Pervez Musharraf: মৃত্যু হয়নি, তবে আরোগ্যের সম্ভাবনা নেই মুশারফের, দাবি পরিবারের

Parvez_Musharraf

মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল আচমকাই বিশ্বজুড়ে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের (Parvez Musharraf) মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মৃত্যুর খবর গুজব বলে খারিজ করে দেওয়া হয় মুশারফের পরিবারের তরফে। 

আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

পারভেজ মুশারফের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন পরিবারের সদস্যরা। সেখানে লেখা হয়, অসুস্থতার (Amyloidosis) কারণে তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন মুশারফ। মুশারফ কঠিন শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আরোগ্য লাভ আর সম্ভব নয়। তার  অঙ্গ-প্রত্যঙ্গগুলোও ঠিকমতো কাজ করছে না। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধানের জীবনের জন্যে সবার কাছে শুভ কামনা প্রার্থনা করেছে তাঁর পরিবার। 

[tw]


[/tw]

মুশারফের দল অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল) একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, “প্রাক্তন সামরিক শাসককে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক অথবা তাঁকে ভেন্টিলেটরে রাখার খবরটি সঠিক নয়।” দলের পক্ষ থেকে আরও বলা হয়, অ্যামাইলয়ডোসিসে আক্রান্ত পারভেজ মুশারফের চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল। 

আরও পড়ুন: ধর্মীয় সম্প্রীতি নিয়ে ভারতকে জ্ঞান! মুখ পুড়ল পাকিস্তানের, হিন্দু মন্দিরে হামলা

কী এই অ্যামিলয়ডোসিস?

যুক্ত রাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, শরীরে অ্যামিলয়ড নামে এক বিরল প্রোটিন বাড়তে শুরু করলে সেই অবস্থাকে অ্যামিলয়ডোসিস বলে। হৃদপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, শরীরের যেকোনও জায়গায় বৃদ্ধি পেতে পারে এই প্রোটিন।  

কীভাবে হয় এই রোগ?

বিভিন্ন জনের বিভিন্ন কারণে হয়ে থাকে এই রোগ। কারও কারও ক্ষেত্রে জিন মিউটেশনের ফলে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ আজানা।

রোগের লক্ষণ?

দুর্বলতা, দ্রুত ওজন হ্রাস, পেট-হাঁটু-গোড়ালি-পায়ের পাতা ফুলে যাওয়া, হাত-পা অবশ হয়ে যাওয়া, চোখের চারপাশ বেগুনী হয়ে যাওয়া, শ্বাসকষ্ট এই রোগের লক্ষণ।

চিকিৎসা

এই রোগের কোনও চিকিৎসা নেই। কেমো থেরাপিতে অনেক সময় ভালো ফল পাওয়া যায়।

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share