Mid Day Meal: কেন্দ্রের টাকা নয়ছয়ের নতুন নজির! পথ দুর্ঘটনার ক্ষতিপূরণ রাজ্য দিল মিড ডে মিলের ফান্ড থেকে

mid_day_meal

মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় প্রকল্পের টাকা এরাজ্যে যে নয়ছয় হচ্ছে এমন অভিযোগ বিরোধীরা বারবার করে আসছে। বিরোধীদের এই দাবি যে ভুল নয় তার সাম্প্রতিক নজির দেখা গেল বীরভূমের মল্লারপুরে। পথ দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার দিল ‘মিড ডে মিলের’ (Mid Day Meal)  ফান্ড থেকে।  প্রসঙ্গত গত বছরে মল্লারপুর-রামপুরহাট সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৯ জন আদিবাসীর। সকলেই ছিলেন রামপুরহাট মহকুমার পারকান্দি গ্রামের বাসিন্দা। জানা যাচ্ছে এই দুর্ঘটনার পরেই কেন্দ্রীয় সরকার নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে। বলা হয় প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর ঠিক পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন। মুখ্যমন্ত্রীও ঘোষণা করেন, প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। সাধারণভাবে এমন ক্ষতিপূরণের টাকা দেওয়ার নিয়ম রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের, কিন্তু পরিবারগুলির ব্যাঙ্ক লেনদেনে দেখা যাচ্ছে ওই প্রস্তাবিত ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে  “COOKED MID DAY MEAL” নামের ব্যাঙ্ক আকাউন্ট থেকে। গত বছরের অগাস্ট মাস নাগাদ ওই টাকা দেওয়া হয়েছে। 

প্রশ্ন উঠছে………

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের এক খাতের প্রকল্পের টাকা এভাবে অন্যখাতে ব্যবহার করা যায় কী ? বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানি অবস্থা! দান, খয়রাতি, দুর্নীতিতে সব তহবিল ফাঁকা। তাই কেন্দ্রীয় সরকারের মিড ডে মিলের টাকা থেকে পথ দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের অস্তিত্ব কী নেই এরাজ্যে?
প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের টাকা তছরুপ করার অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলের আনাগোনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে মিড ডে মিলের (Mid Day Meal) দুর্নীতির তদন্তে এবার রাজ্যে পা দেবে অপর কেন্দ্রীয় দল। তার আগে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে এমন দুর্নীতির অভিযোগ বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share