মাধ্যম নিউজ ডেস্ক: প্রিন্সেস ডায়ানার (Princess Diana) তেল রঙে আঁকা একটি বিরল পোট্রেট সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। এরপরেই প্রথমবারের মতো এই ছবিটিকে জনসম্মুখে প্রদর্শন করা হয়েছে। তারপরেই এই ছবি নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। প্রিন্সেস ডায়ানার রুপ, সৌন্দর্য আর আভিজাত্য যে শুধু মানুষের দৃষ্টি কেড়েছিলো তা নয় তার ব্যক্তিত্বও সবার মনে এক জায়গা করে নিয়েছিল। প্রিন্স চার্লসের (Prince Charles) প্রাক্তন স্ত্রী ডায়ানার এই ছবিটি প্রথমবারের জন্য একটি এক্সিবিশনে সবার সামনে তুলে ধরা হয়।
জানা গিয়েছে, এই ছবিটি আঁকানোর জন্যে তাঁকে ৩৫ ঘণ্টা সময় দিতে হয়েছিল। শিল্পী যাতে এই অপরূপ সৌন্দর্যকে তাঁর অয়েল পেন্টিংয়ে ধরে রাখতে পারেন তার জন্যে ডায়ানাকে ৩০ টি সিটিং পোজ দিতে হয়েছিল। একজন প্রিন্সেস হয়েও এক শিল্পীর জন্য এতটা সময় তিনি দিয়েছিলেন, ফলে এর থেকেই বোঝা যায় তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে। ১৯৯৪ সালে অর্থাৎ প্রিন্সেস ডায়ানার মৃত্যুর তিন বছর আগে এই ছবিটি এঁকেছিলেন আমেরিকার শিল্পী নেলসন শ্যাঙ্কস (Nelson Shanks )। চলতি বছরের জানুয়ারিতে একটি নিলামে ২ লাখ ১ হাজার ৬০০ ডলারে অর্থাৎ ১ কোটি ৫৯ লক্ষ ১৬ হাজার ৫০১ ভারতীয় টাকায় এই তৈলচিত্রটি বিক্রি করা হয়।
[insta]https://www.instagram.com/tv/CfW2yJeK0FV/?utm_source=ig_web_copy_link[/insta]
ফিলিপ মোল্ড অ্যান্ড কোম্পানির (Philip Mould & Company) ওয়েবসাইট থেকে জানা যায়, লন্ডনের একটি আর্ট গ্যালারিতে মাস্টারপিস লন্ডন আর্ট মেলায় এই স্কেচটি প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনীটি ৩০ জুন শুরু হয়েছে ও এটি ৬ জুলাই পর্যন্ত চলবে।
ছবিটিতে প্রয়াত রাজকুমারী ডায়ানাকে অপূর্ব সুন্দরী দেখাচ্ছে। এখানে তাঁকে একটি সবুজ রঙের হল্টার নেক গলার ড্রেস পরে দেখা যাচ্ছে। এই ছবিটিতে তিনি একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন আর তাঁর এই চাহনি যেন সবার মনে ঝড় তুলে দিয়েছে। এই বিরল ছবিটি সামনে আসতেই আবারও খবরের শিরোনামে প্রিন্সেস ডায়ানা। তিনি তাঁর ফ্যাশন সেন্সের জন্য সবসময় চর্চায় থাকতেন। ছবি যখন আঁকা হয়েছিল তাঁর ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা থাকা সত্ত্বেও তাঁর মানসিক অবস্থাকে দূরে সরিয়ে তিনি শিল্পী নেলসন শ্যাঙ্কসের সঙ্গে সহযোগিতা করেছিলেন। প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ নিয়েও অনেক কটুক্তির শিকার হতে হয়েছিল তাঁকে। তাই তো অনেকেই মনে করেন এই বিরল পোট্রেটে ডায়ানার একদিকে যেমন বাহ্যিক সৌন্দর্য ধরা পড়েছে, তেমনি তাঁর মনের অবস্থার কথাও যেন এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে।
Leave a Reply