Agriculture Loan: কৃষকদের স্বস্তি, কৃষি ঋণে দেড় শতাংশ হারে অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের

agri_loan

মাধ্যম নিউজ ডেস্ক: ৩ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি কৃষি ঋণের (Agri Loan) ক্ষেত্রে বার্ষিক ১.৫ শতাংশ সুদে অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সবুজ সংকেত মেলে। সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সমবায় ব্যাংক, ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা সহ বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানগুলিকে ১.৫ শতাংশ সুদের হারে অর্থ প্রদান করা হবে বলে সিদ্ধান্ত হয়। ২০২২-২৩ থেকে ২৩-২৪ অর্থবর্ষে কৃষকদের স্বল্পমেয়াদি কৃষি ঋণদানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

কৃষকদের এই অর্থ সাহায্য দিতে গিয়ে সরকারি কোষাগারের খরচ হবে অতিরিক্ত ৩৪ হাজার ৮৫৬ কোটি টাকা। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানান, কৃষি ঋণে এই অর্থ সাহায্যের ফলে বাজেটে অতিরিক্ত ৩৪ হাজার ৮৫৬ কোটি টাকা খরচ হবে। এই টাকা খরচ হবে ২০২২-২৩ থেকে ২৩-২৪ অর্থবর্ষে। কৃষি ক্ষেত্রে ঋণের জোগান ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : দেশবাসীর সুবিধাই আগে! জানুন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কী মত বিদেশমন্ত্রীর

জানা গিয়েছে, সুদে অর্থ সাহায্য বৃদ্ধির জেরে কৃষি খাতে ঋণ সরবরাহের স্থায়িত্ব নিশ্চিত হবে। সেইসঙ্গে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিরও আর্থিক দৃঢ়তা ও কার্যকারিতা নিশ্চিত করা হবে। আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ও সমবায় ব্যাংকের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতিতে পর্যাপ্ত কৃষি ঋণ নিশ্চিত করাই রয়েছে সরকারের এই সিদ্ধান্তের মূলে। কেবল কৃষি ক্ষেত্রই নয়, এই স্বল্পমেয়াদি কৃষি ঋণ দেওয়া হবে প্রাণীপালন, ডেয়ারি, পোলট্রি এবং মৎস্যচাষের ক্ষেত্রেও। ক্ষমতায় এসে কৃষকদের জন্য কিষান ক্রেডিট কার্ড চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কিষান ক্রেডিট কার্ড স্কিমে কৃষকরা যে কোনও সময় ঋণের মাধ্যমে কৃষি পণ্য এবং পরিষেবা কিনতে পারেন। জানা গিয়েছে, সম্প্রতি আত্মনির্ভর ভারত প্রচারে ৩.১৩ কোটিরও বেশি কৃষককে নয়া কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ঢের বেশি। লক্ষ্যমাত্রা ছিল ২.৫ কোটি।

আরও পড়ুন : অনুপ্রবেশ ইস্যুতে কোনও আপোশ করবে না মোদি সরকার, জানাল বিজেপিও

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share