Blog

  • India-New-Zealand-Test: ৫টি রেকর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যা গড়তে পারেন অশ্বিন

    India-New-Zealand-Test: ৫টি রেকর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যা গড়তে পারেন অশ্বিন

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ও টি-২০ সিরিজে বাংলাদেশকে পরাজয় করার পর, তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের (India-New-Zealand-Test) মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। বুধবার, ১৬ অক্টোবর শুরু হতে চলেছে প্রথম টেস্ট। সিরিজের উদ্বোধনী ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি টেস্ট ম্যাচ যথাক্রমে পুণে (২৪-২৮ অক্টোবর) এবং মুম্বইতে (১-৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা পাওয়ার সম্ভাবনাও রয়েছে ভারতের সামনে। তবে, ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ চলাকালীন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ashwin) সামনে একাধিক বোলিং রেকর্ড ভাঙার সুযোগও রয়েছে।

    আউটের ডাবল সেঞ্চুরি হতে পারে (India-New-Zealand-Test)

    টিম ইন্ডিয়ার (India-New-Zealand-Test) হয়ে এখন পর্যন্ত ৩৭টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ম্যাচে অশ্বিন (Ashwin) ১৮৫টি উইকেট নিয়েছেন। তিনি যদি কমপক্ষে আরও তিনটি উইকেট নিতে সক্ষম হন, তাহলে তিনি নাথান লিয়ঁর রেকর্ড ভেঙে ফেলবেন। ডব্লিউটিসি-র ইতিহাসে শীর্ষ উইকেট নেওয়ার অধিকারী হয়ে উঠবেন। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনারের ৪৩টি ডব্লিউটিসি ম্যাচে ১৮৭টি উইকেট রয়েছে। অর্থাৎ, মাত্র তিনটি উইকেট নিলেই এক নম্বর স্থান দখল করবেন অশ্বিন। এখানেই শেষ নয়। যদি আসন্ন তিনটি টেস্টে ন্যূনতম ১৫ জন কিউয়ি ব্যাটারকে আউট করতে সক্ষম হন অশ্বিন, তাহলে তিনি ইতিহাস তৈরি করবেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আউটের ডাবল সেঞ্চুরি পূরণকারী বিশ্বের প্রথম বোলার হয়ে উঠবেন।

    আরও পড়ুনঃ শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপে টিকে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ছেলেদের

    ৫৩০ উইকেটের রেকর্ড ভাঙতে মাত্র চারটি উইকেট প্রয়োজন

    অশ্বিন (Ashwin) এখন পর্যন্ত খেলা ১০২টি টেস্টের ৩৭টি ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন। তিনি শেন ওয়ার্নের রেকর্ড ভেঙে ফেলতে পারেন। নিউজিল্যান্ডের (India-New-Zealand-Test) টম লাথামের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে কমপক্ষে টেস্টে সর্বাধিক পাঁচ উইকেট পেয়ে বোলারদের তালিকায় ২ নম্বর অবস্থানের উঠে যাবেন অশ্বিন। ভারতের হয়ে ১০২টি টেস্টে এখনও পর্যন্ত ৫২৭টি ইউকেট পেয়েছেন। তার বিচারেই টেস্টে সপ্তম শীর্ষস্থানের অধিকারী হয়ে আছেন। অজি স্পিনার লিয়ঁর ৫৩০ উইকেটের রেকর্ড ভাঙতে মাত্র চারটি উইকেট প্রয়োজন। অশ্বিন ভারতে বিভিন্ন ফর্ম্যাটে খেলা ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৪৬৬ উইকেট নিতে সক্ষম হয়েছেন। যদি তিনি ১১ উইকেট নিয়ে নিউজিল্যান্ড সিরিজ শেষ করেন, তবে ভারতের মাটিতে খেলা ম্যাচে অনিল কুম্বলের ৪৭৬ আন্তর্জাতিক উইকেটের রেকর্ডকে ভেঙে দেবেন। কিংবদন্তী শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলিধরনের টেস্টে সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কারের বিশ্ব রেকর্ডও ভেঙে ফেলবেন, যদি তিনি ভারত-নিউজিল্যান্ড সিরিজে শীর্ষ পুরস্কারটি অশ্বিন পান। এখন পর্যন্ত, অশ্বিন এবং মুরালিধরন উভয়েই ১১টি করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Droher Carnival: ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধের চিঠি রাজ্যের, ‘হতাশাজনক’, জবাব ক্ষুব্ধ ডাক্তারদের

    Droher Carnival: ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধের চিঠি রাজ্যের, ‘হতাশাজনক’, জবাব ক্ষুব্ধ ডাক্তারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ১৫ অক্টোবর, বিকেল ৪টের সময় রানি রাসমণি রোডে (West Bengal) ‘দ্রোহের কার্নিভালে’র (Droher Carnival) ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ নাগরিক সমাজকেও সেই কার্নিভালে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ঠিক এই আবহে চাপে পড়ে মুখ্যসচিব মনোজ পন্থ ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার কথা বলেছেন ডাক্তারদের। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় পুজোর কার্নিভালও রয়েছে। এক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করেই ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধ রাখার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। তবে কারণ কি শুধু নিরাপত্তাজনিত? রাজ্যের যুক্তি এমন যুক্তি মানতে পারছেন না অনেকেই। কেউ কেউ বলছেন, আরজি কর ইস্য়ুতে মমতা সরকারের  (West Bengal) বিরুদ্ধে যেভাবে গণরোষ তৈরি হয়েছে, তাতে ভীত হয়েই রাজ্য সরকার ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধ করতে চাইছে। কারও কারও মতে, সরকারি কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভাল হলে দুটোর মধ্যে তুলনার জায়গা থেকে যাবে। আরজি করকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগ যে জায়গায় গিয়েছে তাতে দ্রোহের কার্নিভালে জনসমাগম সরকারি কার্নিভালের থেকে বেশি হতে পারে। ফ্লপ খেতে পারে মমতা সরকারের কার্নিভাল। সেকারণেই কি এবার দ্রোহের কার্নিভাল বন্ধে উঠে পড়ে লাগল সরকার?

    আইনের সীমা ও হাইকোর্টের পর্যবেক্ষণ মাথায় রেখেই তাঁরা লড়াই জারি

    মুখ্যসচিবের সেই ইমেলের পরই এ বার বিবৃতি সামনে এল সিনিয়র ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’-এর। মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ (Droher Carnival) না করার জন্য মমতা সরকারের এমন বার্তাকে ‘হতাশাজনক’ বলেই জানিয়েছে চিকিৎসক সংগঠন। প্রসঙ্গত, মুখ্যসচিব মনোজ পন্থের পাঠানো ইমেলে গত ১১ অক্টোবর হাইকোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ ছিল। এক্ষেত্রে চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছেন, আইনের সীমা ও হাইকোর্টের পর্যবেক্ষণ মাথায় রেখেই তাঁরা লড়াই জারি রাখবেন।

    কী বলছেন চিকিৎসক সংগঠনের যুগ্ম আহ্বায়ক

    সংগঠনের তরফে এক বিবৃতিতে যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুন্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোনার বলেছেন, “আমরা এক বারও বলছি না সরকারের কার্নিভাল (পুজোর কার্নিভাল) বাতিল করার জন্য। উদ্‌যাপনের সাংবিধানিক অধিকারকে আমরা সম্মান করি। একই ভাবে আমাদেরও অধিকার রয়েছে উৎসবে বিঘ্ন না ঘটিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতিতে ১৫ অক্টোবর দ্রোহের কার্নিভাল (Droher Carnival) ডাকা হয়েছে। সরকারের তা প্রত্যাহার করতে বলা আমাদের কাছে হতাশাজনক।”

    কী বলছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেতা দেবাশিষ হালদার?

    আ্ন্দোলনকারী চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার বলেন, “হাইকোর্টের নির্দেশ রয়েছে, যে কার্নিভালকে কোনওরকমভাবে ব্যাহত করা যাবে না। আমরা অবশ্যই সেটাকে মান্যতা দিই। যদিও আমরা মানসিকভাবে এই বিষয়টাকে মেনে নিতে প্রস্তুত নেই, যে বিচারহীনতার ৬৫ দিন কাটছে। অনশন চলছে। কিন্তু প্রশাসন কার্নিভালে মেতে উঠল, সেটা মেনে নিতে কষ্ট হয়। কিন্তু আমরা পুলিশকে কোনও রকম সুযোগ দিতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার ধারগুলোতে মানববন্ধন করব।” আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ”দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু এটা করা মুশকিল। একদিকে ফূর্তি চলবে, আরেকদিকে ধর্ষণ, লুঠতরাজ চলবে, যাঁরা প্রতিবাদ করবে, তাঁদেরকেই পুলিশ পীড়ন করবে, এটা হতে পারে না।”

    অসুস্থ তিন জুনিয়র ডাক্তার

    প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের বিচার এবং হাসপাতালগুলিতে নিরাপত্তার দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার রাস্তায় বসে রয়েছেন তাঁরা। চলছে আমরণ অনশন কর্মসূচি, সোমবারই তার দশম দিন। প্রসঙ্গত,  তিন জন অনশনরত জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন। কলকাতার অনশনমঞ্চের দু’জন এবং শিলিগুড়িতে এক জন জুনিয়র ডাক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে। নিজেদের বিবৃতিতে এই পরিস্থিতির কথা উল্লেখ করে চিকিৎসক সংগঠন জানিয়েছে, এই পরিস্থিতিতেও রাজ্য সরকার কার্নিভাল করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তাঁরা ‘হতাশ’।

    কঠিন পরিস্থিতিতেও সরকার উদ্‌যাপনকেই গুরুত্ব দিচ্ছে (Droher Carnival)

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “এই কঠিন পরিস্থিতিতেও সরকার উদ্‌যাপনকেই গুরুত্ব দিচ্ছে।” আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “আমরা পেয়েছিলাম, দ্রোহের কার্নিভাল (Droher Carnival) প্রত্যাহার করে নেওয়ার জন্য। কিন্তু এটা করা মুশকিল। একদিকে ফূর্তি চলবে, আরেকদিকে ধর্ষণ, লুঠতরাজ চলবে, যাঁরা প্রতিবাদ করবে, তাঁদেরকেই পুলিশ পীড়ন করবে, এটা হতে পারে না।” জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এর দাবি, “সরকারি কোনও উদ্যোগে তো আমরা আপত্তি করছিল না। আপনাদের পুজোর কার্নিভালে আমরা আপত্তি করছি না আপনারা কেন করছেন? তাহলে রাজপথে হচ্ছে আন্দোলন। সেখানে কেন আপত্তি করা হচ্ছে। সরকার প্রতিবাদের কার্নিভাল বন্ধ করতে যত না তৎপর ততটা তৎপর যদি সরকার অপরাধ দমনে করত তাহলে বাংলার এই অবস্থা হত না।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Baba Siddique Murder: মুম্বইয়ে বাবা সিদ্দিকি খুনে ফের আলোচনায় বলিউড-আন্ডারওয়ার্ল্ড যোগ

    Baba Siddique Murder: মুম্বইয়ে বাবা সিদ্দিকি খুনে ফের আলোচনায় বলিউড-আন্ডারওয়ার্ল্ড যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: দাউদ-উত্তর জমানায় বলিউড দাপিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শনিবার রাতে আততায়ীর গুলিতে খুন হন বাবা সিদ্দিকি, যার একটা ডাকেই হাজির হয়ে যেতেন বলিউডের ‘ভাইজান’। তিনি আবার কোনও সাধারণ মানুষ নন, এনসিপি নেতা। শারদ পাওয়ারের দলের অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকি (Baba Siddique Murder) খুনের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। শনিবার রাতে খুন হন সিদ্দিকি। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার যে পোস্টে সিদ্দিকি খুনের দায় স্বীকার করা হয়েছে, সেটা সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, এই ঘটনায় বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড যোগের (Bollywood Underworld Nexus) অভিযোগ ফের শিরোনামে চলে এসেছে।

    সিদ্দিকি খুনে গ্রেফতার ২

    সিদ্দিকি খুনের ঘটনায় রবিবারই দুই অভিযুক্ত গুরমাইল সিং ও ধরমরাজ কাশ্যপকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে দেশজুড়ে পালিত হচ্ছিল দশেরা উৎসব। মহারাষ্ট্রের বান্দ্রার খায়ের নগরে প্রাক্তন মন্ত্রী সিদ্দিকি তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন। আচমকাই তিন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন সিদ্দিকি। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মুম্বইয়ের একজন জনপ্রিয় নেতা ছিলেন সিদ্দিকি। রাজনীতির পাশাপাশি বলিউডের (Bollywood Underworld Nexus) সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগ ছিল। সলমন খান, শাহরুখ খান এবং সঞ্জয় দত্তের মতো প্রথম সারির নেতাদের সঙ্গে সিদ্দিকির সম্পর্ক ভালো ছিল বলেই শোনা যায়। এহেন এক জনপ্রিয় নেতা কারা খুন করল, তা নিয়ে চলছে জল্পনা।

    বিষ্ণোই গ্যাংয়ের দাবি

    পুলিশ সূত্রে খবর, সিদ্দিকির মৃত্যুর দায় সংক্রান্ত একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। পোস্টটি করেছে জনৈক শুবু লোনকর নামের এক ব্যক্তি। তার দাবি, “আমি যেটা ঠিক বুঝেছি, সেটাই করেছি। বন্ধুত্বের দায়কে সম্মান জানিয়েছি। সলমন খান, আমরা এই যুদ্ধটা চাইনি। আমাদের ভাই প্রাণ হারিয়েছেন। এটা আপনি বাধ্য করেছেন। তাঁর মৃত্যুর কারণ দাউদ ও অনুজ থাপানের সঙ্গে বলিউডের যোগাযোগ, রাজনীতি এবং সম্পত্তি কেনাবেচা।” লোনকর আরও জানিয়েছে, “কারও সঙ্গে (Bollywood Underworld Nexus) আমাদের শত্রুতা নেই। কিন্তু যে সলমন খান কিংবা দাউদ গ্যাংকে সাহায্য করবে, সে যেন প্রস্তুত থাকে। আমাদের কোনও ভাইয়ের মৃত্যু হলে, আমরাও নিশ্চিতভাবে তার উত্তর দেব। আমরা কিন্তু কখনও প্রথম আঘাত হানি না।”

    কী বলছে পুলিশ

    মুম্বই পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত পোস্টটা দেখেছি। এটা আদৌ সত্যি কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।” সিদ্দিকি হত্যার কারণ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “ভাড়াটে খুনির তত্ত্ব, ব্যবসায়িক শত্রুতা না কি বস্তি পুনর্বাসন প্রকল্প, খুনের নেপথ্যের প্রতিটি সম্ভাবনাই সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। মুম্বইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পে প্রায় দু’হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলায় নাম জড়িয়েছিল সিদ্দিকিরও (Baba Siddique Murder)। ২০০০-২০০৪ সাল পর্যন্ত মহারাষ্ট্রের আবাসন ও নগরোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় ক্ষমতার অপব্যবহার করে একটি সংস্থাকে বস্তি পুনর্বাসন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মামলার তদন্তে ২০১৮ সালে সিদ্দিকির ৪৬২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।

    পুলিশের সন্দেহ

    এহেন সিদ্দিকি খুন (Baba Siddique Murder) হওয়ায় তোলপাড় মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। পুলিশের সন্দেহ, হামলার ঘটনায় একটা ৯ এমএম পিস্তল ব্যবহার করা হয়েছিল। সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। দুষ্কৃতীরা চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল বলে দাবি পুলিশের। মহারাষ্ট্র পুলিশের তদন্তকারী দলকে সাহায্যের জন্য দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটা দলকে পাঠানো হচ্ছে সে রাজ্যে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজও। বিষ্ণোই গ্যাংয়ের তরফে জানানো হয়েছে, গত এক মাস ধরে এলাকা রেইকি করেছিল তারা। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ, অভিযুক্তদের বাবা সিদ্দিকি সম্পর্কে তথ্য জোগাচ্ছিল অন্য কেউ। মুম্বইয়ের রাজনীতি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁদের একটা অংশের মতে, সলমনের সঙ্গে সিদ্দিকির ঘনিষ্ঠতাই কাল হয়েছে কংগ্রেস ছেড়ে এনসিপির অজিত গোষ্ঠীতে যোগ দেওয়া সিদ্দিকির। দীর্ঘদিন ধরেই সলমনকে খুনের হুমকি দিচ্ছেন লরেন্স বিষ্ণোই (Bollywood Underworld Nexus)। মাস কয়েক আগে সলমনের বাড়ি গ্যালাক্সি লক্ষ্য করে দু’রাউন্ড গুলিও চালিয়েছিল জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।

    সলমনের বিরুদ্ধে ক্ষোভ

    ১৯৯৮ সালে একটি সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সলমন। লুপ্তপ্রায় প্রজাতির হরিণ শিকার করায় জেলও খাটতে হয়েছিল সলমনকে। কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ে পূজ্য। ওই ঘটনার পর থেকে সলমনকে একাধিকবার খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার পর বাড়ানো হয়েছে অভিনেতার নিরাপত্তা। বর্তমানে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পান সলমন। সিদ্দিকিকে (Baba Siddique Murder) অবশ্য এমন কোনও হুমকি দেওয়া হয়নি বলেই সূত্রের খবর। রাজনীতির পাশাপাশি বলিউডের সঙ্গেও ঘনিষ্ঠ যোগ ছিল সিদ্দিকির। তাঁর দেওয়া ইফতার পার্টিতে চাঁদের হাট বসে। তাঁর ডাকে সেই পার্টিতে হাজির হন মুম্বইয়ের অভিনেতা-অভিনেত্রীরা। সিদ্দিকির এই পার্টিতেই শাহরুখ খান ও সলমনের দীর্ঘ দিনের ঝামেলার অবসান হয়েছিল। এহেন জনপ্রিয় সিদ্দিকির মৃত্যুতে তাই শোকের ছায়া বলিউডে (Bollywood Underworld Nexus)।

    আরও পড়ুন: সন্দীপ ও তাঁর আত্মীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের খোঁজ! জেরা করবে ইডি

    ৬ রাউন্ড গুলি

    মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, সিদ্দিকিকে (Baba Siddique Murder) তাক করে মোট ৬ রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে ৩টি গুলি লাগে তাঁর শরীরে। এই ঘটনায় আরও একবার প্রকাশ্যে এল বলিউডের সঙ্গে আন্ডার ওয়ার্ল্ডের নিবিড় যোগ এবং শত্রুতার কথা। এক সময় বলিউডে শেষ কথা বলতেন করিম লালা। তাঁর মূল ব্যবসাই ছিল অপহরণ, কন্ট্রাক্ট নিয়ে কাউকে হত্যা করা। মাদক দ্রব্য পাচারও করতেন তিনি। বলিউডে কোনও রকম সমস্যা দেখা দিলে লোকজন ছুটে যেতেন করিমের কাছে। সমস্যার সমাধান করতেন তিনিই। ফি বছর ইদের সময় বলিউড তারকাদের ডাকতেন করিম। তাঁর ডাকে ওই পার্টিতে হাজির হতেন তারকারা (Bollywood Underworld Nexus)। করিমের পর বলিউডের রুপোলি দুনিয়ায় প্রবেশ করে ভরাদ্রজন মুদালিয়র। তার পরে দাপিয়ে বেড়ান হাজি মস্তান। এরপর উত্থান হয় দাউদ ইব্রাহিমের। তিনিই আন্ডার ওয়ার্ল্ডকে প্রথম কর্পোরেটাইজ করেন। অভিনেতা-অভিনেত্রীদের শো করতে নিয়ে যান দুবাইয়ে।

    আন্ডারওয়ার্ল্ডে দুষ্কৃতী রাজ

    আন্ডারওয়ার্ল্ডের দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রথম সরব হন অভিনেত্রী প্রীতি জিন্টা। পরে মুম্বই পুলিশের দক্ষতায় ধীরে ধীরে বন্ধ হয় বলিউডকে হুমকি দেওয়া, চাপ দিয়ে টাকা আদায়। এরপর উত্থান হয় রবি পূজারির মতো দুষ্কৃতীদের (Bollywood Underworld Nexus)। আরও অনেকেই রাজ করেছে বলিউডে। ওয়াকিবহাল মহলের মতে, এই তালিকায় সর্বশেষ সংযোজন সিদ্দিকি (Baba Siddique Murder)। তিনি হয়তো দুষ্কৃতী নন, তবে তাঁর বিরুদ্ধেও অভিযোগ বিস্তর। প্রসঙ্গত, নয়ের দশকের পর থেকে মুম্বইয়ে এমন বড় মাপের রাজনৈতিক কোনও নেতা খুন হননি। ওই দশকের শুরুর দিকে বিজেপির তৎকালীন দুই বিধায়ক রামদাস নায়েক ও প্রেমকুমার শর্মাকে গুলি করে হত্যা করা হয়। ওই সময়ই খুন হয়েছিলেন শিবসেনার দুই নেতা বিঠ্ঠল চহ্বান ও রমেশ মোরে। তার পর এই খুন হলেন সিদ্দিকির (Baba Siddique Murder) মতো এমন বড় মাপের এক রাজনৈতিক নেতা (Bollywood Underworld Nexus)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 163: “পঞ্চবার আঠার ষোল, যুগে যুগে এলাম ভাল…শেষে কচে বারো পড়ে মাগো, পঞ্জা-ছক্কায় বন্দী হলাম”

    Ramakrishna 163: “পঞ্চবার আঠার ষোল, যুগে যুগে এলাম ভাল…শেষে কচে বারো পড়ে মাগো, পঞ্জা-ছক্কায় বন্দী হলাম”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    নবম পরিচ্ছেদ

    ১৮৮৩, ১১ই মার্চ

    পঞ্চবটীমূলে কীর্তনানন্দে

    অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটীমূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) তাঁহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্তসঙ্গে মার নামকীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন (Kathamrita):

    শ্যামাপদ-আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল ৷
    কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল ॥
    মায়াকান্নি হল ভারী, আর আমি উঠাতে নারি ৷
    দারাসুত কলের দড়ি, ফাঁস লেগে সে ফেঁসে গেল ॥
    জ্ঞান-মুণ্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে ৷
    মাথা নেই সে আর কি উড়ে, সঙ্গের ছজন জয়ী হল ॥
    ভক্তি ডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগল ধাঁধা ৷
    নরেশচন্দ্রের হাসা-কাঁদা, না আসা এক ছিল ভাল ॥

    আবার গান হইল। গানের সঙ্গে সঙ্গে খোল-করতাল বাজিতে লাগিল। ঠাকুর ভক্তসঙ্গে নাচিতেছেন:

    মজলো আমার মনভ্রমরা শ্যামাপদ নীলকমলে ৷
    (শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে!)
    যত বিষয়মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে ॥
    চরণ কালো, ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল ৷
    পঞ্চতত্ত্ব, প্রধান মত্ত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে ॥
    কমলাকান্তেরই মনে, আশাপূর্ণ এতদিনে ৷
    তায় সুখ-দুঃখ সমান হলে আনন্দ সাগর উথলে ॥

    কীর্তন চলিতেছে। ভক্তেরা গাহিতেছেন:

    (১)      শ্যামা মা কি এক কল করেছে।
    (কালী মা কি এক কল করেছে)
    চোদ্দপোয়া কলের ভিতরি, কল ঘুরায় ধরে কলডুরি,
    কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে।
    যে কলে জেনেছে তারে, কল হতে হবে না তারে,
    কোন কলের ভক্তিডোরে আপনি শ্যামা বাঁধা আছে।

    (২)       ভবে আসা খেলতে পাশা কত আশা করেছিলাম।
    আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুড়ি পেলাম ॥
    পঞ্চবার আঠার ষোল, যুগে যুগে এলাম ভাল ৷
    শেষে কচে বারো পড়ে মাগো, পঞ্জা-ছক্কায় বন্দী হলাম ॥

    ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঘরে ও আশেপাশে এখনও অনেকগুলি ভক্ত আছেন।

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) পঞ্চবটী হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন। সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন।

    শ্রীরামকৃষ্ণ (ত্রৈলোক্যের প্রতি)—পঞ্চবটীতে ওরা গান গাচ্চে (Kathamrita)। চল না একবার —

    ত্রৈলোক্য—আমি গিয়ে কি করব?

    শ্রীরামকৃষ্ণ—কেন, বেশ একবার দেখতে।

    ত্রৈলোক্য—একবার দেখে এসেছি।

    শ্রীরামকৃষ্ণ—আচ্ছা, আচ্ছা বেশ।

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IMA: বাংলার আন্দোলনকে সমর্থন, মঙ্গলবার দেশজুড়ে ১২-ঘণ্টার অনশনের ডাক আইএমএ-র

    IMA: বাংলার আন্দোলনকে সমর্থন, মঙ্গলবার দেশজুড়ে ১২-ঘণ্টার অনশনের ডাক আইএমএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মতলার অনশনের আঁচ এবার দেশজুড়ে। মঙ্গলবার সারা দেশে ১২-ঘণ্টার প্রতীকী অনশনের (Hunger Strike) ডাক দিল আইএমএ (IMA)। বাংলার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাতেই এই কর্মসূচি বলে জানিয়েছে আইএমএ। মঙ্গলবার দেশের সমস্ত রাজ্যের জুনিয়র ডাক্তাররা অনশনে বসবেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর ফলে মমতা সরকারের ওপর চাপ আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, আইএমএ (IMA) জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক (জেডিএন) ও আইএমএ-এমএসএন (মেডিক্যাল স্টুডেন্টস নেটওয়ার্ক)- এর সদস্যরাই দেশজুড়ে আন্দোলনে নামছেন। প্রসঙ্গত, গত শুক্রবারই দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন আইএমএ-র প্রেসিডেন্ট আরভি অশোকান। সেসময় ধর্মতলায় গিয়ে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গেও কথা বলেন।

    আরও পড়ুন: ২ দিনের কর্মবিরতি শুরু বেসরকারি হাসপাতালেও, চলছে ১২ ঘণ্টার প্রতীকী অনশনও

    বৃহস্পতিবার আইএমএ (IMA) বেঙ্গল শাখার প্রেস বিবৃতি

    এর আগে গত বৃহস্পতিবারও রাত সাড়ে ১১টা নাগাদ প্রেস বিবৃতি দেয় আইএমএ (IMA) বেঙ্গল শাখা। সেখানে চিকিৎসকদের এই সংগঠন রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিল। ওই বিবৃতিতে বলা হয়, ‘‘জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন (Hunger Strike) চলছে। একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত চিকিৎসকরা। তাঁদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজ। এই পরিস্থিতিতে প্রশাসন অবিলম্বে চিকিৎসকদের সমস্যা সমাধানে নামুক।’’ মমতা সরকারকে চরমতম হুঁশিয়ারি দিয়ে আইএমএ রাজ্য শাখার চিকিৎসকরা জানিয়ে দেন, প্রশাসন উদ্যোগী না হলে চরম পদক্ষেপ করবেন তাঁরা।

    এফএআইএমএ-র চিঠি মমতাকে 

    ওই একই দিনে অর্থাৎ বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের (IMA) অনশনের প্রেক্ষিতে সর্বভারতীয় রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (এফএআইএমএ) থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতেও তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দেয় ওই সংগঠন। দাবি না মানলে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করার কথা বলেন এফএআইএমএ-র সদস্যরা।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: দশমীতেও আরজি করকাণ্ডের প্রতিবাদ, হল মোমবাতি মিছিল, উঠল স্লোগান

    RG Kar Protest: দশমীতেও আরজি করকাণ্ডের প্রতিবাদ, হল মোমবাতি মিছিল, উঠল স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Protest) সুবিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। শুধু রাজ্যই (West Bengal) নয়, এই দাবি জানিয়ে বিক্ষোভ দেখা গিয়েছে দেশে-বিদেশে। পুজোর আবহেও জারি রয়েছে প্রতিবাদ। এবার এই প্রতিবাদ আরও জোরালো করতে বিসর্জনের মঞ্চকেই বেছে নিলেন প্রতিবাদী পুজো কমিটির সদস্যরা। কলকাতা শহরের গণ্ডি ছাড়িয়ে তা বিভিন্ন জেলার গ্রাম-মফস্সলে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই পুজো কেটেছে এ বছর। বিসর্জনেও তা অব্যাহত। আরজি কর-কাণ্ডের আবহে প্রতিমা বিসর্জনে ভিন্ন দৃশ্য দেখা গেল জেলায় জেলায়। কোথাও আরজি করকাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল হয়েছে। কোথাও আবার বিজয়া দশমীতে কালো শাড়ি পরে সিঁদুর খেললেন মহিলারা। আবার কোথাও আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুজো মণ্ডপে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।

    মোমবাতি মিছিল (RG Kar Protest)

    এবার আরজি কর-কাণ্ডের (RG Kar Protest) বিচারের দাবিতে দশমীর রাতে মোমবাতি হাতে পথে নামলেন আসানসোলবাসী। মিছিলে ছিলেন মহিলা এবং পুরুষদের একাংশ। আসানসোলের চিত্তরঞ্জন রেল নগরীর ২৪ নম্বর মোড়ে হয় এই প্রতিবাদ মিছিল। রাজ্যজুড়ে নির্যাতিতাদের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করার পাশাপাশি মোমবাতি মিছিল করেন তাঁরা। ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানও। অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তাও দিলেন তাঁরা। মঙ্গলবার আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। সেই ‘দ্রোহের কার্নিভাল’-এ সকলকে শামিল হওয়ার কথাও জানালেন তাঁরা। দ্রুত এবং ন্যায় বিচারের দাবি জানানোর পাশিপাশি মহিলাদের সুরক্ষা নিয়েও সরব হন তাঁরা।

    আরও পড়ুন: হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    কালো শাড়ি পরে প্রতিবাদ

    বিজয়া দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলাই দস্তুর। কিন্তু আরজি কর-কাণ্ডের আবহে প্রতিমা বিসর্জনে ভিন্ন দৃশ্য মালদায়। রবিবার মালদা (RG Kar Protest) শহরের কেজে সান্যাল রোডের গাজোল ট্যাক্সি স্ট্যান্ড দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে কালো শাড়ি পরে সিঁদুর খেলে প্রতিবাদ জানান মহিলারা। শিলিগুড়িতেও প্রতিমা বিসর্জনে প্রতিবাদের ছবি দেখা গিয়েছে। মহানন্দার লালমোহন মৌলিক ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে এসে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান তুলতে দেখা গেল মহিলাদের। গলা মেলালেন পুরুষরাও। এক মহিলা উদ্যোক্তা বলেন, “আমরা মা দুর্গার পুজো করেছি ঠিকই। কিন্তু এ বারের পুজো শুধুই আনন্দের ছিল না। আমাদের মনের কোণে বিষণ্ণতাও ছিল। পশ্চিমবঙ্গের মেয়েরা আজ অসুরক্ষিত। আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য বহু মানুষ আজ রাস্তায়। তার পরেও এই অন্যায়- অপরাধ থামেনি। আমরা মা দুর্গাকে সাক্ষী রেখে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি কালো শাড়ি পরে সিঁদুর খেলে। যত দিন না নির্যাতিতারা বিচার পাচ্ছেন, তত দিন এই আন্দোলন চলবে।”

    নিরঞ্জনে স্লোগান ‘জাস্টিস ফর আরজি কর’

    অন্যদিকে, রায়গঞ্জের তুলসীতলার দশভুজা বারোয়ারী পুজো কমিটির সদস্যরা বুকে কালো ব্যাজ ও মাথায় কালো ব্যান্ড লাগিয়ে তিলোত্তমার মূর্তি সহযোগে ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অংশ নেন। ওই এলাকার পুরুষ, মহিলা, ছাত্র-ছাত্রীরা ছিলেন এই শোভাযাত্রায়। আড়ম্বরহীনভাবে প্রতিমা নিরঞ্জন করা হয়। মহিলারা জানান, তারা যেমন উৎসব পালন করেছেন তেমনি আরজি করের ঘটনার সুবিচার চাইছেন। বিচারবিভাগের কাছেও তাঁদের দাবি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করুন। অন্যদিকে, জয়তী তলাপাত্র নামে আরও এক পুজো কমিটির সদস্যা জানান, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সুবিচারের দাবিতে কালো ব্যাজ পরে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। প্রতিবছর প্রতিমা নিরঞ্জনের পর যে অনুষ্ঠান হয়ে থাকে এবার এবার তা করার মন মানসিকতা নেই। এদিন প্রতিবাদের পাশাপাশি পুজো কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলির কাছে দুর্গা কার্নিভালে অংশ না নিতে আবেদন জানান প্রতিবাদীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: শরীরে কিটোন বডির মাত্রা ৩+! সঙ্কটজনক অনশনরত ডাক্তার পুলস্ত্য

    RG Kar Case: শরীরে কিটোন বডির মাত্রা ৩+! সঙ্কটজনক অনশনরত ডাক্তার পুলস্ত্য

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুটা স্থিতিশীল কিন্তু বিপদমুক্ত নন। দেহে সোডিয়াম-পটাসিয়ামের মাত্রা কমে গিয়েছে। বড় চিন্তার বিষয় ছিল ইউরিন হচ্ছিল না। এখন ইউরিন আউটপুট স্বাভাবিক। ইউএসজি, ইকো, ইএসজি হয়েছে। আর‌ও বেশি কিছু রক্ত পরীক্ষা হয়েছে। আরজি কর (RG Kar Case) ইস্যুতে ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আরও একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। টানা ৭ দিন ধরে অভয়ার ন্যায় বিচারের দাবি-সহ দশদফা দাবিতে আমরণ অনশন (Fasting Doctor) কর্মসূচিতে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার পুলস্ত্য আচার্য্য। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত রবিবার রাতেই নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রাতে চিকিৎসকরা জানান, তাঁর পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক।

    শরীরে কিটোন বডির মাত্রা বেশি, রক্তচাপ কম (RG Kar Case)

    চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা থেকেই পুলস্ত্যর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তিনি পিজিটি প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিক চিকিৎসায় সাড়া না দিলে তড়িঘড়ি করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনশনরত (Fasting Doctor) এই ডাক্তারের শরীরে কিটোন বডির মাত্রা বেশি, রক্তচাপ কম। বর্তমানে তাঁকে এইচডিইউতে ভর্তি রাখা হয়েছে। হাসপাতাল থেকে ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছেন, অ্যানাস্থেশিয়া, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন এবং নেফ্রোলজি বিভাগের চিকিৎসকেরা। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে শরীরে জলের অভাব রয়েছে। একই ভাবে রয়েছে বমি বমি ভাব। দেহে কিটোন বডির মাত্রা ৩+। ফলে কিডনিতে প্রভাব পড়েছে। তবে অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট মুক্ত নন তিনি। এই নিয়ে আরজি কর ইস্যুতে (RG Kar Case) অনশন মঞ্চ থেকে মোট চারজন অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু দাবিতে এখনও অনড় তাঁরা।

    আরও পড়ুনঃ হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    ‘‘ছেলে ভালো আছে…আন্দোলনে আমিও পাশে আছি’’

    অপর দিকে গত সপ্তমীর দিন রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন অনিকেত মাহাতো, দশমীর দিন অসুস্থ হয়ে পড়েন উত্তরবঙ্গ মেডিক্যালের আলোক ভার্মা এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুষ্টুপ মুখোপাধ্যায়। বর্তমানে এই তিনজনেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন। তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অনিকেত আরজি কর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। শরীরে অত্যধিক জলের ঘাটতি হওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, অনিকেতের ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের সমস্যা রয়েছে। ডাবের জল এবং ফলের রস জাতীয় খাবারও তাঁকে দেওয়া হচ্ছে। এখনও তাঁর শরীর খুবই দুর্বল।

    অনুষ্টুপ ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ, অনুষ্টুপ সম্পর্কে বলেন, “পেটে ব্যথা আগের তুলনায় কমে গিয়েছে। মূত্রে এখনও কিটোনের পরিমাণ রয়েছে। স্যালাইন দেওয়ার কারণে উচ্চ রক্তচাপ ঠিক হয়েছে। প্রচণ্ড দুর্বল তাই ফলের রস খেতে দেওয়া হচ্ছে।” অপর দিকে এই জুনিয়র ডাক্তারের বাবা অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “ও মানসিক দিক দিয়ে ছোট থেকেই খুব শক্ত। এখন খুব দুর্বল আছে শারীরিকভাবে, আমার সঙ্গে কথা হয়েছে।” একই ভাবে অনিকেতের বাবা অপূর্ব মাহাতো বলেন, “ছেলে ভালো আছে, ওদের আন্দোলনে (RG Kar Case) আমিও পাশে আছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে দুর্গা প্রতিমা (Durga Idols) ভাঙচুরের বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি মাধ্যম। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি জায়গায় দাউ দাউ করে কিছু একটা জ্বলছে। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে কোনও একটি বিক্ষোভস্থলের ছবি যেটা ওপর থেকে তোলা হয়েছে। 

    শুভেন্দুর (Suvendu Adhikari) ট্যুইট

    নিজের পোস্টে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, ‘‘শ্যামপুর থানা থেকে ফেরার সময় একদল দুষ্কৃতী যারা সেখানে স্মারকলিপি জমা দিতে গিয়েছিল, ফেরার পথে দুর্গা পুজোর প্যান্ডেলে ভাঙচুর করে। শ্যামপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেলে আগুন ধরানো হয়েছে। আরও একাধিক পুজো প্যান্ডেলে ভাঙচুর করা হয়েছে। বিসর্জনের ঘাটে (Durga Idols)  দুষ্কৃতীরা পাথরও ছুড়েছে, এই দাবি করে শুভেন্দু আরও লেখেন, ‘‘হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় শ্যামপুর থানা এলাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ রয়েছে। আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির কাছে অনুরোধ করছি, স্পটে অতিরিক্ত ফোর্স পাঠান। এই ধরনের দুষ্কর্ম দূর করতে এই ধরনের ভাঙচুর বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।’’ 

    দুর্গাকে ছিন্নবিচ্ছিন্ন করে জলে ভাসান! 

    অন্যদিকে, অপর একটি পোস্টে শুভেন্দু অধিকারী ((Suvendu Adhikari)) দাবি করেছেন, কেটে কুচি কুচি করে দুর্গাপ্রতিমাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে জলে। এক্স হ্যান্ডেলে আরও একটি ভিডিও পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কৃষ্ণনগরের তৃণমূল পরিচালিত পুরসভা এমন কাজ করেছে। বিরোধী দলনেতা লেখেন, ‘‘এই দৃশ্য বাংলাদেশের নয়, এই কীর্তি পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী শাসক তৃণমূল দল পরিচালিত পুরসভার। আগে মা দুর্গার প্রতিমা বিসর্জন না করে, প্রতিমাকে যন্ত্রের সাহায্যে অসভ্যের মতো ছিন্নবিচ্ছিন্ন করে নদীতে ফেলা হয়েছে। গতকাল কৃষ্ণনগর কদমতলা ঘাটে কৃষ্ণনগর পুরসভার নির্দেশে পুরসভার কর্মচারীরা এভাবেই দুর্গা ঠাকুরের প্রতিমাকে কেটে টুকরো করে ভাসান করেছে। ঠিকঠাক ভাবে শাস্ত্র মতে ভাসান হয়ে যাওয়ার পরে নদী পরিষ্কার রাখার জন্য যা করণীয় সেটা করলে কারুরই কোনও আপত্তি থাকত না, কিন্তু তা না করে সর্বসমক্ষে এই কান্ড ঘটানোর উদ্দেশ্য কী?’’  

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Doctors Protest: ২ দিনের কর্মবিরতি শুরু বেসরকারি হাসপাতালেও, চলছে ১২ ঘণ্টার প্রতীকী অনশনও

    Doctors Protest: ২ দিনের কর্মবিরতি শুরু বেসরকারি হাসপাতালেও, চলছে ১২ ঘণ্টার প্রতীকী অনশনও

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার রাজ্যজুড়ে প্রতীকী অনশনের (Doctors Protest) ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। অনশন চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিজের নিজের কর্মস্থলে প্রতীকী অনশনে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে। নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, একাধিক বেসরকারি হাসপাতালেও (Private Hospitals) কর্মবিরতির ঘোষণা করেছেন চিকিৎসকরা। আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে কর্মবিরতি। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা (Doctors Protest)। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার আরজি কর মেডিক্যাল মামলার শুনানি রয়েছে।

    চাপে পড়ে আজ আলোচনায় সরকার 

    ডাক্তারদের আন্দোলনে বেশ চাপে পড়েছে সরকার। সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন (Doctors Protest) রাজ্যে মুখ্যসচিব মনোজ পন্থ। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় হবে সেই বৈঠক। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রত্যেক চিকিৎসক সংগঠন থেকে দু’জন প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে। বেসরকারি হাসপাতালগুলির মধ্যে মেডিকায় নন-ইমারজেন্সি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি, আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন অ্য়াপোলো, পিয়ারলেস, মণিপাল, আরএন টেগোর, ফর্টিস, কোঠারি, নারায়ণা স্পেশালিটি, সিএমআরআই, বিএম বিড়লা, উডল্যান্ড-সহ ৩০টিরও বেশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

    কী বলছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশ 

    বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের (Doctors Protest) একাংশের বক্তব্য, সরকার সাড়া দিচ্ছে না বলেই  জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারেও কর্মবিরতি করার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতালের (Private Hospitals) চিকিৎসকরা। গতকাল রবিবারই সিনিয়র চিকিৎসক ভাস্কর পাল বলেন, ‘‘ওরা বিশ্বাস পাচ্ছে না যে ওদের সঙ্গে অভয়ার মতো ঘটনা ঘটবে না। আমরা বলেছি আংশিক কর্মবিরতি। লুকোচুরি খেলা বন্ধ করুন। মনোজ পন্থকে অনুরোধ করব, আপনি নিজে অনশন মঞ্চে আসুন। আমাদের বাধ্য করবেন না, সোমবার সকাল ছটায় এটা করতে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share