Recruitment Scam: উদ্ধার কুন্তল-শান্তনুর ফোনের ডিলিট করা চ্যাট, জেরা করতে ফের ইডির তলব যুব তৃণমূল নেতাকে

kuntal_ghosh_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: আরও বিপাকে তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ও এই মামলায় অভিযুক্ত তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে খবর, তাঁদের ফোনে ডিলিট করা চ্যাট প্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে উদ্ধার করিয়েছে ইডি। সেই চ্যাট কেন ডিলিট করা হয়েছিল তা জানতে আজ কুন্তলকে জেরা করছেন গোয়েন্দারা। এছাড়াও এই প্রশ্নের উত্তর জানতে বুধবারে তলব করা হয়েছে শান্তনুকে। এর পাশাপাশি এক চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। জানা গিয়েছে, কুন্তল এক যুব নেত্রীকে দক্ষিণ কলকাতার একটি আবাসনে তিনটি ফ্ল্যাট একসঙ্গে কোটি কোটি টাকায় কিনে দিয়েছেন। এই তথ্য বেরিয়ে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

ডিলিট করা মেসেজ উদ্ধার করল ইডি

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী উদ্ধার করেছেন গোয়েন্দারা। তার মধ্যে অন্যতম হল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার করা দু’টি ফোন। এই দু’টি মোবাইল ফোনের মাধ্যমেই একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ফোনে কথোপকথনের রেকর্ড ইতিমধ্যেই হাতে এসেছে গোয়েন্দাদের। আবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু তথ্য ফোন থেকে মুছে দিয়েছিলেন কুন্তল ঘোষও। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে সেই তথ্যও উদ্ধার করেছেন গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, কুন্তলের ফোন থেকে চাকরিপ্রার্থীদের নতুন তালিকা পাওয়া গিয়েছে। সঙ্গে পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ একাধিক নথি। তবে শান্তনুর ফোন থেকে কী পাওয়া গিয়েছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ‘কিছু দুষ্কৃতী মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে’, কুন্তল ঘোষ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়

শান্তনুকে তলব ইডির

কুন্তলের ফোন থেকে কেন মেসেজ ডিলিট করা হয়েছিল, তা জানতে জেরা করা হচ্ছে কুন্তলকে, তেমনি শান্তনুকেও জিজ্ঞাসাবাদ করতে বুধবার সকাল দশটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। এবার হাজিরা দিলে চতুর্থবার ইডির গোয়েন্দাদের মুখোমুখি হবেন তিনি। শান্তনু ও কুন্তলকে মুখোমুখি বসিয়েও হতে পারে জিজ্ঞাসাবাদ।

দুর্নীতির টাকায় যুব নেত্রীকে ফ্ল্যাট কিনে দিয়েছেন কুন্তল!

ইডি সূত্রে খবর, এক যুব নেত্রীকে দক্ষিণ কলকাতার একটি আবাসনে তিনটি ফ্ল্যাট কোটি কোটি টাকায় কিনে দিয়েছেন কুন্তল। সেই সঙ্গে সেই ফ্ল্যাটে কোটি কোটি টাকার আসবাবপত্রও কিনে দিয়েছেন এই তৃণমূল নেতা। সব অর্থই খরচ করেছেন নিয়োগ দুর্নীতির টাকায়। এছাড়াও ইডি সূত্রে জানা গিয়েছে, চিনার পার্কের অভিজাত বহুতল আবাসনে কুন্তলের ৯০৩ নম্বর ফ্ল্যাটে পাওয়া একটি কালো ডায়েরিই এখন তাঁদের হাতিয়ার। সেই ডায়েরিতে কয়েক জন নেতা, মন্ত্রীর সঙ্গে বেশ কিছু রাজ্য যুব নেতা-নেত্রীরও নাম রয়েছে, যাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছেন কুন্তল। ইডি-র দাবি, ২০১৬-র পরে নিউ টাউন এবং ইএম বাইপাস সংলগ্ন এলাকায় অভিজাত আবাসনে ছ’-ছ’টি ফ্ল্যাট এবং অন্তত সাতটি বিলাসবহুল গাড়ি কিনেছিলেন কুন্তল। এমনকী কুন্তল অধিকাংশ সময়েই নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন বলেও জানা গিয়েছে। তিনি মূলত নিয়োগ দুর্নীতির নগদ টাকা নিয়ে যাতায়াতের সময়েই ওই নীল বাতির গাড়ি ব্যবহার করতেন বলে খবর। এবার এটাই দেখার যে, শান্তনুকে জেরা করার পর আর কোন কোন তথ্য প্রকাশ্যে আসে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share