Blog

  • Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলার মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ (India-Pakistan Match) দেখতে অপেক্ষা করে বসে থাকে সবাই। এর মধ্যে ক্রিকেট খেলা হলে তো আর কথাই নেই। এই বছরেই প্রথমবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মেয়েদের ক্রিকেট (Womens Cricket) অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ২০২২ কমনওয়েলথের অন্যতম বিশেষ আকর্ষণই হল মেয়েদের টি-২০ (Womens T20) ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত (India), পাকিস্তান (Pakistan) সহ কমনওয়েলথের অন্তর্ভুক্ত বাকি দেশগুলি অংশ নিচ্ছে। এবারে মেয়েদের ক্রিকেট নিয়ে অন্যরকমের উন্মাদনার সৃষ্টি হয়েছে। ফলে হুহু করে বিক্রি হচ্ছে টিকিট।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    ২৯ জুলাই, শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ২০২২-এর ক্রিকেট শুরু হতে চলেছে। এই ম্যাচ নিয়ে আগ্রহ থাকলেও আগামী ৩১ জুলাই, রবিবার যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে, তখন সেই খেলা দেখার জন্য স্বাভাবিকভাবেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রথমবার কমনওয়েলথে বাইশ গজে পকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে দেশের মহিলা ক্রিকেট টিম (Indian Womens Cricket Team)।

    আরও পড়ুন: বিরাট-রোহিতদের সামনে বাবর-ওয়ার্নাররা! ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ চাইছে কেন্দ্র

    আয়োজকরা আশা করছেন, ৩১ জুলাই ম্যাচ দেখতে গোটা এজব্যাস্টন (Edgbaston) স্টেডিয়াম ভরে উঠবে দর্শকে। বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড (Ian Reid) বলেন, “আমি নিজেও একজন বড় ক্রিকেট ভক্ত। ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ফলে এই ম্যাচের জন্য সাধারণ মানুষ সত্যিই আগ্রহী হয়ে পড়েছে। এটি একটি আইকনিক জায়গা, কয়েক সপ্তাহ আগেই পুরুষ ক্রিকেট টিম এখানে খেলেছে। সুতরাং, এটি অবশ্যই গেমসের অন্যতম সেরা আকর্ষণ হবে।” তিনি আরও বলেছেন, “সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা ইভেন্টের জন্য ১২ ​​লক্ষের বেশি টিকিট বিক্রি করেছি। আমরা আশা করছি গেমসের কাছাকাছি সময়ে এই সংখ্যাটি আরও বাড়বে। তাই, আমি আশা করি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট খুব শীঘ্রই সব বিক্রি হয়ে যাবে।”

    ৭২টি কমনওয়েলথ দেশের পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ বার্মিংহ্যামে অংশ নিচ্ছে। যা লন্ডন অলিম্পিক্স ২০১২-র (London Olympics 2012) পর থেকে ব্রিটেনের (UK) সবচেয়ে বড় খেলার প্রতিযোগিতা হতে চলেছে।

  • Dark Times: বকেয়া বিল, অন্ধকারে ডুববে ১৩টি রাজ্য! জানুন তালিকায় কোন কোন জায়গা

    Dark Times: বকেয়া বিল, অন্ধকারে ডুববে ১৩টি রাজ্য! জানুন তালিকায় কোন কোন জায়গা

    মাধ্যম নিউজ ডেস্ক: এমনটা এ দেশে অতীতে হয়েছে কি না তা বলা মুশকিল। তবে বিদ্যুৎ ঘাটতি এবং বকেয়া বিল না মেটানোর জন্য শীঘ্রই অন্ধকারে ডুবতে চলেছে দেশের   ১৩টি রাজ্য। ভুগতে হবে সাধারণ মানুষকে। পাওয়ার এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে বিদ্যুৎ কেনা-বেচার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মিজোরাম, ঝাড়খণ্ড, বিহার, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং ছত্তিশগড় সহ মোট ১৩টি রাজ্যের উপর।

    যে সব রাজ্যগুলিতে ইতিমধ্যেই বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেখানকার বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বকেয়া টাকা শোধ করেনি রাজ্য। তাই সেখানে নেমে আসতে পারে অন্ধকারের ঘনঘটা। তামিলনাড়ু, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, ঝাড়খণ্ড, বিহার, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং ছত্তিশগড়- এই ১৩টি রাজ্য শীঘ্রই অন্ধকারে ডুবতে পারে বলে অনুমান।

    আরও পড়ুন: চিকিৎসকদের হাজার কোটির উপহার ওষুধ সংস্থার ! শীর্ষ আদালতে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা

    পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেড (POSOCO) তিনটি পাওয়ার এক্সচেঞ্জকে এ নিয়ে বার্তা দিয়েছে। ১৩টি রাজ্যের ২৭টি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সঙ্গে বিদ্যুৎ কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে অচিরেই এই ১৩টি সংস্থায় বিদ্যুতের ঘাটতি দেখা যেতে পারে। আর তার ফল ভুগতে হতে পারে সাধারণ মানুষকে। ১৩টি রাজ্যের মোট ৫,০৮৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে।

    কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তত্ত্বাবধানে থাকা POSOCO সারা দেশে বিদ্যুৎ বন্টনের প্রতিটি দিক দেখাশোনা করে। এই প্রথম ভারতে একসঙ্গে এতগুলো রাজ্যের বিদ্যুৎ কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করল এই সংস্থা। অতীতে কিছু রাজ্যর উপর এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে একসঙ্গে ১৩টি রাজ্যের উপর নিষেধাজ্ঞা জারির ঘটনা এই প্রথম। ১৩টি রাজ্যের সংস্থাগুলিকে লেট পেমেন্ট করারও সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই মেয়াদও পূর্ণ হয়েছে। তাই এই ১৩টি রাজ্যের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     
  • Job Vacancy: কর্মী নিয়োগ করবে বিদেশমন্ত্রক, জানুন বিস্তারিত

    Job Vacancy: কর্মী নিয়োগ করবে বিদেশমন্ত্রক, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের (MINISTRY OF EXTERNAL AFFAIRS) দিল্লির অফিসের জন্যে এক বছরের চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে।  

    অভিজ্ঞতার ওপর নির্ভর করে দেওয়া হবে পারিশ্রমিক। সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হবে বছরে ১০ লক্ষ টাকা। শূন্যপদের সংখ্যা ১। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩ অগাস্ট।  

    আরও পড়ুন: সিবিআইয়ে নিয়োগ, পদ সংখ্যা চার, পারিশ্রমিক ৪০ হাজার

    পদের নাম: কনস্যালটান্ট

    পদের সংখ্যা:

    বয়স সীমা: আবেদনকারীর বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না।

    যোগ্যতা:

    • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। 
    • আবেদনকারীর এমএসসি, এমটেক অথবা তার বেশি ডিগ্রী থাকতে হবে।
    • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনকারীকে। 
    • বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
    • চিনা ভাষা জানা আবশ্যক না হলেও, চিনা ভাষা জানেন যারা তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বড় কোনও বিশ্ববিদ্যালয় বা সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 
    • বড় কোনও জার্নালে লেখার অভিজ্ঞতা থাকলে বা পাবলিক রিলেশনের অভিজ্ঞতা আছে যাদের তারা অগ্রাধিকার পাবেন।

    বেতন: সর্বোচ্চ পারিশ্রমিক ১০ লক্ষ টাকা। কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে দেওয়া হবে পারিশ্রমিক।

    আরও পড়ুন: ৪৮১ শূন্যপদে নিয়োগ কোল ইন্ডিয়ায়, জানুন বিস্তারিত

    চুক্তির সময়: এক বছরের জন্যে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। পরে চুক্তির সময়সীমা বাড়ানোও হতে পারে। কোনও রকম অনিয়মের অভিযোগে উঠলে চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে। তার জন্যে ১ মাস আগে নোটিস দেওয়া হবে।

    কী করে আবেদন করবেন? 

    • যোগ্য প্রার্থীরা কাজ করার ইচ্ছা প্রকাশ করে সরাসরি বিদেশমন্ত্রকের অফিসে আবেদন করতে পারেন।
    • আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র অ্যাটাচ করে জমা দিতে হবে।
    • আবেদন পত্রের খামের মাথায় বড় বড় করে লিখতে হবে “Application for the position of Consultant in CCCS Division of Ministry of External Affairs”। 
    • Under Secretary (PF&PG), Ministry of External Affairs, Room No. 4071, Jawaharlal Nehru Bhawan, 23-D, Janpath, New Delhi-110011 – এই ঠিকানায় পাঠিয়ে দিন আবেদনপত্রটি। 
  • Horoscope Today, 08 June 2022: নতুন কাজের যোগ এই রাশির জাতকদের, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 08 June 2022: নতুন কাজের যোগ এই রাশির জাতকদের, দেখুন আজকের রাশিফল

    মেষ: যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, আজ তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন। মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

    বৃষ: সরকারি চাকরিজীবীদের উন্নতি হতে পারে। বেসরকারি চাকরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের আটকে যাওয়া পরিকল্পনা আবার শুরু হতে পারে। বিদ্যার্থীদের শুভ সময়-যোগ। বাড়ির পরিবেশ খুব ভাল থাকার সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকতে পারে। ভিটামিনের অভাবে শরীরে রোগ সৃষ্টির আশঙ্কা। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হতে পারে।

    মিথুন: চাকরিজীবীদের ওপর আজ কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। বিবাহিতদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ আরও বাড়তে পারে। 

    কর্কট: চাকরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ কোনও সমস্যায় পড়তে পারেন। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় কাজে মন যেতে পারে। কর্মরত মহিলাদের কাজে ব্যাঘাত আসতে পারে। অর্থ নিয়ে আপনার দুশ্চিন্তা আরও বাড়তে পারে।  ঘরের পরিবেশ ভাল থাকবে না। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

    সিংহ: চাকরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পাওয়ায় মনঃকষ্ট। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। স্বাস্থ্যের সমস্যা থাকতে পারে। দুর্বল স্বাস্থ্যের কারণে আপনার দৈনন্দিন পরিকল্পনায় বাধা আসতে পারে। 

    কন্যা: লেখকদের জন্য দিনটি খুব ভাল যেতে পারে। কাজের ব্যাপারে মানসিক অবসাদ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকতে পারে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও ভাল হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকার সম্ভাবনা। তবে, আজ মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে।

    তুলা: আজ কাজের প্রতি একটু মনোযোগ বাড়াতে হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। ব্যবসা বৃদ্ধি হতে পারে। আজ অর্থ সংক্রান্ত কোনও বড় সমস্যা হবে না। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকার কথা।

    বৃশ্চিক: আজ নতুন কাজ আরম্ভ হতে পারে। ব্যবসায়ীদের আজ আর্থিক ক্ষতি হতে পারে। যাঁরা শেয়ার বাজার সংক্রান্ত কাজ করেন, আজ তাঁদের ক্ষতি হতে পারে। মাথায় চোট লাগার আশঙ্কা। প্রেমের ব্যাপারে হতাশা আসতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকতে পারে। স্বাস্থ্য ভাল থাকার সম্ভাবনা।

    ধনু: চাকরিজীবীরা আজ সতর্ক থাকুন। ব্যবসায় কিছু শুভ পরিবর্তন হতে পারে। উচ্চশিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা। সকালের দিকে কোনও শত্রুর জন্য খারাপ কিছু ঘটার সম্ভাবনা। শরীরের কোনও কষ্ট নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে।। অনেক দিনের আশা করা কোনও বস্তু লাভের যোগ। ঘরের পরিবেশ শান্ত থাকতে পারে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

    মকর: চাকরিজীবীদের এই সময়ে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। শিল্পীদের জন্য ভাল সময়।  আর্থিক অবস্থা ভাল থাকতে পারে। বিবাহিত জীবনের পরিস্থিতি অনুকূল থাকতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে। 

    কুম্ভ: অফিসে আপনার কাজ প্রশংসিত হতে পারে। যাঁরা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাঁদের প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হতে পারে। যাঁরা উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রচেষ্টা করছেন, আজ তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। কোমরের নীচের অংশে সমস্যা বাড়তে পারে। 

    মীন: চাকরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন হওয়ায় আনন্দ। আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাওয়ার সম্ভাবনা। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল না থাকার সম্ভাবনা। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। শরীরের কোথাও আঘাত লাগতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।

  • Hindu Rituals: শঙ্খের উৎপত্তি কোথায়? কোন শঙ্খের মূল্য সবচেয়ে বেশি?

    Hindu Rituals: শঙ্খের উৎপত্তি কোথায়? কোন শঙ্খের মূল্য সবচেয়ে বেশি?

    মাধ্যম নিউজ ডেস্ক:  শঙ্খ প্রাচীন শিল্প। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারের সময় শঙ্খশিল্পের বিভিন্ন কারুকাজের নিদর্শন পাওয়া যায়।

    শাঁখ বা শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ ‘শম’ ও ‘খম’ থেকে। ‘শম’ শব্দের অর্থ শুভ এবং ‘খম’ শব্দের অর্থ জল। এই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে ‘শঙ্খম’ শব্দটি। হিন্দু ধর্মে যে কোনও পুজোয় শাঁখ বাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এছাড়া সব শুভ কাজেও শঙ্খধ্বনি অতি জরুরি। প্রতিদিন তুলসীতলায় সন্ধে দিয়ে শাঁখ বাজানোর রীতি রয়েছে।

    সাধারণত শঙ্খ পাওয়া যায় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে। আরব সাগরেও কিছু প্রাপ্তি ঘটে। প্রাপ্তির ওপর ভিত্তি করে শঙ্খেরবিভিন্ন নামকরণ করা হয়। বিভিন্ন জাতের শঙ্খ রয়েছে। এদের মধ্যে উন্নতমানের হচ্ছে কন্যাকুমারী, রামেশ্বরী, কেপি, জাজি, পাটি, মতি সালামত, ওমেনি, দোয়ালি, সারভি কি, তিতকুটি, ধলা ইত্যাদি। ‘মতি সালামত’ সর্বশ্রেষ্ঠ। কারণ এর মধ্যে মুক্তা পাওয়া যায়।

    আরও পড়ুন: সন্ধ্যা দেওয়া হয় কেন? এর ঐতিহ্য, বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী?

    শঙ্খের মুখ, লেজ ও পিঠ আছে। সাধারণত বাম দিকে শঙ্খের মুখ থাকে। যদি শঙ্খের মুখ ডান দিকে থাকে তবে তার মূল্য অনেক। এটাকে নারায়ণের হাতের শঙ্খের অনুরূপ মনে করা হয়। এ দক্ষিণমুখী শঙ্খকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এ শঙ্খ দিয়ে পূজা করলে ঘরে সৌভাগ্য আসে, বিপদ-আপদ দূর হয়।

    হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়। সেই কোন প্রাচীন কাল থেকে পুজো-অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি। দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ শঙ্খ। পুরোহিতের মন্ত্র, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি এই শব্দগুলো সনাতন পূজার পরিচিত অনুষঙ্গ। এগুলো ছাড়া পূজাই হয় না।

    শঙ্খ প্রতিটা হিন্দু বাঙালি বাড়িতে থাকে, প্রতিটা বাঙালি বাড়িতে সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজানো একটা রীতি।

    আরও পড়ুন: কেন হয় রটন্তী কালীপুজো? কী বা তার ইতিহাস?

  • Gujarat: জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ২৫ লক্ষ টাকার দোলনা উপহার গুজরাটের মন্দিরে 

    Gujarat: জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ২৫ লক্ষ টাকার দোলনা উপহার গুজরাটের মন্দিরে 

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দেশেই বিভিন্নভাবে পালিত হচ্ছে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিনের এই শুভ তিথিতে উৎসবে মেতেছেন সকলেই। এরই মধ্যে এক বিশেষভাবে এই তিথি পালন করতে দেখা গেল গুজরাটের বদোদরায়। এক মন্দিরে গোপালের জন্মদিনস্বরূপ তাঁকে উপহার দেওয়া হল সোনা-রূপো দিয়ে তৈরি ২৫ লক্ষ টাকার দোলনা (Swing)। 

    জানা গিয়েছে দোলনাটি ৭ কিলোগ্রাম রূপো এবং ২০০ গ্রামের বেশি সোনা দিয়ে তৈরি। মূলত ভক্তদের দেওয়া টাকা দিয়ে বানানো হয়েছে এই দোলনা। এই মুহূর্তে সোনারূপো খচিত দোলনা দেখতে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে।  

    গুজরাটে খুব ধুমধাম করে পালিত হয় জন্মাষ্টমী। এখানে বিভিন্ন জায়গায় এই সময় শ্রীকৃষ্ণের রাসলীলার আয়োজনও করা হয়। এই রাজ্যেই রয়েছে বিখ্যাত দ্বারকাধিশ মন্দির। 

    আরও পড়ুন: চিকিৎসকদের হাজার কোটির উপহার ওষুধ সংস্থার ! শীর্ষ আদালতে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সং

    জন্মাষ্টমী (Janmashtami 2022) উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইটে তিনি লেখেন, “ভক্তি এবং আনন্দের এই উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।” 

     

    দেশবাসীকে শুভেচ্ছে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 

    আরও পড়ুন: “করোনা ভাইরাস ক্লান্ত নয়, আগামী মাসে ফের বাড়বে আক্রান্তের সংখ্যা”, সতর্কবার্তা ‘হু’ প্রধানের

     

  • Abdul Rauf Azhar: আন্তর্জাতিক জঙ্গির ঢাল চিন! আব্দুল রউফ আজহারকে নিষিদ্ধ করতে বাধ সাধল বেজিং

    Abdul Rauf Azhar: আন্তর্জাতিক জঙ্গির ঢাল চিন! আব্দুল রউফ আজহারকে নিষিদ্ধ করতে বাধ সাধল বেজিং

    মাধ্যম নিউজ ডেস্ক: কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূল চক্রী আব্দুল রউফ আজহারকে (Abdul Rauf Azhar) রাষ্ট্রসংঘে নিষিদ্ধ করার প্রস্তাবের বিরোধিতা করল চিন। জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা মাসুদ আজহারের (Masood Azhar) ভাইকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল ভারত ও আমেরিকা। রাষ্ট্রসংঘে (UN) ভারত ও আমেরিকার এই যৌথ প্রস্তাবে বাধ সাধে বেজিং। 

    ১৯৯৯ সালে কান্দাহার বিমান ছিনতাই কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ ছিল সে। দাদা মাসুদ আজহারকে ভারতের কারাগার থেকে ছাড়াতেই এই অপহরণের পরিকল্পনা করে রউফ। ২০০১-এর সংসদ হামলা এবং ২০১৬-য় পাকিস্তানের পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলাতেও নাম জড়িয়েছে তার। তালিবান, আল-কায়দা, লস্কর-ই-তইবা এবং হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে রউফ আজহারের। ২০১০ সালের ২ ডিসেম্বর রউফ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। ৪৮ বছর বয়সি রউফের বিরুদ্ধে ইন্টারপোলের বেশ কয়েকটি রেডকর্নার নোটিশ মুলতুবি রয়েছে।

    আরও পড়ুন: বন্দরে ভেড়েনি চিনা ‘গুপ্তচর’ জাহাজ, দাবি শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষের

    রাষ্ট্রসঙ্ঘে সম্প্রতি ভারত ও আমেরিকার তরফে প্রস্তাব দেওয়া হয়, মাসুদ আজহারের ভাইকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করা হোক। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তার গতিবিধির উপরে নিষেধাজ্ঞা চাপানো হোক। রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের সমস্ত সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে সায় দিলেও ভেটো প্রদানের ক্ষমতাধারী চিন (China) বাধা দেয়। চিনের আপত্তিতেই আপাতত প্রস্তাবটি মুলতুবি রাখা হয়েছে।

    প্রসঙ্গত, গত জুন মাসে লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের শ্যালক মক্কিকে নিষিদ্ধ করতে পদক্ষেপ করেছিল ভারত। কিন্তু সেবারও বাধা দেয় চিন। মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ সইদের সঙ্গে জেহাদি কাজে যুক্ত রয়েছে মক্কি। কাশ্মীর উপত্যকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশ ও অস্ত্র পাচারে জড়িত রয়েছে সে। তাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণার দাবি জানিয়ে প্রস্তাব পেশ করেছিল নয়াদিল্লি ও ওয়াশিংটন। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিনের ভেটোয় সেই প্রস্তাবও পাশ হয়নি।

  • Kerala NEET Controversy: পরীক্ষায় বসতে হলে খুলতে হবে অন্তর্বাস! কেরলে ভয়ঙ্কর অভিজ্ঞতা

    Kerala NEET Controversy: পরীক্ষায় বসতে হলে খুলতে হবে অন্তর্বাস! কেরলে ভয়ঙ্কর অভিজ্ঞতা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট (National Eligibility Entrance Test) পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের জোর করে অন্তর্বাস খোলানো নিয়ে সরগরম কেরল (Kerala)। অভিযোগ, পরীক্ষাহলে ঢোকার আগে ছাত্রীদের জোর করে অন্তর্বাস খোলানো হয়েছে। চেকিংয়ের সময় মেটাল ডিটেক্টরে ব্রায়ের হুক নিয়ে সমস্যার সৃষ্টি। ফলে ছাত্রীদের অন্তর্বাস নিয়ে আপত্তি জানায় কেরালার কোল্লাম জেলার (Kollam district) মারথোমা ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (Kerala’s Marthoma Institute of Information Technology)। ওই সেন্টারে পরীক্ষা দিতে আসা এক পড়ুয়ার বাবা কোট্টারাকারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

    অভিযোগকারী জানিয়েছেন, তাঁর মেয়ে এই শর্তে রাজি না হওয়ায় তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) গাইডলাইনে অন্তর্বাস নিয়ে কোনও আপত্তির কথা লেখা নেই। অভিযোগকারীর দাবি, ওই পরীক্ষাকেন্দ্রে ৯০ শতাংশ মহিলা পরীক্ষার্থীকে অন্তর্বাস খোলার পরই পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি তাদের প্রশ্ন করা হয়, ”কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অন্তর্বাস না ভবিষ্যৎ?” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কেরলের ওই ইনস্টিটিউট।  বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে এনটিএ। চিঠি লিখে এনটিএ-এর থেকে ঘটনাটি বিস্তারিত জানতে চান কেরলের শিক্ষামন্ত্রী আর বিন্দু। কেরলের শিক্ষা দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন পুরো ঘটনার তদন্তের জন্য কেরলে তদন্তকারী দল পাঠাচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

    আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা ধর্ষণ নয়, ঐতিহাসিক রায় কেরল হাইকোর্টের

    সম্পূর্ণ ঘটনাকে অত্যন্ত অপমানজনক আখ্যা দিয়ে ১৭ বছরের এক ছাত্রী জানান, রবিবার পরীক্ষা হলে ঢোকার আগে জোর করে অন্তর্বাস খোলানোয়, পরীক্ষা চলাকালীন সর্বক্ষণ তাঁকে চুল দিয়ে বুক ঢেকে রাখতে হয়। তিনি বলেন, “পরীক্ষা শুরুর আগে ওনারা আমায় ডাকেন এবং বলেন যে সমস্ত পরীক্ষার্থীর স্ক্যানিং হবে। আমরা ভেবেছিলাম দুটো লাইনে দাঁড় করানো হচ্ছে, এবার চেকিংয়ের পরই হয়তো যেতে দেওয়া হবে। কিন্তু ওনারা বলেন, যারা ধাতব হুকের ব্রা পরে রয়েছে, তাদের সকলকেই ব্রা খুলতে হবে। আমাকেও প্রশ্ন করা হয় যে অন্তর্বাসে ধাতব হুক আছে কি না, হ্য়াঁ বলতেই আমায় একটি লাইনে দাঁড়াতে বলে।”

    ওই ছাত্রী আরও বলেন, “ওনারা আমাদের অন্তর্বাস খুলে টেবিলের উপরে রাখতে বলেন। সমস্ত ছাত্রীদের ব্রা এক জায়গায় জড়ো করে রাখা হয়। আমরা তখনও জানতাম না যে পরীক্ষার পর আর অন্তর্বাস ফেরত দেওয়া হবে কি না। পরীক্ষা শেষে যখন ওই ঘরে যাই, সেখানে প্রচন্ড ভিড় ছিল। ওনারা আমাদের বলেন যে হাতে ব্রা নাও আর বেরিয়ে যাও। পরার কোনও দরকার নেই। কোনওমতে নিজের অন্তর্বাস খুঁজে নিয়ে আমি বেরিয়ে আসি।”

  • Covid-19 India Update: দৈনিক আক্রান্ত ১২ হাজারের গণ্ডি পেরলো, চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস?

    Covid-19 India Update: দৈনিক আক্রান্ত ১২ হাজারের গণ্ডি পেরলো, চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস?

    মাধ্যম নিউজ ডেস্ক:  দেশে ফের ভয় ধরাচ্ছে করোনা (Coronavirus)। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস! ফেব্রুয়ারি মাসের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। নতুন করে দেশের প্রায় সব প্রান্তেই ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষ করে মুম্বাই, দিল্লির মতো শহরে আক্রান্ত বাড়ছে হু হু করে। পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। সক্রিয় রোগীর সংখ্যা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ বাড়াচ্ছে।

    [tw]


    [/tw]

    বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা গত প্রায় চারমাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শুধু মুম্বাইয়েই আক্রান্তের সংখ্যা ২২৯৩। মহারাষ্ট্রজুড়ে আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। শুধু মুম্বাই নয়, আরেক জনবহুল শহর দিল্লির অবস্থাও আশঙ্কাজনক। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৭৫ জন।       

    তামিলনাড়ুতে একদিনে আক্রান্তের সংখ্যা ৪৭৬। পশ্চিমবঙ্গে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩০ জন। তেলেঙ্গানায় একদিনে আক্রান্তের সংখ্যা ২০৫ জন। গুজরাতে একদিনে আক্রান্ত ১৮৪ জন।  

    আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতি, ৯ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে দেশের দৈনিক সংক্রমণ

    বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫৮ হাজার ২১৫ জন। গতকালের থেকে ৪ হাজার ৫৭৮ বেশি। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ০.১৩  শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৩৫ শতাংশের কাছাকাছি। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩ জন।  

    আরও পড়ুন: ২ বছর পর ভারতীয়দের জন্য কোভিড ভিসা নিষেধাজ্ঞা তুলল চিন

    এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। গতকাল টিকা পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।     

     

  • Traditional Medicine: প্রথাগত চিকিৎসাকে মূল ধারায় আনতে হু-এর সঙ্গে বৈঠকে ভারত 

    Traditional Medicine: প্রথাগত চিকিৎসাকে মূল ধারায় আনতে হু-এর সঙ্গে বৈঠকে ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটে বিশ্বের স্বাস্থ্য (World Health Organization) এবং মঙ্গলের স্বার্থে এবার হাত মেলাতে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত। এবিষয়ে সোমবার একটি বৈঠক করেন হু-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) এবং ভারতের বিদেশ মন্ত্রকের সচিব সঞ্জয় বর্মা (Sanjay Verma)। 

    বৈঠকে মূলত ভারতের প্রথাগত চিকিৎসাশাস্ত্রকে (Traditional Medicine) মূল ধারায় ফিরিয়ে আনার বিষয়ে কথা হয় দুই আধিকারিকের মধ্যে। সঞ্জয় বর্মা হু-এর প্রধানের সামনে ভারতের ঐতিহ্যবাহী প্রথাগত চিকিৎসা যেমন, যোগ, আয়ুর্বেদ, সিদ্ধার গুরুত্ব তুলে ধরেন।  

    আরও পড়ুন: আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ? আশঙ্কার কথা শোনালেন হু-এর বিজ্ঞানী

    এইসব চিরাচরিত  চিকিৎসাবিদ্যা ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য-ইতিহাসের এক অবিচ্ছেদ্দ্য অংশ। হাজার-হাজার বছর ধরে ভারত প্রথাগত চিকিৎসা নিয়ে গবেষণা করেছে। যেমন হোমিওপ্যাথি চিকিৎসা বহু বছর ধরে চলে আসছে ভারতে।  

    সিদ্ধা ওষুধ মূলত ব্যবহার হয় কেরল এবং তামিলনাড়ুতে। লেহ-লাদাখ এবং সিকিম, অরুণাচলপ্রদেশ, দার্জিলিং, লাহুল, স্পিতির মতো হিমালয় বলয়ে সোয়া-রিগপা চিকিৎসাশাস্ত্রের অনুশীলন করা হয়।   

    আরও পড়ুন: আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

    পার্মানেন্ট মিশন অফ ইন্ডিয়া, জেনেভা একটি ট্যুইটে লিখেছে, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে সঞ্জয় বর্মার বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুই আধিকারিক ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পর্ক কী করে আরও দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা বলেন। বিশ্বের স্বাস্থ্য এবং মঙ্গলের স্বার্থে ভারতীয় প্রথাগত চিকিৎসা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থাকে মূল ধারায় আনতে হাত মেলাতে পারে ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।” 

    [tw]


    [/tw] 

    সম্প্রতি গুজরাতের জামনগরে ‘হু গ্লোবাল সেন্টার ফর ট্রেডিশনাল মেডিসিন’ নির্মাণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও রাজস্থানের জয়পুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  

    হু-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বের জনসংখ্যার ৮০% মানুষ প্রথাগত ওষুধে ভরসা করেন। হু প্রধানের বক্তব্য, “প্রথাগত ওষুধের মূল মন্ত্র জ্ঞান, দক্ষতা এবং অনুশীলন। সময় এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রথাগত চিকিৎসার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা এবং গোটা বিশ্বের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো।”  

     

     

LinkedIn
Share