Partha Chatterjee: ফের জামিনের আবেদন খারিজ, কমপক্ষে আরও ১৪ দিন জেলেই থাকতে হবে পার্থ- সুবীরেশদের

Partha-in-Jail

মাধ্যম নিউজ ডেস্ক: ফের রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ (Partha Chatterjee) নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ৭ জনের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। ১২ ডিসেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক রানা দাম।  

সোমবার পার্থ চট্টোপাধ্যায়সহ (Partha Chatterjee) নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৭ জন জামিনের আবেদন করেন আদালতে। বয়স ও শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে জামিনের আবেদন করেছেন পার্থ-সহ বাকি অভিযুক্তদের আইনজীবী। এবারও মঞ্জুর হল না সেই আবেদন। এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের ‘ক্ষমতাশালী’ ‘পরিকল্পনাকারী’ এবং ‘ষড়যন্ত্রী’ বলে দাবি করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই দাবি থেকেই আদালতে অভিযুক্তদের জামিনের বিরোধীতা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্য দিকে, পার্থর আইনজীবী সেলিম রহমান দাবি করেন, তাঁর মক্কেলের নাম নিয়োগ দুর্নীতি মামলার এফআইআরে নেই। তাই তাঁকে জামিন দেওয়া উচিৎ আদালতের। এই প্রেক্ষিতে পার্থর আইনজীবীর প্রশ্ন, “তদন্তের নামে আর কত দিন এ ভাবে বন্দি থাকতে হবে আমার মক্কেলকে?” তিনি এ-ও দাবি করেন সিবিআইয়ের তদন্তে কোনও অগ্রগতি নেই। আইনজীবীর কথায়, ‘‘কেন্দ্রীয় এজেন্সি সব ঠিক করছে না।’’

আরও পড়ুন: “রাজ্য মন্ত্রিসভার সবাই চোর, পুরো ক্যাবিনেটের গ্রেফতারি চাই”! বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

কী বলেছে সিবিআই 

তবে সিবিআই এর আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার ‘মাস্টারমাইন্ড’ বলে উল্লেখ করেছে। সিবিআই-এর তরফে সওয়াল করা হয়, পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরা প্রভাবশালী। তাঁরা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে, সেই কারণ দর্শিয়ে তাঁরা ১৪ দিনের হেফাজতের আবেদন জানান সিবিআই-এর আইনজীবী। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পরে অভিযুক্তদের আপাতত জেল হেফাজতে রাখারই সিদ্ধান্ত নেয় আদালত। 

এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবী তাঁর মক্কেলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। বিচারক সিবিআই-এর দুটি মামলারই তদন্তকারী অফিসারের কাছে জানতে চান, এই মামলার তদন্ত কবে শেষ হবে? আইও জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে তাঁরা তদন্ত করছেন। তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত ‘স্টেটাস রিপোর্ট’ তাঁরা হাইকোর্টে জমা করছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share