QS Asia University Rankings 2023: এশিয়ার সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভারতের দখলে সাতটি, কোন কোন গুলি জেনে নিন 

qs-university-ranking-list-95406470

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রাচীনতম নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেশ-বিদেশ থেকে বহু ছাত্র আসত বিদ্যা লাভ করতে। সাহিত্যচর্চা, বিজ্ঞান চর্চা, জ্যোতিষ চর্চা, চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনার রীতি এদেশে অনেক প্রাচীনকাল থেকে। এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ভারতের প্রতিনিধিত্ব থাকবে না, তাই আবার হয় নাকি! 

কিভাবে তৈরি করা হয়েছে সেরা ১০০ তালিকা? 

আমাদের মহাদেশের সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেশের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ঠাঁই পেয়েছে। রাজ্যের মধ্যে আছে খড়গপুর আইআইটি। ‘কোয়াককোয়ারেলি সাইমন্ডস’ (কিউএস) (QS Asia University Rankings 2023) নামের একটি  ব্রিটিশ সংস্থা এই তালিকা তৈরি করেছে। ‘কিউএস’ এর ব্যাপক নেটওয়ার্ক রয়েছে আন্তর্জাতিক স্তরে উচ্চ‌শিক্ষা ক্ষেত্রে। তারা এই তালিকা তৈরি করেছে বেশ কতগুলো মাপকাঠির ভিত্তিতে। ‘কিউএস’ এর বিবৃতি অনুযায়ী, প্রথমে তারা দেখেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি, জনপ্রিয়তা। দ্বিতীয়ত, তারা পর্যবেক্ষণ করেছে , ঐ শিক্ষা প্রতিষ্ঠানের পিএইচডি ডিগ্রি প্রাপ্ত অধ্যাপক সংখ্যার উপর এবং তৃতীয় সূচক হিসাবে দেখা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক পড়ুয়াদের শতাংশ  কত রয়েছে। 

 কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান ঠাঁই পেয়েছে এই তালিকায়

‘কিউএস’ তাদের এই কর্মসূচির নাম দিয়েছে, ‘কিউএস এশিয়া রাঙ্কিংস ২০২৩’ (QS Asia University Rankings 2023)। এই কর্মসূচির ফলাফল হিসেবে যে তালিকা প্রকাশ করেছে তারা, সেখানে প্রথম স্থান অধিকার করেছে চিন। চিনের দুটি বিশ্ববিদ্যালয়, পি পিকিং বিশ্ববিদ্যালয় এবং সিনহুয়া বিশ্ববিদ্যালয় যথাক্রমে এক এবং তিন নম্বর স্থানে রয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সিঙ্গাপুরের ,ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। ভারতের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে আইআইটি বম্বে। তালিকার ৪০ তম স্থানে রয়েছে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবছরই এই সংস্থা অর্থাৎ ‘কোয়াককোয়ারেলি সাইমন্ডস’ এই তালিকা প্রকাশ করে। ‘কিউএস এশিয়া রাঙ্কিংস ২০২২’ এর  তুলনায় দু ধাপ এগিয়ে এসেছে আইআইটি বম্বে। আবার গত বছরে যে তালিকা ছিল সেখান থেকে এক ধাপ নিচে নেমে এসেছে আইআইটি দিল্লি। এ বছরে আইআইটি দিল্লি এই তালিকায় ৪৬ তম স্থানে রয়েছে। গত বছরের ‘কিউএস এশিয়া রাঙ্কিংস ২০২২’ এ ৫৬ তম স্থানে ছিল বেঙ্গালুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), এ বছরে দেশের এই নামী শিক্ষাপ্রতিষ্ঠান চার ধাপ উঠে এসেছে এবং ৫২ তম স্থান অধিকার করেছে। এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি মাদ্রাজ পেয়েছে ৫৩ তম স্থান। আমাদের রাজ্যের আইআইটি খড়গপুরের স্থান ৬১ তম। আইআইটি কানপুর রয়েছে ৬৬ নম্বরে অন্যদিকে দিল্লী ইউনিভার্সিটির স্থান ৮৫ তম।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share