Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

Aamir_Khan_

মাধ্যম নিউজ ডেস্ক: “আমার ছবি বয়কট করবেন না।আমি আমার দেশকে ভালোবাসি।” নেটিজেনদের এমনই আবেদন জানালেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন আমির খান (Aamir Khan)। হলিউডি জনপ্রিয় ছবি ‘ফরেস্ট  গাম্প’-এর(Forest Gump) রিমেকে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘লাল সিং চাড্ডা'(Laal Singh Chaddha)।  মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। 

কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে বয়কটের ডাক দিয়েছেন নেট নাগরিকরা। “ভারত জুড়ে বাড়ছে অসহনীয়তা”— ২০১৫ সালে এক  সাক্ষাৎকারে আমিরের এই পুরনো মন্তব্যকে ঘিরেই এই জনরোষ। ফের নতুন করে সরব আমজনতা। আমির সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাদের দেশ সহনশীল, কিন্তু এখানকার মানুষ এই পরিবেশকে অসুস্থ করে তুলছেন।” ৭ বছর পরে এই মন্তব্যেই বিপদে আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’। ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। ট্যুইটারে ট্রেন্ড করছে #BoycottLaalSinghChaddha। এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন খোদ অভিনেতা।

আরও পড়ুন: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

সাংবাদিক সম্মেলনে আমিরকে প্রশ্ন করা হয়, তাঁর মন্তব্য নিয়ে সম্প্রতি যে জনরোষ তৈরি হয়েছে, তাই নিয়ে অভিনেতার কী মত? আমির বলেন, “আমি সত্যিই দুঃখিত। দুঃখিত এই কারণে যে কিছু মানুষ মনে মনে সত্যিই বিশ্বাস করেন যে আমি ভারতকে ভালোবাসি না। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। খুবই দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ এটা মনে করেন।” 

তিনি আরও বলেন, “আমি দেশকে ভালবাসি। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। যাঁরা বলছেন বা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন, আমি দেশকে ভালবাসি না, তাঁরা ভুল ভাবছেন। আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত।” 

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

টম হ্যাঙ্কসের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্পের রিমেক লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডার ভূমিকায় দেখা যাবে আমির খানকে। আমির খানের প্রেমিকার চরিত্রে দেখা যাবে করিনা কাপুর খানকে। এছাড়াও আমিরের মায়ের চরিত্রে দেখা যাবে মোনা সিংকে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। ছবিটি পরিচালনা করেছেন, অদ্বৈত চন্দন। 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share