Re KYC: কেওয়াইসি-র জন্য আর ব্যাঙ্কে ছুটতে হবে না গ্রাহকদের! কী বলছে আরবিআই?

bank

মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে কেওয়াইসি প্রক্রিয়াতে বদল করল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক অবশ্য বলছে বড়সড় কিছু নয়, এমন পরিবর্তন মাঝেমধ্যে হয়েই থাকে। ঠিক কী পরিবর্তন করল শীর্ষ ব্যাঙ্ক?

বাড়িতে বসেই করা যাবে কেওয়াইসি পুনর্নবীকরণের (Re KYC) কাজ

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, এ বার থেকে গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় না এসেই তাঁদের কেওয়াইসি প্রক্রিয়া বাড়িতে বসেই সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ লাইন দেওয়ার ঝামেলা আর রইল না। কিন্তু কীভাবে সম্পন্ন হবে এই প্রক্রিয়া? রিজার্ভ ব্যাঙ্ক বলছে, অনলাইনে ভিডিয়ো কলের মাধ্যমে গ্রাহকরা এবার থেকে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই তাঁদের কেওয়াইসি ব্যাঙ্কে জমা করেছেন, তাঁদের কেওয়াইসির সঙ্গে স্বীকৃত নথিগুলি মিলিয়ে দেখা হবে। সেখানে কোনও অসঙ্গতি ধরা পড়ে, সেক্ষেত্রে গ্রাহকদের নতুন করে কেওয়াইসি জমা দিতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুন: জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত ইন্দোরের হোটেল ব্যবসায়ীর মৃত্যু, গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে, কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

তবে গ্রাহকদের কেওয়াইসি পুনর্নবীকরণ (Re KYC) করার জন্য বা নতুন কোনও তথ্য কেওয়াইসিতে যুক্ত করার জন্য ব্যাঙ্কের শাখায় আসতে হবে না। অনলাইনে বাড়িতে বসেই  তা সম্ভব হবে এবার থেকে। তবে যদি কোনও গ্রাহকের ঠিকানা বদল হয় তবে তিনি এই সুবিধা পাবেন না। রিজার্ভ ব্যাঙ্ক বলছে, গ্রাহকদের শনাক্ত করার পদ্ধতি হিসাবে কেওয়াইসিতে বার বার সংশোধন এবং পরিমার্জন করতে থাকবে ব্যাঙ্কগুলি।

আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

কোনও গ্রাহক বাড়ির ঠিকানা পরিবর্তন করলে, তাঁকে নতুন নথি দিয়ে তা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে হবে। ব্যাঙ্ক দু’মাসের মধ্যে সেই ঠিকানা সঠিক কিনা তা খতিয়ে দেখবে। গত ডিসেম্বর মাসেই কেওয়াইসি বিষয়ে (Re KYC) সম্ভাব্য এই পরিবর্তনগুলির কথা বলেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share