Drug Smuggling: গুজরাট উপকূলে আটক ২০০ কোটি টাকার মাদক, বরাত দেওয়া হয়েছিল পাঞ্জাব জেল থেকে

Drug_Smuggling

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উপকূল রক্ষা বাহিনী এবং গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (Gujarat ATS) মিলিত অভিযানে ২০০ কোটি টাকার মাদকসহ একটি পাকিস্তানি নৌকা আটক করল। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই নৌকা আরোহী ছয় পাকিস্তানিকেও। সূত্রমতে জানা গিয়েছে গুজরাট হয়ে ওই মাদক পাচার (Drug Smuggling) করা হচ্ছিল পাঞ্জাবে (Punjab)। পাঞ্জাব জেল (Punjab Jail) থেকে ওই বিপুল মাদকের বরাত দেওয়া হয়েছিল। এক বিদেশী ওই বরাত দিয়েছিলেন। বিদেশীর নামসহ যাবতীয় তথ্য পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা নিয়ে গুজরাট হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই পাকিস্তানিরা। আপাতত ওই পাকিস্তানিদের গ্রেফতার করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে উপকূল রক্ষা বাহিনী (India Coast Guard)।

আরও পড়ুন: ১,৫৪,০০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প গুজরাটে, মউ সাক্ষর করল বেদান্ত-ফক্সকন  

গুজরাটের সন্ত্রাস দমন বিভাগ এবং ভারতীয় উপকূল রক্ষা বাহিনী যৌথ বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানিদের ওই নৌকায় ছিল প্রায় ৪০ কেজির কাছাকাছি মাদক। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। উপকূলবাহিনীর দুটি দ্রুত গতির নৌকা নিয়ে ধাওয়া করে আটক করা হয় মাদক পাচারকারীদের নৌকা। জাখাউ উপকূলের কাছে ভারতীয় জলসীমার প্রায় ৩৩ মাইল ভিতরে দেখা গিয়েছিল ওই পাকিস্তানি নৌকাটিকে। মাদকের বেশিরভাগটাই হেরোইন। এর আগেই উপকূল রক্ষা বাহিনীর কাছে তথ্য ছিল, ভারতে মাদক পাচারের চেষ্টা করছে পাকিস্তান। 

আরও পড়ুন: কেন অনুব্রতর স্ত্রীর চিকিৎসা খরচ বহন? গরুপাচার কাণ্ডে সিবিআই-তলব ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে

জানা গিয়েছে, এর আগেও গুজরাট উপকূল দিয়ে মাদক পাচার করার চেষ্টা করেছিল পাচারকারীরা। গত মাসে গুজরাটের কছ জেলার উপকূল থেকে দুটি পাকিস্তানি নৌকা আটক করেছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। গত বছর অক্টোবর মাসে গুজরাটের মুন্দ্রা বন্দরে ২১ হাজার কোটি টাকার ২,৯৮৮ কেজি মাদক আটক করেছিল উপকূলরক্ষা বাহিনী। এটাই ছিল গুজরাটের সবচেয়ে বড় মাদক উদ্ধার অভিযান।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share