Panchayat Election: শিয়রে পঞ্চায়েত ভোট, তার আগে বার বার বিস্ফোরণে কাঁপছে রাজ্য, কী অবস্থায় আইনশৃঙ্খলা?

Blast

মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে রাজ্য। মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের ভয়ঙ্করতার কথা। এক সপ্তাহের মধ্যেই ২৪ পরগনার বাসন্তী এবং বীরভূমের মাড়গ্রাম বিস্ফোরণের ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য। শনিবারের মাড়গ্রামের বিস্ফোরণের মৃত্যু হয়েছে নিউটন শেখ এবং লাল্টু শেখের। এই দুই বিস্ফোরণের নেপথ্যেই রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

আরও পড়ুন: অ্যাপটিটিউড টেস্ট ছাড়া নিয়োগ কীভাবে? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 

কিন্তু এখানেই কী ইতি ভয়ঙ্করতার? শেষ দুমাসের ঘটনাপ্রবাহ থেকে এটা স্পষ্ট যে, তলানিতে এসে ঠেকেছে রাজ্যের আইনশৃঙ্খলা। গত দুমাসে রাজ্যে ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে দুষ্কৃতিদের সক্রিয়তা। রইল শেষ কয়েকদিনে রাজ্যে ঘটা সেরকম কিছু ঘটনার তালিকা। যেখান থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে মারাত্মকভাবে বিপন্ন রাজ্যের ল অ্যান্ড অর্ডার।    

সাম্প্রতিককালে রাজ্যে ঘটে যাওয়া বোমা হামলা ও বিস্ফোরণের ঘটনাপ্রবাহ: 

  • ২৬ জানুয়ারি- মালদায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে রক্তাক্ত ছয় বছরের শিশু। 
  • ২২ জানুয়ারি- উত্তর দিনাজপুরের ডালখোলায় বোমার আঘাতে জখম ৩ শিশু, ইসলামপুরে গুলি, বোমাবাজি। 
  • প্রায় একই সময়ে ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজারে মাঠের পাশে বোমা উদ্ধার। ভাঙরে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার।
  • ২০ জানুয়ারি- বীরভূমের মেলায় বোমাবাজি, সংঘাত থামাতে গিয়ে আহত দুই পুলিশ কর্মী।
  • ৫-৭ জানুয়ারি- নিউটাউনের সশস্ত্র আগ্নেয়াস্ত্রসহ আটক ব্যক্তি। 
  • বাঁকুড়ায় ড্রেন থেকে উদ্ধার বন্দুক।
  • বীরভূমে বোমা বিস্ফোরণে চোখ হারাতে বসেছে এক শিশু। 
  • ২৯ ডিসেম্বর- ভাঙ্গরে ৬ ব্যাগ তাজা বোমা উদ্ধার। 
  • টিটাগরের স্কুলে বোমা থেকে বাঁচার প্রশিক্ষণ দেন স্কুলের শিক্ষকরা। 
  • ৬ ডিসেম্বর-  আসানসোল মুর্শিদাবাদ এবং কুলতলী থেকে একাধিক বন্দুক বোমা ও কার্তুজ উদ্ধার করা হয়। 
  • ৩ ডিসেম্বর- পাঁশকুড়া থানার বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। 
  • পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগরে টিএমসি বুথ সভাপতি রাজকুমার মান্না সহ ২ জন তার বাড়িতে অবৈধ ভাবে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে, তাতে ৩ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়।
  • নভেম্বর- মিনাখাঁয় মজুত করা বোমা ফেটে প্রাণ গেল ৯ বছরের বাচ্চার। মামা স্থানীয় তৃণমূল নেতা।
  • অক্টোবর- ভাটপাড়ায় বল ভেবে বোমাকে লাথি মেরে প্রাণ যায় ৬ বছরের শিশুর।

এভাবে একের পর এক বিস্ফোরণে প্রশ্নের মুখে রাজ্যবাসীদের নিরাপত্তা। বিরোধীরা বার বার মমতা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। নিরাপত্তার বেহাল দশায় গোটা দেশের সামনে বার বার মুখ পুড়ছে রাজ্যের। কিন্তু এখনও একইভাবে নিষ্ক্রিয় রাজ্য পুলিশ। শুধুই কী পদার্থতা? নাকি পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির ঠাণ্ডা মাথার পরিকল্পনা? পুরোটাই ধোঁয়াশা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share