Heeraben Modi: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

Heeraben Modi: শুক্রবার সকালে আহমেদাবাদের একটি হাসপাতালে মারা যান হীরাবেন...
PTI12_30_2022_000006A
PTI12_30_2022_000006A

মাধ্যম নিউজ ডেস্ক: চোখ স্থির। চোয়াল শক্ত। ভগ্ন হৃদয়ে মায়ের দেহ নিজের কাঁধে বহন করলেন নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে মাতৃবিয়োগ হয় প্রধানমন্ত্রীর। ১০০ বছর বয়সে মারা যান মা হীরাবেন। বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাতৃবিয়োগের খবর, নিজেই ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী। তারপরই, সকালেই পৌঁছে যান আহমেদাবাদে। আজই গান্ধীনগরে সম্পন্ন হয় মা হীরাবেনের শেষকৃত্য। 

মায়ের শেষযাত্রা

এদিন প্রধানমন্ত্রীকে দেখা যায় আহমেদাবাদে মায়ের দেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ি থেকে বেরোতে। তাঁর পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনরা। এরপর, হীরাবেনের দেহ তোলা হয় একটি শববাহী গা়ড়িতে। সেখানেও উঠতে দেখা যায় খোদ প্রধানমন্ত্রীকে। পরে, মায়ের দেহ নিয়ে প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেয় গান্ধীনগরের দিকে। সেখানেই তাঁর শেষকৃত্য হয়। ভাই প্রহ্লাদকে সঙ্গে নিয়ে মায়ের মুখাগ্নি করেন নরেন্দ্র মোদি।

গত মঙ্গলবার আচমকা অসুস্থ হওয়ায় হীরাবেনকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এদিন সকালে তিনি মারা যান। একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মায়ের মৃত্যুর খবর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। হীরাবেনের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা শোকবার্তা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকবার্তা প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কর্মে অবিচল

এদিন একগুচ্ছ পূর্ব-নির্ধারিত কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে এক ঝটিকা সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। বন্দে ভারতের সূচনা থেকে হেস্টিংসে গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, মায়ের আকস্মিক প্রয়াণে রাজ্য সফর বাতিল করেন মোদি। তবে, আহমেদাবাদ থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখান থেকেই সবুজ পতাকা নাড়িয়ে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করেন। গঙ্গা কাউন্সিলের বৈঠক সহ একাধিক কর্মসূচিতেও অংশ নেন।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles