Hindi as official language: শিক্ষাদান, সরকারি কাজের ভাষা হোক হিন্দি, প্রস্তাব সংসদীয় কমিটির

রাষ্ট্রসংঘেও হিন্দিকে ভারতের সরকারি ভাষা করার প্রস্তাব দিয়েছে এই কমিটি।
Parliament_Panel
Parliament_Panel

মাধ্যম নিউজ ডেস্ক: অমিত শাহর নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি (Parliament Panel) সম্প্রতি সুপারিশ করেছে কেন্দ্রীয় বিদ্যালয় বা আইআইটি, এমনকী হিন্দিভাষী রাজ্যের হাই কোর্ট, সর্বত্র ইংরাজির বদলে হিন্দি (Hindi as official language) ভাষা ব্যবহার করা হোক। এমনকী রাষ্ট্রসংঘেও হিন্দিকে ভারতের সরকারি ভাষা করার প্রস্তাব দিয়েছে এই কমিটি। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কমিটির ওই রিপোর্ট ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে। সংসদীয় কমিটির রিপোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি (Hindi as official language)। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষাদানের ভাষাও হিন্দিই হোক। পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলিতে হাই কোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরাজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে। 

আরও পড়ুন: মোমিনপুরের ঘটনায় শাহকে চিঠি শুভেন্দুর! স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি বিরোধী নেতার 

শিক্ষার ক্ষেত্রে কমিটির বক্তব্য, "শিক্ষাদানের ভাষা হিন্দি (Hindi as official language) হওয়াই উচিৎ। ইংরেজির ভাষা ঐচ্ছিক হতে পারে। প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেও একই নীতি।" সরকারি কর্মী বাছাইয়ের ক্ষেত্রে হিন্দির জ্ঞান অন্যতম মাপকাঠি যেন হয়, সে দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

সংসদীয় কমিটির প্রস্তাবে এও বলা হয়েছে, যে সব সরকারি আধিকারিকরা ইচ্ছাকৃত ভাবে হিন্দিতে (Hindi as official language) কাজকর্ম এড়িয়ে যান, তাঁদের থেকে ব্যাখ্যা চাইতে হবে। সন্তোষজনক উত্তর না পেলে বার্ষিক পারফরম্যান্স রিপোর্টে সেটার উল্লেখ করতে হবে বলেও কমিটির প্রস্তাবে বলা হয়েছে। গত মাসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কমিটির আরও প্রস্তাব, সরকারি বিজ্ঞাপনে ৫০ শতাংশেরও বেশি হোক হিন্দি (Hindi as official language) বিজ্ঞাপন। পাশাপাশি আঞ্চলিক ভাষাতে বিজ্ঞাপনেও জোর দেওয়ার কথাও সুপারিশ করা হয়েছে রিপোর্টে। প্রস্তাবে আরও বলা হয়েছে, হিন্দি ভাষায় বিশেষ পারদর্শিতা থাকা প্রয়োজন এমন কোনও সরকারি পদ যদি তিন বছরের বেশি সময় ধরে শূন্য হয়ে থাকলে, সেই সংস্থার প্রধানকে দায়ী করা হবে। এবং তাঁর বার্ষিক পারফরম্যান্স রিপোর্টেও বিষয়টির উল্লেখ থাকতে হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles