Blog

  • Border Gavaskar Trophy: শুক্রে শুরু বর্ডার-গাভাসকর ট্রফি, প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা, চাপে পড়তে পারেন ব্যাটাররা

    Border Gavaskar Trophy: শুক্রে শুরু বর্ডার-গাভাসকর ট্রফি, প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা, চাপে পড়তে পারেন ব্যাটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম টেস্ট। দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির পয়েন্ট টেবলে শীর্ষ দুই স্থানে রয়েছে। ফাইনাল নিশ্চিত করতে তাই দুই দলের কাছেই এই সিরিজ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ টেস্ট সিরিজ হারের পর ভারতের কাছে পাখির চোখ এই ট্রফি। এখানে ভালো না খলেতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার স্বপ্ন ভারতকে ত্যাগ করতে হবে।

    পারথ টেস্টে বৃষ্টির সম্ভাবনা

    প্রথম টেস্ট শুরুর আগে দু’দিন বৃষ্টি হয়েছে পারথে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বৃষ্টি হবে। ফলে প্রভাব পড়তে পারে টসে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। সকালের দিকে বৃষ্টি হলে তা জোরে বোলারদের জন্য উপযুক্ত হয়ে উঠবে। যদি ভারতকে টস হেরে আগে ব্যাট করতে হয়, তা হলে বিপদে পড়তে পারেন ব্যাটাররা। প্রথম দিন বাদে বাকি চার দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। রোহিত শর্মার বদলে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা। দল সম্পর্কে আত্মবিশ্বাসী ভারতের তরুণ পেসার বলেন, “নিজেদের প্রতি বিশ্বাস রয়েছে আমাদের। যখনই খেলতে নামি, যা-ই পরিস্থিতি হোক না কেন, জেতার চেষ্টা করি। এখানে প্রস্তুতিটাও ভালো হয়েছে। আপাতত মানসিক ভাবে নিজেদের প্রস্তুত করার পালা।”

    অস্ট্রেলিয়ায় যেতে পারেন শামি

    অস্ট্রেলিয়ার পিচ বরাবরই বাউন্সি। পেসাররা এখানে সুবিধা পান। এই আবহে ভারতীয় দলে মহম্মদ শামির অন্তর্ভুক্তি প্রসঙ্গে বুমরা বলেছেন, “মহম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ও বল করা শুরু করেছে জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে ওকে অস্ট্রেলিয়ায় বল করতে দেখা যেতে পারে।” রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলে সাত উইকেট নিয়েছেন মহম্মদ শামি। তার পর থেকেই শুরু হয়েছে তাঁকে নিয়ে চর্চা। অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন কি না, সেই নিয়ে আলোচনা চলছে। রঞ্জিতে খেলার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলেও সুযোগ পেয়েছেন শামি। লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে। প্রথম দু’-একটি ম্যাচে ভালো খেলতে পারলে দ্রুতই অস্ট্রেলিয়ার বিমানে উঠে পড়তে পারেন।

    অভিষেক হতে পারে নীতীশের

    পারথ টেস্টে অভিষেক হতে চলেছে ২১ বছরের তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডির। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল সেই ইঙ্গিতই দিয়েছেন। সাংবাদিক বৈঠকে মর্কেল নীতীশ রেড্ডির দক্ষতার প্রশংসা করেছেন। ভারতীয় পেসারদের সাহায্য করতে পারবেন নীতীশ রেড্ডি বলে উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। মর্নি মর্কেল বলেন, ”উইকেট টু উইকেট বোলার নীতীশ রেড্ডি। পৃথিবীর সব টিমই চায় এমন একজন অলরাউন্ডার যে পেসারদের সাহায্য করতে পারবে। বুমরা ওকে কীভাবে ব্যবহার  করবে সেটাই দেখার। সিরিজে নীতীশের উপরে নজর রাখতে হবে।” 

    কখন-কোথায় ম্যাচ?

    ভারতীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। বর্ডার গাভাসকার ট্রফিতে প্রতিটা ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে ম্যাচগুলো সম্প্রচার করা হবে। ম্যাচ অনলাইনে দেখানো হবে হটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়াও ডিডি স্পোর্টসে দেখানো হবে ম্যাচটি। একমাত্র বিনামূল্যে ডিডি স্পোর্টসে ম্যাচ দেখা যাবে।

    দুই দলের সম্ভাব্য একাদশ

    ভারত: কেএল রাহুল, যশস্বী জসওয়াল, শুভমন গিল/অভিমন্যু ঈশ্বরণ, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা/রবীচন্দ্রণ অশ্বিন, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।

    অস্ট্রেলিয়া: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জস হ্যাজেলউড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBSE: ফেব্রুয়ারিতেই সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা, প্রকাশিত দিনক্ষণ, রইল রুটিন

    CBSE: ফেব্রুয়ারিতেই সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা, প্রকাশিত দিনক্ষণ, রইল রুটিন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগজামিনেশন (সিবিএসই)-এর ২০২৫ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। বোর্ডের (CBSE) ঘোষণা অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে পরের বছর ১৫ ফেব্রুয়ারি থেকে। দ্বাদশ শ্রেণির ১৭ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার (Examination Date) সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।

    কতদিন চলবে পরীক্ষা? (CBSE)

    বোর্ড সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির পরীক্ষা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ। বোর্ডের (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সিবিএসই কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে। দ্বাদশের প্রথম পরীক্ষা শারীরশিক্ষার। সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি দেখতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। অন্যদিকে, প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এবারের প্র্যাক্টিকাল পরীক্ষা স্কুলে হলেও, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক বা পরিদর্শক আসবেন। তবে দশম শ্রেণির পরীক্ষা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতেই হবে।

    আরও পড়ুন: ‘‘পশ্চিমবঙ্গ চলছে কিং জং উনের শাসনের মতো’’, বেলডাঙাকাণ্ডে মমতাকে আক্রমণ গিরিরাজের

    মেধা তালিকা নেই

    বোর্ডের (CBSE) তরফে জানানো হয়েছে, এই প্রথম পরীক্ষার ৮৬ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করা হল। স্কুলগুলি সময়মতো পরীক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার কারণেই আগেভাগে দিনক্ষণ ঘোষণা করা সম্ভব হয়েছে। এতে পড়ুয়াদের প্রস্তুতি নিতেও সুবিধা হবে। সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা এবং বিভাগ অনুযায়ী নম্বর প্রকাশ করবে না। গত কয়েক বছর ধরে মেধা তালিকা ঘোষণা করছে না বোর্ড। শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা’ এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছরও বোর্ড শিক্ষার্থীদের কোনও মেধাতালিকা ঘোষণা করবে না। ২০২৫-এ অংশগ্রহণকারী ছাত্রদের পরীক্ষায় পাশ করার জন্য ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। প্রার্থীদের অবশ্যই প্রতিটি বিষয়ে পৃথকভাবে পাশ মার্কস পেতে হবে। সেইসঙ্গে সামগ্রিকভাবে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abvp: শুক্রবার শুরু এবিভিপির ৭০তম জাতীয় সম্মেলন, বৃহস্পতিতে হচ্ছে কার্যনির্বাহী পরিষদের বৈঠক

    Abvp: শুক্রবার শুরু এবিভিপির ৭০তম জাতীয় সম্মেলন, বৃহস্পতিতে হচ্ছে কার্যনির্বাহী পরিষদের বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: এবিভিপির (Abvp) ৭০তম সর্বভারতীয় সম্মেলন বসছে গোরক্ষপুরে, ২২-২৪ নভেম্বর পর্যন্ত চলবে সম্মেলন। তার আগে গতকাল ২০ নভেম্বর গোরক্ষপুরে (Gorakhpur) সম্পন্ন হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একদিনের কেন্দ্রীয় কর্মসমিতির বৈঠক। গোরক্ষপুরের দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ ভবনে বৈঠকে শুরুতে মা সরস্বতী ও স্বামী বিবেকানন্দের চিত্রে পুষ্প নিবেদন করেন এবিভিপির সর্বভারতীয় সভাপতি রাজশরণ শাহি ও এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাজ্ঞব্লক্য শুক্লা ও জাতীয় সংগঠন সম্পাদক আশিষ চৌহ্বান।

    আরও পড়ুন: অশান্ত মণিপুর, ইম্ফল উপত্যকায় ২৩ নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ, মোবাইল ইন্টারনেট

    এবিভিপির (Abvp) মানবন্দনা যাত্রা

    উপস্থিত প্রতিনিধিদের প্রত্যেককেই এক সুরে বন্দেমাতরম গাইতে শোনা যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার বসবে এবিভিপির জাতীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠক। গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই হবে ওই বৈঠক। প্রসঙ্গত, চলতি বছরে চলছে রানি অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মবার্ষিকী। এই সময়ে মধ্যপ্রদেশের মহেশ্বর থেকে মানবন্দনা যাত্রা শুরু করেছে এবিভিপি। এই যাত্রা পৌঁছাবে গোরক্ষপুরের (Gorakhpur) ৭০তম জাতীয় সম্মেলনে। মানবন্দনা যাত্রা উত্তরপ্রদেশে প্রয়াগরাজ এবং অযোধ্যা- এই দুই নগরের ওপর দিয়েই যাবে বলে জানিয়েছে এবিভিপি (Abvp) নেতৃত্ব। এই যাত্রার মাধ্যমে রানি অহল্যাবাইয়ের কর্মকাণ্ড জনগণের মধ্যে তুলে ধরা হবে বলে জানিয়েছে এবিভিপি নেতৃত্ব এবং ভারতের সংস্কৃতি পুনরুত্থানে তাঁর অবদান স্মরণ করা হবে।

    কী বললেন এবিভিপির (Abvp) সর্বভারতীয় সভাপতি? 

    আজ বৃহস্পতিবার অহল্যাবাইয়ের স্মরণে একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক শ্রী চম্পত রাই। জানা গিয়েছে, গতকাল সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির বৈঠকে শিক্ষা ও সামাজিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে। এবিভিপি-র (Abvp) সর্বভারতীয় সভাপতি ডক্টর রাজশরণ শাহি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘গোরক্ষপুরের জনগণের উল্লেখযোগ্য অবদান রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে। এই শহরের তাৎপর্যপূর্ণ ইতিহাস রয়েছে।’’

     

    আরও পড়ুন: ‘‘পশ্চিমবঙ্গ চলছে কিং জং উনের শাসনের মতো’’, বেলডাঙাকাণ্ডে মমতাকে আক্রমণ গিরিরাজের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan Support Terror: ‘‘সন্ত্রাসবাদের কারণে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়েছে’’, পাকিস্তানকে নিশানা ভারতের

    Pakistan Support Terror: ‘‘সন্ত্রাসবাদের কারণে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়েছে’’, পাকিস্তানকে নিশানা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাস-মোকাবিলায় একাধিক পদক্ষের করেছে মোদি সরকার। কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদকে (Pakistan Support Terror) মদত দেওয়া বন্ধ করেনি। যার ফল ভুগতে হয় ভারতকে। রাষ্ট্রসঙ্ঘে (United Nations) ঠিক এই ভাষায় পাকিস্তানকে আক্রমণ করলেন ভারতীয় দূত পর্বতানেনী হরিশ৷ তাঁর দাবি, সন্ত্রাসবাদকে পাকিস্তান দীর্ঘদিন ধরে মদত দিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রধান সমস্যাও সন্ত্রাসবাদ। তবে পাকিস্তানের এই ভূমিকা আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন হরিশ। 

    কথা বলেও লাভ হয়নি 

    সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় দূত পর্বতানেনী হরিশ। সেখানে পাকিস্তানের সঙ্গে (Pakistan Support Terror) সম্পর্ক প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে সন্ত্রাসবাদের প্রশ্নে পড়শি দেশকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ হরিশ বলেন, ‘‘দীর্ঘদিন আগে দু’দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে৷ তার একমাত্র কারণ সন্ত্রাসবাদ৷ এই সমস্যার সমাধান না-হলে দুই দেশের সম্পর্কে কোনওদিন উন্নতি হবে না৷’’ তাঁর মতে, সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকবার চেষ্টা করেছেন। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনাও করেছেন৷ তবে তাতেও কোনও লাভ হয়নি ৷ তাঁর কথায়, ‘‘একমাত্র আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই সন্ত্রাসবাদ সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া সম্ভব। ভারত সেই লক্ষ্যেই এগোচ্ছে।’’

    সন্ত্রাসবাদ বিশ্বের অভিশাপ

    শুধুমাত্র ভারতের জন্য নয়, সন্ত্রাসবাদ (Pakistan Support Terror) গোটা বিশ্বের জন্যই অভিশাপ । এমনই মনে করেন হরিশ ৷ তাঁর কথায়, ‘‘একটি সন্ত্রাসবাদী হামলা আদতে একাধিক হামলার সমান৷ একটি প্রাণ গেলে তার সঙ্গে হাজারটা প্রাণ যায়৷ সুতরাং, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই সমস্যার সমাধানের জন্য কী কী পদক্ষেপ করছি, সেটাই আলোচনার বিষয়৷’’ সন্ত্রাসবাদকে ভারত কোনওমতেই মেনে নেবে না বলে জানান হরিশ। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদ রুখতে একাধিক পদক্ষেপ করেছে মোদি সরকার৷ সময়ের সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তা আরও মজবুত করতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী৷ দেশের তিন সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সাজিয়ে তোলা হয়েছে৷ সেই সঙ্গে, পাকিস্তানের সঙ্গেও কথা বলা হয়েছে ভারতের তরফে৷ যদিও তারপরও কোনও পরিবর্তন হয়নি বলে দাবি দিল্লির৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: কলকাতায় বাড়ল তাপমাত্রা, ঘূর্ণাবর্ত কতটা প্রভাব ফেলবে বঙ্গে? জানাল হাওয়া অফিস

    Weather Update: কলকাতায় বাড়ল তাপমাত্রা, ঘূর্ণাবর্ত কতটা প্রভাব ফেলবে বঙ্গে? জানাল হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বরের একদম শুরুতে ঠান্ডা অনুভূত না হলেও সম্প্রতি কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এর মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় বেড়েছে রাতের তাপমাত্রা। হাওয়া (Weather Update) অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গেও।

     জাঁকিয়ে শীত পড়বে কবে? (Weather Update)

    আলিপুর আবহাওয়া (Weather Update) অফিস বলছে, রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিস যা জানাচ্ছে, আপাতত ১৮-১৯ ডিগ্রির আশপাশে থাকবে কলকাতার পারদ। শুধু রাতে-ভোরেই মিলবে ঠান্ডার আমেজ। তবে, মধ্য ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত নয়।

    আরও পড়ুন: ‘‘পশ্চিমবঙ্গ চলছে কিং জং উনের শাসনের মতো’’, বেলডাঙাকাণ্ডে মমতাকে আক্রমণ গিরিরাজের

    নিম্নচাপ নিয়ে কী বলল হাওয়া অফিস?

    এ দিকে মৌসম ভবন (Weather Update) জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে তার। তবে ঘূর্ণিঝড় হয় কি না, নজর রাখছে মৌসম ভবন। সাগরে সৃষ্ট ওই ঘূর্ণাবর্তে বাংলার ঠান্ডার তাল কাটার সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস। যে ঘূর্ণাবর্তটি আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে, ২৩ নভেম্বরের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার অভিমুখ তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে হবে। অন্তত সেই সম্ভাবনাই বেশি। ফলে বাংলার চিন্তিত হওয়ার কারণ নেই বলে মনে করছেন আবহবিদরা।

    জেলায় জেলায় কী তাপমাত্রা?

    গত দু’দিন ধরে পতন অব্যাহত থাকলেও বুধবার যেন সেই পতনে রাশ পড়েছে। বিকেলে ঠান্ডার শিরশিরানি মিললেও গত দু’দিনের তুলনায় তা যেন একটু কম। ফলে জাঁকিয়ে শীত পড়ার সময় এখনও আসেনি বলে জানিয়েছে আবহাওয়া (Weather Update) দফতর। এই মুহূর্তে বাকি জেলাগুলিতে শীতের আমেজ ভালোই টের পাওয়া যাচ্ছে। কয়েকটি জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শান্তিনিকেতনে তাপমাত্রা ১৩, ঝাড়গ্রামে ১৮ ও বর্ধমানে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে আপাতত কুয়াশার হাত থেকে মুক্তি মিলবে না রাজ্যবাসীর। কুয়াশার জেরেই চলতি মাসে জাঁকিয়ে শীতের দেখা মিলবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Slams Trudeau Govt: নিজ্জর হত্যা নিয়ে ‘মানহানিকর প্রচার’, কানাডাকে কড়া জবাব ভারতের

    India Slams Trudeau Govt: নিজ্জর হত্যা নিয়ে ‘মানহানিকর প্রচার’, কানাডাকে কড়া জবাব ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার ট্রুডো সরকারকে ফের একহাত নিল ভারত! দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এমনিতেই তলানিতে। এমতাবস্থায় বুধবার কানাডার একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে ‘উদ্ভট’ উল্লেখ করে সরাসরি প্রত্যাখ্যান করলেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (India Slams Trudeau Govt)।

    কানাডিয়ান সংবাদপত্রে অভিযোগ (India Slams Trudeau Govt)

    ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যার (Nijjar Killing) ষড়যন্ত্র সম্পর্কে সচেতন ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়সওয়াল এই অভিযোগকে ‘মানহানিকর প্রচার’ বলে অভিহিত করেছেন। কানাডার এক সংবাদপত্রের একটি প্রতিবেদনে, অজ্ঞাত কানাডীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন।

    মুখের মতো জবাব ভারতের

    এরই প্রেক্ষিতে জয়সওয়াল বলেন, “কানাডার একটি সরকারি সূত্র থেকে সংবাদপত্রে দেওয়া এমন উদ্ভট বিবৃতিগুলি যথাযথ অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করা উচিত। এ ধরনের মানহানিকর প্রচার কেবল আমাদের উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করে।” গত জুনে (India Slams Trudeau Govt) ভ্যাঙ্কুভারে খালিস্তানপন্থী জঙ্গি তথা কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জরকে গুলি করে খুন করে আততায়ীরা। তার পরেই কূটনৈতিক টানাপোড়েন শুরু হয় দুই দেশের মধ্যে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ, নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত ছিল।

    আরও পড়ুন: “গালওয়ানের মতো ঘটনা এড়ানো উচিত”, চিনা প্রতিরক্ষামন্ত্রীকে বললেন রাজনাথ

    তিনি দাবি করেন, এই বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য গোয়েন্দা সহযোগীদের, যার মধ্যে আমেরিকাও রয়েছে, শেয়ার করা হয়েছিল। চলতি বছরের অক্টোবর মাসে কানাডা ভারতীয় হাই কমিশনার সঞ্জয় ভার্মা এবং অন্যান্য কূটনীতিকদের নাম উল্লেখ করে নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করে। এরই প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারত তাঁদের ফিরিয়ে আনে। কানাডিয়ান চার্জ দ্যা’ফেয়ার্স স্টুয়ার্ট হুইলার-সহ পাঁচ কূটনীতিককে বহিষ্কার করে নয়াদিল্লি।

    নিজ্জর, নিষিদ্ধ জঙ্গি সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের মূল পরিকল্পনাকারী, দিল্লির ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিদের একজন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে পঞ্জাবে এক হিন্দু পুরোহিতকে হত্যাও। নিজ্জরকে (Nijjar Killing) ধরতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেবে বলে ঘোষণাও করেছিল (India Slams Trudeau Govt) জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য’’, গায়ানা, ডমিনিকার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত মোদি

    PM Modi: ‘‘এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য’’, গায়ানা, ডমিনিকার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা মহামারীর সময়ে বিশ্ববাসীর কাছে ত্রাতা হয়ে উঠেছিল ভারত। এগিয়ে দিয়েছিল সাহায্যের হাত। ভারতের কাছ থেকে সে সময় যে সহযোগিতা পেয়েছিল তার কৃতজ্ঞতা স্বরূপ নরেন্দ্র মোদির (PM Modi) হাতে সর্বোচ্চ সম্মান তুলে দিলেন ‘কমনওয়েলথ অব ডমিনিকা’র প্রেসিডেন্ট সিলভানি বার্টন। ডমিনিকার (Dominica) পর মোদির হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিল গায়ানাও (Guyana)।

    ডমিনিকার কৃতজ্ঞতা

    ‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এক বিবৃতিতে ডমিনিকা জানিয়েছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে সম্মান প্রদান করা হল তা কেবল ভারত এবং ডোমিনিকা-র মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতীক নয়, বিশ্ব অতিমারির কঠিন সময়ে ভারতের সাহায্যের স্বীকৃতিও।’’

    ১৪০ কোটি ভারতীয়র সম্মান

    বুধবার প্রধানমন্ত্রী মোদিকে ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’ (The Order Of Excellence) সম্মানে ভূষিত করে গায়ানা। এদিন এই সম্মানটি মোদির হাতে তুলে দেন গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলি। গায়ানার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত মোদি এদিন মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘‘গায়ানার সর্বোচ্চ সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য বন্ধু ইরফান আলিকে অসংখ্য ধন্যবাদ। এই সম্মান শুধু আমার একার নয়। এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য। ভারত এবং গায়ানার অভ্যন্তরীণ বন্ধন এভাবেই দৃঢ় হোক। দুই দেশের ইতিহাস প্রমাণ করে যে কীভাবে তারা ঐতিহ্য এবং বিশ্বাসের বন্ধনে বারেবারে মিশে গিয়েছে।’’

    নেতাদের মধ্যে চ্যাম্পিয়ন

    ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনে যোগদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গায়ানায় পোঁছান, এখানে তিনি জর্জটাউনে ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী মোদি বলেন যে গায়ানার জনগণের দক্ষতা বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধিতে ভারত অনেক বড় অবদান রেখেছে। অন্যদিকে, গায়ানার রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে তাঁকে তাঁর প্রভাবশালী নেতৃত্ব এবং উন্নয়নশীল দেশগুলিতে অবদানের জন্য ‘নেতাদের মধ্যে চ্যাম্পিয়ন’ হিসেবে উল্লেখ করেন। গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলি মোদির শাসনব্যবস্থার প্রশংসা করে বলেছেন যে গায়ানা এবং অন্যান্য দেশও তাঁর কার্যপদ্ধতি গ্রহণের দিকে মনোযোগ দিয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bara Mangwa: কমলালেবুর বাগান, তিস্তার সর্পিল জলধারা! নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বড়া মাঙ্গোয়া!

    Bara Mangwa: কমলালেবুর বাগান, তিস্তার সর্পিল জলধারা! নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বড়া মাঙ্গোয়া!

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র তিনচুলে বর্তমানে প্রকৃতিপ্রেমিক পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই তিনচুলে থেকে প্রায় ৪ কিমি দূরে এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর স্থান বড়া মাঙ্গোয়া (Bara Mangwa)। প্রায় ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত নির্জন, অনাবিল পাহাড়ি গ্রাম বড়া মাঙ্গোয়া। একদিকে পাহাড়ের গায়ে ঝুম চাষ, কমলা লেবুর বাগান, অপর দিকে তিস্তা নদীর সর্পিল জলধারার পাহাড়ি সুরমূর্ছনা। তার সঙ্গে যোগ্য সঙ্গত করে তুলেছে আকাশ ছুঁতে চাওয়ার দুঃসহ স্পর্ধা নিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়ের সারি। মন ভালো করে দেওয়ার জন্য যা যা থাকা দরকার, তার সব কিছুই উপস্থিত এখানে। এখান থেকে বিভিন্ন ছোট ছোট ট্রেকিং রুট চলে গিয়েছে বিভিন্ন দিকে। নেচার ট্রেইলে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসা যায় প্রায় জনমানবহীন সুন্দর পাহাড়চূড়ায় অবস্থিত ভিউ পয়েন্ট এবং চোরতেন। বড়া মাঙ্গোয়া থেকে ঘুরে নেওয়া যায় কাঞ্চনজঙ্ঘার ছায়ায় ঢাকা পেশক চা বাগান।

    ইকো ট্যুরিজমের নয়া পীঠস্থান (Bara Mangwa)

    বড়া মাঙ্গোয়া থেকে আরও প্রায় ৩-৪ কিমি ট্রেকিং করে যাওয়া যায় আরও একটি সুন্দর পাহাড়ি গ্রাম ছোটা মাঙ্গোয়ায়। বর্তমানে ইকো ট্যুরিজমের নয়া পীঠস্থান হয়ে উঠেছে এই বড়া মাঙ্গোয়া এবং ছোটা মাঙ্গোয়া। কমলা বাগানে ঘেরা এই ছোটা মাঙ্গোয়া থেকে একদিকে বয়ে চলা তিস্তা, আর অপর দিকে কাঞ্চনজঙ্ঘার রুপ দেখে মুগ্ধ হতে হবেই। এই ছোটা মাঙ্গোয়া থেকে ভোরের সূর্যোদয় দর্শন করা এক অভাবনীয় অনুভূতি। এছাড়াও বড়া মাঙ্গোয়া (Bara Mangwa) এবং ছোটা মাঙ্গোয়ায় শুধু যে কমলালেবুর বাগান আছে তাই নয়, এখানে চাষ হচ্ছে বিভিন্ন অরগ্যানিক সারের ব্যবহারে তৈরি করা বিভিন্ন মূল্যবান ভেষজ উদ্ভিদ। শুধু আপেল নয়, এখানকার মুসম্বি লেবুর সুখ্যাতি আছে সর্বত্র। এখান থেকে তিস্তা ও রঙ্গিত নদীর বুকে র‍্যাফটিংও করে নেওয়া যায়। ঘুরে নেওয়া যায় কাছেই পাশের তাকলিঙ গ্রামের মনাস্ট্রিটিও।

    কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

    কলকাতা থেকে ট্রেনে এনজেপি অথবা ধর্মতলা থেকে বাসে শিলিগুড়ি এসে সেখান থেকে সেবক ও তিস্তাবাজার হয়ে প্রায় ৬০ কিমি পথ এই বড়া মাঙ্গোয়া (Bara Mangwa)। যেতে হবে গাড়িতে। আর বড়া মাঙ্গোয়া থেকে একটু কষ্ট করে পাহাড়ি পথে কমলালেবুর বাগানের মধ্য দিয়ে প্রায় ২ কিমি দূরে ছোটা মাঙ্গোয়া। বড়া মাঙ্গোয়া আর ছোটা মাঙ্গোয়ায় রয়েছে অসংখ্য হোমস্টে। এগুলিতে একদম ঘরের আতিথেয়তায় স্থানীয় মানুষজনের সহজ-সরল জীবনের সঙ্গেও পরিচিত হওয়া যায় (Natural beauty)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Giriraj Singh: ‘‘পশ্চিমবঙ্গ চলছে কিং জং উনের শাসনের মতো’’, বেলডাঙাকাণ্ডে মমতাকে আক্রমণ গিরিরাজের

    Giriraj Singh: ‘‘পশ্চিমবঙ্গ চলছে কিং জং উনের শাসনের মতো’’, বেলডাঙাকাণ্ডে মমতাকে আক্রমণ গিরিরাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: বেলডাঙা ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং (Giriraj Singh)। নিজের মন্তব্যে গিরিরাজ সিং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে তুলনা করেছেন। গিরিরাজ সিং এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে।

    রোহিঙ্গাদের অভ্যর্থনা জানাতে রেড কার্পেট পেতেছে মমতা সরকার, অভিযোগ গিরিরাজের 

    কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর (Giriraj Singh) আরও অভিযোগ, ‘‘তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গে মুসলিম গুন্ডারা আধিপত্য কায়েম করেছে এবং বাংলার সরকার রোহিঙ্গা শরণার্থীদের অভ্যর্থনা জানাতে লাল কার্পেট পেতেছে।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিপন্ন পশ্চিমবঙ্গে।’’ এখানেই উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে মমতার তুলনা টেনে গিরিরাজ সিং (Giriraj Singh) বলেন, ‘‘মমতার মুখ্যমন্ত্রিত্বে রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। হিন্দুরা পালানোর মতো অবস্থায় আর রোহিঙ্গাদের অভ্যর্থনা জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গ চলছে কিং জং উনের শাসনের মতো। বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আওয়াজ উঠলেই দমিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু, এই সরকার আর বেশি দিন টিকবে না।’’ প্রসঙ্গত বিহারের বেগুসরাইয়ের সাংসদ হলেন গিরিরাজ সিং। তিনি আরও অভিযোগ করেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক কাঠামো মানেন না।’’

    বাংলায় ক্ষমতায় এলে বন্ধ করা হবে অনুপ্রবেশ 

    প্রসঙ্গত, কার্তিক পুজোয় বেলডাঙাতে দুই গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এরপরে গোটা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। অন্যদিকে, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে গিরিরাজ সিং (Giriraj Singh) বলেন, ‘‘এনডিএ সরকার তৈরি হবে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে। আমরা যদি একবার ঝাড়খণ্ডে সরকার গঠন করতে পারি, তাহলে বাংলার মধ্য দিয়ে অনুপ্রবেশ বন্ধ করব। আর বাংলায় ক্ষমতা এলে সম্পূর্ণ অনুপ্রবেশ বন্ধ করা হবে।’’ প্রসঙ্গত, সদস্য সমাপ্ত হওয়া ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, এমনটাই উঠে এসেছে বিভিন্ন জনমত সমীক্ষায়। আগামী ২৩ নভেম্বর ২ রাজ্যে ভোট গণনা রয়েছে। ঝাড়খণ্ডে এবারের নির্বাচনে সবথেকে বড় ইস্যু ছিল অনুপ্রবেশ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Stomach cancer: চল্লিশের পরেই পাকস্থলীর ক্যান্সার বাড়াচ্ছে উদ্বেগ! কোন কোন খাবারে বাড়ছে এই রোগ?

    Stomach cancer: চল্লিশের পরেই পাকস্থলীর ক্যান্সার বাড়াচ্ছে উদ্বেগ! কোন কোন খাবারে বাড়ছে এই রোগ?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    ক্যান্সারের দাপট বাড়ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও বাড়ছে এর দাপট। অন্যদিকে, গত কয়েক বছর ধরে দেশ জুড়ে পাকস্থলীর ক্যান্সারে (Stomach cancer) আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এই ক্যান্সারের দাপট বাড়ার জেরেই উদ্বিগ্ন চিকিৎসক মহল।

    কী বলছে পরিসংখ্যান?

    গত দেড় দশকে দেশ জুড়ে নানা ক্যান্সারের ঝুঁকি বেড়েছে। সেই তালিকায় রয়েছে স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে যে কয়েকটি ক্যান্সার বাড়তি উদ্বেগ তৈরি করছে, সেই তালিকায় প্রথমের দিকেই রয়েছে স্টমাক ক্যান্সার। পুরুষদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যে সমস্ত ক্যান্সারে পুরুষেরা বেশি আক্রান্ত হন, তার প্রথম পাঁচেই রয়েছে স্টমাক ক্যান্সার। মহিলাদের ক্ষেত্রে তালিকার সাত নম্বরে রয়েছে স্টমাক ক্যান্সার। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, আগেও এই ক্যান্সারের দাপট ছিল। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত, পঞ্চান্ন বছরের বেশি বয়সিরা এই রোগে আক্রান্ত হতেন। ষাটোর্ধ্বদের রোগ নির্ণয় করে জানা যেত। কিন্তু গত কয়েক বছরে এই রোগে তরুণ প্রজন্মের আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। তাঁরা জানাচ্ছেন, চল্লিশের পরেই এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে‌। যা যথেষ্ট উদ্বেগজনক।

    কেন বাড়ছে স্টমাক ক্যান্সারের দাপট? (Stomach cancer)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, স্টমাক ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ জীবন যাপনের ধরন। তরুণ প্রজন্মের অস্বাস্থ্যকর জীবন যাপন বিপদ বাড়াচ্ছে। তাঁরা জানাচ্ছেন, তরুণ প্রজন্মের একাংশ মদ্যপানকে ‘স্টাইল স্টেটমেন্ট’ ভাবছেন। জন্মদিন হোক বা অফিসের প্রমোশন, মদ বন্ধুমহলে আড্ডা দেওয়ার অবশ্য সঙ্গী হয়ে উঠছে। আর এটাই চরম ক্ষতি করছে। এর পাশপাশি ক্যাফরিন জাতীয় খাবার অর্থাৎ কফি খাওয়ায় অভ্যস্ত হয়ে যাওয়াও আরও একটি কারণ। তরুণ প্রজন্মের (Young generation) একাংশ মারাত্মক কফি পান করতে ভালোবাসে। অনেক সময়েই তারা খালি পেটে একাধিক কাপ কফি খাচ্ছেন‌। এই অভ্যাস ভয়ঙ্কর। পাকস্থলীর জন্য মারাত্মক ক্ষতিকারক। 
    এর পাশপাশি অতিরিক্ত মশলা জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলেও জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, চটজলদি মশলাদার খাবারেই তরুণ প্রজন্মের একাংশ অভ্যস্ত। বার্গার, পিৎজা এখন অনেকের নিয়মিত খাবারের তালিকায় থাকে, যা বিপজ্জনক। এই ধরনের খাবারে থাকে মারাত্মক রাসায়নিক। ফলে এই খাবার পাকস্থলীর জন্য খুবই ক্ষতিকারক। তাই এই ধরনের খাদ্যাভ্যাস থাকলে স্টমাক ক্যান্সারের ঝুঁকি বাড়বে।

    কীভাবে স্টমাকের যত্ন নেবেন?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস একাধিক রোগ মোকাবিলা করতে সাহায্য করে। স্টমাক ক্যান্সারের ঝুঁকি কমাতেও তাই খাবারেই ভরসা রাখছেন চিকিৎসকদের একাংশ। 
    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত টক দই জাতীয় খাবার খেতে হবে। এই ধরনের খাবারে প্রাকৃতিক প্রোবায়োটিক থাকে। অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া থাকে। যা মানুষের শরীরের পক্ষে উপকারী। তাই নিয়মিত টক দই খেলে পাকস্থলী সুস্থ (Stomach cancer) থাকে‌। 
    ভিটামিন এ সমৃদ্ধ খাবার স্টমাকের জন্য বিশেষ উপকারী বলেই জানাচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, আলু, গাজর, টমেটো ভিটামিন এ সমৃদ্ধ খাবার। এই ধরনের খাবার পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত এই ধরনের সব্জি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে। 
    পাকস্থলী সুস্থ রাখতে ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ফাইবার হজমে সাহায্য করে। শরীরে ক্ষতিকারক অ্যাসিড তৈরি করা আটকায়। এর ফলে স্টমাক ভালো থাকে। তাই নিয়মিত ফাইবার সমৃদ্ধ খাবার মেনুতে রাখা জরুরি। নাশপাতি, আপেল, আটার তৈরি রুটি, বাঁধাকপির মতো সব্জি নিয়মিত খেলে দেহে প্রয়োজনীয় ফাইবারের জোগান বজায় থাকে। এতে শরীর সুস্থ থাকে। 
    ভিটামিন সি শরীর সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্টমাক ক্যান্সারের ঝুঁকি কমাতেও ভিটামিন সি গুরুত্বপূর্ণ উপাদান বলেই জানাচ্ছেন‌ চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, লেবু, বেরি, কিউই জাতীয় ফল নিয়মিত খেলে শরীরে ভিটামিন‌ সি-র চাহিদা সহজে পূরণ হয়। এর ফলে ক্যান্সারের ঝুঁকি কমে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share