Pakistan: পাকিস্তানে হিন্দু মহিলাকে ধর্ষণ করে খুন, কাটা হল মাথা-স্তন, কড়া বার্তা ভারতের

pakistan

মাধ্যম নিউজ ডেস্ক: হাড়হিম করা ঘটনা! পাকিস্তানে (Pakistan) ফের এক হিন্দু মহিলাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। খণ্ডবিখণ্ড অবস্থায় বুধবার তাঁর মুন্ডুহীন দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর অনুযায়ী, চার সন্তানের মা ৪০ বছর বয়সী ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এরপর তাঁর শিরশ্ছেদ করা হয়। শুধু তাই নয়, কেটে ফেলা হয় তাঁর স্তন, দেহ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে চামড়াও। আর এবারে এই ঘটনায় ভারত থেকে কড়া বার্তা পাঠানো হল পাকিস্তানকে। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া পাকিস্তানের কর্তব্যের মধ্যে পড়ে বলেই বিবৃতি বিদেশ মন্ত্রকের।

পাকিস্তানের সিনঝোরোতে হিন্দু মহিলা খুন

এই প্রথম নয়, পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ গত কয়েকমাসে সামনে এসেছে। সংখ্যালঘুদের অপহরণ, গণধর্ষণ, জোরপূর্বক ধর্ম পরিবর্তনের একের পর এক অভিযোগ ক্রমশ বেড়েই চলেছে। আর এবারের ঘটনাটি ট্যুইট করে জানিয়েছেন পাকিস্তানের প্রথম মহিলা সেনেটর কৃষ্ণা কুমারী। তিনি ট্যুইটে লিখেছেন, “মহিলার নাম দয়া ভেল। ৪০ বছর বয়সী বিধবা। তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। মাথা শরীর থেকে কেটে ফেলা হয়েছে। স্তন কাটা ছিল। শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছে। খণ্ডবিখণ্ড অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে। সিনঝোরো ও শাহপুরচাকরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।”

পিপিপির জিয়ালা অমর লাল ভেল দাবি করেছেন যে, বুধবার একটি কৃষি জমিতে বিকৃত অবস্থায় ওই লাশ পাওয়া গেছে এবং পুলিশ মহিলার পরিবারের কাছ থেকে বিশদ তথ্য সংগ্রহ করেছে। একটি পোস্টমর্টেম করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

নারকীয় কাণ্ডে কড়া বার্তা ভারতের

দেশের সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ফের একবার পাকিস্তানকে (Pakistan) মনে করিয়ে দিয়েছে নয়া দিল্লি। বিস্তারিত কোনও রিপোর্ট না হলেও সিনঝোরোতে দয়া ভেলের হত্যাকাণ্ডের খবর নজরে এসেছে বিদেশ মন্ত্রকেরও। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) বলেন, “ভারত ফের বলছে, পাকিস্তানের উচিত তাঁদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা, নিরাপত্তা, এবং ভালো থাকার বিষয় সুনিশ্চিত করা। এটা পাকিস্তানের দায়িত্বের মধ্যে পড়ে।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share