Bilawal Bhutto-Zardari: পাকিস্তানের কনিষ্ঠতম বিদেশমন্ত্রী হলেন বেনজির-পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি

Bilawal_Bhutto_Zardari

মাধ্য়ম নিউজ ডেস্ক: পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী নিযুক্ত হলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং নির্বাসিত রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি। 

সম্প্রতি, ইমরান খানকে সরিয়ে ইসলামাবাদের তখ্তে বসেছেন শেহবাজ শরিফ, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। প্রধানমন্ত্রী হয়েই নিজের মন্ত্রিসভা সাজাতে শুরু করেন শেহবাজ। প্রথমে বিলাওয়ালকে মন্ত্রিসভায় না রাখলেও, এক সপ্তাহের মধ্যে তিনি বেনজির-পুত্রকে অন্তর্ভুক্ত করলেন শেহবাজ। সেইসঙ্গে, দেশের সর্বকনিষ্ঠ বিদেশমন্ত্রী হিসেবে দাদু জুলফিকার আলী ভুট্টোর রেকর্ড ভেঙে দিয়েছেন বিলাওয়াল।  

বেনজির ভুট্টো একটা সময়ে পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন। তারপরে বিস্ফোরণে মারা যান তিনি। তারপর থেকেই তাঁর পরিবার বিদেশে ছিলেন। কিন্তু মায়ের রাজনীতির রক্ত ছেলে বিলাওয়লের মধ্যে ছিল। তিনি ফিরে আসেন দেশে। প্রথমে বিরোধী দলের সঙ্গে থাকলেও ইমরানকে সরিয়ে ফের ক্ষমতাসীন হয়েছেন তাঁরা। এবার অক্সফোর্ড পড়ুয়া শিক্ষিত বিলাওয়াল ভুট্টোর হাতেই শেহবাজ তুলে দিলেন বিদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রক্ষার দায়িত্ব। 

বিদেশমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বিলাওয়ালের সম্মুখে বড় চ্যালেঞ্জ মার্কিন নীতি। আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে ইমরানের জমানা থেকেই। সেই সম্পর্ক পুনরুদ্ধার করাই এখন বড় চ্যালেঞ্জ বিলাওয়ালের। তার সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক তো রয়েছেই। বেনজির ভুট্টোর সঙ্গে ভারতের সুসম্পর্কই ছিল। তাঁর ছেলে এবার কোন পথে হাঁটবেন সেটা এখন দেখার।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share