Droupadi-Hasina Meet: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ইংল্যান্ডে দ্রৌপদী-হাসিনার সাক্ষাৎ

Droupadi-Hasina

মাধ্যম নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে (Funeral of Queen Elizabeth II) যোগ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন তিনি। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে দেশের তরফে ব্রিটেনের রাজপরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। লন্ডনে গিয়ে রাষ্ট্রপতি দেখা করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Sheikh Hasina) এবং তাঁর বোন শেখ রেহানার (Sheikh Rehana) সঙ্গে। সোমবার লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর ঠিক আগে সাক্ষাৎ হয় তাঁদের। রাষ্ট্রপতির অফিসিয়াল হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে দ্রৌপদী-হাসিনার ছবি। এর আগে ৬ সেপ্টেম্বর হাসিনার ভারত সফরের সময় দিল্লিতে দুজনের দেখা হয়। তারপরেই এই সাক্ষাৎ।  

আরও পড়ুন: ভারত নিজের অধিকারেই বিশ্বে সম্মানিত, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় পুতিন


          

রবিবার সন্ধ্যায় রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ব্রিটিশ রাজপরিবারের আয়োজন করা সভায় যোগ দেন। সেই সভায় যোগদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এই সভার আয়োজন করা হয়েছিল বাকিংহাম প্যালেসে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের তাবড় তাবড় নেতারা যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছিল বাকিংহাম প্যালেস।  

আরও পড়ুন: পরনে ইক্কত শাড়ি, সঙ্গে মুক্তোর দুল, সোনার চেন-বালা, আজ যেন ঘরোয়া নারী দ্রৌপদী মুর্মু

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টি ক্রিয়ায় শতাধিক বিশ্ব রাষ্ট্রপ্রধান যোগ দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার রানি এলিজাবেথের শেষকৃত্যের জন্য লন্ডনে পৌঁছেছেন। এছাড়াও অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগদান করেছেন  কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা, ইউরোপীয় কাউন্সিলের রাষ্ট্রপতি চার্লস মিশেল, ইউরোপীয় কমিশনের রাষ্ট্রপতি উরসুলা ফন ডার লেইন, চিনের উপরাষ্ট্রপতি ওয়াং কিশান এবং ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share