাঁর নেতৃত্বে খনন কাজ শুরু হয়েছিল। তারপর তাঁরা তাঁদের জীবাশ্মবিদদের সাথে যোগাযোগ করে ও সেখান থেকে নিশ্চিত করা হয় যে এটি হোমিনিডের দাঁত ছিল। তিনি আরও জানান, ২০১৯ সালে ওরোজমানি গ্রামে খনন কাজ শুরু করে কোপালিয়ানি ও তাঁর দল। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে সেটি থেমে যায়। পরে ২০২১ সালে এই খনন কাজ আবার শুরু হয়। তারপর সেখান থেকে প্রাগৈতিহাসিক পাথরের সরঞ্জাম এবং বিলুপ্ত প্রজাতির ধ্বংসাবশেষ যেমন- সাবার-দাঁতযুক্ত বিড়াল এবং এট্রুস্কান নেকড়ে আবিষ্কার করা হয়েছে।

    কোপিলিয়ানির মতে, গত সপ্তাহে আবিষ্কৃত হওয়া দাঁতটি আফ্রিকার বাইরে পাওয়া প্রাথমিক মানব প্রজাতির প্রাচীনতম প্রমাণগুলির মধ্যে একটি। তিনি জানিয়েছেন, এই দাঁতের উপর ভিত্তি করে ও এই সাইট থেকে যেসব তথ্য পাওয়া গেছে ও যাবে, তা দেখে এই এলাকার পাশাপাশি দমনিসিতে হোমিনিনদের জনসংখ্যা সম্পর্কে ধারণা করতে পারবে। তিনি এখনও খনন চালিয়ে যেতে চান। কারণ এসব নিদর্শন মানবজাতির প্রাথমিক বিবর্তন ও অভিবাসন সম্পর্কে নতুন তথ্য জানতে প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানীদের সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

     

  • JEE Advanced Result 2022: আজই প্রকাশিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড- এর ফল, দেখবেন কী করে?

    JEE Advanced Result 2022: আজই প্রকাশিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড- এর ফল, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবার প্রকাশিত হতে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার (JEE Advanced 2022) ফলাফল। ফল ঘোষণা করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে (IIT Bombay)। এবছরের পরীক্ষার দায়িত্বে ছিল তারাই। আজ, ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় ফল ঘোষণা হবে। ফলাফলের সঙ্গে মেধা তালিকাও ঘোষণা করা হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-jeeadv.ac.in-এ জেইই অ্যাডভান্সড-র মেধা তালিকা দেখতে এবং ডাউনলোড করতে পারেন। ফলাফল জানতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। 

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত    

    ২৮ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নিয়েছিল আইআইটি বম্বে। দেশজুড়ে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার প্রার্থী ইঞ্জিনিয়ারিংয়ের এই এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আইআইটি, এনআইটি, আইআইআইটি- র মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হয়। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (JSAA) দ্বারা একটি সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে পঠন-পাঠন করানো হবে।

    কীভাবে ফলাফল জানা যাবে:

    ১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ।

    ২. হোমপেজে, রেজাল্ট-এর লিঙ্কে ক্লিক করতে হবে। 

    ৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখুন।

    ৪. আপনার স্কোর কার্ড স্ক্রিনে দেখতে পাবেন। 

    ৫. এখান থেকেই ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে নিন।

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    তিন ঘণ্টার দুটি পর্বে হয়েছে জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষা। প্রথম পত্র সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পত্র দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নেওয়া হয়েছে। এরপরেই ১১ সেপ্টেম্বর শুরু হবে এএটির (AAT) রেজিস্ট্রেশন। jeeadv.ac.in – এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা। ১২ সেপ্টেম্বর অবধি চলবে এই রেজিস্ট্রেশন। ১৪ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সড- এর পরীক্ষা নেবে আইআইটি বম্বে। 

    টাই ব্রেকিং রুল কী?

    একের বেশি পরীক্ষার্থী যদি একই নম্বর পান, তাহলে সেই ক্ষেত্রে ‘টাই ব্রেকিং রুল’ প্রয়োগ করা হবে। 

    কী করে করা হবে এই পার্থক্য?

    • যেই পরীক্ষার্থীর বেশি পজিটিভি নম্বর পাবেন, তিনিই আগে বিবেচ্য হবেন।
    • তারপরেও যদি নম্বর এক হয়, তাহলে যে অঙ্কে বেশি নম্বর পাবেন, তাঁকে বেশি নম্বর দেওয়া হবে। 
    • তারপরেও এই সমস্যার সমাধান হলে, দুই পরীক্ষার্থীকেই একই র‍্যাঙ্ক দেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      

  • Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক সাফল্যে তাঁকে ঘিরে তৈরি হয়েছে গগণচুম্বী প্রত্যাশা। টোকিও অলিম্পিকে (Olympic) সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর ডায়মন্ড লিগের (Diamond League) ফাইনালে ট্রফি জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবই বিদেশের মাটিতে। অনেকেই ভেবেছিলেন, আসন্ন জাতীয় গেমসে দেশের (National Games) মাটিতে নীরজের পারফরম্যান্স চাক্ষুস করবেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন নীরজ। কারণ, ২৯ সেপ্টেম্বর গুজরাতে (Gujrat) শুরু হতে চলা জাতীয় গেমসে অংশ নেবেন না সোনার ছেলে। কারণ, চোটমুক্ত থাকা। সামনের বছর রয়েছে একাধিক বড় ইভেন্ট। তার আগে জোর প্রস্তুতির পাশাপাশি ফিট থাকাটাও তাঁর কাছে খুবই জরুরি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    এবার জাতীয় গেমসের আসর বসছে গুজরাতের ছয় শহরে। প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের সব তারকা অ্যাথলটিদের জাতীয় গেমসে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তবে নীরজ অংশ নিচ্ছেন না। ডায়মন্ড লিগ খেতাব জেতার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, মরশুম শেষ। অর্থাৎ এবছর আর কোনও ইভেন্টে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। নীরজ বলেন, “বছরের শুরুতেই আমি কী কী প্রতিযোগিতায় অংশ নেব, তার তালিকা তৈরি করে ফেলেছিলাম। সেই মতো ডায়মন্ড লিগই আমার শেষ ইভেন্ট। এশিয়ান গেমসে নামার ইচ্ছা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আর জাতীয় গেমসের সূচি সদ্য প্রকাশিত হয়েছে। আমাকে অনেকেই জাতীয় গেমসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমায় কোচের পরামর্শ মেনেই চলতে হবে। উনি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরের বছর বিশ্ব চ্যাম্পয়নশিপ, এশিয়ান গেমসের মতো কঠিন প্রতিযোগিতার প্রস্তুতি সারতে হবে।”

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    ৮৮.৪৪ মিটার বর্শা ছুড়ে ডায়মন্ড লিগে ট্রফি জিতেছেন নীরজ। এবছর সাতবার তিনি ৮৬ মিটারের উপর জ্যাভলিন ছুড়েছেন। কিন্তু ৯০ মিটার আজও অধরা। এই প্রসঙ্গে নীরজ বলেছেন, “স্টকহোমে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার পর্যন্ত স্কোর করেছিলাম। তা সত্ত্বও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ৯০ মিটার ম্যাজিক্যাল নম্বর পার করা অবশ্যই আমার লক্ষ্য। তবে সেটা করেও যদি পদক জিততে না পারি, তাহলে তার কোনও গুরুত্ব থাকবে না। তাই পদক জেতাই আমার মূল লক্ষ্য, পাশাপাশি আমি বেশি স্কার করার চেষ্টা চালিয়ে যাব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Congress President Poll: এবার স্বচ্ছ ভোটের দাবিতে এআইসিসিকে চিঠি দিলেন শশী তারুর, কী লিখলেন জানেন?

    Congress President Poll: এবার স্বচ্ছ ভোটের দাবিতে এআইসিসিকে চিঠি দিলেন শশী তারুর, কী লিখলেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress President Poll)। এই ভোটে প্রার্থী হতে পারেন গান্ধী (Gandhi) পরিবারের বিরোধী শিবিরের কেউ কেউ। তবে দলে স্বচ্ছ নির্বাচন (Fair Election) হয় না বলেই অভিযোগ। এবার যাতে স্বচ্ছ নির্বাচন হয়, সেই কারণেই শশী তারুর (Shashi Tharoor)  সহ কংগ্রেসের চার সাংসদ চিঠি দিলেন এআইসিসির কেন্দ্রীয় নির্বাচন অথরিটির প্রধান মধুসূদন মিস্ত্রিকে। ওই চিঠিতে তাঁরা স্বচ্ছ ভোট হবে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রত্যেকে যেন পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তাঁরা।

    বছর দুয়েক ধরে খালি পড়ে রয়েছে কংগ্রেস সভাপতির পদ। উনিশের লোকসভা নির্বাচনের আগে ওই পদে বসানো হয়েছিল রাহুল গান্ধীকে। ভোটে বিজেপির (BJP) কাছে গোহারা হারে কংগ্রেস। হারের দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেন রাহুল। তার পর থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছেন সোনিয়া গান্ধী। বয়সজনিত কারণে তিনি আর দায়িত্ব নিতে চাইছেন না। দায়িত্ব নিতে রাজি নন রাহুলও। তাই প্রয়োজন হয়ে পড়েছে নয়া প্রেসিডেন্ট নির্বাচন। ১৭ সেপ্টেম্বর নির্বাচন হবে ওই পদে। এই পদে এবার লড়তে পারেন কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ জি-২৩ গোষ্ঠীর শশী থারুর। মিস্ত্রিকে যে চার সাংসদ চিঠি দিয়েছেন, তাঁর মধ্যে রয়েছেন থাথুর স্বয়ং। ৬ সেপ্টেম্বর মিস্ত্রিকে লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কার্তি চিদাম্বরম, প্রদ্যুৎ বরদলই এবং আবদুল খালেকও।

    আরও পড়ুন : কংগ্রেস সভাপতি পদে লড়ছেন শশী থারুর? আর কে লড়ছে জানেন?

    চিঠিতে তাঁরা লিখেছেন, পার্টির কোনও অভ্যন্তরীণ তথ্য বাইরে আসুক, আমরা তা চাই না। এই তথ্য সামনে এলে আমাদের ভুল ব্যাখ্যা করা হতে পারে। চিঠিতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার্টির কেন্দ্রীয় ইলেকশন অথরিটি অবশ্যই প্রদেশ কংগ্রেস কমিটির সেই সব সদস্যদের নাম জানান, যাঁরা ইলেকটোরাল কলেজে থাকবেন। যদি এটা প্রকাশ করতে অথরিটির কোনও আপত্তি থাকে, তাহলে তা যেন এমনভাবে প্রকাশ করা হয়, যাতে তা ভোটার এবং প্রার্থীদের কাছে সেটি পৌঁছায়। কারণ নির্বাচন খতিয়ে দেখতে প্রার্থী কিংবা ভোটারদের ২৮টি প্রদেশ কংগ্রেস কমিটি এবং ৯টি কেন্দ্র শাসিত অঞ্চলে ছুটে যাওয়া সম্ভব নয়। ইলেকটোরাল কলেজে যাঁরা থাকবেন, তাঁদের নাম প্রকাশ করা গেলে তবেই স্বচ্ছ ভোট হওয়া সম্ভব বলেই মত প্রকাশ করেন ওই চার সাংসদ।

     

  • Netaji: নেতাজির জীবন কাহিনী ফুটিয়ে তুলল ২৫০টি ড্রোন

    Netaji: নেতাজির জীবন কাহিনী ফুটিয়ে তুলল ২৫০টি ড্রোন

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির আকাশে ২৫০ টি ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হল ভারতের বীর, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। শুক্রবার, সেন্ট্রাল ভিস্তার স্কাইলাইনে সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই একদল প্রযুক্তিবিদ ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজে। ইন্ডিয়া গেটের কাছে একত্রিত ২৫০টি ড্রোনকে একটি পাওয়ার গ্রিডে সংযোগ করার চেষ্টা করছিলেন তাঁরা। তাঁদের সফল চেষ্টার পর রাত সাড়ে আটটা নাগাদ শুরু হয় বহু প্রতিক্ষীত ড্রোন শো।

    প্রযুক্তি নির্ভর আধুনিক ভারতে ড্রোন শো-য়ের মাধ্যমে দেখানো হয় নেতাজির ছোট থেকে বড় হওয়া, স্বাধীনতা আন্দোলনে তাঁর যোগদান, সুভাষ থেকে নেতাজি হয়ে ওঠার নানান কাহিনী। সবশেষ দেখান হয়, কালো গ্র্যানাইট পাথরে তৈরি নেতাজির ২৮ ফুট উচ্চতার মূর্তি। নেতাজির স্মৃতিতে এই মূর্তি নির্মান করে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এই মূর্তি উন্মোচন করেন।

    আরও পড়ুন: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা

    শুক্রবারের অনুষ্ঠান দেখতে সমবেত হয়েছিলেন বহু মানুষ। ২৫০টি ড্রোন বিভিন্ন সময়ে আকাশে উড়ে আটটি আলাদ গঠন তৈরি করে মানুষের মনোরঞ্জন করে। একই সঙ্গে স্মরণ করা হয় দেশের বীর যোদ্ধাকে। সবচেয়ে বড় নেতাকে। যাঁকে নেতাজি নাম দিয়েছিল ভারতবাসী। দশ মিনিট ধরে ড্রোন শোটি চলে।

    এই ড্রোন শো যাঁরা পরিচালনা করেন,  সেই একই দল বছরের শুরুর দিকে বিজয় চকের উপরে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে ১০০০ ড্রোন শো পরিচালনা করেছিল। অভিনব এই শো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন অনেকে। কেউ কেউ আবার লনে শুয়ে পড়ে উপর দিকে তাকিয়ে শুধুই অনুভব করছিলেন নেতাজির লড়াই। অনেকে ফোনে রেকর্ড করছিলেন এই ঐতিহাসিক মুহূর্ত।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • ED: পুনরুদ্ধার ২৩ হাজার কোটি টাকা! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মধ্যে এগিয়ে ইডি

    ED: পুনরুদ্ধার ২৩ হাজার কোটি টাকা! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মধ্যে এগিয়ে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক তছরুপ আইন (PMLA) লাগু হয়েছিল ২০০৫ সালে। তার পরেই এই আইনে অভিযুক্তদের ধরতে মাঠে নেমে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জানা গিয়েছে, এ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা চার্জশিট পেশ করেছে ৯৯২টি অভিযোগে।

    অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির চেয়ে সবার ওপরে রয়েছে ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনে (FEMA) ইডি এ পর্যন্ত ৮ হাজার শোকজ নোটিশ পাঠিয়েছে। যে সকল অভিযুক্তের সম্পত্তি এজেন্সি অ্যাটাচ করেছে ইডি, সেই সম্পত্তি বিক্রি করে ২৩ হাজার কোটি টাকা ফিরিয়ে দিয়েছে বিভিন্ন ব্যাংককে। কেবল আর্থিক তছরুপ নয়, ইডি তদন্ত করছে যাঁরা ফেমা (FEMA) এবং ফিউজিটিভ ইকনোমিক অফেন্ডার্স অ্যাক্টেও অভিযুক্ত তাঁদের। 

    যদিও আর্থিক তছরুপ কেলেঙ্কারিতে প্রচুর পরিমাণ মামলা বকেয়া পড়ে রয়েছে, তা সত্ত্বেও ১৭ বছরের পুরানো একটি আইনে এ পর্যন্ত ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছে ইডি। এসব করতে গিয়ে নানা সময়ে একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীর কাছ থেকে হুমকি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। তার পরেও অবশ্য দমানো যায়নি ইডিকে। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ইডি আর্থিক তছরুপ আইনে তদন্ত করেছে নথিভুক্ত ৫ হাজার ৪০০ মামলা।  সরকারি তরফের অভিযোগ অথবা চার্জশিট পেশের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করেছে ইডি। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজ শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা।  ইডি ১ হাজার ৭০০ অ্যাটাচমেন্ট অর্ডার ইস্যু করেছে। এক লক্ষ কোটির বেশি সম্পত্তিও অ্যাটাচ করেছে কেন্দ্রীয় এই সংস্থা। 

    আরও পড়ুন : দুয়ারে ইডি-সিবিআই! জেলে যেতে পারেন? নেতাদের জন্য রইল শরীর ঠিক রাখার টোটকা

    কুখ্যাত তিনটি আর্থিক কেলেঙ্কারিরও তদন্ত করছে ইডি। এই তিনটি কেলেঙ্কারির মূল হোতা হলেন বিজয় মালিয়া, নীরব মোদি ও মেহুল চোকসি। এই তিনজনের ১৯ হাজার কোটিও বেশি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। এর মধ্যে ইডি বিক্রিও করেছে প্রচুর সম্পত্তি। উদ্ধার করেছে ১৫ হাজার কোটি টাকা। এই অর্থ পাঠানো হয়েছে বিভিন্ন ব্যাংকে। শুধু তাই নয়, এসবিআইয়ের নেতৃত্বে কয়েকটি ব্যাংকের কনসর্টিয়াম ইডি যে সম্পত্তি হস্তান্তর করেছে, তা বিক্রি করে পেয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • NEET UG Result 2022: প্রকাশিত হয়েছে নিট ইউজির ফল, প্রথম স্থানে রাজস্থানের তানিষ্কা

    NEET UG Result 2022: প্রকাশিত হয়েছে নিট ইউজির ফল, প্রথম স্থানে রাজস্থানের তানিষ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে বুধবার প্রকাশিত হয়েছে নিট ইউজি ২০২২- এর (NEET UG Result 2022) ফল। প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের তানিষ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির ভাতসা আশিস বাত্রা। পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ পেয়েছেন তানিষ্কা (Tanishka)। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের হৃষিকেশ নাগভূষণ গাঙ্গুলে। কর্নাটকের রুচা পাওয়াশে চতুর্থ স্থান পেয়েছেন এবং তেলেঙ্গানার ইরাবেলি সিদ্ধার্থ রাও রয়েছেন পঞ্চম স্থানে। প্রথম দশে স্থান পেয়েছেন জম্মু কাশ্মীরের হাজিক পারভেজ লোন। পশ্চিমবাংলার সায়ন্তনী চট্টোপাধ্যায় রাজ্যে প্রথম হলেও সর্বভারতীস্তরে তিনি একাদশ স্থান দখল করেছেন। এছাড়া রাজ্যের অনুষ্কা মণ্ডল চতুর্দশ স্থানে রয়েছেন।   

    তবে তানিষ্কা দেশে প্রথম হলেও মোট ৬জন ওই একই নম্বর পেয়েছেন। সিদ্ধার্থ রাও- এর প্রাপ্ত নম্বর ৭১১। তবে, পশ্চিমবঙ্গের সায়ন্তনী চট্টোপাধ্যায় ও অনুষ্কা দুজনেই ৭১০ নম্বর পেয়েছেন। সায়ন্তনী সর্বভারতীয় স্তরে মেয়েদের মধ্যে চতুর্থ হয়েছেন।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে? 

    এবছর ১৮,৭২,৩২৯জন ছাত্রছাত্রী নিট পরীক্ষার জন্যে ফর্ম ফিলআপ করেছিলেন। যার মধ্যে ৯,৯৩,০৬৯ জন পাশ করেছেন। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    এবার নিটে পরীক্ষায় সব থেকে বেশি সাফল্য পেয়েছেন ইউপির পড়ুয়ারা। সফল প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ইউপি থেকে।এর পরেই রয়েছে মহারাষ্ট্র ও রাজস্থানের নম্বর। অন্যদিকে, রাজ্যের শীর্ষস্থানীয় হয়েছেন ইউপির ইশান আগরওয়াল।এবার উত্তরপ্রদেশ থেকে ২২৯১১৫ জন প্রার্থী ফর্ম ফিলআপ করেছিলেন। ১,১৭,৩১৬ জন পরীক্ষায় র‍্যাঙ্ক করেছেন। যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ। 

    এই বছর থেকে, টাই-ব্রেকিং হিসাব সরিয়ে নিয়েছে এনটিএ। তার মানে, দুই ছাত্রের মধ্যে টাই হলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার সমাধান করা হয়েছে। এরপরে রসায়নে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থী অগ্রাধিকার পাবে এবং এরপরে থাকবে কম ভুল উত্তর লেখা প্রার্থী।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share