Blog

  • Biswanth Chowdhury: ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার! প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী

    Biswanth Chowdhury: ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার! প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্ৰাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। ক্যান্সার আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহল ও জেলাবাসী শোকাহত। জেলার এক রাজনৈতিক যুগের অবসান ঘটল বলে রাজনৈতিক বিশ্লষকরা মনে করছেন।

    টানা সাত বারের বিধায়ক

    বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ। টানা সাত বার বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ৩৪ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন তিনি। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৭৭ সালে প্রথম বার বিধায়ক হন বিশ্বনাথ। ২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন তিনি। তিনি বালুরঘাটের একটি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন। গত কয়েকমাস আগে বিশ্বনাথবাবুর স্ত্রী মারা যান। তারপর গত কয়েকদিন আগে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থ থাকার সময় তাঁর সঙ্গে দেখা করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    আরও পড়ুন: ১৬ হাজার ফিট উচ্চতায় মোবাইল পরিষেবা, সেনাকে বিজয় দিবসের উপহার কেন্দ্রের

    শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে

    এই বিষয়ে বামফ্রন্টের নেতা তথা বালুরঘাট (Balurghat) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর দত্ত বলেন, বিশ্বনাথদার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি আমাদের দলের এক অন্যতম মুখ ছিলেন। এই জেলার প্রতি তাঁর অবদান অনস্বীকার্য। কলকাতা থেকে বালুরঘাটে তাঁর নিজের বাড়িতে মরদেহ আনার ব্যাবস্থা চলছে। এই বিষয়ে বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, বিশ্বনাথবাবু একজন বর্ষীয়ান নেতা, তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই বিষয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, রাজনৈতিক মহলে এক বড় নক্ষত্রের পতন হল। তিনি অন্য দলের হলেও তিনি তো আমাদের বালুরঘাট শহরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ছিলেন।

    বালুরঘাটবাসী কী বললেন?

    এই বিষয়ে বালুরঘাটের (Balurghat) বাসিন্দারা বলেন, বিশ্বনাথবাবু আমাদের বালুরঘাটের এক অন্যতম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত। বালুরঘাটের প্রতি তাঁর অবদানের কথা আমরা কোনওদিন ভুলব না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত জওয়ান, খতম এক পাকিস্তানি

    Jammu Kashmir: কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত জওয়ান, খতম এক পাকিস্তানি

    মাধ্যম নিউজ ডেস্ক: কার্গিল বিজয় দিবসের পরের দিনই নতুন করে সংঘর্ষ শুরু হল কাশ্মীর উপত্যকায় (Jammu Kashmir)। শনিবার কুপওয়ারার (Kupwara) কামকারি এলাকায় নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গুলির লড়াইয়ে এক জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত এক মেজর-সহ পাঁচ সেনা। ভারতীয় জওয়ানদের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির। 

    কী ঘটেছিল

    সেনা সূত্রে খবর, শনিবার ভোরে এলওসি-তে ওই হামলার (Jammu Kashmir) ঘটনায় পাক সেনার নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি এবং জঙ্গিদের যৌথবাহিনী ‘বর্ডার অ্যাকশন টিম’ (ব্যাট) জড়িত। শুক্রবার ওই এলাকায় জঙ্গিদের গতিবিধির ‘খবর’ এসেছিল। তারই ভিত্তিতে অভিযানে নেমে হামলার মুখোমুখি হয় সেনা।

    ব্যাট কি

    পাক অধিকৃত কাশ্মীরে (Jammu Kashmir) প্রশিক্ষিত জঙ্গিরা এই বাহিনীর সাহায্যেই উপত্যকায় অনুপ্রবেশ করে। এখন জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের সময় ভৌগোলিক অবস্থান জানার জন্য অত্যাধুনিক জিপিএস ব্যবহার করছে। তাদের মোকাবিলায় সেনাও উন্নততর প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে।

    পরপর সংঘর্ষ

    শুক্রবার কার্গিল বিজয় দিবসে প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদি জঙ্গিদমনে আরও কড়া হুঁশিয়ারি দেন। ঠিক তার পরের দিনই উপত্যকায় জঙ্গি হামলা (Kupwara)। এর আগে গত ২৪ জুলাই লোলাব এলাকায় অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনার মৃত্যু হয়েছিল। সেনার তরফে জানানো হয়, ৪০ থেকে ৫০ জন জঙ্গি এখন কাশ্মীরে অনুপ্রবেশ করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indian Army: ১৬ হাজার ফুট উচ্চতায় মোবাইল পরিষেবা, সেনাকে বিজয় দিবসের উপহার কেন্দ্রের

    Indian Army: ১৬ হাজার ফুট উচ্চতায় মোবাইল পরিষেবা, সেনাকে বিজয় দিবসের উপহার কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্র সরকারের তরফ থেকে ১৬ হাজার ফুট উচ্চতায় (Indian Army) সেনাবাহিনীর জন্য মোবাইল পরিষেবা সুনিশ্চিত করা হল। ২৬ জুলাই ২০২৪ কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Diwas) বিশেষ দিনে টেলিকম বিভাগের তরফে সামাজিক মাধ্যমে বরফের চাদর মোড়া পাহাড়ের উপর এক সেনা জওয়ানের ছবি পোস্ট করা হয়। এই পোস্টে লেখা ছিল, “কার্গিলে আমাদের সেনাদের জন্য মোবাইল পরিষেবা সুনিশ্চিত করা হল। এই পরিষেবা দেওয়া হচ্ছে ১৬ হাজার ফুট উচ্চতায়।”

    ১৬ হাজার ফিট উচ্চতায় মোবাইল নেটওয়ার্ক (Indian Army)

    ১৯৯৯ সালের ২৬ জুলাই কার্গিল যুদ্ধের (Kargil War) শেষ ঘোষণা করা হয়। তারপর থেকে এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কার্গিল এবং আশপাশের পাহাড়ে পাকিস্তানি সেনাকে মেরে তাড়িয়ে দেওয়ার সেই উপলব্ধিকে প্রত্যেক বছর ভারত সরকার ধুমধাম করে পালন করে। এই যুদ্ধে ৫২৮ জন (Indian Army) জওয়ান নিজের জীবনের বলিদান দিয়েছিলেন। তাঁদের স্মৃতিতে সারা ভারত জুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবার সেনার বলিদান স্মরণ করে তাঁদের একটু বাড়তি সুবিধা দেওয়ার ঘোষণা করেছে টেলিকম বিভাগ। যে সময় যুদ্ধ হয়েছিল তখন এই অঞ্চলের মোবাইল পরিষেবা তো দূর অস্ত টেলিফোন পরিষেবাও ছিল না। যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন এবং সেনার নিজস্ব কিছু পদ্ধতির উপরে ভরসা করতে হত। কিন্তু এখন সারা বছর এই অঞ্চলে যারা মাইনাস তাপমাত্রায় তাদের কর্তব্য পালন করে, তাঁদের স্বাভাবিক জীবনের কিছু সুবিধা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সেনা জওয়ানরা সহজে পরিবারের সঙ্গে শুধু কথা বলতে পারবে। এমনকি তাঁদের কাজের ক্ষেত্রেও সুবিধা হবে।

    সেনাকে উপহার

    অন্যদিকে কার্গিল বিজয় দিবসকে (Kargil Vijay Diwas) একটু আরও বিশেষ করার উদ্দেশ্যে শিল্পপতি আনন্দ মহিন্দ্রার উদ্যোগে (Indian Army) সেনাবাহিনীকে উপহার পাঠানো হয়। শিল্পপতি নিজেই একটি ৩০ সেকেন্ডের ভিডিও এক্স হ্যান্ডেলে আপলোড করে লিখেছেন, “১৪০ কোটি ভারতবাসীর তরফে এই উপহার পাঠানো হয়েছে। ভারতবাসী শুধু সেনাকে ধন্যবাদ জানাতে চায়, এমন নয়। সেনাকে তাঁরা পরিবারের সদস্য মনে করে। কারণ তাঁরা নিজেদের জীবন বাজিয়ে রেখে আমাদের জীবন বাঁচান।”

    কার্গিল যুদ্ধের প্রেক্ষাপট (Kargil War)

    কার্গিল যুদ্ধ ১৯৯৯ সালে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত হয়েছিল। এটি শুরু হয়েছিল যখন শীতের সময় বরফের চাদরের আড়ালে পাকিস্তানি সৈন্য ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল। তাঁরা নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ভারতীয় দিকে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে। দখল করা এলাকা পুনরুদ্ধারের জন্য ভারতীয় সামরিক বাহিনী (Indian Army) ‘অপারেশন বিজয়’ শুরু করেছিল।

    আরও পড়ূন: ঝড় উপেক্ষা করে চিনা নাবিককে উদ্ধার ভারতীয় নৌসেনার, প্রশংসা বেজিংয়ের

    ভারতীয় বাহিনী অনুপ্রবেশকারী পাকিস্তানীদের পিছু হটিয়ে যুদ্ধে (Kargil Vijay Diwas) জয়ী হয়।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: বাতাসে বারুদের গন্ধ, জেলেনস্কির ডাকে ইউক্রেনে যাচ্ছেন মোদি?

    PM Modi: বাতাসে বারুদের গন্ধ, জেলেনস্কির ডাকে ইউক্রেনে যাচ্ছেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: অগাস্টে ইউক্রেন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। তারপর এই প্রথম কিভ (ইউক্রেনের রাজধানী) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অগাস্টেই রয়েছে ভারতের স্বাধীনতা দিবস। এই মাসেই স্বাধীনতা দিবস পালন করে ইউক্রেনও। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে তাঁকে আমন্ত্রণ জানায় ইউক্রেনও। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই কিভ যাচ্ছেন প্রধানমন্ত্রী।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি! (PM Modi)

    আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দাঁড়ি টানতে নানা সময় উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েও সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা যুদ্ধের সময় নয়। ২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের ফাঁকে পুতিনের সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেও মোদি পুতিনকে বলেছিলেন, এটা যুদ্ধের সময় নয়। কূটনৈতিক কৌশলেই সমস্যার সমাধান করা যায়।

    বাতাসে বারুদের গন্ধ

    জুন মাসে জি৭ সম্মেলনে উপস্থিত ছিলেন মোদি। ইতালির ওই সম্মেলনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পার্শ্ববৈঠকও করেছিলেন মোদি। জাপানেও একান্তে কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। ফোনেও কথা হয়েছে একাধিকবার। প্রত্যেকবারই উঠেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। তার পরেও যুদ্ধ চলছেই। মোদি-জেলেনস্কির এহেন কথোপকথনের আগে কিন্তু মোদি-পুতিনের আলিঙ্গনের সমালোচনা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

    আরও পড়ুন: চাকরি ছেড়ে জৈব চাষ, বছরে ৪ কোটি আয় দিল্লির দীপকের

    জেলেনস্কি বলেছিলেন, “বৃহত্তম গণতন্ত্রের (PM Modi) প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধীকে আলিঙ্গন করছেন। শান্তি প্রক্রিয়ার পক্ষে এটা বিরাট একটা ধাক্কা।” উষ্মা প্রকাশ করেছিল আমেরিকাও। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন, “আমরা ভারতকে বলছি, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন প্রয়োজন।”

    চলতি মাসেই ভারত-ইউক্রেনের মধ্যে কূটনৈতিক স্তরে একপ্রস্ত আলোচনা হয়েছে। ১৯ জুলাই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে আলোচনা (Russia Ukraine War) হয়েছে। তিনি জানিয়েছিলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও মজবুত করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে আজ ৭টি খেলায় নামছে ভারত, জেনে নিন কখন-কোন খেলা

    Paris Olympics 2024: অলিম্পিক্সে আজ ৭টি খেলায় নামছে ভারত, জেনে নিন কখন-কোন খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্যেন নদীতে মার্চপাস্টের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে অলিম্পিক্স (Paris Olympics 2024)। শনিবার পুরোদমে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক্সের আসর। মোট সাতটি খেলায় আজ নামছে ভারত। ব্যাডমিন্টনে নামছেন লক্ষ্য সেন। শ্যুটিংয়ে নামছেন অন্যতম ফেবারিট মনু ভাখের। টেনিসে রয়েছে রোহন বোপান্নার খেলা। হকিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। সব খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে। দলগত থেকে ব্যক্তিগত সব ইভেন্টেই নামবে টিম ইন্ডিয়া (Olympics 2024 Today’s India’s Event)।

    কখন কোন খেলা (Paris Olympics 2024)

    রোয়িং: দুপুর সাড়ে ১২টায় রয়েছে রোয়িং। যেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলরাজ পনওয়ার। তিনি পুরুষদের সিঙ্গলস স্কালস হিটে নামবেন। এই ইভেন্টে বলরাজের সামনে রয়েছেন গ্রিসের স্টিফানোস, যার কাছে রয়েছে অলিম্পিক্সের বেস্ট টাইমের রেকর্ড।

    ব্যাডমিন্টন: ২৭ তারিখের সন্ধ্যেটা ভারতের ব্যাডমিন্টনের জন্য গুরুত্বপূর্ণ। সন্ধ্যে ৭টা ১০ মিনিটে নামছেন লক্ষ্য সেন। তাঁর সামনে কেভিন কর্ডন। ছেলেদের ডাবলসে নামবেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। এটা হবে রাত ৮টার সময়। ভারতের ব্যাডমিন্টনের আশা বাঁচিয়ে রাখতে এই দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ। রাত ১১টা ৫০ মিনিটে মেয়েদের ব্যাডমিন্টন ডাবলে নামবে তানিশা ক্রাস্তো ও অশ্বিনী পোন্নাপ্পার জুটি।

    টেবিল টেনিস: রাত ৭টা ১৫ মিনিটে হরমীত দেশাই নামবেন ছেলেদের সিঙ্গলসে। তাঁর প্রতিপক্ষ জর্ডনের জ়াইদ আবো ইয়ামান। হরমীতের কাছে এটা সহজ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

    বক্সিং: রাত ১২টা নাগাদ প্রীতি পাওয়ার নামবেন মেয়েদের ৫৪ কেজি প্রিলিমিনারি রাউন্ডে। তাঁর প্রতিপক্ষ ভিয়েতনামের থি কিম আন ভো।

    হকি: রাত ৯টায় ভারতের পুরুষ হকি দল নামবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে।

    টেনিস: রোহন বোপান্না এবং এন শ্রীরাম বালাজি বিকেল ৫টায় নামবেন। তাঁরা রোলা গাঁরোর কোর্ট ১২ তচে নামবেন। তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের ফ্যাবিয়েন রিবোল ও এডুয়ার্ড রজার ভাসেলিন।

    পদকের লড়াই (Paris Olympics 2024)

    শুটিং: ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম কোয়ালিফিকেশনের (Paris Olympics 2024) লড়াই হবে দুপুর সাড়ে ১২টায়। এবার ভারতের দুটো শক্তিশালী দল রয়েছে। রিমিতা এবং অর্জুন বাবুতা ও এলাভেনি ভালারিভান এবং সন্দীপ সিং। ফাইনালে যেতে গেলে শীর্ষে থাকা চার দলের মধ্যে শেষ করতে হবে। পদকের লড়াই হবে দুপুর ২টো থেকে। ছেলে ও মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বাছাই পর্বে অর্জুন সিং চিমা এবং সরবজোৎ সিং ফাইনালের জন্য নামবেন। মেয়েদের মধ্যে মনু ভাখের এবং রিদিম সাংওয়ান নামবেন। শেষ চার বছর মনুর জন্য চ্যালেঞ্জিং ছিল। টোকিও অলিম্পিক্সে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি অবশ্য কামব্যাক করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Train Cancelled: টানা ৮ ঘণ্টা ট্রাফিক ব্লক, শিয়ালদা ডিভিশনে শনি-রবিবার বাতিল প্রচুর লোকাল ট্রেন

    Train Cancelled: টানা ৮ ঘণ্টা ট্রাফিক ব্লক, শিয়ালদা ডিভিশনে শনি-রবিবার বাতিল প্রচুর লোকাল ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা ডিভিশনে শনিবার-রবিবার ফের বাতিল (Train Cancelled) করা হল একাধিক ট্রেন। যার জেরে যাত্রীরা বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত, রক্ষণাবেক্ষণের কাজ চলবে শিয়ালদা শাখায়। তার জন্যই বাতিল বহু ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে, মোট ৮ ঘণ্টা ধরে চলবে এই কাজ। শনিবার রাত ১১.৩০ মিনিট থেকে শুরু হবে কাজ। আর তা শেষ হবে রবিবার সকালে। মূলত, নৈহাটি-গড়িফা ও নৈহাটি-ব্যান্ডেলের আপ লাইনে যাত্রীদের রক্ষণাবেক্ষেণর জন্য এই কাজ হবে। এর জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচি পাল্টেছে, কিছু ট্রেনের যাত্রা ছোট করা হয়েছে।

    শনিরবিবার কোন কোন ট্রেন বাতিল? (Train Cancelled)

    শনিবার রাতে শুরু হবে রক্ষণাবেক্ষণের (Train Cancelled) কাজ। ওই দিন বাতিল হচ্ছে, নৈহাটি- ব্যান্ডেল: আপ ৩৭৫৫৭/ ডাউন ৩৭৫৫৮, শিয়ালদা- শান্তিপুর: আপ ৩১৫৪১/ ডাউন ৩১৫৪০, শিয়ালদা- রানাঘাট: আপ ৩১৬৩১/ ডাউন ৩১৬৩৬ এবং কল্যাণী সীমান্ত-নৈহাটি: ডাউন ৩১১১৯২। আর রবিবার বাতিল হচ্ছে, নৈহাটি-ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫, ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬, ৩৭৫২৮। এছাড়াও বাতিল হচ্ছে, শিয়ালদা-কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ৩১৮১৩, ডাউন ৩১৮১২, ৩১৮১৪, রবিবার চলবে না, শিয়ালদা-শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩, ডাউন ৩১৫১৪, ৩১৫১৬ ট্রেন। নৈহাটি-কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১ এবং শিয়ালদা-রানাঘাট: আপ ৩১৬১১, ডাউন ৩১৬১৪ রবিবার ২৮ জুলাই চলবে না। বাতিল হয়েছে, শিয়ালদা-(Sealdah) কল্যাণী সীমান্ত: আপ ৩১৩১১, ৩১৩১৩, ডাউন ৩১৩১৪, ৩১৩১৬, রানাঘাট-নৈহাটি: আপ ৩১৭১১, ডাউন ৩১৭১২।

    দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে

    রবিবার কিছু দূরপাল্লার ট্রেন (Train Cancelled) চলবে ঘুরপথে। জানা গিয়েছে, গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি ঘুরিয়ে আনা হবে বলে খবর। এছাড়াও রবিবার, ১৩১০৬ বালিয়া – শিয়ালদা (Sealdah) এক্সপ্রেস, ১৩১৬০ জোগবানী কলকাতা এক্সপ্রেস, ১৫০৫০ গোরখপুর – কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, ১৩১৮৬ জয়নগর-শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস, ১৩১৫৪ মালদা টাউন-শিয়ালদা গৌর এক্সপ্রেস ঘুরপথে চলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: পরম্পরা, ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে প্যারিস অলিম্পিক্সের সূচনা

    Paris Olympics 2024: পরম্পরা, ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে প্যারিস অলিম্পিক্সের সূচনা

    মাধ্যম নিউজ ডেস্ক: পরম্পরা, ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন দেখল গোটা বিশ্ব। মানব সভ্যতার বিকাশ, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সুচারু ব্যবহার দিয়ে নজর কাড়ল প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) উদ্বোধনী অনুষ্ঠান। আস্ত একটা ঘোড়াকে জলের ওপর দিয়ে দৌড় করিয়ে দেখাল আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। মশাল প্রজ্বলিত হল সাবেকি ভাবনায়। ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হয় প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী (Olympics 2024 Opening Ceremony) অনুষ্ঠান। ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদানের হাতে ছিল অলিম্পিক্সের মশাল। যা তিনি তুলে দেন তিন শিশুর হাতে। তাঁদের হাত থেকে সেই মশাল চলে যায় এক অজ্ঞাত ব্যক্তির হাতে। গোটা অনুষ্ঠানে জুড়ে তাঁর মুখ ছিল ঢাকা। যে সময় অনুষ্ঠান শুরু হয়, তখন ফ্রান্সে বিকেলের পড়ন্ত সূর্যের আলো রয়েছে। সঙ্গে অঝোরে বৃষ্টি। 

    অনুষ্ঠানের থিম

    প্যারিসের (Paris Olympics 2024) ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। শান্ত, ভালবাসার শহরে সন্ত্রাসবাদী হামলাও হয়েছে। কিন্তু ভালবাসা কেড়ে নেওয়া যায়নি। সেটাও দেখা গেল সাত ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে। স্যেন নদীতে আলোর ফোয়ারায় ভেসে গেল খেলার দুনিয়া। ৯৪টি নৌকা করে এলেন ২১১টি দেশের খেলোয়াড়েরা। ছোট, বড় নৌকা করে নিয়ে আসা হল তাঁদের। আর নদীর পাড়ে হল বিভিন্ন অনুষ্ঠান। কখনও গাইলেন লেডি গাগা, কখনও পরিচয় করানো হল প্যারিসের সংস্কৃতির সঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জল দিয়ে বিশেষ পর্দা তৈরি করা হয়েছিল। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে এল গ্রিস। তারপর একে একে সব নৌকা।

    ভারতের প্রবেশ

    রাত ১২.৩০ নাগাদ ভারতীয় ক্রীড়াবিদদের নৌকা এগিয়ে এল স্যেন নদী ধরে। পতাকা ধরা ছিল পিভি সিন্ধু এবং শরথ কমলের হাতে। বাকি খেলোয়াড়েরা হাতে ছোট ছোট জাতীয় পতাকা দোলালেন। প্যারিসের (Paris Olympics 2024) বৃষ্টির কারণে বেশির ভাগ খেলোয়াড়ই বর্ষাতি পরে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মহিলা খেলোয়াড়েরা পরেছিলেন সাদা রঙের শাড়ি সঙ্গে কমলা রঙের ব্লাউজ। পুরুষেরা পরেছিলেন কুর্তা। উপরে সাদা রঙের জ্যাকেট। তাতে ভারতের জাতীয় পতাকার রংয়ের কারুকাজ।

    ভারত প্যারিস অলিম্পিক্সে ১১৭ জন খেলোয়াড়ের একটি দল পাঠিয়েছে। অ্যাথলেটিক্সে (২৯), শুটিং (২১) এবং হকি (১৯)। এই ৬৯ জন খেলোয়াড়ের মধ্যে ৪০ জন খেলোয়াড় প্রথমবার অলিম্পিক্সে অংশ নিচ্ছেন। প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    নানা রঙের মেলবন্ধন

    বিভিন্ন দেশের নৌকা যখন স্যেন নদী ধরে এগিয়ে চলেছে, তখন ফ্রান্সের অন্যতম সেরা সংগ্রহশালা, প্রদর্শনী স্থল গ্রাঁ প্যালাই থেকে জাতীয় সঙ্গীত গাইলেন অ্যাক্সেল সাঁ-সিরেল। ফ্রান্সের ইতিহাসে ১০ জন সবচেয়ে বিখ্যাত মহিলার মূর্তি উন্মোচন করা হল। ফরাসি ভাষা জানা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় শিল্পী আয়া নাকামুরা পারফর্ম করলেন। তাঁর সঙ্গে রিপাকলিকান গার্ডের বাদ্যযন্ত্রী এবং ফরাসি সেনার শিল্পীরা সঙ্গত করলেন।

    প্যারেডের শেষ তিন দেশ হিসাবে পর পর এল অস্ট্রেলিয়া (২০৩২ অলিম্পিক্সের আয়োজক), আমেরিকা (২০২৮ অলিম্পিক্সের আয়োজক) এবং ফ্রান্স (এ বারের আয়োজক)। ফ্রান্সের নৌকাটি বাকি সকলের থেকে আলাদা। অনুষ্ঠানের শেষ দিকে ঘোড়ায় চড়ে এক ব্যক্তি নিয়ে এলেন অলিম্পিক্সের পতাকা। আইফেল টাওয়ারের নীচে বিরাট সংখ্যক দর্শক তখন অপেক্ষা করছেন। তাঁদের সামনে উড়ল অলিম্পিক্সের পতাকা, গাওয়া হল এই প্রতিযোগিতার অ্যান্থেম। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রঁ প্যারিস অলিম্পিক্সের (Olympics 2024 Opening Ceremony) সূচনা করলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 27 july 2024: এই রাশির জাতকদের বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে

    Daily Horoscope 27 july 2024: এই রাশির জাতকদের বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

    ২) বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। 

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    বৃষ

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। 

    ৩) সতর্ক থাকতে হবে।

    মিথুন

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    কর্কট

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। 

    ৩) বাণীতে সতর্ক থাকুন।

    সিংহ

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। 

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটা।

    কন্যা

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। 

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    তুলা

    ১) ভাই-বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ। 

    ৩) প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটান।

    বৃশ্চিক

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) সতর্কভাবে চলাফেরা করুন।

    ধনু

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    মকর

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ। 

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কুম্ভ

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। 

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মীন

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। 

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Organic Farming: চাকরি ছেড়ে জৈব চাষ, বছরে ৪ কোটি আয় দিল্লির দীপকের

    Organic Farming: চাকরি ছেড়ে জৈব চাষ, বছরে ৪ কোটি আয় দিল্লির দীপকের

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষি কাজে কীটনাশকের ব্যবহার ভাবিয়ে তোলে দিল্লি এনসিআর-এর এমবিএ গ্র্য়াজুয়েট দীপক সবরওয়ালকে (Deepak Sabharwal)। কিভাবে এই কীটনাশক মাটি এবং ফসলকে বিষাক্ত করে তুলছে এবং প্রতিনিয়ত মানুষ তা খাচ্ছেন, এনিয়ে ভাবতে থাকেন দীপক। এরপরেই তিনি মনস্থির করেন যে তিনি জৈব চাষ (Organic Farming) শুরু করবেন। নিজের ভাবনাতে জৈব চাষ শুরু করে ২০২৩-২০২৪ আর্থিকবর্ষে তিনি ৪ কোটি টাকা আয় করেছেন বলে জানা গিয়েছে।

    ২১ একর জমিতে জৈব চাষ (Organic Farming) শুরু করেন

    ৪৮ বছর বয়সি দীপক সবরওয়াল ২১ একর জমিতে জৈব চাষ শুরু করেন এবং উৎপাদিত ফসলকে দিল্লি-এনসিআরে বিক্রি করতে শুরু করেছিলেন। জৈব চাষকে আরও প্রচারের আলোয় আনার জন্য ২০১৭ সালে তিনি শুরু করেন আর্থি টেলস (Earthy Tales)। সাক্ষাৎকারে দীপক জানিয়েছেন, সারাদেশে পাঁচশোরও বেশি কৃষকের সঙ্গে কাজ করে তাঁর সংস্থা। এর পাশাপাশি ১৫ হাজারেরও বেশি উপভোক্তা রয়েছে তাঁর সংস্থার।

    জেনারেল ইলেকট্রিক দফতরে চাকরিও ছেড়ে দেন তিনি

    জৈব চাষ (Organic Farming) সম্পর্কে জানার জন্য জেনারেল ইলেকট্রিক দফতরে চাকরিও ছেড়ে দেন তিনি এবং মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ও রাজস্থানে কৃষকদের সঙ্গে ঘুরতে থাকেন। তাঁদের চাষ পদ্ধতিকে দেখতে থাকেন। এভাবে কয়েক মাস অতিবাহিত হয়। তারপরেই তিনি জৈব চাষে নিজেকে নিয়োগ করেন। মহারাষ্ট্রে বিভিন্ন অঞ্চলে কৃষকদের জৈব চাষের পদ্ধতি দেখে দীপক (Deepak Sabharwal) বুঝতে পারেন যে জৈব চাষ আসলে কী! প্রসঙ্গত, ভারতবর্ষের সবুজ বিপ্লবের আগে কৃষকরা মূলত জৈব চাষের মাধ্যমেই ফসল উৎপাদন করতেন। সাধারণত জৈব চাষের জন্য মাটি পুনরায় তৈরি করতে হয় যে জমিগুলোতে আগে কীটনাশক ব্যবহার করা হয়েছে।

    আমরা একজন কৃষকের সেরা বন্ধু হতে চাই 

    এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে দীপক বলেন, ‘‘রাসায়নিকগুলি কয়েক দশক ধরে একই জমিতে ব্যবহার করলে সেই জমির মাটি তাতেই অভ্যস্ত হয়ে যায়। জৈব চাষে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাটির ওপর লক্ষ্য রাখা।’’ জৈব চাষে (Organic Farming) ব্যবহার করা হয় গোবর সারে। প্রসঙ্গত, জৈব চাষে এটা মনে করা হয় যে কীটপতঙ্গ চাষেরই অবিচ্ছেদ্য অংশ এবং তা ফসলের সঙ্গে সহবস্থান করতে পারে। প্রতি সপ্তাহে দুবার দীপক পণ্য সরবরাহ করেন। দিল্লি এনসিআর ও অন্যান্য ১১ টি শহরে এই পণ্য সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, ‘‘আমরা একজন কৃষকের সেরা বন্ধু হতে চাই।’’
     
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP Protest: “অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের”, ফিরহাদের বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিধানসভা

    BJP Protest: “অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের”, ফিরহাদের বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিধানসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরহাদ হাকিমের মন্তব্যে তুলকালাম বিধানসভায়। ফিরহাদের ভাইরাল হওয়া ভিডিওয় ‘অন্য ধর্মের মানুষের দুর্ভাগ্য’ ও ‘ধর্মান্তকরন’ সংক্রান্ত মন্তব্য নিয়ে তুলকালাম হয়ে যায়। ওই ভিডিও-তে শোনা যায়, একটি অনুষ্ঠানে ইসলাম নিয়ে বক্তব্য রাখেন তিনি। তাতেই শোনা যায় ধর্মান্তকরণের প্রসঙ্গ, দাবি বিজেপির। ইতিমধ্যেই ফিরহাদের মন্তব্য নিয়ে তুঙ্গে তরজা। সমাজমাধ্যমে এবং মিডিয়ার তুলকালামের আঁচ এসে পড়ল বিধানসভায়। শুক্রবার, মন্ত্রী ফিরহাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তোলে বিজেপি।  গীতা হাতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিক্ষোভ (BJP Protest) প্রদর্শন করে রাজ্য বিজেপি নেতৃত্ব। 

    ফিরহাদের বিতর্কিত মন্তব্যে তোলপাড় (BJP Protest)

    বিজেপির দাবি, ফিরহাদ হাকিম সম্প্রতি একটি অনুষ্ঠানে  ইসলাম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দেন। তিনি বলেন, “ভিন্ন ধর্মে জন্মানো দুর্ভাগ্যের।”  ফিরহাদকে ওই ভাইরাল ভিডিও-য় বলতে শোনা যায় ,  “আমরা নিজেরা মুসলিম। মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি আমাদের নমাজ, আদব-কায়দা বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি।” এই মন্তব্যের পর ফিরহাদ হাকিমকে ক্ষমা চাইতে হবে এই দাবি ওঠে। যদিও তাঁর মন্তব্য, সাম্প্রদায়িক নয় বলে দাবি করেন ফিরহাদ। তিনি বলেন, ” এটা বিতর্কিত মন্তব্য নয়। আমি একজন সেক্যুলার মানুষ। নিজ ধর্ম পালন করি। অন্য ধর্মেকে সম্মান দিই। দুর্গাপুজোর আয়োজনে অংশ নিই। এটা বিজেপির চক্রান্ত।” এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরের বাড়ি গিয়ে দেখা করার পর এক সাংবাদিক তাঁকে এনিয়ে প্রশ্ন করলে, তিনি জানেন না বলে জানান। এবং বষয়টি ফিরহাদের ব্যক্তিগত মন্তব্য বলে এড়িয়ে যান।

    বিধানসভায় বিজেপির বিক্ষোভ

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন অধিকারী বলেন, “ফিরহাদ হাকিমের কোনও অধিকার নেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্শি, শিখদের অপমান করার। স্পিকারকে বলেছিলাম, ওনাকে ক্ষমা চাইতে হবে। ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। নইলে আমরা বাংলা জুড়ে আন্দোলন করব।” শুক্রবার বিধানসভার বাদল অধিবেশনে ফিরহাদের বক্তব্যের বিরুদ্ধে প্রস্তাব আনার দাবি জানায় বিজেপি। যদিও তাতে অনুমোদন দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

    আরও পড়ুন: নির্ভয়ার স্মৃতি ফিরল মেরঠে, গ্রেফতার হাসিন, শাহরুখ, একরামউদ্দিন এবং মহসিন

    এর পর বিধানসভা কক্ষ থেকে বিক্ষোভ দেখাতে দেখাতে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরেও গীতা হাতে বিক্ষোভ (BJP Protest) দেখান তাঁরা।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share