মাধ্যম নিউজ ডেস্ক: ঘোড়া ছুটিয়েই পৃথিবীর একটা বড় অংশে সাম্রাজ্য বিস্তার করেছিলেন মোঙ্গল সম্রাট চেঙ্গিস খান। সেই মঙ্গোলিয়ায় (Mongolia) গিয়েই একটি রাজকীয় ‘সাদা ঘোড়া’ উপহার পেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই প্রথমবার কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মঙ্গোলিয়া গেলেন। সাদা ঘোড়া উপহার হিসেবে পেয়ে খুশি রাজনাথ। নাম রাখলেন তেজস। ওই ঘোড়ার ছবি-সহ ট্যুইট করে একথা জানান রাজনাথ।
A special gift from our special friends in Mongolia. I have named this magnificent beauty, ‘Tejas’.
Thank you, President Khurelsukh. Thank you Mongolia. pic.twitter.com/4DfWF4kZfR
— Rajnath Singh (@rajnathsingh) September 7, 2022
পাঁচদিনের জন্য মঙ্গোলিয়া ও জাপান সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই দুই দেশের সঙ্গেই চিনের সম্পর্ক একেবারে ভাল নয়। ভারতের সঙ্গেও চিনের বৈরিতা স্পষ্ট। সীমান্তে সমস্যা অব্যাহত। এই আবহে রাজনাথের মঙ্গোলিয়া সফর তাৎপর্যপূর্ণ। বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট এইচ ই ইউ খুরেলসুখের (H.E.U. Khurelsukh) থেকে সাদা ঘোড়া উপহার পাওয়ার ছবি পোস্ট করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে ওই রাজকীয় ঘোড়াটিকে আদর করতেও দেখা গিয়েছে তাঁকে। রাজনাথ লেখেন, “মঙ্গোলিয়ায় বিশেষ বন্ধুর থেকে বিশেষ উপহার পেয়েছি। এই অসাধারণ সৌন্দর্যের নাম দিয়েছি তেজস। ধন্যবাদ রাষ্ট্রপতি খুরেলসুখ। ধন্যবাদ মঙ্গোলিয়া।”
আরও পড়ুন: পুজোর আগে কমল সোনার দাম, কেন জানেন?
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি ফাইটার জেট হল তেজস। যা আত্মনির্ভর ভারতের প্রতীক। তেজস কিনতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বিশ্বের একাধিক দেশ। মঙ্গোলিয়াও হয়তো তেজস কিনতে আগ্রহী!তাই তাদের দেওয়া সাদা ঘোড়ার নাম তেজস!যদিও এ বিষয়ে কোনও কথা স্পষ্ট করেননি প্রতিরক্ষামন্ত্রী। এদিন মঙ্গোলিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন রাজনাথ। কথা বলেন সেখানকার প্রেসিডেন্টের সঙ্গেও। বৈঠক নিয়ে ট্যুইট বার্তায় রাজনাথ জানান, ‘আমরা কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর।’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply