Char Dham yatra: “কোমর্বিডিটি থাকলে…”, চারধাম পুণ্যার্থীদের বিশেষ পরামর্শ উত্তরাখণ্ড প্রশাসনের

char

মাধ্যম নিউজ ডেস্ক: চারধাম যাত্রার প্রথম ছয় দিনের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই খবর সামনে আসার পরই শরীর পুরোপুরি সুস্থ না থাকলে চারধাম যেতে নিষেধ করলেন উত্তরাখণ্ডের স্বাস্থ্য অধিকর্তা শালিজা ভাট। অনেক উচুঁতে ওঠায় সোমবার আরও ৪ তীর্থযাত্রীর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। এঁরা চারজনেই মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২০ ছুঁল।

ভাট এদিন আরও জানান, চারধাম যাত্রা প্রতিটি ভারতীয়ের মনেই ভিন্ন রোমাঞ্চ নিয়ে আসে। যুগ যুগ ধরে ভক্তরা এই তীর্থপথে আসেন পুণ্য লাভ করতে। গত বছর করোনার কারণে চারধাম যাত্রা হয়নি। ব্যাহত হয়েছিল তার আগের বছরেও। এ বছর অক্ষয় তৃতীয়ার দিন ৩ মে শুরু হয়েছে চারধাম যাত্রা। চারধাম– কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী মানুষকে সবসময় টানে। তবে শরীর-স্বাস্থ্যের সঙ্গে আপোষ করে লাভ হয় না।  কেউ যদি যাত্রাকাল পিছোতে না চান তাহলে যাত্রা শুরু আগে চিকিৎসকের সম্মতি প্রয়োজন। পর্যটন দফতর থেকেই এই অনুমোদনপত্র চাওয়া হবে, বলে জানান ভাট। স্বাস্থ্যমন্ত্রী ধান সিং রাওয়াত নিজে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। জরুরি অবস্থার জন্য অ্যাডভান্স সাপোর্ট অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share